19/12/2025
"ডিসেম্বার আসে যায় 🍀
আর প্রতি ডিসেম্বারে মন খারাপের ঝুলিতে নতুন কিছু যোগ হয়। যোগ হয় নতুন অভিজ্ঞতা। সেই সাথে যোগ হয় কিভাবে আবার নিজেকে গুছিয়ে তুলবো। গত বছর ঠিক এই সময় গুলোতে একটা জিনিস নিজেকে বুঝিয়েছিলাম মন খারাপ করা যাবে না।করলেও সামান্যই। অতঃপর ২০২৫ এর অনেকটা সময় ভালো গেছে আলহামদুলিল্লাহ।যতটুক খারাপ গিয়েছে,যাচ্ছে নিজের দোষে। আবার অনেক কিছুই পরিকল্পনায় ছিলো করা হয়নি। দিন শেষে বছর শেষে জাস্ট মনে হয় i'm just surviving. 🦋🦋