10/01/2026
🚨বিয়ে ঠিক হয়েছিলো, সামনে সুন্দর জীবনের হাতছানি ছিলো। কিন্তু আজ জাবের ভাইয়ের চোখে কোনো স্বপ্ন নেই, আছে শুধু প্রিয় বন্ধু ‘হাদি’র জন্য ন্যায়বিচার পাওয়ার তৃষ্ণা!
আজ জাবের ভাইয়ের পায়ের দিকে তাকিয়ে দেখুন—ছিঁড়ে যাওয়া জুতো, ধুলোবালি মাখা পা।
খাওয়া নেই, ঘুম নেই, বিরামহীন পথে পথে ঘুরে বেড়ানো। নিজের ব্যক্তিগত সব সুখ বিসর্জন দিয়ে তিনি আজ রাজপথের লড়াকু সৈ নি ক। ✊
আজ এক মা জাবের ভাইকে দেখে কেঁদে বলছিলেন, "বাবা, তোমার তো ঠান্ডা লেগে যাবে!" কিন্তু যার বুকে বন্ধু হারানোর আ " গ্নে"' য়" গি" রি জ্বলছে, তাকে কি বাইরের শীত ছোঁয়ার সাধ্য রাখে?
নিজের সব ব্যক্তিগত সুখ বিসর্জন দিয়ে আজ তিনি শুধু একটা জিনিসের জন্য লড়ছেন— "ইনসাফ"।
আমরা কি জাবের ভাইয়ের এই চোখের পানির মূল্য দেবো না? এই পোস্টটি শেয়ার করে ছড়িয়ে দিন সবার কাছে। জাবের ভাইয়ের এই লড়াই যেন বিফলে না যায়। আমরা হাদির খু**র বিচার চাই!
আমরা ইনসাফ চাই! 💪