Muslim Beliefs

Muslim Beliefs সব দুঃখের মূল এই দুনিয়ার প্রতি অত্যাধিক মোহ👽👽

ওপারে ভালো থাকুন হাদি, শান্তিতে থাকুন!
18/12/2025

ওপারে ভালো থাকুন হাদি, শান্তিতে থাকুন!

মা বললো, তোর স্বামীর জন্য প্রতিদিন ভাত রান্না করি নাকি? প্রতি রাতে এসে বসে থাকে, লজ্জা সরম কিছু নাই নাই?- সে কি ভাত চাইছ...
18/12/2025

মা বললো, তোর স্বামীর জন্য প্রতিদিন ভাত রান্না করি নাকি? প্রতি রাতে এসে বসে থাকে, লজ্জা সরম কিছু নাই নাই?

- সে কি ভাত চাইছে মা?

- না চাইলে ও তো আমরা বুঝি, তাছাড়া ড্রইং রুমে বসে থাকলে ডাইনিং রুমে বসে কীভাবে খাবো আমরা?

- আমার সঙ্গে যেভাবে কড়া কথা বলো সেভাবে ওর সঙ্গে বলতে পারো না মা? আমি তো পছন্দ করে বিয়ে করিনি, তোমাদের পছন্দের ছেলে।

- আমার হয়েছে যত জ্বালা, তোর বাবা নিজের রুমে বসে বকবক করে। সে নিজেও কিছু বলতে পারে, কিন্তু তা না করে সবকিছু আমার উপর।

- সত্যি করে বলো তো মা, তুমি আর বাবা আমাকে কি আর ওর সঙ্গে সংসার করতে দেবে না?

- পাগল নাকি তুই? তোর বাবা ডিভোর্সের সকল ব্যবস্থা করতে বলেছে উকিলকে।

- তাহলে কি আমি ওর সামনে গিয়ে আজকে সরাসরি বলে দেবো যে আর কোনদিন আমাদের বাড়ি যেন না আসে। তার ডিভোর্স পেপার সে বাসায় পেয়ে যাবে, বলবো মা?

- পারবি শাকিলা? সেটাই বলে দে, প্রতিদিন আর সহ্য করতে পারি না।

- ঠিক আছে যাচ্ছি আমি।

ড্রইং রুমে বসে বসে সকাল বেলার পুরনো পত্রিকা খুলে পড়ছে সাজ্জাদ, আমার স্বামী। আমি তার সামনে যেতেই সে দাঁড়িয়ে গেল, বাসা থেকে চলে আসার পড় এটাই আমাদের প্রথম দেখা। সে ঠিক প্রতিদিন আসে কিন্তু আমি কোনদিনই সামনে আসি না।

সেই চেহারা নেই, চোখ গুলো কেমন কোটরে ঢুকে গেছে, সম্পুর্ণ পোশাক যেন অন্যরকম। এভাবে এর আগে কখনো দেখিনি ওকে,

- আমি বসতে বসতে বললাম, কেমন আছো?

- ভালো।

- চা-নাস্তা করা হয়েছে?

- শুধু চা দিয়েছিল।

- তো বাসায় যাবে কখন? প্রতিদিন এতো রাত করে বসে থাকো, বিরক্ত লাগে না?

- না, আর তোমার জন্য তো অপেক্ষা করি। তুমি সামনে এলে তো বসে থাকতে হতো না, আমার সঙ্গে তুমি কথা বলো না কেন?

- কথা বলতে ইচ্ছে করে না তাই বলি না।

- তোমার নাম্বার বন্ধ করে রাখছো।

- হ্যাঁ, তাহলে বুঝতেই পারছ তোমার সঙ্গে কথা বলার কোন ইচ্ছে নেই বলে তো বন্ধ।

- আমার ভুল হয়ে গেছে।

- কিসের ভুল সাজ্জাদ? আজব।

- তাহলে আমাকে রেখে কেন এখানে আছো, তুমি কি আমার সঙ্গে থাকবে না শাকিলা?

- না সাজ্জাদ, তুমি তো জানো সরাসরি কথা বলা আমার বেশ পছন্দের। আজও তোমার সামনে আসার কোন ইচ্ছে ছিল না, কিন্তু তুমি প্রতিদিন রাতে এসে বসে থাকো, বিশ্রী লাগে।

- আমার কি করা উচিৎ?

- তুমি কি জানো হয়তো মা-বাবা সবাই তোমার প্রতি খুব বিরক্ত?

- হ্যাঁ জানি, কিন্তু তুমি তো আমাকে পছন্দ করো ভালোবাসো, তাই আসি।

- যদি বলি আমিও তোমার প্রতি খুব বিরক্ত তবে কি আর আসবে না?

- মনে হয় আসবো না, কিন্তু আমি জানি তোমার কোনদিনই বিরক্ত আসবে না।

- তোমার জানায় ভুল আছে, আমি তোমাকে এখন খুবই বিরক্ত মনে করি। নাহলে অনেক আগেই তোমার সঙ্গে চলে যেতাম, নাহলে একা একা বাসায় যেতাম।

- চুপচাপ।

- একটা কথা বলবো?

- হুম বলো।

- তুমি আর এসো না, বাবার এক বন্ধুর সঙ্গে বাবা আমাদের বিষয় কথা বলেছেন। তিনি মনে হয় শীঘ্রই ডিভোর্সের সকল কাগজপত্র নিয়ে আসবে।

- ওহ্, তোমার ইচ্ছেতে?

