Dream of Dubai

Dream of Dubai we are support your dream for travel and tourism 

22/10/2025

বিদেশে আসার পর সবচেয়ে মিসিং আওয়াজ -🤣🤣🤣

একটা গেম চলছে — নাম “Gold Manipulation” 🎭শুনেছেন?সারা পৃথিবীতে একটা কথা ছড়িয়ে দেওয়া হচ্ছে –👉 “ব্যাংকে টাকা রাখলে হারা...
22/10/2025

একটা গেম চলছে — নাম “Gold Manipulation” 🎭
শুনেছেন?
সারা পৃথিবীতে একটা কথা ছড়িয়ে দেওয়া হচ্ছে –
👉 “ব্যাংকে টাকা রাখলে হারাবে, সোনা কিনলে বাঁচবেন।”

এই কথাটা এমনভাবে ছড়ানো হয়েছে যেন সোনা কিনলেই নিরাপদ!
মানুষ ভয় পেয়ে ব্যাংক থেকে টাকা তুলে সোনার দোকানে গেলেন।
ফলাফল?
🔸 ব্যাংকগুলো তারল্য সংকটে পড়ল।
🔸 সোনার দাম আকাশ ছোঁয়া হলো।
🔸 আর পেছনে বসে থাকা “বিশ্ব অর্থনৈতিক জায়ান্টরা” হাসল চুপিচুপি 😏

কেন জানেন?
কারণ তারা জানে — যখন সবাই কিনে ফেলে, তখনই বিক্রি করার সেরা সময়।
তারপর শুরু হবে দ্বিতীয় অধ্যায় –
👉 সবার ঘরে সোনা থাকবে, কিন্তু বাজারে মুদ্রাস্ফীতি।
খাবার, ওষুধ, সেবা — কিছুই কেনা যাবে না সোনা দিয়ে।
তখন সবাই বিক্রি করতে চাইবে।
আর তখনই সক্রিয় হবে সেই পুরনো অর্থনৈতিক ফর্মুলা —
Supply > Demand = দাম ধস।
যে সোনাটা ২ লাখ টাকায় কিনেছিলেন, সেটা হয়তো বিক্রি করতে হবে ১.২ লাখে।
আপনি ভাববেন – “এটা কিভাবে হলো?”
উত্তর একটাই – আপনি গেমের অংশ ছিলেন, কিন্তু গেমার নন।

এটা আসলে একটা নিখুঁতভাবে ডিজাইন করা ফাঁদ,
যেখানে মধ্যবিত্ত মানুষকেই টার্গেট করা হয়েছে —
যারা ভবিষ্যতের জন্য সঞ্চয় করতে চায়।
তাদেরকেই ধীরে ধীরে নিঃস্ব করে, আবার দাসত্বে ফিরিয়ে নেওয়া হচ্ছে।

👉 সোনা কিনে আপনি অর্থনীতির চাকা আটকে দিচ্ছেন।
কারণ টাকাটা তখন মাটির নিচে ঘুমিয়ে থাকে, মার্কেটে কাজ করে না।
অর্থনীতি তখন শ্বাসরুদ্ধ হয়ে যায়।

এখন যদি সবাই আবার ব্যাংকের ওপর আস্থা রাখে,
তাহলে ব্যাংকগুলো ব্যবসা, উন্নয়ন, নতুন কর্মসংস্থান — এসব তৈরি করতে পারবে।
সরকারের এখানেও বড় ভূমিকা দরকার —
মানুষ যেন ব্যাংকের ওপর আস্থা হারায় না, সেটা নিশ্চিত করতে হবে।

সোজা ভাষায় বললে —
সোনা এখন Safe Haven না, এটা Silent Trap.
আর এই Trap থেকে বের হওয়ার প্রথম পদক্ষেপ —
🔹 সোনা বাদ দিন, টাকাকে মার্কেটে ঘোরান।
🔹 উৎপাদনে, বিনিয়োগে, উদ্ভাবনে লাগান।
কারণ জমিয়ে রাখা জিনিস ধন নয়, চলমান জিনিসই সম্পদ। 💰

এখন সময় এসেছে আমাদের নারী সমাজকেও এগিয়ে আসার।
যেভাবে ভালোবাসা না পেলে ঘৃণা করতে জানেন,
সেভাবেই এখন সোনাকে ঘৃণা করুন।
কারণ এই সোনাই একদিন আপনাকে পথে নামিয়ে দেবে।

বিশ্ব অর্থনীতিবিদদের মতে, আগামী এক বছরে সোনার দাম প্রায় ৩০-৪০% পর্যন্ত কমে যেতে পারে।
গুগলে সার্চ দিলেই রেফারেন্স পাবেন।

এখন প্রশ্ন একটাই —
আপনি কি গেম খেলবেন, নাকি গেমের চরিত্র হবেন?

20/10/2025

Exploring the heartbeat of Dubai! 🇦🇪✨
3 minutes of pure wonder in front of the world’s tallest tower —
the Burj Khalifa Fountain Show never fails to impress! 🌊🎶
A must-see for anyone visiting Dubai! ❤️

15/10/2025

DUBAI-VISA

0503867919

ভিসা কেনসেল এর জন্য যোগাযোগ ০৫০৩৮৬৭৯১৯
12/10/2025

ভিসা কেনসেল এর জন্য যোগাযোগ ০৫০৩৮৬৭৯১৯

আমাদের সাথে যোগাযোগের ঠিকানা
12/10/2025

আমাদের সাথে যোগাযোগের ঠিকানা

0503867919
12/10/2025

0503867919

12/10/2025

আপনার লেবার ভিসার সাথে সংশ্লিষ্ট যেকোনো নোটিশ বা জরিমানার মেসেজ যেন সরাসরি আপনার ফোনে আসে!

আপনার বর্তমান নম্বর আপডেট করতে আজই আসুন

AL ZARKON TRAVEL & TOURISM LLC-তে।
050 386 7919
আমাদের ঠিকানা: ১২৭ Community, ২২ নম্বর স্ট্রিট, হোর আল আনজ, দুবাই। আমরা আপনার ইমিরেটস আইডির সাথে আপনার নম্বর আপডেট করে দেবো মাত্র দুই দিনের মধ্যে। সরাসরি আমাদের সাথে যোগাযোগ করুন এবং সব আপডেট নিজের নিয়ন্ত্রণে রাখুন!

Dubai Island
12/10/2025

Dubai Island

Address

Dubai

Telephone

+971503867919

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dream of Dubai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Dream of Dubai:

Share