06/03/2025
একদিন বাড়ি ছাড়লাম, তারপর আর ওরকমভাবে বাড়ি ফেরা হয় না। দীর্ঘদিন যাবো যাবো করে আর ঘরে ফেরা হয়নি, কর্ম জীবন শত-ব্যস্ততা দায়িত্ব রেখে আর বাড়ি ফেরা হয় না। বাড়ির কথা ভীষণ মনে পড়ে। ওই যে কারা জানি বলতো, একবার বাড়ি থেকে বের হলে ওইভাবে আর বাড়িতে ফেরা হয় না।