- হ্যাঁ।

- আমি কি আমার অপরাধ জানতে পারি?

- তোমার কোন অপরাধ নেই, তুমি অতিরিক্ত ভালো মানুষ। আর সেটাই তোমার সমস্যা, তবে বাবার সমস্যা হচ্ছে তোমার কারণে নাকি বাবার অফিসে একটা সমস্যা হয়েছে।

- হ্যাঁ কিছুটা, আমাদের একটা কাজ তোমার বাবার অফিসের করার কথা ছিল। তাদের কাজের মান ভালো না তাই আমি কাজটা অন্য কোম্পানি কে দিতে বলেছি আমাদের স্যার কে।

- তোমার কি উচিৎ ছিল না বাবার কথা শোনা?

- কাজের সময় কাজ, বাসায় এলে শশুর জামাই সম্পর্ক, তাই আগে কাজ।

- এটাই সমস্যা, যাইহোক আমি তোমার কাজের প্রতি শ্রদ্ধা করি।

- তাহলে আমার সঙ্গে চলো।

- সেটা সম্ভব না, আগেই বলছি। বাবার যেমন সমস্যা তার অফিসে, আমারও তেমন কিছু সমস্যা আছে বাসাতে। তবে বলতে চাই না।

- আচ্ছা ঠিক আছে।

- তুমি এখন চলে যাও, আর কোনদিন আসার দরকার নেই।

- ভাত খেয়ে যাই?

- না, বাসায় গিয়ে খেও, তোমার জন্য এখানে অতিরিক্ত রান্না করা হয় না।

- তোমার জন্য তো হয়? সেখান থেকে নাহয় একটু খেতে দিলে।

- সাজ্জাদ...? অদ্ভুত কথাবার্তা সব।

- আচ্ছা সরি, এমনিতেই ফাজলামো করেছি। তো ভালো থেকো সবসময়।

সাজ্জাদ উঠে দাঁড়িয়ে গেল, দরজা খুলে একাই বের হয়ে গেল। আমি দরজা বন্ধ করার জন্য এগিয়ে গেলাম, পিছন থেকে ডাক দিয়ে বললাম,

- বাসায় রান্না করো নাকি হোটেলে খাও?

- সাজ্জাদ ঘুরে তাকাল, বলল, কোনটাই না। হোটেলের খাবার সহ্য হয় না, আর বাসাতে কেন যেন রান্না করতে ইচ্ছে করে না। সারাদিন শুকনো খাবার খেয়ে চলে যায়, আর রাতে তো তোমাদের বাসায় খেতাম। আজ থেকে অন্য ব্যবস্থা করতে হবে।

সাজ্জাদ সিঁড়ি বেয়ে নিচে চলে গেল, আমি দরজা বন্ধ করে নিজের রুমে চলে গেলাম। ঘন্টা খানিক পড়ে বাবার চিৎকারে রুম থেকে বের হলাম, বাবা বলল,

- ইচ্ছে করেই চাবি ফেলে গেছে, চাবি নেবার বাহানা ধরে আবার আসবে।

- বললাম, কি হয়েছে বাবা?

- সাজ্জাদ বাসার চাবি ফেলে গেছে মনে হয়।

- তাহলে চিৎকার করো কেন? এলে আবার দিয়ে দেবে তাতেই তো হয়ে যায়।

- কোন দরকার নেই, চাবি নিচে গিয়ে দারোয়ান এর কাছে রেখে আসবো। সে এলে দারোয়ান তাকে চাবি দিয়ে দেবে।

আমি চুপচাপ রুমে চলে গেলাম, বাবা চাবি নিয়ে চলে গেছে নিচে। অন্ধকার রুমের বেলকনিতে দাঁড়িয়ে জীবনের হিসাব মেলাতে লাগলাম।

রাত দুইটা।
দরজা খুলে নিচে গেলাম, দারোয়ান কাকা বসে বসে ঝিমাচ্ছে। আমি তাকে ডাক দিতেই তিনি ধড়ফড়িয়ে উঠলেন।

- কে কে কে?

- কাকা আমি শাকিলা।

- ওহ্ তুমি?

- কাকা আমার হাসবেন্ড এসেছিল?

- না আসেনি এখনো।

- যদি আসে তাহলে তাকে চাবি দেবার সময় বলবেন আগামীকাল সকালে আমি বাসায় যাবো। সে যেন সকাল বেলা আমাকে নিতে আসে, বাসায় যেতে হবে না, রাস্তায় দাঁড়ালে হবে।

- আচ্ছা।

|
|

সকাল বেলা মায়ের ডাকে ঘুম থেকে উঠে শুনি বাড়ির দারোয়ান কাকা আমাকে ডাকছে। আমি মনে মনে ভাবলাম যে সাজ্জাদ হয়তো চলে এসেছে আমাকে নিতে। নিশ্চয়ই সে নিচে দাঁড়িয়ে আছে আমার জন্য, কাপড়চোপড় টুকটাক রাতেই গুছিয়ে রেখেছি। কোনরকমে হাতমুখ ধুয়ে ব্যাগ নিয়ে বের হলাম, মা অবাক হয়ে তাকিয়ে রইল।

