প্রবাস ডায়েরি

প্রবাস ডায়েরি Wish to help others

06/08/2025

🇦🇪 সংযুক্ত আরব আমিরাতের ভিসার সর্বশেষ আপডেট – ২০২৫

📢 আলহামদুলিল্লাহ! বাংলাদেশি প্রবাসীদের জন্য সুখবর!

✅ সুখবর: আরবি ঘরের ভিসা (House Visa) পুনরায় চালু!

যাদের ভিসা ক্যানসেল হয়ে গেছে বা অবৈধভাবে অবস্থান করছেন, তাদের জন্য একটি নতুন সুযোগ এসেছে বৈধ হওয়ার।
📌 এখন আপনি স্থানীয় আরব স্পনসরের অধীনে ঘরের ভিসা গ্রহণ করে বৈধভাবে থাকতে পারবেন।

🔍 অন্যান্য ভিসার বর্তমান অবস্থা (আপডেটেড - আগস্ট ২০২৫):

📌 লাইসেন্স ভিসা ট্রান্সফার – ❌ সম্পূর্ণরূপে বন্ধ।

📌 ভিজিট ভিসা – ✅ সীমিত আকারে খোলা, তবে কঠোর শর্ত প্রযোজ্য।

📌 নতুন লেবার ভিসা (বাংলাদেশ থেকে) – ❌ প্রায় সম্পূর্ণরূপে বন্ধ।
➡️ কিছু ব্যতিক্রম থাকলেও, সেগুলোর প্রক্রিয়া এখনো অস্পষ্ট।

📌 ফ্রি-জোন ভিসা – ✅ চালু আছে তবে কঠিন শর্ত রয়েছে।
⚠️ এই ভিসায় ওয়ার্ক পারমিট তৈরি করা যায় না।

📌 পার্টনার/ইনভেস্টর ভিসা (আল আইন ও আবুধাবি) – ✅ সীমিতভাবে চালু।
⚠️ তবে এই ভিসায় অন্য কোম্পানিতে কাজ করা নিষেধ।

🚨 বিশেষ সতর্কবার্তা:

❌ “সব ভিসা চালু হয়ে গেছে” – এমন গুজবে কান দেবেন না।
⚠️ নিশ্চিত না হয়ে কাউকে টাকা দিবেন না, প্রতারণার শিকার হতে পারেন।

📌 শেয়ার করে অন্যদেরকেও জানান এই গুরুত্বপূর্ণ তথ্য।
আপনার সচেতনতা—হতে পারে অন্যের জন্য বাঁচার পথ!

03/08/2025

কেউ যদি অভ্যাসগতভাবে মিথ্যা বলে, চুরি করে!

02/08/2025

TRAVELING......

Dua :
02/08/2025

Dua :

26/07/2025

অল্প বিদ্যা ভয়ঙ্করী :

26/07/2025

বলুন, হে আমার সেই বান্দাগণ, যারা নিজেদের উপর সীমালঙ্ঘন করেছ! আল্লাহ্‌র রহমত থেকে নিরাশ হয়ো না। নিশ্চয় আল্লাহ সমস্ত গুনাহ মাফ করে দেন। তিনি তো পরম ক্ষমাশীল, পরম দয়ালু।

24/07/2025
24/07/2025

"আপনার কষ্ট আপনি পারতেই পারেন—কারণ আল্লাহ তা জানেন।📖 আজকের আয়াত: 'Allah does not burden a soul beyond what it can bear.'সূরা বাকারা ২:২৮৬ "

22/07/2025

নিজেকে না বদলালে, ভাগ্যও বদলায় না।📖 আজকের আয়াত: সূরা রা’দ ১৩:১১ #আল্লাহ_র_বাণী"

22/07/2025

কাজ দিয়ে প্রমাণ করো, কথা দিয়ে নয়। "

21/07/2025

🇧🇩 বাংলাদেশে বিমান দুর্ঘটনায় হৃদয়বিদারক দৃশ্য 💔
📷: AFP

ঢাকার উত্তরা এলাকায় মিলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর একটি জঙ্গি বিমান বিধ্বস্ত হয়ে কমপক্ষে ২০ জন নিহত হয়েছেন এবং ১৭০ জনের বেশি আহত হয়েছেন।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের একজন চিকিৎসক জানিয়েছেন, ৫০ জনের বেশি শিশু ও প্রাপ্তবয়স্ক ব্যক্তি মারাত্মক দগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
গত কয়েক দশকের মধ্যে এটাই বাংলাদেশের সবচেয়ে ভয়াবহ বিমান দুর্ঘটনা।
ঘটনাটি পুরো জাতিকে শোকাহত করেছে।

📖 আল্লাহ তাআলা বলেনঃ
“প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে।”
– (সূরা আলে ইমরান: ১৮৫)

🕊️ আমরা নিহতদের জন্য মাগফিরাত কামনা করছি ও দোয়া করছি যেন আল্লাহ তাঁদের জান্নাতবাসী করেন। আহতদের দ্রুত সুস্থতা দান করুন।

🕊️ আল্লাহ শহীদদের জান্নাত দান করুন ও আহতদের দ্রুত সুস্থতা দিন।

#উত্তরা #মিলস্টোনস্কুল #দুর্ঘটনা

21/07/2025

আপনি যত উচ্চতায় উঠবেন, বাতাস তত ঠান্ডা হবে।"
সাফল্যের সঙ্গে সঙ্গে বাড়ুক আপনার নম্রতা, বিনয় ও সহনশীলতা।

Address

Dubai

Website

Alerts

Be the first to know and let us send you an email when প্রবাস ডায়েরি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share