
12/09/2025
ওমান, সালালা তে হযরত আইয়ুব (আঃ) এর কবর দেখতে গেলাম।
কুয়াশার ছাদরে ঘেরা একটি সবুজ পাহাড়ের উপর, ছোট্ট একটি পুরাতন মসজিদ/ ভবনের এর ভিতর আছে। এখানে পাইনি কোন মানুষের ভিড়, পাইনি কবর কে ঘিরে কোন বিশাল কর্মযজ্ঞ,যেটা পেয়েছি সেটা হচ্ছে অন্য রকম একটা আধ্যাত্মিক প্রশান্তি যেটা লিখে প্রকাশ করা সম্ভব নয়🕊️
ফিরতি পথে ভাবছিলাম, এই কবর যদি বাংলাদেশে হত তাহলে একে ঘিরে মানুষ কি কি পাগলামি টাইনা করত?
#পোস্ট