পিছন থেকে বারবার ডাকছে আমি শুধু বললাম, নিজের সিদ্ধান্তটা নিজে একটু নেবো।

নিচে এসে সবচেয়ে বড় ধাক্কা লেগেছে, সাজ্জাদ আসেনি। ভোরবেলা এসে একটা চিঠি রেখে গেছে, দারোয়ান কাকা সেটাই দেবার জন্য আমার খোঁজ করছেন।

তেমন কিছু লেখা নেই, শুধু লেখা আছেঃ-

" অনেক দিনের ইচ্ছে ছিল ব্যস্ত শহর ছেড়ে কোন এক নদীর চরে কিংবা জঙ্গলে ঘুরে বেড়াবো। আজ সেই ইচ্ছে পুরণ করার উদ্দেশ্যে রওয়ানা হলাম, বাসার সবকিছু তোমার নিজের হাতে গড়া। সেগুলো তুমি গ্রহণ করে নিও, একটাই আফসোস ' তুমি কেন আমার সঙ্গে এমনটা করলে সেই উত্তরটা জানতে পারি নাই। "

|
|

চলবে...

গল্পঃ-
কুয়াশার মতো।
পর্বঃ- ০১
লেখাঃ- মোঃ সাইফুল ইসলাম।

রিপোস্ট করা হয়েছে।
সম্পুর্ন গল্পের লিঙ্ক পিন পোস্টে চেক করলেই পেয়ে যাবেন।

18/12/2025
এ দেশে কুকুর ছানা হত্যার বিচার হয়.ভালো কথা একটা বোবা প্রাণী এদেশে সঠিক বিচার পেলো কিন্তুমানব সৃষ্টির কাছে প্রশ্ন আমার "আ...
04/12/2025

এ দেশে কুকুর ছানা হত্যার বিচার হয়.
ভালো কথা একটা বোবা প্রাণী এদেশে সঠিক বিচার পেলো
কিন্তু
মানব সৃষ্টির কাছে প্রশ্ন আমার "আলেম" হত্যার বিচার হয় না কেন.?
প্রশ্ন রাখলাম বিবেক বুদ্ধি সুশীলদের কাছে।।

১. ডিস্কাউন্ট বলতে কিছু নাই। ১০০ টাকার জিনিস ২০০ করে, ৫০ টাকা “ছাড়” দিয়ে ১৫০ টাকায় বিক্রি করে।২. কেউ যদি বলে এই অফার আর...
28/11/2025

১. ডিস্কাউন্ট বলতে কিছু নাই। ১০০ টাকার জিনিস ২০০ করে, ৫০ টাকা “ছাড়” দিয়ে ১৫০ টাকায় বিক্রি করে।

২. কেউ যদি বলে এই অফার আর আসবে না, বিশেষ করে জামা কাপড়, তেল, খাবারের জিনিস, আপনি সিউর থাকেন ঐ অফার আবার আসবে।

৩. "দ্রুত স্টক আউট হয়ে যাচ্ছে!" বলতে এখন কিছু নাই। ও জিনিস কম কিনেছে, এখন কাস্টমার নাই তাই তাড়াহুড়ো করে আপনার ভেতর fear of missing out (fomo) তৈরি করছে যাতে কিনে ফেলেন। সবার ক্ষেত্রে এটা সত্য না বাট ব্যক্তিগতভাবে আমি কাওরেই বিশ্বাস করিনা

৪. প্রি-অর্ডার নিলেও পণ্য আসলে অনেক আগেই হাতে থাকে, শুধু artificial hype তোলার জন্য "প্রি-অর্ডার" বলে

৫. "লাস্ট ২ পিস আছে!" আরো আছে। ফাও বলতেসে

৬. ওয়েবসাইটে গেলে countdown দেখায়, অফারের সময় আছে আর ৬ ঘন্টা। There is a good chance আপনি ৬ ঘন্টা পরে গেলেও ওখানে আপনি আবার countdown দেখবেন

৭. পডকাস্টে কোনো অপরিচিত গেস্টকে হঠাৎ hype এ উঠতে দেখলে বুঝবেন উনার নিজের ব্যবসা প্রমোট করতে আসছে না হয় কোনো কোর্স লঞ্চ করবে

৮. FREE DELIVERY বলতে কিছু নাই। ২৫০ টাকার জিনিস ৩২০ টাকা করে ওটা ডেলিভারি ফ্রি করে দেয়

৯. Warranty মানে ঠিক করে দিবে। Guarantee মানে চেইঞ্জ করে দিবে। কেনার আগে সিউর হয়ে নেন ওরা কি দিচ্ছে।

১০. "পাকিস্তান থেকে ইম্পোর্ট করা" বলতে কিছু নাই। ওগুলো দেশের বিভিন্ন চিপায় চাপায় বানায়।

১১. দামী জিনিসের দাম "কম" অনুভব করানোর জন্যে round number না রেখে odd number রাখা হয়। যেমন ১২,৯০০ না রেখে ১২,৭৮৪। একই ভাবে "এটা তেমন দাম না" এমন অনুভব করাতে ১০০ না রেখে ৯৯ রাখা হয়।

