Mamtaz chowdhury.vlog

Mamtaz chowdhury.vlog video creator
(1)

17/12/2025

রাজনীতি বনাম দূর্নীতি ভিডিও vs. corrupt political leader #

15/12/2025
15/12/2025

নির্বাচনে জামায়াতের জোয়ার # New surprise from Jamaat 's end corruption to truth

শুভ সকাল বন্ধুরা নিশ্চয়ই ভালো আছেন পাশে আছি সাথে রাখুন।
15/12/2025

শুভ সকাল বন্ধুরা নিশ্চয়ই ভালো আছেন পাশে আছি সাথে রাখুন।

11/12/2025

দেশে যা কিছু হোক না কেন মানুষ কমপক্ষে বাক স্বাধীনতার অধিকার ফিরে পেয়েছে। নির্বাচনের পর থাকবে তো?

09/12/2025

জুলাই যোদ্ধাদের সম্মান ও কৃতজ্ঞতা প্রকাশে জামায়াতকে কয়েকটি প্রার্থী ঘোষণা করার অনুরোধ করছি। আজকের এই বাকস্বাধীনতা তাদের অবদান

08/12/2025

চেতনার এজেন্ট হকারের ফেরি কি নির্বাচনে প্রভাব পড়বে? চেতনার বিজ্ঞাপন মডেল পলাতক এবার কারা দখলে নিতে পারে? মতামত দিন।

05/12/2025

মিথ্যার অডিও ভিডিও গল্পগুলো এক সময় দর্শক শ্রোতা হারিয়ে শেষ পর্যন্ত নির্মাতা একা হয়ে পড়ে।

26/11/2025

মুক্তাঙ্গন দৈনিক বাংলা মোড়ে একটা মাইক দুই চারজন কর্মী নিয়ে গলাবাজি করা নেতাদের আইয়ের উৎস কি? সরকার কোনো বড় প্রজেক্ট হাতে নিলে তাদের চুলকানি দেখা যায়।একটা সময় হারিয়ে যায়। আবার নতুন প্রজেক্ট আসলে মাথা ছাড়া দেয়।কেন জানি মনে হয় ওরা রাজনৈতিক বহিরাগত সুবিধা ভোগী পুস্য নেতা।যে দলই ক্ষমতায় আসুক ওদের কর্ম পরিধি ঐ দুই জায়গা মাঝে মাঝে টকশোতে এবং পেপার বিবৃতিতে। তাদের পিছনে সিন্ডিকেট ব্যবসায়ীরা কিছু টাকা ধরিয়ে দেয় নাকি? রাজনীতির আড়ালে ছাগলের তিন নম্বর বাচ্চার ভূমিকা পালন করে।এরা সমাজে সুশীল হিসাবে খ্যাত তবে যাদের আলাদা পরিচিতি আছে তারা ব্যতীত। তাদের নেই কোন নিজস্ব জনবল। তাদের কোন মামলার ঝুঁকি ও একবারে কম। সরকার আসে সরকার যায় কিন্তু তাদের কর্মকাণ্ড চলে বহাল তবিয়তে। আসলে তাদের আয়ের উৎস কি এক নেতা একটি সাইনবোর্ড একটি অফিস। তাদের কাজ কিছু দিন পর পর গর্জে উঠা থমকে যাওয়া। আমাদের মত সাধারণ জনমনে প্রশ্ন জাগে তাদের কাজ কি শুধু সরকারি প্রজেক্টের পক্ষে বিপক্ষে সাপাই গাওয়া? একটু গভীর ভাবে লক্ষ্য করলে দেখা যায় তাদের মিটিং মিছিলে হাতে গোনা কয়েকজন লোক বল নাই বললেই চলে।তাই তারা রাজনৈতিক নিবন্ধন নিয়ে বসে বসে আঙ্গুল চোষে কখনো কখনো অনশন পালন করে। তারা ভীনদেশীদের গুপ্তচর নয়তো?না দেশীয় রাজনৈতিক বড় দলের দালাল ।সব চেয়ে হাস্যকর ও মজার ব্যাপার ওদের এলাকার মেম্বার হওয়ার যোগ্যতা নেই। ওদের থেকে জাতি কি আশা করতে পারে?

24/11/2025

ব্যক্তির চেয়ে দল বড় দলের চেয়ে দেশ বিবেকের রায় অপাত্রে করলে দান সবই হবে শেষ।

21/11/2025

সাবেক আইজিপির লঘু শাস্তি সময়োপযোগী আরো জঘন্য মামলার আসামীরা অনুপ্রাণিত হয়ে রাজসাক্ষী হতে উৎসাহিত হবে।

Address

Sharjah

Alerts

Be the first to know and let us send you an email when Mamtaz chowdhury.vlog posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share