15/04/2024
হ্যাঁ, মুস্তাফিজুর রহমান বিশ্বমানের না!
উইকেটের সাহায্য পেলে তিনি অনেক ভালো করেন, না পেলে মাঝারির চেয়ে ভালো করেন, কখনো কখনো অনেক হতাশ করেন, কখনো প্রত্যাশা পূরণ করেন
রাবাদা, বুমরাহদের সাথে তাল মিলিয়ে জাতে উঠতে ব্যর্থ মুস্তাফিজুর
এগুলো সবই কড়া সত্য!
কিন্তু গতকাল ৫৫ রান দেয়ার পরে যেসব নোংরা মানুষ "মুস্তাফিজ ফর্মে ফিরেছেন" লিখেছেন তাদের মানসিক স্বাস্থ্যের উন্নতি কামনা করি।
একে তো মুস্তাফিজ কখনোই আইপিএলের মঞ্চে ৫৫ রানের বেশি দেননি, ইনিংস লিস্ট পাচ্ছি না তবে ৪০+ এর রেশিও খুব বেশি হবে না
একজন পেসার বোলার হিসেবে মুস্তাফিজের আইপিএল ইকনমি অনেক বিশ্বসেরা বোলারদের চেয়ে কম!
কয়েকজনের নাম বলি, ট্রেন্ট বোউল্ট, প্যাট কামিন্স, টিম সাউথি!
আইপিএল যেখানে বোলারদের শ্মশানঘাট সেখানে মুস্তাফিজুর ও জশ হ্যাজলউডের ইকোনমি রেট সমান- ৮.০৫
৪৭ ম্যাচ খেলে কামিন্সের উইকেট ৫১
৫৩ ম্যাচ খেলে মুস্তাফিজের উইকেট ৫৭
বিশ্বমানের বোলারদের চেয়ে কি অনেক পিছিয়ে মুস্তাফিজ?
আইপিএল ইতিহাসের সর্বোচ্চ উইকেট শিকারি সিমার ডয়াইন ব্রাভোর ইকোনমি ৮.৩৮, মুস্তাফিজের ৮.০৫
আইপিএল তো মিরপুরে হয় না ভাই, হায়দ্রাবাদ, মুম্বাই, দিল্লি হয়ে চেন্নাই- মুস্তাফিজুর রহমানের চাহিদা থাকেই
মুস্তাফিজ আহামরি ক্রাউড পুলার না, মুস্তাফিজ নরমাল মানুষ যে ক্রিকেটকে টাকা আয়ের উৎস হিসেবে ভাবে এবং নিজেকে ক্রিকেটারের চেয়ে সামাজিক বিইং ভাবে তাই ক্রিকেটার হিসেবে তার ডেভেলপমেন্ট ভালো হয়নাই কিন্তু তার একটা বাজার চাহিদা আছে
তাই বলে আপনি ডেইলি তার খারাপ চেয়ে বসে থাকবেন?
আইপিএলের মতো মঞ্চে ৪০-৫০ রান খুবই স্বাভাবিক, সেখানে একদিন মুস্তাফিজ ৫৫ দিলে এভাবে ন্যাংটা উল্লাসে মাতবেন?
(আইপিএলে মুস্তাফিজ প্রতি চার ওভারে গড়ে ৩৫ এর কম রান দেন)
আমিও মুস্তাফিজের বড় ফ্যান না, মুস্তাফিজ যে ধরনের লেইডব্যাক, নিজেকে নিয়ে সন্তুষ্ট ক্যারেক্টার আমার এমন চরিত্র ভালো লাগে না
কিন্তু আইপিএল ক্রিকেটের এমন এক মঞ্চ, এমন বড় প্ল্যাটফর্ম- এখানে যে বাংলাদেশি খেলবে আমি তার সমর্থনে আছি
অনেকে কান্নাকাটি করেও এখানে সুযোগ পায়নি আজীবন!