১২. "প্রিমিয়াম কোয়ালিটি" = নিউমার্কেটে খুজলে পাবেন

১৩. গতবছর ট্রেন্ডি Polo Sweater যেটা ৭০০-১২০০ টাকায় বেচা হয়েছে, ওটার পাইকারি লট ১০০ পিস নিলে প্রতি পিস ১৯৫ টাকা করে (এটা আমি নিজে মেসেজ দিয়ে জানসি। সেইম প্রোডাক্ট)

১৪. অনলাইনে কাপড়ের জিনিসের ছবি ইচ্ছা করে Saturation বাড়িয়ে, Vivid Filter দিয়ে তুলে যাতে আরো Lookrative লাগে, যে কারণে বাস্তবে হাতে পেতে কালার মিলে না

১৫. "Live থেকে সরাসরি কিনলে ডিস্কাউন্ট" কাপড়ের বিজনেস এ এটা বেশি করলেও ঘুরে-ফিরে ২ দিন পর সেইম ডিস্কাউন্ট এ দিবে

১৬. কিছু কিছু ওয়েবসাইটে শুরুতে ডিস্কাউন্ট দেয় না। আপনি ৩-৪ বার add to cart দিয়ে না কিনে চলে আসলে তখন ডিস্কাউন্ট দেখায়

১৭. "কাস্টমাররা অনুরোধ করেছে আবার আনতে" most probably কেউ অনুরোধ করে নাই

১৮. বিভিন্ন পেইজ থেকে অনেক সময় যেসব Product নষ্ট হয়ে গেসে, ডেলিভারি প্রডাক্টের ক্ষতি করসে, কাস্টমার টাকা মেরে দিসে, এসবের কিছু পোস্ট সত্যি হলেও অনেক পোস্ট ভুয়া। সিম্পেথি দিয়ে অর্গানিক মার্কেটিং এর জন্যে এসব করা। এসব ফেইসবুক এলগরিদম ভালো প্রমোট করে

১৯. লোকাল মার্কেটের ৩০০ টাকার জিনিস "এস্থেটিক রিল" বানিয়ে অনলাইনে ১২০০ টাকায় বিক্রি করে

২০. অনেক দোকান ইচ্ছা করে "স্টক আউট" বলে Artificial Scarcity বাড়িয়ে দাম বাড়ানোর জন্যে

২১. খাবারের রিভিউ দেওয়া ৯০ শতক ইনফ্লুয়েঞ্জা ভুয়া। Heavily Saturated Video Edit, Sponsored FREE খাবার পেয়ে যা মন চায় বলে ফেলে। যে কারণে ঘুরে ফিরে ঐ ২-১ টা শব্দ যেমন Juicy, Tender, Crispy এগুলাই বলে

এগুলা আমার ৫ বছরের মার্কেটিং এক্সপেরিয়েন্স থেকে বলা। বর্তমানে পড়ালেখা করছি East Delta University তে Marketing Major এ।

© Ismail H. Rahat

বেশিরভাগ রোগ নিজে থেকেই ভালো হয়ে যায়।— Dr K. M. Saifullah আপনি যদি এই কথাগুলো পড়ছেন—তাহলে একবার নিজেকে প্রশ্ন করুন:আপ...
28/11/2025

বেশিরভাগ রোগ নিজে থেকেই ভালো হয়ে যায়।
— Dr K. M. Saifullah

আপনি যদি এই কথাগুলো পড়ছেন—
তাহলে একবার নিজেকে প্রশ্ন করুন:
আপনি কি জানেন আপনার শরীর প্রতিদিন নিঃশব্দে আপনার জীবন বাঁচিয়ে চলে?

হ্যাঁ, এটাই সত্য।
আর এই সত্য আপনার মনে সাহস আর ভরসা জাগানোর জন্য যথেষ্ট।

আমাদের শরীর শুধু মাংস-হাড়ের অবয়ব নয়…
এটা একটি জীবন্ত ল্যাবরেটরি (পরীক্ষাগার)—
যেখানে প্রতি মুহূর্তে healing, repair এবং protection অব্যাহত থাকে।

__

📖 কুরআনে বলা হয়েছে:

“আমি সৃষ্টি করেছি মানুষকে সুন্দরতর অবয়বে।”
(সূরা আত-ত্বীন 95:4)
এই আয়াত আমাদের মনে করিয়ে দেয়—
মানুষের গঠন, immune শক্তি ও recovery ক্ষমতা সত্যিই অসাধারণ।

📚 গীতায় বলা হয়েছে:

“শরীর নশ্বর, কিন্তু তার ভিতরে থাকা আত্মশক্তি অপরাজেয়।”
এই বাক্যটি শেখায় যে—
বাহ্যিক অসুস্থতার চেয়ে ভেতরের শক্তি অনেক বেশি।

____

১. ইবনে সিনা — শরীরের লুকানো ওষুধ
ইবনে সিনা লিখেছেন:
“শরীরে এমন ক্ষমতা আছে যা বহু রোগ নিজেই দূর ক'রে দেয়।”
এবং এটাই সত্য—
ক্লান্ত হয়ে পড়লেও, ভেঙে গেলেও—
শরীর কখনও আমাদের ত্যাগ করে না।

