জীবনে সফলতা, আল্লাহর রহমত, ধৈয্য এবং কঠিন পরিশ্রম ছাড়া সম্ভব না।
21/07/2025
এই দেশে মানুষের জন্য কোনো নিরাপত্তার ব্যবস্থা নেই।
এই দেশ ছেড়ে নিরাপদ কোনো জায়গায় চলে যাওয়াই যেন এখন একমাত্র লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে।
হায়াত শেষ তাই চলে গেলে আসলেই কি শুধু তাই?
পৃথিবীর আর কোনো দেশে কি এমন অবহেলায়, এমন নির্মম মৃত্যু ঘটে?
04/07/2025
📄 বিজনেস ডকুমেন্টস আপডেট কেন জরুরি?
আপনার ব্যবসার সফলতা ও ভবিষ্যৎ পরিকল্পনার জন্য ডকুমেন্ট আপডেট রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেকেই এই গুরুত্বপূর্ণ কাজটি অবহেলা করেন, যার কারণে পরবর্তীতে বিভিন্ন আইনি বা আর্থিক সমস্যার সম্মুখীন হতে হয়।
✅ কী কী ডকুমেন্ট আপডেট রাখতে হবে?
ট্রেড লাইসেন্স: প্রতিবছর রিনিউ না করলে জরিমানা হতে পারে।
ভ্যাট রেজিস্ট্রেশন (BIN): ঠিকানা বা মালিক পরিবর্তন হলে আপডেট জরুরি।
ই-টিন সার্টিফিকেট: ব্যবসার আকার অনুযায়ী আপডেট করা প্রয়োজন।
ব্যাংক অ্যাকাউন্ট ডকুমেন্টস: ব্যবসার নাম, ঠিকানা বা অথরাইজড পার্সন পরিবর্তন হলে জানানো বাধ্যতামূলক।
বিজনেস রেজিস্ট্রেশন (RJSC): কোম্পানি হলে বছরে অন্তত একবার Annual Return দিতে হয়।
লোগো বা ব্র্যান্ড ট্রেডমার্ক: ব্র্যান্ড সুরক্ষার জন্য ট্রেডমার্ক রেজিস্ট্রেশন ও রিনিউ নিশ্চিত করুন
চলছে বিজনেস ডকুমেন্টস আপডেটের মাস। তাই আপনার বিজনেসের বৈধ নথিপত্র আপডেট করে নিন।
20/06/2025
তোমরা যাদের 'মোল্লা' বলে ডাকো, তারা কত ত্যাগ আর পরিশ্রমের বিনিময়ে মোল্লা হয়—সেটা কি জানো?
আলেম হওয়া কি এত সহজ? যখন তোমরা মায়ের কোলে ঘুমাও, তখন তারা মায়ের কোল ছেড়ে পাড়ি জমায় মাদ্রাসার পথে।
যে বয়সে তোমরা প্রস্রাব করতে গেলেও মা'কে ডাকো, সেই বয়সেই তারা মা-বাবা ছাড়া ঘুমায়। পরিবার ছেড়ে, ঘর ছেড়ে, আরাম ছেড়ে— বেছে নেয় কষ্টের পথ। কেন? কেবল কোরআন-হাদিসের জ্ঞান অর্জন করতে, আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে।
05/06/2025
স্বামীকে পরকীয়া থেকে বাচানোর জন্য,
প্রত্যেক স্ত্রী-কে তার নিজের সৌন্দর্যের প্রতি
যত্নবান হওয়া উচিত।
22/05/2025
তাহাজ্জুদ প্রতিযোগিতা আমার শাশুড়ির সাথে
যখন জানতে পারলাম আমি গর্ভবতী, আমি গোপনে একটি ছেলের জন্য দোয়া করতাম। আমি আমার ছোট বোনকে নিজের সন্তানের মতো বড় করেছি—তাই এবার আমি শুধু একজন ছেলেকে বড় করার আনন্দ অনুভব করতে চেয়েছিলাম।
কিন্তু আমার শাশুড়ির ছিল অন্য পরিকল্পনা। তিনি সব সময় একটি কন্যা সন্তানের স্বপ্ন দেখতেন, কিন্তু কখনও তা পাননি।
তিনি হাসলেন এবং বললেন, “চলো, তাহাজ্জুদের প্রতিযোগিতা করি। তুমি একটি ছেলের জন্য দোয়া করো, আমি একটি মেয়ের জন্য দোয়া করবো। দেখি কে জেতে।”
আর সেই থেকেই আমরা দুজনেই রাতে শেষ অংশে আমাদের দোয়া ফিসফিস করে বলতে শুরু করলাম।
প্রথম আল্ট্রাসাউন্ড… যমজ!
