হাটহাজারী খবর

হাটহাজারী খবর আসুন আমরা সবাই হাটহাজারী
দুর্নীতিকে

আগে বিদেশ থেকে টাকা পাঠালে ২.৫% প্রনোদনা দেয়া হতো। নতুন সংস্কারে এবার উল্টো টাকা পাঠালে ১০% ট্যাক্স কেটে নেবে।
03/06/2025

আগে বিদেশ থেকে টাকা পাঠালে ২.৫% প্রনোদনা দেয়া হতো। নতুন সংস্কারে এবার উল্টো টাকা পাঠালে ১০% ট্যাক্স কেটে নেবে।

04/05/2025

দীর্ঘদিন বন্ধ থাকার পর সীমিত পরিসরে বাংলাদেশিদের জন্য পুনরায় ভিজিট ভিসা চালু করল সংযুক্ত আরব আমিরাত

01/05/2025

১.
ফেনীর বন্যা উপলক্ষে টিএসসিতে সমন্বয়কদের তোলা দশ কোটি টাকা এখন কোথায় আছে? কেমন আছে? টাকাগুলোর শারীরিক অবস্থা কী? খাওয়াদাওয়া করে ঠিকমতো?
২.
নভেম্বরে সমন্বয়ক সারজিস-হাসনাতকে হত্যার উদ্দেশ্যে তাদের গাড়িতে ইচ্ছেকৃতভাবে ধাক্কা মারার যে-অভিযোগ উঠেছিল, সেই অভিযোগের তদন্ত কতটুকু এগিয়েছে? কারা ধাক্কা মেরেছিল?
৩.
ডিসেম্বরে সহ-সমন্বয়ক খালেদ হাসান প্রথমে যে অভিযোগ করল— তাকে দোয়েল চত্বর থেকে গুম করে সুনামগঞ্জে নিয়ে সেখান থেকে পঞ্চগড়ে এনে গরুর মাংস দিয়ে ভাত খাইয়ে অপহরণকারীরা বরিশালে ফেলে রেখে চলে গেছে, এর পর তার বাবা যে বললেন তার ছেলের এ-রকম মিথ্যাচারের অভ্যাস আছে; এ-ব্যাপারে খালেদ হাসানের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে? নেওয়া না-হলে কেন নেওয়া হয়নি?
৪.
ডিসেম্বরে সচিবালয়ে কারা আগুন লাগিয়েছিল? এ-ব্যাপারে আর কোনো কথাবার্তা শোনা যায় না কেন? সেই রাতে গাড়িচাপায় ফায়ারব্রিগেডকর্মীর অপমৃত্যুর কোনো সুরাহা হয়েছে?
৫.
চারুকলায় রাতের আঁধারে শেখ হাসিনার ‘মোটিফ’-এ অগ্নিসংযোগকারীর পরিচয় কী? তার ব্যাপারে সংস্কৃতি উপদেষ্টা আর কিছুই বললেন না কেন? বাটা-কেএফসি লুটপাটের ব্যাপারে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল, তাদের মধ্যে এখন কয়জন জেলে আছে?
৬.
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আবদুল্লাহ্‌ আল মাসুদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শামিম মোল্লা— এদেরকে হত্যার পর কোনো মামলা-মোকদ্দমা হয়েছে? গ্রেপ্তার হয়েছে কেউ? না-হলে কেন হয়নি? চট্টগ্রামের আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যামামলার হালহকিকত কী? আলিফকে আসলে কারা হত্যা করেছিল?
৭.
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলে তোফাজ্জলকে পিটিয়ে মারার পর যারা গ্রেপ্তার হয়েছিল, তারা এখন কই? ঐ হত্যামামলা এখন কী অবস্থায় আছে? আবরার-হত্যামামলার অন্যতম আসামি মুনতাসির আল জেমি এখন কই? সে কনডেম সেল থেকে পালিয়েছিল কীভাবে?
৮.
বাংলাদেশে কর্মরত ছাব্বিশ লাখ অবৈধ ভারতীয় নাগরিকের তালিকা আইন উপদেষ্টা কবে দেবেন? এই ছাব্বিশ লাখ অবৈধ ভারতীয়কে তিনি ভারতে ফেরত পাঠাবেন কবে? আইন তৈরির ক্ষমতা পেলে মন্ত্রীদেরকে সপ্তাহে একদিন গণপরিবহনে যাতায়াত করতে বাধ্য করার যে-কথা তিনি উপদেষ্টা হওয়ার আগে দিয়েছিলেন, সেই বাধ্যবাধকতার খবরাখবর কী? উপদেষ্টা হওয়ার পর তিনি কয়দিন গণপরিবহনে যাতায়াত করেছেন?
৯.
‘প্রোক্লেমেশন অব রিভোলিউশন’-এর শারীরিক অবস্থা কী? ভালো আছে? সুস্থ আছে? স্কুলে যায়? খেলাধুলা করে? রাষ্ট্রপতি ও সেনাপ্রধানকে অপসারণ, সংবিধান বাতিলকরণ, জাতীয় সংগীত পরিবর্তন, ফারাক্কার বিপরীতে পালটা-বাঁধ নির্মাণ, সেভেন সিস্টার্সকে বাংলাদেশের অন্তর্ভুক্তকরণ ইত্যাদির খবরাখবর কী?
১০.
মোস্তফা সরয়ার ফারুকীর সিনেমা ‘শনিবার বিকেল’ গত পৌনে এক বছরে মুক্তি পায়নি কেন? এখন কে বা কারা আটকে রেখেছে এই সিনেমার মুক্তি? ফারুকী কি এই ফাঁকে ‘রবিবার বিকেল’, ‘সোমবার বিকেল’, ‘বুধবার বিকেল’, ‘বৃহস্পতিবার বিকেল’ এবং ‘শুক্রবার বিকেল’ নামেও সিনেমা বানাচ্ছেন? বানিয়ে একসঙ্গে সিরিজ আকারে মুক্তি দেবেন? ফারুকী ‘সোমবার বিকেল’ এবং ‘বুধবার বিকেল’-এর মধ্যবর্তী সিনেমার নাম কী রাখবেন? ‘মঙ্গলবার বিকেল’? না কি ‘আনন্দবার বিকেল?