____

২. মহর্ষি বাগভট — আরোগ্যের অভ্যন্তরীণ প্রদীপ
মহর্ষি বাগভট বলেছেন:
“প্রকৃত ঔষধ হলো দেহের অভ্যন্তরীণ শক্তি; চিকিৎসক তো শুধু সেই প্রদীপে তেল ভরে দেন।”
এই চিন্তাভাবনা জীবনকে গভীরভাবে ব্যাখ্যা করে—
রোগ যত পুরোনোই হোক, শরীরের আলো সর্বদা তার পথ খুঁজে পায়।

____

৩. আধুনিক বিজ্ঞান — প্রাচীন জ্ঞানের স্বীকৃতি
আজকের গবেষণায় দেখা গেছে—
✔ 70-80% সাধারণ রোগ নিজে নিজেই সেরে যায়।
বিজ্ঞান এটাকে বলে: Immune Self-Repair
অর্থাৎ—
শরীর প্রতিদিন নিঃশব্দে হাজারো ক্ষতিগ্রস্ত কোষ মেরামত করে
কোনও ওষুধ এবং কোনও ঝামেলা ছাড়াই

____

৪. কখন ওষুধের প্রয়োজন?
এই clarity অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ঔষধ তখন প্রয়োজন যখন:
* জ্বর 3-4 দিনের বেশি স্থায়ী হয়
* ব্যথা কমার বদলে বাড়তে থাকে
* শ্বাসকষ্ট হয়
* মাথা ঘোরা, দুর্বলতা, dehydration বেড়ে যায়
* ব্লাড প্রেশার/সুগার নিয়ন্ত্রণের বাইরে চলে যায়
* কোনো পুরোনো রোগ হঠাৎ flare-up হয়ে যায়

অর্থাৎ, যখন শরীরের self-healing শক্তি দুর্বল হয়ে পড়ে, তখন চিকিৎসা নেওয়া বুদ্ধিমানের কাজ।

_____

৫. Healing বাড়ানোর ৫টি মূলমন্ত্র
যদি আপনি চান আপনার রোগ দ্রুত নিরাময় হোক,
এই পাঁচটি ধাপ অমৃতের মতো কাজ করে:
* গভীর, আরামদায়ক ঘুম
* সহজ ও পুষ্টিকর খাবার
* পর্যাপ্ত জল ও হালকা সূর্যালোক
* ইতিবাচক, hopeful চিন্তাভাবনা
* প্রতিদিন 30–45 মিনিট activity / walk
এই পাঁচটি অভ্যাস
immune system-কে এমন একটি স্তরে উন্নীত করে যেখানে healing স্বাভাবিক হয়ে ওঠে।
___

❤️ আমার Facebook পরিবারের উদ্দেশে
আমি শুধু ডাক্তার নই…
আপনাদের এক আপনজন।
আপনাদের যন্ত্রণা আমাকে ছুঁয়ে যায়—
আর আপনাদের ছোট একটি recovery আমাকে শান্তি দেয়।
আমার বিশ্বাস অটুট:
নিজের শরীরের উপর ভরসা রাখুন।
মনকে শক্ত রাখুন।
জীবনকে সহজ রাখুন।
ব্যথা যত পুরোনোই হোক—
আপনার ভেতরের আলো সবসময় তার চেয়ে শক্তিশালী।

আপনারা-ই আমার দোয়া,
আপনারা-ই আমার পরিবার।

সুস্থ থাকুন… হাসিখুশি থাকুন… শক্ত থাকুন।
























ইনবক্স থেকে পাওয়া এক আপুর দোয়া কবুলের গল্প;একটা হারাম রিলেশনে জড়িয়ে গিয়েছিলাম। পাঁচ বছর ছিল সেই রিলেশন।প্রথম প্রথম খুব...
27/11/2025

ইনবক্স থেকে পাওয়া এক আপুর দোয়া কবুলের গল্প;

একটা হারাম রিলেশনে জড়িয়ে গিয়েছিলাম। পাঁচ বছর ছিল সেই রিলেশন।
প্রথম প্রথম খুব ভালো ভাবেই চলছিল। খুব সুখে ছিলাম, মনে হচ্ছিল তাকে পেয়েই জীবনের সব পাওয়া বোধহয় হয়ে গিয়েছে। তার সাথে কথা বলা, রাত জেগে চ্যাটিং, হাসি-ঠাট্টা সব মিলে খুব ভালোই সময় যাচ্ছিল। সে অফলাইনে থাকলে তার জন্য চিন্তা করা, কখন মেসেজ দিবে সেই অপেক্ষায় বসে থাকা ইত্যাদি ইত্যাদি।

রিলেশন যতই গভীর হচ্ছিল পাপের পরিমান ততই বাড়ছিল। অন্তর এমন হয়ে গিয়েছিল যে, আযান দিচ্ছে আমি আযান শুনছি, তাও উঠে নামাজ পড়তে যেতে পারি নি। দিব্যি নাফরমানী করে গেছি আল্লাহর। সবই বুঝছিলাম আমি, হারাম এ আছি তাই আল্লাহ বরকত, রহমত সব উঠিয়ে নিচ্ছেন। একটা সময় আসলো যখন আল্লাহ আমার থেকে জুমআ পড়ার সৌভাগ্যটাও ওঠাই নিলেন। যাক এইভাবে ৫ টা বছর কেটে গেল।

