18/12/2024
কে কোন দেশ থেকে বিদেশ আসার প্রস্তুতি নিবেন তা এক নজরে দেখে নিই। ভিসার বর্তমান রেশিও
মধ্যপ্রাচ্যের কিংবা দক্ষিন এশিয়ার প্রায় সকল দেশেই ইউরোপের কোন না কোন দেশের দুতাবাস আছে
মুলত সমস্যাটা হল আবেদনকারী জানেন না কোন দেশ থেকে কোথায় আবেদন করলে ভিসা সম্ভাবনা বেশি! বা কোন দেশে যাওয়াটা সহজ অই সকল দেশ থেকে। আজকের এই পোস্টে মিডলইস্টের দেশ গুলো থেকে ভিসা সম্ভাব্যতা ক্ষেত্রে কোন দেশ কে বেচে নিবেন তার কিছু উদাহরণ দিব।
🎴যারা সৌদি আরব আছে তারা ফাস্ট পছন্দের তালিকায় রাখবেন ক্রোয়েশিয়া। কোন প্রকার এন ও সি ঝামেলা নাই, কফিকের কোন ডকুমেন্টস লাগে না, যার কারনে বৈধ আকামা হলেই আপনি এই দেশটাতে জব ভিসায় আসতে পারবেন। ভিসা রেশিও ৯৫% যদি কোম্পানির সব ঠিক থাকে।
🎴সৌদি থেকে ২য় পছন্দের তালিকায় রাখবেন পর্তুগাল কে যদি বাজেট ভাল থাকে। মোটামুটি ভাল ভিসা রেশিও ডি ওয়ান, জব সিকার ভিসার ক্ষেত্রে। সমস্যাটা হল এপয়েন্টমেন্ট। এসব এড়াতে পারলে এটাকে ২য় তালিকায় রাখতে পারেন
🎴 কাতার থেকে ফাস্ট পছন্দের তালিকায় রাখবেন রোমানিয়া, আর ২য় ক্রোয়েশিয়াকে, এই দুই দেশের ই ভিসা রেশিও অনেক হাই। তবে রোমানিয়ার রেশিও ৯৮% বলতে পারেন যদি আগে রিফিউজাল না থাকে কোন দেশে।তবে মাথায় রাখার বিষয় হলে এই মুহুর্তে রোমানিয়ান ভিসার এপয়েন্টমেন্ট পেতে হলে আপনাকে ৮/১২ মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে কাতার থেকে। আর ক্রোয়েশিয়ার ভিসা রেশিও কিছুটা কম বিগত দিন গুলোতে।
🎴কাতার থেকে ৩য় দেশ হিসাবে মাল্টা এবং পর্তুগাল কে রাখতে পারেন। তবে মাল্টার ক্ষেত্রে আপনি কাতারে যে প্রফেশনে আছেন, অর্থাৎ আইডিতে যে পেশা দেয়া সেই পেশার সাথে মিল রেখে জব অফার মেনেজ করলে মাল্টার ভিসা পসিবল কাতার থেকেও। মিল না থাকলে রিফিউজ হবার সম্ভাবনা অনেক।
🎴কাতার থেকে পর্তুগালের জব ভিসা হচ্ছে তবে বাজেট অনেক হাই। তারা কাজ দেয় তারা ১৪/১৫ এর কাছাকাছি এমাউন্ট খরচ করে আসতেছে। সো বাজেট নিয়ে চিন্তা নেই তারা সরাসরি পর্তুগালের ডি ওয়ান ভিসায় আসার চিন্তা করতে পারেন।
🎴কুয়েত থেকে রোমানিয়ার ভিসার রেশিও ১০০/১০০. যারা এই দেশে আছেন ফাস্ট পছন্দের তালিকায় রোমানিয়া রাখতে পারেন। সময়ও কম লাগছে ভিসা পেতে।
🎴বাহরাইন, ওমান থেকে ক্রোয়েশিয়ার ভিসা করা যাচ্ছে. বেশ ভাল ভিসা রেশিও এখনো এই দেশ গুলো থেকে। ওমান থেকে রোমানিয়ার ভিসার অতিরিক্ত অনেক ডকুমেন্টস চেয়ে থাকে। যারা এসকল ডকুমেন্টস দিতে পারবেন না তারা এপ্লাই না করা বেটার।
🎴আরব আমিরাত থেকে যারা ফাইল দিবেন নানান দেশের তারা অনেক কিছু মাথায় রেখে ফাইল দিবেন।
রোমানিয়ান ভিসার জন্য আপনাকে হতাশ করব না, ফাইল না দেয়া বেটার। রেশিও অনেক কমিয়েছে তারা বিগত দিন গুলোতে। ক্রোয়েশিয়ার জব ভিসা আর বুলগেরিয়ান সিজনাল ভিসা হচ্ছে। রেশিও ভাল। আপাতত এই দুই দেশ ছাড়া কন্টাকে অনেক দেশের ই কাজ হচ্ছে তবে কম। আপাতত নজর না দেয়া ভাল।
🎴 মালেয়শিয়ান থেকে এক কথায় রোমানিয়ান ভিসার রেশিও হাই। এই দেশ থেকে রোমানিয়ার ফাইল দেয়া টা বেস্ট। লিথুয়ানিয়ার কাজও পসিবল যদি সকল ডকুমেন্টস ক্লাইয়েন্টের হাতে রেডি থাকে। অনেক কিছু লাগে বলে লিথুয়ানিয়ার ফাইল নিয়ে মালেয়শিয়া থেকে কাজ করা যায় না। বিশেষ করে ব্যাংক স্টেইটমেন্ট, এন ও সি ঝামেলা সব ক্লাইয়েন্টের থাকে।
ক্রোয়েশিয়ার ভিসা করাও পসিবল তবে ফাইলের মেইন কাজ চায়না থেকে হয়ে আসবে।
🎴সিংাপুর থেকে বেস্ট হচ্ছে লিথুয়ানিয়া ভিসা, রেশিও ১০০/১০০ তবে এজেন্সির উপর ডিপেন্ডে করবে কাজের বিষয়। তাছাড়া ক্রোয়েশিয়ার ভিসা, পর্তুগালের ভিসার রেশিও বেশ ভাল। যারা ভাল কোন এজেন্সির মাধ্যমে কাজ করাতে পারেন তাহলে এই দেশ গুলোতে ট্রাই করবেন অবশ্য ই।
🎴মালদ্বীপ থেকে রোমানিয়ার ফাইলের কাজ করা যাচ্ছে শতভাগ। তবে আপনাকে শ্রীলঙ্কায় যেয়ে ফাইল জমা করতে হবে, অথবা বাংকাদেশী হিসাবে দিল্লিতে জমা করতে পারবেন। বৈধ ভিসা থাকলে মালদ্বীপের রেসিডেন্স পারমিট থাকলে কলম্বোতে রোমানিয়ান ভিসার ফাইল জমা করে ভিসা করতে পারবেন।
ভিসার করার ক্ষেত্রে অবশ্য ই আপনার বৈধতা থাকা লাগবে বাইরে কোন দেশ থেকে আবেদন করতে গেলে।
ইলিগেল থাকলে আপনি কখনো ই ভিসার জন্য ফাইল বাইরের কোন দেশের মিশনে বা দুতাবাসে জমা করতে পারবেন না।