24/07/2025
১৫০ মিলিয়ন ইউরোর একটা রিউমার ইন্জু কে নিয়ে শুনা যাচ্ছে মাদ্রিদ কে নিয়ে । তারকা ঠাসা মাদ্রিদ গ্যালাকটিকো হিসেবে নিজেদের আবার ও প্রকাশ করতে চাই । সব বড় তারকা দলে , মিডে আরো শক্তির যোগান বাড়াতে চাই তারা।
ম্যাক্সি কে নিয়ে ১০০ মিলিয়ন এর জোর গুঞ্জন শোনা যাচ্ছিল কিন্তু এতো টাকা পরিশোধ করতে নাকি মাদ্রিদ বোর্ড নারাজ। অন্য দিকে নতুন গুঞ্জন ইন্জু কে ১৫০ মিলিয়ন খরচ করে দলে আনতে চাই তারা। নিছক গুজব একটি। ১৫০ মিলিয়ন এর কম হলে চেলসি তাকে যেমন ছাড়বে না তেমনি মাদ্রিদ ও কোন খেলোয়াড়ের জন্য এতো অর্থ খরচ করবে না। সুতরাং ইন্জু টু মাদ্রিদ কখনোই না।
তবে লিভারপুল যদি রদ্রিগো কে দলে বেড়ায় তাহলে ম্যাক এলিস্টার বা ইন্জু যে কেউ একজন মাদ্রিদে যোগ দিতে ও পারে ।