অবশেষে, একদিন ছোট একটা ঝগড়ার কারণে সে আমাকে ছেড়ে দিল। বলল, আর কোন কিছুই সম্ভব না। অনেক কান্নাকাটি, আকুতি-মিনতি করার পরও সে ফিরল না। নিজেকে কোনভাবেই স্বান্তনা দিতে পারতছিলাম না, মানুষটা আর নাই আমার জীবনে। আমি তাকে হারায় ফেলছি। আচ্ছা যাই হোক, কোন না কোন ভাবে সে চলে গেল আমার জীবন থেকে।

একদিন হঠাৎ আমার মনে হল, আমি তাকে ফেরানোর জন্য যেই এফোর্টটা দিচ্ছি, সেইটা যদি আল্লাহর রাস্তায় দেই, তাহলে কেমন হয়। বিশ্বাস করবেন কিনা জানি— সেই দিন থেকে আমার ১ ওয়াক্তও নামাজ মিস যায় নি। আলহামদুলিল্লাহ।

সেইসাথে আমার করা অনেক পাপও টোটালি বন্ধ হয়ে গেল। এমন অনেক পাপ, যা ছাড়ার জন্য অন্যদের অনেক সংগ্রাম করতে হয় আমার জানামতে (আল্লাহর রহমত ছাড়া কোনোভাবেই সম্ভব ছিল না)। তারপর ধীরে ধীরে দ্বীনি বই ও তাহাজ্জুদ পড়া শুরু করলাম।

সেই মানুষটাকে অল্প অল্প ভুলতে শুরু করলাম। এরই মধ্যে এক দ্বীনি ভাইয়ের সাথে পরিচিত হলাম। যার সাথে পরিচয় হওয়াটা একটা মির‍্যাকেলই বলা চলে। ভাই আমাকে 'নারীর ফিতনা' শিরোনামের একটা বয়ান শুনতে বললেন আর একটা বই 'আকাশের উপর আকাশ' পড়তে দিলেন।

এই দুইটা জিনিস আমাকে এই ট্রমা (তাকে ভুলতে চাওয়া) থেকে বের হতে কি পরিমাণ হেল্প করছে, তা আমি বুঝাতে পারব না। বয়ানটা যখন শুনছিলাম আর বইটা যখন পড়ছিলাম, মনে হচ্ছিল লাইনগুলো আমাকে উদ্দেশ্য করেই লিখা বা বলা।

যাই হোক আমার বর্তমান অবস্থা বলি– সে যে আমার জীবনে ছিল কিংবা তার সাথে আমার অতীতে কিছু একটা যে ছিল, তা আমার ভুল ক্রমেও মাথায় আসে না। কিংবা মনে আসলেও আমার মনে কোন ইফেক্ট করতে পারে না। অথচ এই আমিই ১/১.৫ মাস আগে তাকে ফিরাতে কতই না চেষ্টা করলাম।

এখন মন থেকে তার জন্য দোয়া করি, সে আমাকে ছেড়ে গেছে বলে। আমি আল্লাহর কাছে ফিরতে পারছি। নামাজ পড়তে বসছিলাম আল্লাহর কাছে তাকে চাইতে, অথচ এখন মোনাজাত থেকে তাকেই বাদ দিয়ে দিছি।

এত যে খুশি লাগতেছে আলহামদুলিল্লাহ। তবে এটাও সত্যি, এমন কোনো ওয়াক্ত বাদ রাখি নাই– যে ওয়াক্তে আমি আল্লাহ কে বলি নাই, তাকে ভুলিয়ে দিতে। আলহামদুলিল্লাহ। ফলাফল পেতে দেরী হয় নি।

তবে আল্লাহর কাছে এইটার জন্য সব সময় শুকরিয়া আদায় করি যে, আল্লাহ আমাকে হারাম থেকে বের করছেন, আমি যদি হারাম সম্পর্কে থাকা অবস্থায় মারা যেতাম, আল্লাহ যদি আমাকে তাওবা করার সুযোগটাই না দিতেন, তবে হয়ত আমার জন্য জাহান্নাম নিশ্চিত করা ছিল।

সেই থেকে এই অব্দি আমার সাথে খারাপ কিছুই আর ঘটেনি আলাহামদুলিল্লাহ।

বিঃদ্রঃ আপনাদের দোয়া কবুলের গল্প গুলো চাইলে ইনবক্সে শেয়ার করতে পারেন।

#ইস্তেগফার #দরুদ #দোয়া_কবুলের_গল্প

বিয়ে হয়েছিলো ১৮ বছর বয়সে।২ বছর সংসারের পর স্বামী মা*রা যায়। আমার ছেলের বয়স তখন মাত্র দুই মাস।এর ৩ বছর পর দেবরের সাথে পার...
27/11/2025

বিয়ে হয়েছিলো ১৮ বছর বয়সে।২ বছর সংসারের পর স্বামী মা*রা যায়। আমার ছেলের বয়স তখন মাত্র দুই মাস।এর ৩ বছর পর দেবরের সাথে পারিবারিক ভাবে বিয়ে হয়।সে অবিবাহিত ছিলো & আমার সমবয়সীই।শুরুতে ইচ্ছা না থাকলেও পরে মানিয়ে নিয়েছি।সংসার করতেছি ১৩ বছর + সময় ধরে। আমার এই সংসারে ২ টা কন্যা সন্তান।
‎১ জন সিক্সে পড়ে আরেকজন ফোরে।আর আমার বড় ছেলে টেনে পড়ে।

