
07/08/2025
লোকটার একমাত্র অপরাধ, আজ বিকেলে সে চাঁদাবাজির বিরুদ্ধে নিউজ করেছিল।
এই মুহুর্তে লোকটা মরে পড়ে আছে গাজীপুর চৌরাস্তায়।
হয়তো বিকেলেও লোকটা ভাবছিল, দেশটাকে উন্নত করবে, চাঁদাবাজি বন্ধ করবে।
বিকেল থেকে রাত হতে পারল না।
লোকটা খুন হয়ে গেল। একটা পরিবার শেষ।
কারা করেছে, আমরাও জানি, আপনারাও জানেন।
কিন্তু কিছুই বলা যাবে না।
এক জাহেলিয়াত থেকে যে আবার কোন জাহেলিয়াতে যাচ্ছি, আল্লাহই ভালো জানেন।
এক সময় নিজে কত স্বপ্ন দেখতাম।এখন আর দেখি না। কেউ দেখতে চাইলেও না করি।
আজকাল কাউকে আর ভালো কথা বলতে মন চায় না।
দেশ নিয়ে, রাজনীতি নিয়ে কেউ স্বপ্নের কথা বলতে আসলেই আমার ভয় হয়, আমি বলি, রান ফরেস্ট, রান!!