mayan bhai

mayan bhai The page can be geared towards
students, educators, and professionals
in the technology industry.

15/04/2024

আমি এখন ঘড় ছাড়া

হ্যাঁ, মুস্তাফিজুর রহমান বিশ্বমানের না! উইকেটের সাহায্য পেলে তিনি অনেক ভালো করেন, না পেলে মাঝারির চেয়ে ভালো করেন, কখনো ক...
15/04/2024

হ্যাঁ, মুস্তাফিজুর রহমান বিশ্বমানের না!

উইকেটের সাহায্য পেলে তিনি অনেক ভালো করেন, না পেলে মাঝারির চেয়ে ভালো করেন, কখনো কখনো অনেক হতাশ করেন, কখনো প্রত্যাশা পূরণ করেন

রাবাদা, বুমরাহদের সাথে তাল মিলিয়ে জাতে উঠতে ব্যর্থ মুস্তাফিজুর

এগুলো সবই কড়া সত্য!

কিন্তু গতকাল ৫৫ রান দেয়ার পরে যেসব নোংরা মানুষ "মুস্তাফিজ ফর্মে ফিরেছেন" লিখেছেন তাদের মানসিক স্বাস্থ্যের উন্নতি কামনা করি।

একে তো মুস্তাফিজ কখনোই আইপিএলের মঞ্চে ৫৫ রানের বেশি দেননি, ইনিংস লিস্ট পাচ্ছি না তবে ৪০+ এর রেশিও খুব বেশি হবে না

একজন পেসার বোলার হিসেবে মুস্তাফিজের আইপিএল ইকনমি অনেক বিশ্বসেরা বোলারদের চেয়ে কম!

কয়েকজনের নাম বলি, ট্রেন্ট বোউল্ট, প্যাট কামিন্স, টিম সাউথি!

আইপিএল যেখানে বোলারদের শ্মশানঘাট সেখানে মুস্তাফিজুর ও জশ হ্যাজলউডের ইকোনমি রেট সমান- ৮.০৫

৪৭ ম্যাচ খেলে কামিন্সের উইকেট ৫১
৫৩ ম্যাচ খেলে মুস্তাফিজের উইকেট ৫৭

বিশ্বমানের বোলারদের চেয়ে কি অনেক পিছিয়ে মুস্তাফিজ?

আইপিএল ইতিহাসের সর্বোচ্চ উইকেট শিকারি সিমার ডয়াইন ব্রাভোর ইকোনমি ৮.৩৮, মুস্তাফিজের ৮.০৫

আইপিএল তো মিরপুরে হয় না ভাই, হায়দ্রাবাদ, মুম্বাই, দিল্লি হয়ে চেন্নাই- মুস্তাফিজুর রহমানের চাহিদা থাকেই

মুস্তাফিজ আহামরি ক্রাউড পুলার না, মুস্তাফিজ নরমাল মানুষ যে ক্রিকেটকে টাকা আয়ের উৎস হিসেবে ভাবে এবং নিজেকে ক্রিকেটারের চেয়ে সামাজিক বিইং ভাবে তাই ক্রিকেটার হিসেবে তার ডেভেলপমেন্ট ভালো হয়নাই কিন্তু তার একটা বাজার চাহিদা আছে

তাই বলে আপনি ডেইলি তার খারাপ চেয়ে বসে থাকবেন?

আইপিএলের মতো মঞ্চে ৪০-৫০ রান খুবই স্বাভাবিক, সেখানে একদিন মুস্তাফিজ ৫৫ দিলে এভাবে ন্যাংটা উল্লাসে মাতবেন?

(আইপিএলে মুস্তাফিজ প্রতি চার ওভারে গড়ে ৩৫ এর কম রান দেন)

আমিও মুস্তাফিজের বড় ফ্যান না, মুস্তাফিজ যে ধরনের লেইডব্যাক, নিজেকে নিয়ে সন্তুষ্ট ক্যারেক্টার আমার এমন চরিত্র ভালো লাগে না

কিন্তু আইপিএল ক্রিকেটের এমন এক মঞ্চ, এমন বড় প্ল্যাটফর্ম- এখানে যে বাংলাদেশি খেলবে আমি তার সমর্থনে আছি

অনেকে কান্নাকাটি করেও এখানে সুযোগ পায়নি আজীবন!

কার্পল ভিডিও বানিয়ে হজে যাবে। হজ থেকে এসে আবার কার্পল ভিডিও বানাবে,,, কি সুন্দর সিস্টেম।
13/04/2024

কার্পল ভিডিও বানিয়ে হজে যাবে।
হজ থেকে এসে আবার কার্পল ভিডিও বানাবে,,, কি সুন্দর সিস্টেম।

12/04/2024
❤️❤️
11/04/2024

❤️❤️

07/04/2024
06/04/2024

বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি না থাকায় আমেরিকার রাজনীতিতে নেতার খুব অভাব দেখা দিয়েছে। নেতা আমদানির চেষ্টা করছে ওরা। ওদের বিশ্ববিদ্যালয়গুলোতে জ্ঞান-গবেষণা হচ্ছে না।

ছাত্র রাজনীতি না থাকায় জাপানের বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা গণরুমে থাকতে হচ্ছে। বাঁদুরের মতো বাসে ঝুলে ঝুলে চলছে। বড়ো ভাইদের সাথে সহমত সহমত করে। “প্রিয় অভিভাবক” দের সাথে দিনরাত ছবি তুলে পোস্ট দিচ্ছে।