আমার শ্বশুর শ্বাশুড়ি আমাকে অনেক ভালোবাসতো।তারা ২ জনই এখন পরপারের বাসিন্দা হয়েছেন। আমার স্বামী ১ টা সময় আমার ছেলেকে ভীষন ভালোবাসতো। আমার ছেলে বুঝ হওয়ার পর থেকে তাকেই বাবা হিসেবে জেনেছে।সেও বাবার মতোই খেয়াল রাখতো।কিন্তু,মেয়েরা হওয়ার পর এখন ছেলেকে সহ্যই করতে পারে না।ছেলে অন্য শহরে পড়াশোনা করে, বোর্ডিং এ থাকে।

‎যতদিন ছেলে দূরে থাকে সংসারে কোনো ঝামেলা থাকেনা।সে আমার সাথে ভীষণই ভালো ব্যবহার করে।আমাকে,মেয়েদের নিয়ে ঘুরতে যায়।গল্প করে।বাসায় বিরিয়ানি রাঁধে।১ দম হ্যাপি ফেমিলি।

‎কিন্তু,ছেলে ছুটিতে বাসায় এলেই তার মেজাজ খারাপ হয়ে যায়। ছেলে তাকে ভালমন্দ জিজ্ঞেস করলেও উত্তর দেয়না।খাবার টেবিলে না বসে মেয়েদের নিয়ে অন্য রুমে খায়।এটা বুঝে আমার ছেলে আর টেবিলে বসে না। একা একা খায় নিজের ঘরে।যদি বলি একটু চিংড়ি মাছ আনো।ছেলেটা খেতে পছন্দ করে।জীবনেও আনবেনা।

‎বাড়িতে আমি ওর মৃ*ত ভাইয়ের নামও মুখে নেই না।বিয়ের শুরুতে নিতাম,হয়তো বলতাম,মানুষটা ভালো ছিলো।এই সাধারণ কথাও সহ্য করতে পারতো না। নিজের ভাইয়ের সব স্মৃতি বাসা থেকে উধাও করেছে।আগে,এমন ছিলো না।তখন ভাইকে অনেক ভালোবাসতো বিয়ের পরে দেখতাম & আমাকেও বিয়ে করছে দায়িত্ববোধ থেকে,যেন ভাইয়ের বাচ্চাটা বাবার আদর পায়।অথচ,বিয়ের পরেই এমন হয়ে গেছে।

‎ আমার মেয়েরা বাবার ভক্ত।তারাও ভাইকে দেখতে পারেনা।ওর ভাইয়ের সাথে রুড ব্যবহার করে।মেলা থেকে ২ বোনের জন্য ক্লিপ আনছে মাথার।ছোট জন ফেলে দিছে ছুঁড়ে।তাই,আমি একটা চ*ড় মেরেছি।বলেছি,বড় ভাই আশা করে উপহার এনেছে এসব কি?

‎এরপর,আমার স্বামী মেয়ের কাছ থেকে শুনে এটা আমাকে রুমে নিয়ে চ*ড় মারছে।আর,অনেক চেঁ চামেচি করছে। আমার ছেলে অনেক ক ষ্ট পায়।
‎ছেলে বাড়ি আসে এত দিন পর।ছোটো ১ টা মানুষ। আমি ওকে জড়িয়ে ধরি।

‎এটা নিয়েও আমাকে মেরে*ছে। বলেছে,ও তো ওর বাবার মতো দেখতে তাই আমি ওকে ধরি। আমার মজা লাগে।
‎ আরো খারাপ ভাষায় বলেছে নো*ংরা ইঙ্গিত দিয়ে।
‎অামার আর ইচ্ছা করছে না ওর সাথে থাকতে।আমি তো বিয়েই করতে চাইনি। বরং, বিয়েই করেছি সে আমার বাচ্চাকে বাবার ছায়ায় বড় করবে।চাচা তো বাবার মতোই এই ভেবে।তখন সে ও তার পরিবার এটাই বলে আমায় রাজি করিয়েছিলো।

‎এখন, আমার ছেলে বাড়িতেই থাকতে পারে না।এত দূ র্ব্যবহার পায়।
‎ আমার ইচ্ছা করে সব ফেলে দিয়ে চলে যাই কোনো বনে জঙ্গলে।আর,সংসার ভালো লাগছে না।
‎মেয়েরাও আমার দুঃখ বুঝেনা। তাদের বাবা যদি আমাকে মা* রেও তবু তারা ভাববে,বাবাই ঠিক।

‎ আমি এখন কি করবো? ছেলেটার কষ্টে আমার খাওয়া নামেনা গলা দিয়ে।

27/11/2025

আমার মনে থাকা এবং ভুলে যাওয়া প্রতিটি পাপের জন্য আস্তাগফিরুল্লাহ🤲

একটি মেয়ের ঘটনা-একটি মেয়ে বলে, আমি ভাবতাম— মুভি, ভিডিও ক্লিপ দেখা বিনোদন মাত্র। যার মাধ্যমে আনন্দ পাওয়া যায়। এগুলো দেখার...
25/11/2025