23/04/2025

হাটহাজারীকে দু ভাগ নয়! সিটি কর্পোরেশনকে উত্তর-দক্ষিণ ভাগ করে হাটহাজারীকে উত্তর সিটির অন্তর্ভুক্ত করুন।

13/03/2025

সংবাদ বিজ্ঞপ্তি

ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন মাগুরায় নির্যাতিত শিশুটি না ফেরার দেশে - বাংলাদেশ সেনাবাহিনীর শোক

ঢাকা ১৩ মার্চ ২০২৫ (বৃহস্পতিবার): অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে, মাগুরায় নির্যাতিত শিশুটি আজ ১৩ মার্চ ২০২৫ তারিখে দুপুর ০১:০০ টায় সম্মিলিত সামরিক হাসপাতাল, ঢাকায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ)-এর সর্বাধুনিক চিকিৎসা ব্যবস্থা প্রয়োগ এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের সর্বোচ্চ প্রচেষ্টা সত্ত্বেও তাকে বাঁচানো সম্ভব হয়নি। শিশুটির আজ সকালে তিনবার কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে, দুইবার স্থিতিশীল করা গেলেও তৃতীয়বার আর হৃদস্পন্দন ফিরে আসেনি। উল্লেখ্য, গত ৮ মার্চ শিশুটিকে সংকটাপন্ন অবস্থায় ঢাকা সিএমএইচ-এ ভর্তি করা হয়.

হাটহাজারী ধলই ইউপির মনসুর চেয়ারম্যানকে গ্রেপ্তারকে ঘিরে উত্তেজনা, গ্রেপ্তারেজনগণের বাধা।ডিবি পুলিশের গু*লিব*র্ষণ।কাটিরহা...
05/02/2025

হাটহাজারী ধলই ইউপির মনসুর চেয়ারম্যানকে গ্রেপ্তারকে ঘিরে উত্তেজনা, গ্রেপ্তারে
জনগণের বাধা।ডিবি পুলিশের গু*লিব*র্ষণ।কাটিরহাট মনিয়াপুকুর এলাকায় সড়ক অবরোধ করে রেখেছে বিক্ষোব্ধ জনতা।

বাংলাদেশ ত্বরীক্বত ফেডারেশনের  চেয়ারম্যান, সৈয়দ নজিবুল বশর 🤲🤲🤲🤲🤲
31/12/2024

বাংলাদেশ ত্বরীক্বত ফেডারেশনের চেয়ারম্যান, সৈয়দ নজিবুল বশর
🤲🤲🤲🤲🤲

12/12/2024

=== ব্রেকিং ===
হাটহাজারী ফায়ার সার্ভিস এর নতুন মোবাইল নাম্বার: ০১৯০১-০২১৫৭৫

এই গাড়িটা  মোমিন সাহেবের মাজার এলাকা থেকে চুরি হয়ে গেছে কেউ যদি দেখে থাকেন নিচের নাম্বারে যোগাযোগ করার অনুরোধ রইলো আরি...
12/12/2024

এই গাড়িটা মোমিন সাহেবের মাজার এলাকা থেকে চুরি হয়ে গেছে কেউ যদি দেখে থাকেন নিচের নাম্বারে যোগাযোগ করার অনুরোধ রইলো
আরিফ ০১৬০৩৬৮৬৪৯২ / ০১৮৩৮৪৩৭৪৮৬

29/11/2024
19/09/2024

ভাত খাওয়া ছেলেটার লাশটা মর্গে পড়ে আছে। বাবা, মা, ভাই বোন কেউ নেই লাশ নেয়ার। ঘুমাতে পারছি না। খামচে ধরে আছে।

Address

Sharjah

Website

Alerts

Be the first to know and let us send you an email when হাটহাজারী খবর posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share