আমরা দুজনেই হাসলাম এবং কেঁদে ফেললাম। যেন আল্লাহ মৃদুস্বরে বললেন: প্রতিযোগিতার দরকার নেই। তোমরা দুজনেই জিতেছো।
একটি কন্যা শিশু। একটি পুত্র সন্তান।
আমার ছেলে দুর্বল ছিল এবং এনআইসিইউ-তে থাকতে হয়েছিল।
কিন্তু আলহামদুলিল্লাহ, আজ তারা দুজনেই সুস্থ এবং তিন বছর বয়সে পদার্পণ করছে—আমাদের দ্বিগুণ আনন্দ, আমাদের দ্বিগুণ দোয়ার ফল।
তাহাজ্জুদ সত্যিই এক অসাধারণ কিছু।❤️
~ ঘটনাটি সংগ্রহ করে অনুবাদ করা হয়েছে
16/05/2025
মাসে মিনিমাম ৩০ হাজার টাকা কামানো রিকশাওয়ালারা কোনোভাবেই গরীব না। এইটা দেশের জিডিপি পার ক্যাপিটা থেকেও বেশি। আপনি তাদের গরীব ভাবেন কারণ আপনার মাথায় এটাই সেট হয়ে আছে যে রিকশাওয়ালা মানেই গরীব। তার উপর আবার ছেঁড়াফাটা লুঙ্গি পরে থাকে, দেখতেও কালো, লেখাপড়াও জানে না, কথা বলে গেঁয়ো ভাষায়।
গরীব তো আপনি! কামান মাসে ১৫ হাজার টাকা, কিন্তু ভাব নেন সিক্স ডিজিটের। খুব ফিটফাট জামাকাপড় পরে থাকেন, দেখতে শুনতে ভালোই, লেখাপড়া জানা গ্র্যাজুয়েট, কথাও বলেন স্মার্টলি। আপনারে গরীব ভাবার কোনো উপায় আছে?
সবার আগে ওদের গরীব ভাবা বন্ধ করেন, আর নিজেদেরও বড়লোক দেখানো বন্ধ করেন। তাহলেই দেখবেন অর্ধেক সমস্যার সমাধান হয়ে গেছে।
12/05/2025
আগে বিরুদ্ধে বললে গ্রেফতার করতো। এখন পক্ষে বললে গ্রেফতার! প্রকৃতি বোধহয় তার প্রতিশোধ এইভাবেই আদায় করে😃
11/05/2025
আওয়ামী লীগ নিষিদ্ধ করতে প্রধান উপদেষ্টাকে বারবার পত্র দিয়েছে বিএনপি
-মির্জা ফখরুল
10/05/2025
বিএনপি কি এখন আইস্যা বলবে যে আওয়ামী লীগরে আমরাই নিষিদ্ধ করলাম?
10/05/2025
কতকিছু লিখতে ইচ্ছা করে। লিখি। মুছে দেই। ফের লিখি, মুছি। বলতে ইচ্ছা হয়। বলা হয় না।
মনে হয়, "কী দরকার!"
10/05/2025
Hi everyone! 🌟 You can support me by sending Stars - they help me earn money to keep making content you love.
Whenever you see the Stars icon, you can send me Stars!
Be the first to know and let us send you an email when Masud R Rahman posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.
My full name is Masud R Rahmn . on social media people know me as “Freelancer Masud”. Since my career started with Freelancing Jobs when I was in class 10 .
My future goal
I would like to inspire the Bangladeshi unemployed people who are seeking to get an earning source. I can guarantee as a student and Freeancer that, Freelancing career is one of the best career for a student or unemployed. If someone wants , he or she can take this career permanently. It depends up to the person. So I would like to spread out the journey and the story through which I have achieved so many things in my life.