
04/08/2025
এই দেশে বিয়ে একটা অপরাধ৷ ছেলেরা প্রেম ও ফিজিক্যাল করলেও কারো গায়ে লাগে না৷ ফ্যামিলি জানলেও ভাবে এই বয়সে ছেলেরা টুকটাক এসব করেই৷ সমাজ ও প্রকাশ্য জ্বিনা মেনে নিয়েছে।
আর তারুণ্য এমন এক ট্র্যাডিশনে বুঁদ হয়ে গেছে৷ সে নারী ভোগ অথবা চাহিদা মেটানোর অপশন হিসাবে প্রেম কেই অপশন হিসাবে নিয়েছে৷
মেয়েদের পেছনে ঘুরাঘুরি অথবা প্রেমের চেষ্টা সবই তাদের ভোগ করার ফাঁদ৷
কথা গুলো তিক্ততা মনে হলেও বাস্তবতা এমনই।
কি কারণে এমন এক নৈতিক অধ:পতন ঘটে গেলো। মানুষ বিয়ে কে অপরাধ বানিয়ে নিয়েছে৷ আর জ্বিনা কে সেলিব্রেট করছে৷
কারণ সমাজ বাস্তবতায় পাশ্চাত্যের ঢেউ। মুসলিম সত্ত্বার বিলোপ৷ ভোগবাদের জয়জয়কার।
পার্কে ওপেনলি অ"ন্ত"রঙ্গ হতে লজ্জিত না হলেও, বাবার কাছে বিয়ের কথা বলতে লজ্জা লাগে৷
বাবার চোখে জ্বি"না দৃশ্যমান হলেও তা অপরাধ না৷ ছেলে বিয়ের শব্দ উচ্চারণ করলেও দশ খু"নের অপরাধ।
বাংলাদেশের সামাজিক অবস্থা এতটা দেউলিয়া হয়ে যাবে কল্পনার বাইরে৷ কেমন যেনো পাপের বোবা হয়ে গেছে জগৎ। মানুষ গুলোও বা কতটুকু ভাবে৷ আর পুঁজিবাদী সিস্টেম ও বা তাকে কতটুকু ভাবতে দেয়৷
দিন থেকে দিন বিয়ে কঠিন হলেও জ্বি"না প্রাণবন্ত হচ্ছে৷ সিস্টেম বিয়ে কে অপরাধ বানিয়ে ফেলেছে৷ আর জ্বী"না কে বানিয়েছে তুচ্ছ৷
যুবকদের এই অধ'পতন থেকে রক্ষা করতে হলে ঘুরে দাঁড়াতে হবে৷ সার্টিফিকেট আর চাকরির দীর্ঘসূত্রিতায় হারিয়ে যাওয়া যাবে না৷
সমাজ যে অজুহাতে বিয়ে দেয় না। সেই অজুহাত ভে"ঙে দিতে হবে। লাজ/লজ্জা আর ট্র্যাডিশন ভেঙে আয় করার ফিকির করুন৷
আপনার চরিত্র টিকিয়ে রাখতে অনেক ঝড় তুফান পাড়ি দিতে হবে৷ এখানে সার্ভাইব করা কঠিন৷ কিন্তু তা ছাড়াও উপায় নেই৷
এই জামানায় জ্বি"না ও পাপ কে স্বাভাবিকভাবেই রঙ মেখে উপস্থাপন করা হচ্ছে৷ মানুষ ও গাফেল তার সন্তানদের চরিত্র রক্ষায়৷