27/11/2025
ভোট দেওয়ার জন্য প্রবাসীদের নিবন্ধন কার্যক্রমে দেখা দিয়েছে বড় ধরনের জটিলতা!
ঠিকানা ভুলের কারণে সাত দেশে ভোটার নিবন্ধন স্থগিত করল বাংলাদেশ নির্বাচন কমিশন।
পোস্টাল ভোট বিডি অ্যাপে রেজিস্ট্রেশন করলেও বেশিরভাগ প্রবাসী ভোট দিতে পারবেন না!
প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে হলে পোস্ট অফিসের ঝামেলা বাদ দিয়ে পুরো প্রক্রিয়াটা একই অ্যাপের ভেতরেই সম্পন্ন করতে হবে।
➡️ আরব দেশের অধিকাংশ প্রবাসীই জানেন না তাদের এলাকায় পোস্ট অফিস কোথায়।
➡️ জানলেও কাজের ডিউটি রেখে, ট্যাক্সিভাড়া দিয়ে সেখানে যাওয়া প্রায় অসম্ভব।
➡️ ফলে বাস্তবে দেখা যাবে—রেজিস্ট্রেশন করলেও ৯৮% প্রবাসী ভোট দিতে পারবেন না।
সমাধান একটাই:
📌 Mobile App-এর মাধ্যমে রেজিস্ট্রেশন থেকে শুরু করে ভোট দেওয়া পর্যন্ত সম্পূর্ণ প্রক্রিয়া একই অ্যাপের মধ্যে রাখতে হবে।
তাহলেই বিশ্বের যেকোনো প্রবাসী সহজে, নিরাপদে ও সময়মতো ভোট দিতে পারবেন।
প্রবাসীদের ভোটাধিকার বাস্তবে নিশ্চিত করতে হলে এখনই সিদ্ধান্ত বদলানো জরুরি। ✔️
🇧🇩 প্রবাসী সারতে শেয়ার করুন ✅