Zerro - পৃষ্ঠা

Zerro - পৃষ্ঠা nothing to say about my Life line.

10/05/2025

দেশের পরিস্থিতি ভয়াবহ রুপ ধারণ করছে!! সামনে আরো ভয়াবহ রুপ ধারণ করবে!!

মেয়ের "হাতে বাবা খুন।

Military Service-মিলিটারি সার্ভিস
https://www.facebook.com/profile.php?id=61566894280587

09/01/2024

Love music 🎶😍

11/09/2023

মন খারাপ নাকি সময় খারাপ!🌸
Aiat 🖋️

11/09/2023

একটি শিক্ষনীয় গল্প এক মিনিট সময় নিয়ে হলেও সবাই পড়বেন উপকৃত হবেন!!

একবার এক রাজা তার তিন মন্ত্রীকে ডেকে বললেন,এই নাও তোমাদের একটা করে খালি বস্তা দিলাম।তোমাদের কাজ হবে বনে গিয়ে বিভিন্ন ফল কুড়িয়ে এই বস্তা ভরে নিয়ে আসবে,দেখি কে কত তাড়াতাড়ি বস্তা পূর্ণ করে নিয়ে আসতে পার।তিন জন চলে গেল জঙ্গলে।

✡️১ম মন্ত্রী চিন্তা করলো,রাজা বলেছেন তাই ভালো ভালো ফল কুড়িয়ে বস্তা পূর্ণ করি এবং সেই মত জঙ্গলের ভালো ফল কুড়িয়ে বস্তা ভরে ফিরে আসল।

✡️২য় মন্ত্রী চিন্তা করলো,রাজা তো সব ফল দেখবেন না তাই হাবিজাবি পচা ফল দিয়ে সে নীচের দিকে পূর্ণ করে,উপরের দিকে শুধু কিছু ভালো ফল দিয়ে বস্তা পূর্ণ করলো এবং ফিরে আসল।

✡️৩য় মন্ত্রী চিন্তা করলো,রাজার এত সময় কোথায় বস্তা খুলে খুলে দেখবে,সে শুধু দেখবে বস্তা পূর্ণ হয়েছে কিনা।জঙ্গলে মরা পাতা,ঘাস,কাঠ দিয়ে বস্তা পূর্ণ করে নিয়ে এলো ।

তিন মন্ত্রী রাজার দরবারে হাজির,রাজা সবার বস্তা পূর্ণ দেখে খুশী হলেন।তিনি বস্তাগুলো খুলেও দেখলেন না।৩য় মন্ত্রী নিজের বুদ্ধির কথা চিন্তা করে নিজেকে বেশ বুদ্ধিমান মনে করতে লাগলো। রাজা একটু সময় নিয়ে তার মসনদে বসলেন এবং ঘোষণা করলেন,এই তিন মন্ত্রীদের তাদের বস্তা সহ ৭ দিনের জন্য কারাগারে পাঠানো হোক এবং প্রত্যেককে তিনটা আলাদা আলাদা কক্ষে রাখা হোক।এই সাত দিন তাদের কোন প্রকার খাবার দেওয়া হবে না।

যেই কথা সেই কাজ,তিনজনকেই কারাগারে পাঠানো হলো।১ম মন্ত্রী এই সাত দিন তার বস্তার ফল গুলো খেয়ে কাটিয়ে দিলেন।

দ্বিতীয় মন্ত্রী তার যত ভালো ফল ছিল ২ দিন খেতে পারলো,বাকী দিন পচা ফল খেয়ে কাটানোর চেষ্টা করলো কিন্তু তিনি অসুস্থ হয়ে পড়লেন।

৩য় মন্ত্রীর বস্তায় কোন ফল ছিলোনা তাই তিনি না খেতে পেরে কারাগারেই মারা গেলেন ।

এই গল্পের শিক্ষণীয় বিষয় হলো-

যদি আমরা ফাঁকি না দিয়ে সঠিকভাবে শিখে, পড়ালেখা করে বড় হই তবে এর ফল আমরা যখন কর্মক্ষেত্রে যাবো তখন ভোগ করতে পারবো ।

সংগৃহীত

Facebook

08/09/2023

*সময়—পরিবর্তনশীল

*১০ বছর আগে ক্লাসের সবচেয়ে সুন্দরী নজর কাটা মেয়েটাও এখন দুই সন্তানের মা...
কিন্তু সেই রুপ আর নাই...

