Waz Media

Waz Media ▦═══█�██�█═══▦
╔━━❖❖❁❖❖━━╗
╠✫❥Revolutionary✫━╣
╚━━❖❖❁❖❖━━╝
▦═══█�██�█═══▦

◢◣

04/08/2025

এই দেশে বিয়ে একটা অপরাধ৷ ছেলেরা প্রেম ও ফিজিক্যাল করলেও কারো গায়ে লাগে না৷ ফ্যামিলি জানলেও ভাবে এই বয়সে ছেলেরা টুকটাক এসব করেই৷ সমাজ ও প্রকাশ্য জ্বিনা মেনে নিয়েছে।

আর তারুণ্য এমন এক ট্র‍্যাডিশনে বুঁদ হয়ে গেছে৷ সে নারী ভোগ অথবা চাহিদা মেটানোর অপশন হিসাবে প্রেম কেই অপশন হিসাবে নিয়েছে৷
মেয়েদের পেছনে ঘুরাঘুরি অথবা প্রেমের চেষ্টা সবই তাদের ভোগ করার ফাঁদ৷
কথা গুলো তিক্ততা মনে হলেও বাস্তবতা এমনই।

কি কারণে এমন এক নৈতিক অধ:পতন ঘটে গেলো। মানুষ বিয়ে কে অপরাধ বানিয়ে নিয়েছে৷ আর জ্বিনা কে সেলিব্রেট করছে৷

কারণ সমাজ বাস্তবতায় পাশ্চাত্যের ঢেউ। মুসলিম সত্ত্বার বিলোপ৷ ভোগবাদের জয়জয়কার।
পার্কে ওপেনলি অ"ন্ত"রঙ্গ হতে লজ্জিত না হলেও, বাবার কাছে বিয়ের কথা বলতে লজ্জা লাগে৷
বাবার চোখে জ্বি"না দৃশ্যমান হলেও তা অপরাধ না৷ ছেলে বিয়ের শব্দ উচ্চারণ করলেও দশ খু"নের অপরাধ।

বাংলাদেশের সামাজিক অবস্থা এতটা দেউলিয়া হয়ে যাবে কল্পনার বাইরে৷ কেমন যেনো পাপের বোবা হয়ে গেছে জগৎ। মানুষ গুলোও বা কতটুকু ভাবে৷ আর পুঁজিবাদী সিস্টেম ও বা তাকে কতটুকু ভাবতে দেয়৷

দিন থেকে দিন বিয়ে কঠিন হলেও জ্বি"না প্রাণবন্ত হচ্ছে৷ সিস্টেম বিয়ে কে অপরাধ বানিয়ে ফেলেছে৷ আর জ্বী"না কে বানিয়েছে তুচ্ছ৷

যুবকদের এই অধ'পতন থেকে রক্ষা করতে হলে ঘুরে দাঁড়াতে হবে৷ সার্টিফিকেট আর চাকরির দীর্ঘসূত্রিতায় হারিয়ে যাওয়া যাবে না৷

সমাজ যে অজুহাতে বিয়ে দেয় না। সেই অজুহাত ভে"ঙে দিতে হবে। লাজ/লজ্জা আর ট্র‍্যাডিশন ভেঙে আয় করার ফিকির করুন৷

আপনার চরিত্র টিকিয়ে রাখতে অনেক ঝড় তুফান পাড়ি দিতে হবে৷ এখানে সার্ভাইব করা কঠিন৷ কিন্তু তা ছাড়াও উপায় নেই৷

এই জামানায় জ্বি"না ও পাপ কে স্বাভাবিকভাবেই রঙ মেখে উপস্থাপন করা হচ্ছে৷ মানুষ ও গাফেল তার সন্তানদের চরিত্র রক্ষায়৷

মাশাআল্লাহ
18/05/2025

মাশাআল্লাহ

17/03/2025

- ফয়সালা রবের হাতে ছেড়ে দিন,আর আপনি আশ্রয় নিন জায়নামাজে!
দেখবেন হঠাৎ করেই অগোছালো সবকিছুর সমাধান মিলে গেছে।

06/01/2025

সাংবাদিক ইলিয়াস ও মেজর ডালিমের ঐতিহাসিক লাইভটি,
স্মৃতির টাইমলাইনে রেখে দিলাম।

এইটা কাউকে দেখানোর জন্য নয়,এই কালেক্ট বলতে পারেন।
এই ভিডিও গুলো থাকবে না।

বঙ্গবন্ধু কী আর মেজর ডালিম কী চিনে নিবেন।
আমার কাছে বঙ্গবন্ধুকে জয় বাংলা করে দেয়া মেজর ডালিম-ই মহান।

৫-ই জানুয়ারি-২০২৫

06/01/2025

একটা সতীত্বহীন উচ্চ শিক্ষিত নারীর চাইতে একটা সতীত্ব সম্পন্ন মূর্খ নারী হাজারো উত্তম।
একজন পুঁজিবাদের কাছে বিক্রিত অবাধ্য আধুনিক শিক্ষায় শিক্ষিত নারী, আরেকজন জান্নাতের কাছে বিক্রিত উম্মাহর শ্রেষ্ঠ নারী, এই দুই নারীর গন্তব্য দুই কোণে।

06/01/2025

মেজর ডালিমের তাকানোর স্টাইল।
কথার ভঙ্গিমা। শ'ত্রুর চোখে চোখ রেখে কথা বলার ধরণ দেখে তাকে মনে হয় ১৮ তে পা রাখা নব জোয়ান৷

আর আমাদের সেলিব্রিটিরা যে আমাদের জেনারেশন কে খাসি বানাচ্ছে। মিষ্টি মিষ্টি কথা বলে শ'ত্রু কে বন্ধু বলে জ্ঞান দিচ্ছে৷
সেটার সূক্ষ্ম পার্থক্য ধরতে পারছেন না আপনারা৷

আল ইন্তিফাদা

05/01/2025

তিনি ছিলেন শিশুদের জন্য কোমল মহা মানব।
তিনি ছিলেন যুবকদের জন্য ইস্পাত দৃঢ় চৌকস যোদ্ধা।
তিনি ছিলেন মানব সমাজের ন্যায় পরায়ণ মহান নেতা।

"সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম"

Address

Kabul

Website

https://www.facebook.com/profile.php?id=61554437

Alerts

Be the first to know and let us send you an email when Waz Media posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share