Tushar_Mahbub

Tushar_Mahbub �࿐লা༅༎ইলা’হা༅༎ইল্লালাহু༅༎মুহাম্মাদু’র༅༎রাসুল’উল্লাহ্࿐�



࿐•••⊰�ッ�⊰•••࿐

17/06/2025

আজ ১৮/০৬/২০২৫ তারিখের সংযুক্ত আরব আমিরাতের ভিসার আপডেট। 🇧🇩🇦🇪

এখনো পর্যন্ত বাংলাদেশিদের জন্য আউট সাইডের কোনো ভিসা চালু হয়নি। এবং ইনসাইড নরমাল প্রোফেশনের ট্রান্সফার ভিসাও চালু হয়নি। উল্টা হাইপ্রফেশনের ট্রান্সফার ভিসা চালু ছিল সেটা ও বন্ধ হয়ে গেছে। আরবির ঘরের ভিসা ও বন্ধ করে দিছে। মোট কথা টান্সপার ভিসা সম্পূর্ণ বন্ধ আছে।

ইনসাইড শুধুমাত্র কেন্সেলে যারা আছেন তারা চাইলে পাটনার ভিসা করতে পারেন। বর্তমানে শুধুমাত্র পাটনার ভিসা চালু আছে।

ফ্যামেলি ভিসা সম্পূর্ণ বন্ধ রয়েছে।

বর্তমানে দেখা যাচ্ছে অনেকে কিছু ভিসার ছবি দিয়ে প্রচার করছেন যে আরব আমিরাতের ভিসা চালু হয়েছে। কিন্তু এগুলো সব হচ্ছে ফ্রী জোনের ভিসা।

তাই কেউ গুজবে কান দিয়ে কারো সাথে আর্থিক লেনদেন করে প্রতারিত হবেন না।
যখন ভিসা চালু হবে পোস্টের মাধ্যমে জানানো হবে।
ধন্যবাদ সবাইকে।😍

17/02/2025

ডক্টর ইউনুস বলেন -

আরব আমিরাতে গেছি, তখন তারা আমাকে বলতেছে আপনাদের লোকদের কোনো কথা বা কাগজ আমরা বিশ্বাস করতে পারিনা, প্রায় সব কাগজ ই ভুয়া থাকে।
একজন নিজেকে ডাক্তার পরিচয় দিয়ে সার্টিফিকেট নিয়ে আসছে, স্পষ্টত বুঝা যাচ্ছে সে ডাক্তার না, কিন্তু ডাক্তারের অরিজিনাল সার্টিফিকেট নিয়ে আসছে।
এইরকম ডাক্তার ইঞ্জিনিয়ার সবকিছুর সার্টিফিকেট নিয়ে আসে এরা (বাংলাদেশীরা)। 🙂

আজ ৩১/০১/২০২৫ তারিখের সংযুক্ত আরব আমিরাতের ভিসার আপডেট। 🇧🇩🇦🇪এখনো পর্যন্ত বাংলাদেশিদের জন্য আউট সাইডের কোনো ভিসা চালু হয়ন...
31/01/2025

আজ ৩১/০১/২০২৫ তারিখের সংযুক্ত আরব আমিরাতের ভিসার আপডেট। 🇧🇩🇦🇪

এখনো পর্যন্ত বাংলাদেশিদের জন্য আউট সাইডের কোনো ভিসা চালু হয়নি। এবং ইনসাইড নরমাল প্রোফেশনের ট্রান্সফার ভিসাও চালু হয়নি।

হাইপ্রফেশনের ট্রান্সফার ভিসা চালু আছে, তবে যাদের অনার্স বা ডিগ্রির সার্টিফিকেট আছে তাদের জন্য।

বর্তমানে দেখা যাচ্ছে অনেকে কিছু ভিসার ছবি দিয়ে প্রচার করছেন যে আরব আমিরাতের ভিসা চালু হয়েছে। কিন্তু এগুলো সব হচ্ছে ফ্রী জোনের ভিসা।

তাই কেউ গুজবে কান দিয়ে কারো সাথে আর্থিক লেনদেন করে প্রতারিত হবেন না।
যখন ভিসা চালু হবে পোস্টের মাধ্যমে জানানো হবে।
ধন্যবাদ সবাইকে।😍

সৌদি আরব ভ্রমণের জন্য বাধ্যতামূলক টিকাদান নোটিশ! *প্রযোজ্য তারিখ: ১ ফেব্রুয়ারি ২০২৫*উমরাহ বা ভ্রমণের/কাজের উদ্দেশ্যে সৌ...
16/01/2025

সৌদি আরব ভ্রমণের জন্য বাধ্যতামূলক টিকাদান নোটিশ!