*সব পরিহ্মায় নকল করে পাশ করা ছেলেটাও এখন বিসিএস ক্যাডার...

*ক্লাসের সবচেয়ে সময় ব্যয় করা ছেলেটিও এখন বেকার ঘুরছে....

*অন্যের গার্ল ফ্রেন্ড ভাগিয়ে নিয়ে যাওয়া বাইকওয়ালা ছেলেটার হবু বউ ও এখন আরেক প্রতিষ্ঠিত টাকাওয়ালার বিয়ে করা বউ...

*৮ বছর আগে ক্লাসে সবচেয়ে অহংকার নিয়ে চলাফেরা করা ছেলেটাও এখন ঋণের বোঝা নিয়ে কোনো মতে বেঁচে আছে...

*১০ বছর আগে ক্লাসের লাস্টে বসা প্রতিনিয়ত খারাপ রেজাল্ট করা ছেলেটিও ডাক্তারি পড়া শেষ করে ফেলেছে...

*৬-৭ বছর ধরে বয়ফ্রেন্ড চেঞ্জ করা ফর্সা সুন্দরী মেয়েটাও এখন পাএ পহ্মের কাছে বার বার রিজেক্ট হচ্ছে...

*৫ বছর আগে সেরা জুটিটা এখন একজন আরেক জনের ব্লক লিস্টে...

*৭-৮ বছর ধরে নিজের ইচ্ছে মত একের পর এক প্রেম করা মেয়েটিও এখন নিজের অনিচ্ছায় অপছন্দের মানুষের সাথে সংসার করছে...

*১০ বছর আগে আড্ডা জমানো ছেলেটাকে বন্ধু সার্কেল থেকে সরিয়ে দেওয়া মানুষটা এখনো বন্ধুওহীনতায় ভুগছে...

কখন কার কপালে কি ঘটে তা আগে থেকে জানা সম্ভব নয়।অর্থ-বিও,রুপ- গুনের কারণে সাময়িক কিছু দিনের জন্য আপনি- আমি হয়তো সময়কে নিজের মতো করে চালাতে পারবো... কিন্তু সময় সবসময় আমার-আপনার ইচ্ছে মত চলবে,এমন আশা করা টা ভুল... সময় সময়ের মতো করে শোধটা নিয়ে নেয়...

*এত অহংকার কিসের আমাদের?
*জীবনের প্রথম গোসল করেছি অন্যজনের হাতে..!
*শেষ গোসল টাও তো হবে অন্যজনের হাতে...!

06/09/2023

অনেক সস্তা করে ফেলেছেন নিজেকে...!!

কেউ ডাকলেই ইন্সট্যান্ট সাড়া দেওয়া , কারোর প্রয়োজনে পাশে থাকার ফলাফল বেশিরভাগ ক্ষেত্রে দিন শেষে কি হয় জানেন ? আপনি সস্তা হয়ে যান সবার কাছে। যাকে বন্ধু ভাববেন, সে আপনাকে তেমন কিছুই মনে করবে না। এমনকি হুট করে আপনাকে অপমান করে বসতেও তার বাধবে না। আপনাকে ভুলে যেতে শিখবে। ইগনোর করবে। নতুন নতুন বন্ধু বানিয়ে ফেলবে। নতুন বন্ধুদের নিয়ে ব্যস্ত থাকবে, আপনাকে আর সময় দিবে না আগের মতো।কিন্তু নতুন বন্ধুদের সাথে ঠিকই সময় কাটাবে।

অনেক তো হয়েছে এই ফেইক লাইফ , ফেইক ফ্রেন্ড, ফেইক ক্লাসমেটের জগতে বিচরন।

এবার নিজেকে বদলানোর সময়!'🖤

Let's get change..🖤

Address

Dhana
Dubai

Website

Alerts

Be the first to know and let us send you an email when Zerro - পৃষ্ঠা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share