Jamuna News UAE

Jamuna News UAE Smile tomorrow may never come News reports

15/12/2025
13/12/2025

এন আর বি ইঞ্জিনিয়ারস এন্ড আর্কিটেকটস এর আবুধাবি শাখা, আইইবি ওভারসীজ চ্যাপ্টার আবুধাবি ও বিইএ ওয়ার্ল্ড এর সম্মিলিত উদ্যোগে আবুধাবির আল বাহিয়া ফার্মহাউজে ইউএইর জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত মিলন মেলা এবং প্রবাসীদের সচেতনতা বৃদ্ধি শীর্ষক আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় রাষ্ট্রদূত তারেক আহমদ বলেন, "আমিরাতে বাংলাদেশের ভিসা চালু করতে হলে যে কোন মূল্যে আমাদেরকে অপরাধের হার কমাতে হবে। এদেশে আমাদের ভাবমূর্তি,আমাদের অপরাধ হারের এআই নিয়ন্ত্রিত ডাটা যদি আমরা নিম্নমুখী করতে না পারি তাহলে আমরা ভিসার ব্যাপারে আশাবাদী হতে পারবো না।"

12/12/2025

মরুর বুকে বাংলাদেশিদের ফুটবল উৎসব- প্রবাসী বাংলাদেশী প্রিমিয়ার লীগ দুবাই ইরানিয়ান ক্লাবের ফুটবল মাঠে শুরু হয় দুই মাস আগে, ধারাবাহীক এই আয়োজনের ফাইনাল শেষ হয় রবিবার রাতে আজমান পুলিশ ক্লাব মাঠে।

08/12/2025

দুবাইয়ের আল কেসিসে এশিয়া রয়েল রেস্টুরেন্টের উদ্বোধন।

মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে রেস্টুরেন্ট খাতে বিনিয়োগ করতে প্রবাসী বাংলাদেশীদের প্রতি আহ্বান জানিয়েছেন এশিয়া রয়েল রেস্টুরেন্টের কর্ণধার মোহাম্মদ প্রিন্স হোসাইন। তিনি বলেন, ব্যবসাবান্ধব এই দেশটিতে বিনিয়োগ করলে অধিক পরিমাণ মুনাফা অর্জন করা, কর্মসংস্থান সৃষ্টি, আত্মনির্ভরশীল হয়ে নিজেদের প্রতিষ্ঠাসহ রেমিটেন্স পাঠিয়ে দেশকে অর্থনৈতিক স্বনির্ভর করা সম্ভব।

06/12/2025

ইঞ্জিনিয়ার্স এন্ড আর্কিটেক্টস অব বাংলাদেশ আবুধাবি-আয়োজিত বার্ষিক মিলনমেলা অনুষ্ঠিত। আবুধাবির আল রাহবা এন্টারটেইনমেন্ট স্পোর্টস ক্লাবে আয়োজিত এ অনুষ্ঠানে আমিরাতের সাতটি প্রদেশ থেকে আগত পাঁচ শতাধিক প্রকৌশলী, স্থপতি, চিকিৎসক ও বিভিন্ন পেশাজীবি সংগঠনের প্রতিনিধিসহ প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

06/12/2025

সযুক্ত আরব আমিরাতে প্রবাসি ব‍্যবসাই আলমের প্রতিষ্ঠানের ৮ বর্ষ পূর্তি ও আমিরাতের ৫৪ তম জাতীয় দিবস উদযাপন করা হয়েছে। রাস আল খাইমা সাকার পার্কে কম্পানির বর্ষ পূর্তি উপলক্ষে দিনব্যাপী নানা আয়োজন করেন প্রবাসী এই ব‍্যাবসাই। ফুটবল, ক্রিকেটের অয়োজন করেন। দিনব্যাপী এই আয়োজনের শেষে পুরস্কার বিতরণী ও কম্পানির ভালো কাজের স্বীকৃতি স্বরূপ দেয়া হয় সম্মাননাও।

05/12/2025

আবুধাবিতে বিডি কিং টায়ারের উদ্যোগে আমিরাতের ৫৪ তম জাতীয় দিবস পালন।

05/12/2025

আমিরাতে ভিসা চালুর জন্য যে কোন মূল্যে আমাদেরকে অপরাধের হার কমাতে হবে বলে মন্তব্য করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত তারেক আহমদ।

30/11/2025

সংযুক্ত আরব আমিরাতে শাহ এমদাদীয়ার রক্তদান কর্মসূচি

রক্ত দিযন জীবন বাঁচান এমন মহৎ কাজের মাধ্যমে আমিরাতের সাথে আরো ভালো সম্পর্ক বজায় রাখতে চান, মাইজভাণ্ডারী শাহ এমদাদীয়া ব্লাড ডোনার্স গ্রুপ ইউএই ইউনিট কমিটি।

26/11/2025

সংযুক্ত আরব আমিরাতে প্রবাসীদের ব্যবসা ও ব্যক্তিগত পর্যায়ে সহজসেবা প্রদানে বাংলাদেশিদের একটি অংশ গড়ে তুলেছেন ইমিগ্রেশন সংশ্লিষ্ট ছোট-বড় বিজনেস ম্যান সার্ভিস ও টাইপিং ব্যবসা প্রতিষ্ঠান।

26/11/2025
26/11/2025

Address

Cornish Street
Dubai
0000

Alerts

Be the first to know and let us send you an email when Jamuna News UAE posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share