*প্রযোজ্য তারিখ: ১ ফেব্রুয়ারি ২০২৫*

উমরাহ বা ভ্রমণের/কাজের উদ্দেশ্যে সৌদি আরবে যেতে হলে কোয়াড্রিভ্যালেন্ট নেইসিরিয়া মেনিনজাইটিস ভ্যাকসিন গ্রহণের সনদপত্র বাধ্যতামূলক।

✅ যাত্রার কমপক্ষে ১০ দিন আগে টিকা নিতে হবে।

✅ ভ্যালিডিটি: কনজুগেট টাইপ – ৫ বছর পর্যন্ত।

✅ ১ বছরের নিচে শিশুরা এ নিয়মের আওতামুক্ত।

কে কোন  দেশ থেকে বিদেশ আসার প্রস্তুতি নিবেন তা এক নজরে দেখে নিই। ভিসার বর্তমান রেশিও মধ্যপ্রাচ্যের কিংবা দক্ষিন এশিয়ার প...
18/12/2024

কে কোন দেশ থেকে বিদেশ আসার প্রস্তুতি নিবেন তা এক নজরে দেখে নিই। ভিসার বর্তমান রেশিও
মধ্যপ্রাচ্যের কিংবা দক্ষিন এশিয়ার প্রায় সকল দেশেই ইউরোপের কোন না কোন দেশের দুতাবাস আছে

মুলত সমস্যাটা হল আবেদনকারী জানেন না কোন দেশ থেকে কোথায় আবেদন করলে ভিসা সম্ভাবনা বেশি! বা কোন দেশে যাওয়াটা সহজ অই সকল দেশ থেকে। আজকের এই পোস্টে মিডলইস্টের দেশ গুলো থেকে ভিসা সম্ভাব্যতা ক্ষেত্রে কোন দেশ কে বেচে নিবেন তার কিছু উদাহরণ দিব।

🎴যারা সৌদি আরব আছে তারা ফাস্ট পছন্দের তালিকায় রাখবেন ক্রোয়েশিয়া। কোন প্রকার এন ও সি ঝামেলা নাই, কফিকের কোন ডকুমেন্টস লাগে না, যার কারনে বৈধ আকামা হলেই আপনি এই দেশটাতে জব ভিসায় আসতে পারবেন। ভিসা রেশিও ৯৫% যদি কোম্পানির সব ঠিক থাকে।
🎴সৌদি থেকে ২য় পছন্দের তালিকায় রাখবেন পর্তুগাল কে যদি বাজেট ভাল থাকে। মোটামুটি ভাল ভিসা রেশিও ডি ওয়ান, জব সিকার ভিসার ক্ষেত্রে। সমস্যাটা হল এপয়েন্টমেন্ট। এসব এড়াতে পারলে এটাকে ২য় তালিকায় রাখতে পারেন

🎴 কাতার থেকে ফাস্ট পছন্দের তালিকায় রাখবেন রোমানিয়া, আর ২য় ক্রোয়েশিয়াকে, এই দুই দেশের ই ভিসা রেশিও অনেক হাই। তবে রোমানিয়ার রেশিও ৯৮% বলতে পারেন যদি আগে রিফিউজাল না থাকে কোন দেশে।তবে মাথায় রাখার বিষয় হলে এই মুহুর্তে রোমানিয়ান ভিসার এপয়েন্টমেন্ট পেতে হলে আপনাকে ৮/১২ মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে কাতার থেকে। আর ক্রোয়েশিয়ার ভিসা রেশিও কিছুটা কম বিগত দিন গুলোতে।

🎴কাতার থেকে ৩য় দেশ হিসাবে মাল্টা এবং পর্তুগাল কে রাখতে পারেন। তবে মাল্টার ক্ষেত্রে আপনি কাতারে যে প্রফেশনে আছেন, অর্থাৎ আইডিতে যে পেশা দেয়া সেই পেশার সাথে মিল রেখে জব অফার মেনেজ করলে মাল্টার ভিসা পসিবল কাতার থেকেও। মিল না থাকলে রিফিউজ হবার সম্ভাবনা অনেক।

