
09/07/2025
যদি কখনো সময় পাও,,
কোন এক অবেলায়।
তবে লিখ,আমার জীবনের গল্প।
সবাই তো ভালবাসার গল্প লিখে,
কেউ লিখে সফলতার গল্প।।
তুমি না হয় লিখলে আমার ব্যর্থতার গল্প,,
আমার ব্যর্থতার গল্প!
তোমার থেকে ভালো আর কেউ জানে না।।