05/10/2025
Even in a world brimming with those who may despise you, your purpose, strength, and success are sustained by the very few who truly love and stand beside you.
Yet, let your joy and smile extend beyond the ones who love you and touch every soul, even those steeped in bitterness.
Let the peace, patience, kindness, and goodness in you become the quiet contagion that heals the hatred of the world.
পৃথিবীতে অসংখ্য মানুষ থাকতে পারে যারা আপনাকে অপছন্দ/ঘৃণা করে, কিন্তু আপনার আসল শক্তি, সাফল্য ও বেঁচে থাকার প্রেরণা আসে সেই অল্প কয়েকজনের কাছ থেকে যারা সত্যিই আপনাকে ভালোবাসে, এবং সর্বদা আপনার পাশে থাকে।
তবুও আপনার হাসি ও আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিন। আপনার শান্তি, ধৈর্য, দয়া ও মানবিকতা দিয়ে পৃথিবীর ঘৃণাকে সংক্রমিত করে দিন এক শুভ ও আলোকিত মহামারীতে।