ছাত্র রাজনীতি না থাকায় ইউরোপের বিশ্ববিদ্যালয়ে প্রতিদিন রেগিং হচ্ছে। জার্মানির প্রতিষ্ঠানগুলোতে মিছিল, মিটিং, শোডাউন চলছে। অক্সফোর্ড-কেমব্রিজের পড়াশুনার মান প্রাচ্যের অক্সফোর্ড-এমআইটির চেয়ে অনেক নিচে নেমে যাওয়ায় ওরা খুব চিন্তায় পড়েছে।

ছাত্র রাজনীতি না থাকায় অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়গুলোতে মারামারি, চাঁদাবাজি, টেন্ডারবাজি বেড়ে গেছে। ক্যাম্পাসগুলোতে পোস্টার, ব্যানার, নেতার বাণী, নেতার ছবিতে ছেয়ে গেছে। কিছুদিন পর পর ছাত্র নির্যাতন, খুন ও অনিদির্ষ্ট কালের জন্য বন্ধ থাকছে।

এদিকে ছাত্র রাজনীতি থাকায়, এক দেশের বিশ্ববিদ্যালয়গুলো দুনিয়াতে সেরা হয়ে উঠেছে। সারা পৃথিবী দাপটে বেড়াচ্ছে সে দেশের বিশ্ববিদ্যালয়গুলো। কিন্তু দেশটির নাম বললে চাকরি থাকবে না। সে দেশেরই কিছু অসভ্য, ধান্ধাবাজ, দেশ ধ্বংসকারী মানুষ ছাত্র রাজনীতির ফজিলত বর্ণনা করে যাচ্ছে।

04/04/2024

এখনকার বাচ্চারা জানেই না আগে আমাদের কী কী কারণে পেটানো হতো -

১. মা*ইর খাবার পরে কাঁদলে
২. মা*ইর খাবার পর না কাঁদলে
৩. না-মা*রা সত্ত্বেও কান্নাকাটি করলে
৪. খেলা নিয়ে বেশি মেতে থাকলে
৫. খেলতে গিয়ে মা*ইর খেয়ে আসলে বা কাউকে মা*রার নালিশ আসলে
৬. বড়দের আড্ডায় ঢুকলে
৭. বড়দের কথার উত্তর না-দিলে
৮. বড়দের কথায় ত্যাড়া উত্তর দিলে
৯. অনেকদিন মা*ইর না-খেয়ে থাকলে
১০. কেউ উপদেশ দেওয়ার সময় গুনগুন করে গান করলে
১১. বাড়িতে অতিথি এলে বা কারও বাড়ি গিয়ে সালাম না করলে
১২. অতিথি এলে তাকে খাবারের প্লেট দিতে যাওয়ার সময় প্লেট থেকে খাবার মুখে দিয়ে ধরা পড়লে
১৩. অতিথিরা খাওয়ার সময় খাবারের দিকে হাঁ করে তাকিয়ে থাকলে
১৪. অতিথি বাড়ি চলে যাওয়ার সময় তার সাথে যাওয়ার বায়না ধরলে
১৫. খেতে না-চাইলে
১৬. সন্ধে নামার আগে বাড়ি না-ফিরলে
১৭. প্রতিবেশীর বাড়িতে গিয়ে খেয়ে চলে এলে
১৮. জেদ দেখালে
১৯. কারও সাথে মারামারি করে হেরে এলে
২০. কাউকে বেশ করে পিটিয়ে এলে
২১. স্লো মোশনে খেলে
২২. ফাস্ট ফরোয়ার্ড স্কেলে খেলে
২৩. সকালে ঘুম থেকে উঠতে না চাইলে
২৪. রাতে ঘুমোতে না-চাইলে
২৫. শীতকালে গোসল করতে না চাইলে
২৬. গ্রীষ্মকালে বেশিক্ষন গোসল করলে
২৭. অন্যের গাছ থেকে আম, পেয়ারা পেড়ে খেলে
২৮. স্কুলে টিচারদের কাছে মার খেয়েছি খবর পেলে
২৯. জোরে উচ্চারণ করে না পড়ে চুপচাপ বসে পড়ার ভান ধরলে বা বিড়বিড় করে পড়লে
৩০. পড়ার বইয়ের মধ্যে গল্পের বই রেখে পড়ছি ধরা পড়ে গেলে
৩১. পরীক্ষার আগে টিভি দেখলে
৩২. দুধ খেতে না চাইলে
৩৩. আচার চুরি করে খেলে
৩৪. উষ্ঠা খেয়ে পড়ে গেলে উঠিয়ে আবার মারা হতো
৩৫. কারও বাসায় বেড়াতে গিয়ে নিজের বাসা মনে করে লন্ডভন্ড করলে
৩৬ স্কুলের সামনের কোনো দোকান থেকে বাকিতে কিছু খেলে বা খেলনা কিনলে।

শ্রীলংকার বিপক্ষে তামিম ইকবালের শেষ ৫ টেস্ট ইনিংস!৯০, ৭৪, ৯২, ২৪, ১৩৩ ♥Tamim Iqbal 👑😗
04/04/2024

শ্রীলংকার বিপক্ষে তামিম ইকবালের শেষ ৫ টেস্ট ইনিংস!
৯০, ৭৪, ৯২, ২৪, ১৩৩ ♥

Tamim Iqbal 👑😗

গত ১০ বছরে
02/04/2024

গত ১০ বছরে

Address

Chittagong Bangladesh
Sharjah

Telephone

+971543959600

Website

Alerts

Be the first to know and let us send you an email when mayan bhai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to mayan bhai:

Share