🎴কাতার থেকে পর্তুগালের জব ভিসা হচ্ছে তবে বাজেট অনেক হাই। তারা কাজ দেয় তারা ১৪/১৫ এর কাছাকাছি এমাউন্ট খরচ করে আসতেছে। সো বাজেট নিয়ে চিন্তা নেই তারা সরাসরি পর্তুগালের ডি ওয়ান ভিসায় আসার চিন্তা করতে পারেন।

🎴কুয়েত থেকে রোমানিয়ার ভিসার রেশিও ১০০/১০০. যারা এই দেশে আছেন ফাস্ট পছন্দের তালিকায় রোমানিয়া রাখতে পারেন। সময়ও কম লাগছে ভিসা পেতে।

🎴বাহরাইন, ওমান থেকে ক্রোয়েশিয়ার ভিসা করা যাচ্ছে. বেশ ভাল ভিসা রেশিও এখনো এই দেশ গুলো থেকে। ওমান থেকে রোমানিয়ার ভিসার অতিরিক্ত অনেক ডকুমেন্টস চেয়ে থাকে। যারা এসকল ডকুমেন্টস দিতে পারবেন না তারা এপ্লাই না করা বেটার।

🎴আরব আমিরাত থেকে যারা ফাইল দিবেন নানান দেশের তারা অনেক কিছু মাথায় রেখে ফাইল দিবেন।

রোমানিয়ান ভিসার জন্য আপনাকে হতাশ করব না, ফাইল না দেয়া বেটার। রেশিও অনেক কমিয়েছে তারা বিগত দিন গুলোতে। ক্রোয়েশিয়ার জব ভিসা আর বুলগেরিয়ান সিজনাল ভিসা হচ্ছে। রেশিও ভাল। আপাতত এই দুই দেশ ছাড়া কন্টাকে অনেক দেশের ই কাজ হচ্ছে তবে কম। আপাতত নজর না দেয়া ভাল।

🎴 মালেয়শিয়ান থেকে এক কথায় রোমানিয়ান ভিসার রেশিও হাই। এই দেশ থেকে রোমানিয়ার ফাইল দেয়া টা বেস্ট। লিথুয়ানিয়ার কাজও পসিবল যদি সকল ডকুমেন্টস ক্লাইয়েন্টের হাতে রেডি থাকে। অনেক কিছু লাগে বলে লিথুয়ানিয়ার ফাইল নিয়ে মালেয়শিয়া থেকে কাজ করা যায় না। বিশেষ করে ব্যাংক স্টেইটমেন্ট, এন ও সি ঝামেলা সব ক্লাইয়েন্টের থাকে।

ক্রোয়েশিয়ার ভিসা করাও পসিবল তবে ফাইলের মেইন কাজ চায়না থেকে হয়ে আসবে।

🎴সিংাপুর থেকে বেস্ট হচ্ছে লিথুয়ানিয়া ভিসা, রেশিও ১০০/১০০ তবে এজেন্সির উপর ডিপেন্ডে করবে কাজের বিষয়। তাছাড়া ক্রোয়েশিয়ার ভিসা, পর্তুগালের ভিসার রেশিও বেশ ভাল। যারা ভাল কোন এজেন্সির মাধ্যমে কাজ করাতে পারেন তাহলে এই দেশ গুলোতে ট্রাই করবেন অবশ্য ই।

🎴মালদ্বীপ থেকে রোমানিয়ার ফাইলের কাজ করা যাচ্ছে শতভাগ। তবে আপনাকে শ্রীলঙ্কায় যেয়ে ফাইল জমা করতে হবে, অথবা বাংকাদেশী হিসাবে দিল্লিতে জমা করতে পারবেন। বৈধ ভিসা থাকলে মালদ্বীপের রেসিডেন্স পারমিট থাকলে কলম্বোতে রোমানিয়ান ভিসার ফাইল জমা করে ভিসা করতে পারবেন।

ভিসার করার ক্ষেত্রে অবশ্য ই আপনার বৈধতা থাকা লাগবে বাইরে কোন দেশ থেকে আবেদন করতে গেলে।
ইলিগেল থাকলে আপনি কখনো ই ভিসার জন্য ফাইল বাইরের কোন দেশের মিশনে বা দুতাবাসে জমা করতে পারবেন না।

