08/09/2025
অন্তর মরে যাওয়ার একটি আলামতঃ
মৃত্যু নিয়ে ভাবনাহীন থাকা এবং জানাযায় হাসিমুখে উপস্থিত হওয়া
ইমাম গাজালী রহ. বলেন,
এখন জানাযায় উপস্থিত হওয়া অধিকাংশদের হাসি ঠাট্টা ও মজা করতে দেখা যায়। মৃত ব্যক্তির রেখে যাওয়া সম্পদই হয় তাদের একমাত্র আলোচনার বিষয়। আত্মীয় স্বজন এবং প্রতিবেশীরা শুধু ওই কৌশলে লিপ্ত থাকে কীভাবে সেই সম্পদ থেকে কিছু ভোগ করা যায়। গুটিকয়েক ব্যতীত তাদের কেউই নিজেদের মৃত্যুর কথা ভাবে না, তাদেরকেও এভাবে কবরস্থানে নিয়ে যাওয়া হবে তা চিন্তা করে না।
আর এই উদাসীনতার একমাত্র কারণ অন্তর মরে যাওয়া যা অধিক গুনাহ আর নাফরমানির কারণে হয়ে থাকে৷ এমনকি আল্লাহ তায়ালা, আখিরাত এবং অবশ্যম্ভাবী কঠিন মূহুর্তের কথা ভুলে যাওয়ায় আমরা হয়েছি হাসিতামাসায় মত্ত এবং গাফেল। দুনিয়ার ব্যস্ততায় মেতে থাকায় আমাদের কোন (আখিরাত নিয়ে) চিন্তার উদ্রেকও হয় না৷
( ইহইয়াউ উলুমুদ্দীনঃ ৪/৪৮৪)
_সীরাহ_