
29/08/2025
"আগামী ৫ সেপ্টেম্বর আর্জেন্টিনার জার্সি গায়ে নিজ দেশের মাটিতে সম্ভাব্য শেষ ম্যাচ খেলবেন মেসি " এমন একটি সংবাদ স্পোর্টস প্রেমিদের মন ভর করে রেখেছে বেশ কয়দিন ধরে।
দীর্ঘ খেলোয়াড়ি জীবনে আর্জেন্টিনার হয়ে এই অব্দি ১৯৩ ম্যাচ খেলেছেন যেখানে ঘরের মাঠে ৫৩ টি ম্যাচ খেলেছেন তিনি।
সেপ্টেম্বরে ফিফা বিশ্বকাপ বাছাইপর্বের আগামী ২ ম্যাচ বাদে আর্জেন্টিনার আর কোন প্রতিযোগিতা পূর্ণ ম্যাচ না থাকায় স্বাভাবিক ভাবেই আর্জেন্টিনার মাঠে আর তাদের খেলা হয়ে উঠবে না।
বেশ কিছু প্রিতি ম্যাচ খেলবে যার অধিকাংশ ২০২৬ বিশ্বকাপের আয়োজক দেশ আমেরিকায় হবে। যদিও ভারতে ও একটি ম্যাচ খেলতে পারে তবে তা কখন হবে বলা কঠিন। স্পানের সাথে ফাইনালিজমা ম্যাচটি ও অনুষ্ঠিত হবে নিরপেক্ষ মাঠে হতে ইংল্যান্ড বা আমেরিকা না হয় সৌদি বা কাতার।
বিশ্বকাপ ফলাফল যাইহোক লিওঁ বিশ্বকাপের মঞ্চেই নিজের আন্তর্জাতিক ক্যারিয়ারের সমাপ্তি করবে এইটা আমাদের ধারনার অংশ সে হিসেবে দেশের মাটিতে আর খেলতে দেখা যাবে না
মেসি কে ।
তবে ফেডারেশন যদি লিওকে তার ল্যাগেসির সাথে মানান সই কোন সংবর্ধনার মাধ্যমে বিদায় দিতে চাই সেক্ষেত্রে ৫ সেপ্টেম্বর পরে আরো একবার আর্জেন্টাইন বাসি মেসি কে তাদের ঘরের মাঠে খেলতে দেখতে পাবে ।
হোপ দ্যা বেষ্ট
Sakor Asr