একটি মেয়ের ঘটনা-

একটি মেয়ে বলে, আমি ভাবতাম— মুভি, ভিডিও ক্লিপ দেখা বিনোদন মাত্র। যার মাধ্যমে আনন্দ পাওয়া যায়। এগুলো দেখার পরে আমি কিছুটা আনন্দ অনুভব করতাম। কিন্তু এরপর আমি দুঃখ অনুভব করতাম। যার উৎস কোথায় আমি বুঝতে পারতাম না। অবশেষে আমি এর কারণ আবিষ্কার করতে পেরেছি। তা হলো, এই সব মুভি ও ভিডিও ক্লিপ। যাতে নগ্ন ও লজ্জাজনক দৃশ্য থাকে। এই হারাম দেখার কারণে তা বিভিন্ন দুঃখ ডেকে নিয়ে আসত। এ ক্ষেত্রে আমি নফসের সঙ্গে মোকাবিলা করতে শুরু করলাম। এসব দৃশ্য সামনে এলে চ্যানেল বদলে দিতাম, ইউটিউব বন্ধ করে দিতাম। লজ্জাজনক দৃশ্য দেখা থেকে নিজেকে বিরত রাখতাম। কিন্তু নফসের সঙ্গে মোকাবিলা করা আমার কাছে অত্যন্ত কঠিন মনে হচ্ছিল। তবুও আমি যখন হারাম দেখা থেকে বিরত থাকতাম, তখন অন্তরে এক বর্ণনাতীত সুখ অনুভব হতো।

বইঃ নারীজীবনের সুখ-সংগ্রাম
(পৃষ্ঠা : ২৩২-২৩৩)

Finally little  peace come from after long time struggle 🥰🥰
22/11/2025

Finally little peace come from after long time struggle 🥰🥰

ক্রিস্টোফার নোলানের পক্ষেও এই খেলার স্ক্রিপ্ট লেখাও সম্ভব হবে না, হবে না মানে হবেইই না। টুইস্টের উপরে টুইস্ট, তার উপরে ট...
21/11/2025

ক্রিস্টোফার নোলানের পক্ষেও এই খেলার স্ক্রিপ্ট লেখাও সম্ভব হবে না, হবে না মানে হবেইই না। টুইস্টের উপরে টুইস্ট, তার উপরে টুইস্ট।

প্রথমেই বাংলাদেশ ব্যাটিং। ১৮ ওভার শেষে ৬ উইকেটে ১৪০ রান। বাংলাদেশ আর সর্বোচ্চ কত যেতে পারবে? ৫৫?৬০? নোপ, বাংলাদেশ ২ ওভারে নিলো ৫০! রান গেলো ১৯৪তে।

ভারত ব্যাটিংয়ে নেমে প্রথম ৩ ওভারে ৫০। পাওয়ার প্লে শেষ হতে হতে কত হবে? ৭০/৮০? নোপ, সেখান থেকে পরের ৩ ওভারে মাত্র ১২ রান নিয়ে হইলো ৬২!

সেখান থেকে আবার খেলা ইন্ডিয়া নিজেদের হাতে আনলো, রান লাগে ১২ বলে ২০! দুই এক বল হাতে রেখে জেতার কথা না? নোওপ! সেই খেলা গেলো ৪ বলে ১৪ রানে।

এখন বাংলাদেশ ফেভারিট? নোওওপ। পরের বলে ৬। তারপরের বলে ক্যাচ উঠলো, ধরলেই জেতা মোটামুটি শিওর। ধরলো? নোপ, ক্যাচ মিস করলো তো করলোই, হয়ে গেলো চার।

দুই বলে লাগে চার রান। ভারতের জেতা খেলা? নোপ নোপ। ক্লিন বোল্ড। এক বলে চার। মানে দুই রান দিলেও এক রানে জিতে বাংলাদেশ। লাস্ট বল বাউন্ডারি হলো না, বড়জোর এক রান হবে। তো বাংলাদেশ জিতে গেলো?

নোওওওওওওওপ...আকবর আলি জাস্ট হাতে বল ধরে রাখলেই যেখানে খেলা জেতার কথা সেখানে সে আন্ধার মতো স্ট্যাম্পে করলো থ্রো। হলো মিস। ওভারথ্রোতে হাতে বল রেখে ৩ রান।

ম্যাচ ড্র। বৈভবের নেমে ফাটায়া ফেলার কথা না সুপার ওভারে? নোপ। ওরে নামাইলোই না। যে দুইজন নামলো তারা তো ৮/১০/১৪ কিছু করবে? নোপ নোপ নোপ।

রিপন মন্ডলের দুই বকে দুইজনই আউট!

বাংলাদেশের লাগে ৬ বলে ১ রান। নির্ঘাত দেখেশুনে সিংগেল নিবে?
নোওওওওওওওওওওপ। গেস হোয়াট? ইয়াসির পাঠা প্রথম বলে ছয় মারতে গিয়ে ক্যাচ আউট! হাতে রইলো আর এক উইকেট।

পরের বল স্ট্যাম্পিং চান্স মিস, ওয়াইড কলড। গেম ওভার।

এবসোলিউট নোলানিও ক্রিকেটে বাংলাদেশ জিতে ফাইনালে। 🦧

এই খেলা দেখলে নোলান কাকা প্রাউড ফীল করতেন নিঃসন্দেহে। আর কয়েকশো হার্টের রোগি যাইতেন পরপারে!🤲

Address

Dubai
Marsa Dubai
00000

Alerts

Be the first to know and let us send you an email when Muslim Beliefs posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Muslim Beliefs:

Share