ইমিগ্রেশন অফিসার ঘুশ খাওয়ার জন্য অফ লোড করে দেয় এটা পুরোপুরি সত্য না।ইমিগ্রেশন অফিসারের মর্জির উপর ক্লিয়ারেন্স ডিপেন্ড ক...
12/12/2024

ইমিগ্রেশন অফিসার ঘুশ খাওয়ার জন্য অফ লোড করে দেয় এটা পুরোপুরি সত্য না।
ইমিগ্রেশন অফিসারের মর্জির উপর ক্লিয়ারেন্স ডিপেন্ড করে এটাও ভুল।
আমরা অনেক সময় মনে করি ইমিগ্রেশন অফিসারের মন ভালো নাই তাই অফ লোড করে দিছে।

আপনি কোন দেশ ভিজিট করতে যাওয়ার সময় সঠিক ডকুমেন্টস সাথে রাখেন।অফিসারের বাবার ক্ষমতা নাই আপনাকে ডিপোর্ট করবে।

ভ্যালিড ভিসা
রিটার্ন টিকিট
হোটেল বুকিং
পর্যাপ্ত ডলার
ডলার এন্ড্রস
নিজের ব্যাংক স্টেটমেন্ট
টিন সার্টিফিকেট (যদি থাকে)
এন ও সি / ট্রেড লাইসেন্স
অফিস এন আই ডি
ভিজিটিং কার্ড

উপরোক্ত সব কিছু থাকার পরেও যদি অফিসার তারেনারে করে সরাসরি এয়ারপোর্ট মেজিষ্ট্রেড এর কাছে চলে যান।

সিভিল অ্যাভিয়েশন অফিসেও যোগাযোগ করতে পারেন।
ইমিগ্রেশন এস পির সাথেও যোগাযোগ করতে পারেন।

মনে রাখবেন আপনাকে অনৈতিক ভাবে অফলোড করলে সেই অফিসারেরও জবাবদিহিতা থাকবে।

19/10/2024

Only For UAE

Rio Restaurant... UAE

RIO

BROAST CHICKEN RESTAURANT

JOB VACANCY Apply Now!

SEND CV

on What's App: 0505505024

KITCHEN HELPER

07/10/2024

তথ্য অন্যযায়ী ২০২৫ সাল রোমানিয়া হবে বাংলাদেশিদের জন্য সব চেয়ে বড় শ্রম বাজার। আগামি বছর অর্থাৎ ২০২৫ সালে মোটামুটি ৩ লক্ষ শ্রমিক প্রয়োজন হবে তৃতীয় দেশ থেকে রোমানিয়ার জন্য।

এত বড় একটা শ্রম বাজার ইউরোপের আর কোথাও খোলা নেই। এইটা রক্ষা করা আমাদের সকলের দায়ীত্ব। পরিবর্তন আসবে রোমানিয়ার লেভার ল সিস্টেমে অনেকটাই। ধীরে ধীরে ইউরোপের অন্যান্য দেশ গুলার মতই রোমানিয়ার সিস্টেম চালু করে দিবে। যদিও এইটা একটু সময় নিবে। তবে বর্তমান থেকে রোমানিয়ার আর আগের মত চাইলেই কোন কোম্পানিকে পারমিট দিচ্ছেনা। এইটা একটা ভাল দিক। সামনে আরো কঠিন হবে পারমিট বের করা। শুধু মাত্র রিয়েল কোম্পানি ছাড়া যে কেউ চাইলে আগের মত পারমিট পাবেনা।

তাই বর্তমানে যারাই যাবেন যদি আপনারা সেখানে অবস্থান করেন তাহলে ভবিষ্যতে ভাল কিছু আশা করা যায় রোমানিয়ার মার্কেটে।

এইটা আমার নতুন পেইজ তাই সবাই লাইক দিয়ে যুক্ত থাকুন আমার এই পেইজের সাথে।

02/09/2024

পাশে থাকলেই কেউ আপন হয়ে যায় না

Happy 2nd Independence Day 🤝💪Credit:-Wing Shots
05/08/2024

Happy 2nd Independence Day 🤝💪
Credit:-Wing Shots


04/08/2024

কাউকে দরকার নাই
Tushar mahbub

Nesto SupermarketUAE17-12-21
25/09/2023

Nesto Supermarket
UAE
17-12-21

Address

Naif
Dubai
75000

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tushar_Mahbub posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category