Mohammed somon

Mohammed somon I LOVE BANGLADESH

28/11/2025

এএফসি অনুর্ধ্ব-১৭ এশিয়ান কাপ বাছাই পর্বে বাহরাইনকে ২–১ গোলে হারিয়ে টানা চার ম্যাচে পূর্ণ ১২ পয়েন্ট সংগ্রহ করেছে বাংলাদেশ। দুর্দান্ত এই জয়ে টেবিলের শীর্ষস্থান আরও সুসংহত শক্ত হয়েছে টিম বাংলাদেশের।

এই জয়ে বাংলাদেশ দলের সবাইকে আন্তরিক অভিনন্দন।

27/11/2025

ভোট দেওয়ার জন্য প্রবাসীদের নিবন্ধন কার্যক্রমে দেখা দিয়েছে বড় ধরনের জটিলতা!

ঠিকানা ভুলের কারণে সাত দেশে ভোটার নিবন্ধন স্থগিত করল বাংলাদেশ নির্বাচন কমিশন।

পোস্টাল ভোট বিডি অ্যাপে রেজিস্ট্রেশন করলেও বেশিরভাগ প্রবাসী ভোট দিতে পারবেন না!

প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে হলে পোস্ট অফিসের ঝামেলা বাদ দিয়ে পুরো প্রক্রিয়াটা একই অ্যাপের ভেতরেই সম্পন্ন করতে হবে।

➡️ আরব দেশের অধিকাংশ প্রবাসীই জানেন না তাদের এলাকায় পোস্ট অফিস কোথায়।
➡️ জানলেও কাজের ডিউটি রেখে, ট্যাক্সিভাড়া দিয়ে সেখানে যাওয়া প্রায় অসম্ভব।
➡️ ফলে বাস্তবে দেখা যাবে—রেজিস্ট্রেশন করলেও ৯৮% প্রবাসী ভোট দিতে পারবেন না।

সমাধান একটাই:
📌 Mobile App-এর মাধ্যমে রেজিস্ট্রেশন থেকে শুরু করে ভোট দেওয়া পর্যন্ত সম্পূর্ণ প্রক্রিয়া একই অ্যাপের মধ্যে রাখতে হবে।
তাহলেই বিশ্বের যেকোনো প্রবাসী সহজে, নিরাপদে ও সময়মতো ভোট দিতে পারবেন।

প্রবাসীদের ভোটাধিকার বাস্তবে নিশ্চিত করতে হলে এখনই সিদ্ধান্ত বদলানো জরুরি। ✔️

🇧🇩 প্রবাসী সারতে শেয়ার করুন ✅


27/11/2025
বিপিএলকে সামনে রেখে নোয়াখালী এক্সপ্রেসের লোগো উন্মোচন
27/11/2025

বিপিএলকে সামনে রেখে নোয়াখালী এক্সপ্রেসের লোগো উন্মোচন

27/11/2025

অবশেষে বিপিএল এর নব-নির্বাচিত নতুন দল হতে যাচ্ছে "NOAKHALI EXPRESS"

নোয়াখালী এক্সপ্রেস হলো বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) অংশ নেওয়া একটি নতুন টি-২০ ক্রিকেট দল। দলটি নোয়াখালীকে কেন্দ্র করে তৈরি করা হয়েছে.....

দলটির নাম “এক্সপ্রেস” রাখা হয়েছে নোয়াখালীর গতি, উৎসাহ এবং প্রাণচাঞ্চল্যকে বোঝাতে। দলটি স্থানীয় খেলোয়াড়দের তুলে ধরে একটি শক্তিশালী স্কোয়াড গড়ার লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করে....

নোয়াখালী এক্সপ্রেস ২০২৫ সালে বাংলাদেশ প্রিমিয়ার লিগে অংশগ্রহণের জন্য প্রতিষ্ঠিত হয়। দলটি দেশ ট্রাভেলস দ্বারা ক্রয় করা হয়, যারা বাংলাদেশের অন্যতম পরিচিত কর্পোরেট প্রতিষ্ঠান। একটি গোপন নিলামে দলটির ফ্র্যাঞ্চাইজি অধিকার ক্রয় করা হয়.

আশা করি বৃহত্তর নোয়াখালী বাসীদের কে এক নতুন জয় উপহার দিবে উক্ত টিম....

27/11/2025

বিপিএল এ নোয়াখালী এক্সপ্রেস টিমের প্রধান কোচ করা হয়েছে খালেদ মাহমুদ সুজন কে।

এ বিষয়ে পক্ষে বিপক্ষে নানান মন্তব্য আসছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

26/11/2025

আপনারা যাওয়ার আগেই প্রত্যেকটা এয়ারপোর্টের লাগেজ হ্যান্ডেলিং এবং বিমানের আংশিক ম্যানেজমেন্টের দায়িত্ব বিদেশি স্বনামধন্য কোম্পানির কাছে দিয়ে যান, চুরদের কাছ থেকে জাতিকে বাঁচান।

আমাদের বিদেশ যাত্রী এবং প্রবাসীরা প্রতিদিনই চোরদের কাছে হয়রানির শিকার হয়। এতো নিম্নমানের এয়ারপোর্ট ম্যানেজমেন্ট পৃথিবীর আর কোথাও নেই।

Address

Madinat Dubai Al Melaheya

Telephone

+971501489409

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mohammed somon posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share