Khaleej Bangla

Khaleej Bangla Khaleej Bangla is a first bengali news outlet based on Middle Eastern and North Africa.

সন্ত্রাসী সংগঠন হিসেবে “ছাত্রলীগ” কে জয় বাংলা করা হয়েছে!কিন্তু সরল মনের প্রশ্ন, “পরবর্তীতে নির্বাহী আদেশে জামায়াত, শি...
23/10/2024

সন্ত্রাসী সংগঠন হিসেবে “ছাত্রলীগ” কে জয় বাংলা করা হয়েছে!

কিন্তু সরল মনের প্রশ্ন, “পরবর্তীতে নির্বাহী আদেশে জামায়াত, শিবির নিষিদ্ধের আদেশ প্রত্যাহারের মতো তারাও আবার ফিরে আসবে না তো?”

We're together for Lebanon 🇱🇧 لبنانWe're الهلال الأحمر الإماراتي UAE Red Crescent
22/10/2024

We're together for Lebanon 🇱🇧 لبنان
We're الهلال الأحمر الإماراتي UAE Red Crescent

আমাদের বীর সন্তানেরা 😘
05/08/2024

আমাদের বীর সন্তানেরা 😘

আমাদের সংগ্রাম চলবেই অবিরাম ✊
04/08/2024

আমাদের সংগ্রাম চলবেই অবিরাম ✊

ভিপিএন ব্যবহারে কিছু পরামর্শচলমান পরিস্থিতি তে বাংলাদেশে বসে যারা হোয়াটসঅ্যাপ, ম্যাসেজ সহ বিভিন্ন কমিউনিকেশন এ্যাপস ও স...
27/07/2024

ভিপিএন ব্যবহারে কিছু পরামর্শ

চলমান পরিস্থিতি তে বাংলাদেশে বসে যারা হোয়াটসঅ্যাপ, ম্যাসেজ সহ বিভিন্ন কমিউনিকেশন এ্যাপস ও সোস্যাল মিডিয়া কিংবা কোন ওয়েবসাইটে ভিজিট করতে পারছেন না। তাদের জন্য পরামর্শ।

ফোনের প্লে স্টোরে গিয়ে “Outline” ভিপিএন সফটওয়্যার ডাউনলোড করুন। এটি একটি এনক্রিপ্টেড ওপেনসোর্স সফটওয়্যার। যা সম্পূর্ণ ব্যতিক্রম ও শতভাগ নিরাপদ। এর মাধ্যমে আপনি নিজেই আপনার নিজের ভিপিএন তৈরী করে নিতে পারবেন।

কেন Outline ব্যবহার করবেন?
VPN আপনার ব্যক্তিগত যোগাযোগগুলো ব্যবস্থাকে নিরাপদ ও সুরক্ষিত রাখে এবং আপনাকে মুক্ত ইন্টারনেট দুনিয়ায় অবাধে বিচরণ করতে সহযোগিতা করে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আপনি জানেন না যে, VPN সেবা প্রদানকারী কে বা কারা? কিংবা কিভাবে তারা VPN নিয়ন্ত্রণ করে এবং আপনার কোন কোন ডেটাতে তাদের অ্যাক্সেস আছে। তাই ব্যবহারকারীদের জন্য নিজস্ব সার্ভার দ্বারা তৈরিকৃত ভিপিএন ব্যবহার করা একটি জটিল প্রক্রিয়া ছিল।

প্রথাগত ভিপিএনগুলি প্রায়শই ব্লক করা সহজ কারণ সেগুলো সনাক্ত করা যায়। যখন আপনি একটি VPN ব্যবহার করেন, তখন আপনার ট্র্যাফিক থাকে বেনামী। জনপ্রিয় VPN গুলো কিছু নিরাপত্তা প্রোটোকল ও ইউনিক ক্রিপ্টোগ্রাফিক স্বাক্ষর ব্যবহার করে যা সহজেই সনাক্ত করা যায় এবং ব্লক করা যায়।

