Sanjanara Akhi

Sanjanara Akhi Welcome to my page. Explore my life through videos & vlogs. Follow for daily updates. Thank you!!

🤲☕"good morning "☕🌅
18/08/2025

🤲☕"good morning "☕🌅

"🤲শুভ রাত্রি"🤲
16/08/2025

"🤲শুভ রাত্রি"🤲

বের হলাম🤲🤲
14/08/2025

বের হলাম🤲🤲

"মিরর সেলফি? কারণ ফটোগ্রাফার সবসময় হাতের কাছে থাকে না! 😄📸"               fans Highlight U 'Ctg
16/07/2025

"মিরর সেলফি? কারণ ফটোগ্রাফার সবসময় হাতের কাছে থাকে না! 😄📸"
fans Highlight U 'Ctg

জীবনে অনেক কিছুই টাকা দিয়ে কেনা যায়—গাড়ি, বাড়ি, দামি পোশাক, বিলাসী খাবার। কিন্তু কিছু অনুভূতি, কিছু সম্পর্ক—ভালোবাসা, আন...
12/07/2025

জীবনে অনেক কিছুই টাকা দিয়ে কেনা যায়—গাড়ি, বাড়ি, দামি পোশাক, বিলাসী খাবার। কিন্তু কিছু অনুভূতি, কিছু সম্পর্ক—ভালোবাসা, আন্তরিকতা, আপনজনদের হাসিমুখ—এগুলো একটুও টাকা দিয়ে কেনা যায় না।

অনেকে ভাবে একা থাকলেই হয়তো শান্তি, কেউ কাউকে জবাবদিহি করতে হয় না, কিন্তু তারা বুঝে না—একা ভালো থাকা মানে সত্যিকারের ভালো থাকা নয় । এই একাকীত্ব এক সময় খুব কষ্ট দেয়। ফ্যামিলি, আত্মীয়তা, বন্ধন এগুলো শুধু সামাজিক নিয়ম নয়, এগুলো জীবনের প্রকৃত আনন্দের উৎস।

আমরা অনেকেই আজও মিস করি সেই কাছের মানুষগুলোকে, যারা একদিন খুব আপন ছিল—যারা না বুঝে শুধু ‘ভালো থাকার’ অজুহাতে দূরে সরে গেছে। হয়তো তারা ভাবে এটাই তাদের শান্তি, কিন্তু একদিন তারা বুঝবে, কাছের মানুষ হারিয়ে জীবনের আসল শান্তিটাই তারা হারিয়ে ফেলেছে।

একদিন না একদিন তারা উপলব্ধি করবে, জীবনে সব পাওয়া মানেই সুখ না… কিছু সম্পর্ক হারানো মানেই অনেক কিছু হারিয়ে ফেলা।

জীবনের সব সুখ বিলাসে নেই ,আসল সুখ লুকিয়ে থাকে সম্পর্ক আর মুহূর্তের মাঝে। একসাথে বসে খাওয়ার, গল্পের ,ভালোবাসার, ওই সব ছোট ছোট সময়ের মাঝে লুকিয়ে থাকে জীবনের আসল শান্তি।

📸 স্মৃতির ঝলক: সময় চলে যায়, মানুষ বদলায়, কিন্তু ভালোবাসা আর একসাথে কাটানো মুহূর্তগুলো থেকেই যায় হৃদয়ের পাতায়।

09/07/2025

কখনো কেকের ভেতরে গোল্ড পাওয়া যায়, সেটা আজ বুঝলাম! 🎂✨
জীবনের সবচেয়ে অপ্রত্যাশিত সারপ্রাইজ গিফটটা পেয়ে সত্যিই আবেগে ভরে গেল মন।
এই জন্মদিনে শুধু কেক না, সঙ্গে জুড়ে গেলো অনেক ভালোবাসা আর একজোড়া দুল 💛
Grateful, speechless & blessed 🙏
HighLight

