
16/10/2025
Eid Al Nakhlah উৎসব থেকে আমার ছেলে শুধু অর্থ উপার্জন করেনি, শিখেছে জীবনের এক বড় শিক্ষা! 🤝 তার তৈরি ডেটস অ্যান্ড নাট বল ও স্টাফড ডেটস বিক্রি করে মোট ৮৭ দিরহাম আয় হয়েছে।
আজকের শিক্ষাই আগামী দিনের ভিত্তি: অর্জিত ৪৩.৫০ দিরহাম চ্যারিটি বক্সে দান করে সে প্রমাণ করেছে, ভাগ করে নেওয়ার আনন্দই সবচেয়ে বড়। এই অভিজ্ঞতা তাকে আত্মবিশ্বাস আর মানবিকতা দুই-ই জুগিয়েছে।
ধন্যবাদ ম্যাম, এমন শিক্ষামূলক উদ্যোগের জন্য! ✨
#দানকরারআনন্দ