আপনি যখন আপনার ডিভাইসটিকে একটি প্রচলিত VPN এর সাথে সংযুক্ত করেন, তখন আপনার ট্র্যাফিক সনাক্ত করা সহজ হয়। কারণ অধিক ট্র্যাফিকের কারণে ওই সার্ভারকে খুঁজে পাওয়া সহজ হয়ে যায়। ফলে সরকারী নিয়ন্ত্রক সংস্থা তাকে সহজেই শনাক্ত ও ব্লক করতে পারে।
অন্যান্য VPN ব্লক করা সম্ভব হলেও, “Outline” নেটওয়ার্ক-ভিত্তিক ব্লকিং বা আইপি ব্লকিং-এর মতো অত্যাধুনিক সেন্সরশিপ কে ফাঁকি দিয়ে আপনাকে নিরবচ্ছিন্ন ভাবে মুক্ত ইন্টারনেট জগতে বিচরণ করতে সাহায্য করে।

কারণ, এর প্রতিটি আইডির বিপরীতে একটি ইউনিক সার্ভার ব্যবহার করা হয়ে থাকে। যা চাইলেও স্বৈরাচারী সরকার ব্লক কিংবা শনাক্ত করতে পারে না। আপনি চাইলে আপনার নিজস্ব কোন সার্ভার দ্বারা এটি চালাতে পারেন কিংবা ক্লাউডবেইজ কোন সার্ভারে (DigitalOcean, Rackspace, Google Cloud Platform অথবা Amazon EC2) স্পেস নিতে পারেন।

তবে ক্লাউড নির্ভর সার্ভারগুলো ব্যবহারের জন্য মাসিক ভিত্তিতে নির্দিষ্ট পরিমাণ সাবস্কিপশন ফি প্রদান করতে হয়। যা সবচেয়ে বেশি নিরাপদ। আমি নিজে নিয়মিত DigitalOcean এর সার্ভার ব্যবহার করে থাকি। এখানে আমার ১ টেরবাইট স্পেস নেয়া আছে।

আপনাদের কারো যদি "Outline” ব্যবহারের জন্য সার্ভার স্পেস লাগে তাহলে সফটওয়্যারটি ডাউনলোড দিয়ে নিঃসংকোচে আমাকে ইনবক্স করতে পারেন। আমাদের শহীদ ভাইদের সম্মানে সম্পূর্ণ বিনামূল্যে আপনাদেরকে সার্ভার সরবরাহ করা হবে।

শুধু একটা কথা মনে রাখবেন, বিপরীত এ যুদ্ধে আমাদের জিততেই হবে। আমরা আমাদের শহীদ ভাইদের রক্তের সাথে বেইমানি করতে পারি না। সবাই ভালো থাকবেন। সবার জন্য দোয়া ও ভালোবাসা রইলো। ইনকিলাব জিন্দাবাদ।

রবিবারের ঢাকা। আজকের কোটা আন্দোলন ও কারফিউয়ের কিছু দৃশ্য।সূত্র: বিবিসি বাংলা
21/07/2024

রবিবারের ঢাকা। আজকের কোটা আন্দোলন ও কারফিউয়ের কিছু দৃশ্য।
সূত্র: বিবিসি বাংলা

কেউ একটু আবু সাইদ ভাইকে খবর দেন, সে যদি রায় মানে আমিও মানবো…
21/07/2024

কেউ একটু আবু সাইদ ভাইকে খবর দেন, সে যদি রায় মানে আমিও মানবো…

আপনি আপনার বাবার মৃত্যুর শোক ৪৯ বছরে ভুলতে পারেন নাই। আমরা ভাইয়ের মৃত্যুর শোক দুই দিনে ভুলে যাব?
21/07/2024

আপনি আপনার বাবার মৃত্যুর শোক ৪৯ বছরে ভুলতে পারেন নাই। আমরা ভাইয়ের মৃত্যুর শোক দুই দিনে ভুলে যাব?

চোখ বাঁধা অবস্থায় ছেড়ে দেয়া হয়েছে নাহিদকে
21/07/2024

চোখ বাঁধা অবস্থায় ছেড়ে দেয়া হয়েছে নাহিদকে

Address

Al Noor Building 2, Amman Street, Al Nahda 2
Dubai

Alerts

Be the first to know and let us send you an email when Khaleej Bangla posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Khaleej Bangla:

Share