আজ আমার জন্মদিন ছিল।তবে দিনটা খুব সাধারণ ছিল না—শরীর ভালো ছিল না, আর মনটাও ছিল বেশ ভেঙে।একটা সময় ভেবেছিলাম, আজ হয়তো কেউই...
08/07/2025

আজ আমার জন্মদিন ছিল।
তবে দিনটা খুব সাধারণ ছিল না—শরীর ভালো ছিল না, আর মনটাও ছিল বেশ ভেঙে।
একটা সময় ভেবেছিলাম, আজ হয়তো কেউই পাশে থাকবে না...

কিন্তু ঠিক তখনই আমার জীবনে এক "অন্য রকম" ভাই এলো — রক্তের সম্পর্ক নেই, কিন্তু মন থেকে যে ভালোবাসে, সেটা বারবার প্রমাণ করে।
আজ সে আমার জন্মদিনে এমন একটি সারপ্রাইজ দিয়েছে, যা আমি কখনো কল্পনাও করিনি।
বেলুন, কেক, মোমবাতি, উপহার—এইসব জিনিসের চেয়েও বেশি, তার ভালোবাসা আর যত্নটাই আমাকে না বলা একটা শক্তি দিয়েছে।

কেউ পাশে ছিল না—এই কথাটা এখন ভুল মনে হচ্ছে। কারণ, আজ আমি বুঝেছি, সম্পর্ক শুধু রক্তের হয় না… কখনো কখনো মন থেকেও হয়।

তোমার এই ভালোবাসা আর চেষ্টা সারাজীবন মনে রাখবো ভাই।
আজকের জন্মদিনটা আমার জন্য শুধু বিশেষ না, হৃদয়ের এক শান্ত ছোঁয়া হয়ে রইল। 💖🎈

🌸 দূর দেশে থেকেও কেউ যে এতটা আপন হতে পারে, সেটা আবারও প্রমাণ করলেন আমার প্রিয় বড় আপা। পাকিস্তান থেকে অনেক ভালবাসা মিশ্...
01/07/2025

🌸 দূর দেশে থেকেও কেউ যে এতটা আপন হতে পারে, সেটা আবারও প্রমাণ করলেন আমার প্রিয় বড় আপা। পাকিস্তান থেকে অনেক ভালবাসা মিশ্রিত এই উপহারগুলো পাঠিয়েছেন শুধুমাত্র আমার মুখে একটু হাসি ফুটাতে। 🥹🎁

ম্যাগি, চুড়ি, মেহেদী, ফল, চকোলেট, মশলা—সবকিছুর মাঝেই যেন লুকিয়ে আছে তার আন্তরিকতা, ভালোবাসা আর যত্ন।
শুধু উপহার নয়, এ যেন একটা অনুভূতি… একটা ভালোবাসার বন্ধন… যা দূরত্বকে হার মানায়। 🇵🇰❤️🇧🇩
আপাকে অনেক অনেক ভালোবাসা ও দোয়া। আল্লাহ্ যেন তাকে সবসময় সুস্থ রাখেন ও হাসিখুশি রাখেন।👇

🌸 Even from miles away, someone can still make you feel incredibly loved.
My dearest elder sister from Pakistan sent me all these gifts with so much care and affection — just to bring a smile to my face. 🥹🎁

From noodles, bangles, mehndi, snacks, chocolates, to homemade items — everything carries her warmth, love, and thoughtfulness.
These aren't just gifts — they are emotions wrapped with love, a bond that distance can never break. 🇵🇰❤️🇧🇩

Endless love and prayers for you, Apa. May Allah always bless you with health, happiness, and peace.

30/06/2025

I want to give a huge shout-out to my top Stars senders. Thank you for all the support!

MD Husan Ali

14/08/2023

অফিস এর বিরিয়ানি পার্টি

Address

Sharjah

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sanjanara Akhi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share