Echoes of Me

Echoes of Me আসসালামু আলাইকুম....
(9)

"Sometimes the only way to control your self  is to stay silent and not say anything."🌸🫶PC: me ゚
07/11/2024

"Sometimes the only way to control your self is to stay silent and not say anything."🌸🫶

PC: me

সুসময়ে কে আপনার আপন জন হতে পারে তা বুঝার জন্য খারাপ সময় টায় কে আপনার পাশে ছিলো সেই মানুষ গুলো কে মনে রাখেন!খারাপ সময়ে মা...
03/11/2024

সুসময়ে কে আপনার আপন জন হতে পারে তা বুঝার জন্য খারাপ সময় টায় কে আপনার পাশে ছিলো সেই মানুষ গুলো কে মনে রাখেন!
খারাপ সময়ে মানুষের একটা স্বান্তনার কথাও আপনাকে অনেকটা মানসিক শান্তি দিবে🌸

The vibrant jacaranda trees in Australia are currently in bloom, displaying the breathtaking beauty of the natural world...
20/10/2024

The vibrant jacaranda trees in Australia are currently in bloom, displaying the breathtaking beauty of the natural world! 💜

PC: me 🫶

04/10/2024

সাইকোলজি মতে !
যারা বেশি বেশি ভাবে আর গভীর চিন্তাতে মগ্ন থাকে তাদের সাথে কখনোও "মিথ্যা" বলবেন না।
কারণ যখন আপনি তাদের সামনে "মিথ্যা" বলবেন তখন আপনার "মিথ্যাটি" ধরে ফেলতে তার খুব বেশি সময় লাগবে না।

কারন "ওভার-থিংকার"দের "অবজারভেশন" এবং "লিসেনিং" পাওয়ার অন্য লেভেলের হয়ে থাকে। আপনার বলা কথাটি সে "১০ বার" মনের মধ্যে রিপিট করে এবং খুব সহজেই খুজে বের করে ফেলতে পারে যে আপনার বলা কথাটি "সত্য নাকি মিথ্যা"।🤍

- সংগৃহীত

সেপ্টেম্বর ২৩, সময় রাত ১১ টা।Phone ringing....বোন: hello ভাইয়া।ভাই: হ্যাঁ আপু কেমন আছো? বোন: হ্যাঁ ভালো তোর কি খবর?ভাই...
25/09/2024

সেপ্টেম্বর ২৩, সময় রাত ১১ টা।
Phone ringing....

বোন: hello ভাইয়া।
ভাই: হ্যাঁ আপু কেমন আছো?
বোন: হ্যাঁ ভালো তোর কি খবর?
ভাই: আমিও ভালো। আপু আমার আজকে একটা অপারেশন আছে চট্টগ্রামের চকরিয়ায়। আমরা টিম মিলে বারোটা সাড়ে বারোটার দিকে রওনা হব। দোয়া করো আমার জন্য।
বোন: আল্লাহ ভরসা।
ভাই: আমার যদি কিছু হয়ে যায়...
বোন: এসব তুমি কি বলো ভাইয়া। তুমি অনেক ভালো। কিছু হবে না আল্লাহ ভরসা।
ভাই: জানো আপু আমার না তোমার হাতের তৈরি সেমাই পিঠা খেতে ইচ্ছে করছে। এরপর পূজায় লম্বা ছুটি পাব তখন তোমার কাছে গিয়ে খাব।
বোন: অবশ্যই খাবি তুই আমার একটা মাত্র ভাই।
ভাই: আচ্ছা আপু আমাকে দুই তিন ঘণ্টার মধ্যে তুমি আর আম্মু ফোন দিও না। আমাকে ফোনে পাবা না। আমি নিজেই safe zone এ গিয়ে তোমাদের ফোন করবো ইনশাআল্লাহ।

সেপ্টেম্বর ২৪ ...

বোন:: আমিতো আমার ভাইয়ের ফোনের অপেক্ষায় ছিলাম কই আমার ভাইয়া তো আমাকে ফোন দিলো না! ফোন দিয়ে বলল না যে আপু আমি safe এবার সেমাই পিঠা খেতে আসছি( ১ অক্টোবর ভাইয়ার জন্মদিন)

আমাদের টাংগাইল জেলার এবং দেশের গর্ব লেফটেন্যান্ট তানজিম সরওয়ার নির্জন ভাইয়ের বোন সূচি আপুর বলা কথাগুলো জাস্ট তীরের মত বিধছিল💔

লেখা: তাসনিম তাবাসুম সরণী

05/09/2024

৩৬ জুলাই,২০২০৪(৫আগস্ট,২০২৪)

ঠিক এক মাস আগে এই দিনটায়ই বাংলাদেশ দ্বিতীয় স্বাধীনতা পায়,স্বৈরাচার মুক্ত হয় দেশ
কত মানুষের জীবন, রক্ত,চোখের পানির বিনিময়ে এই স্বাধীনতা🇧🇩
কতটা ছটফট করতেছিলাম একটু খোঁজ পাওয়ার জন্য,"সোনার বাংলার" মানুষ গুলা কেমন আছে,কি অবস্থা কিন্তু খবর নেয়ার একমাত্র মাধ্যম নেট ই সর*কার অফ করে দেয়,যখন ই নেট চালু হয় নিউজ আসে স্বৈরাচার পালি*য়েছে,চোখ দিয়ে পানি পড়লো 🥺
উনার ক্ষমতা থেকে গেলে নেট আবার বন্ধ করে দিতেন আর সবগুলো কে একসাথে আয়না ঘরে রাখতেন🙂

05/09/2024

৫ই আগষ্ট মধ্যরাত।
একটা আস্ত নির্ঘুম রাত। সকলের ইবাদতের ব্যস্ততা। কেউ কেউ তাহাজ্জুদ ,কেউ বা অতিরিক্ত নফলের সিজদায় মগ্ন। মুনাজাতের অশ্রুসিক্ত জলে সকলের মন স্থির। একটা পুকুরের জলের মত। সকলের মনে সেই প্রলম্বিত ধ্বনি

'মাতৃভূমি কিংবা মৃত্যু'।

আজ ৫ই সেপ্টেম্বর। আজ থেকে ঠিক ১ মাস আগের এই রাতে গোটা একটা জেনারেশন টের পেয়েছিলো তারা তাদের দেশকে কতটা ভালোবাসে।🇧🇩❤️

হতাশার কিছু নেই! ভালো সময় আসার আগের সময়টা একটু বেশিই খারাপ হয়! তাই হাসতে জানাটা জরুরী, নিজেকে মন্দের সাথে মানিয়ে নেয়াটাও...
04/09/2024

হতাশার কিছু নেই! ভালো সময় আসার আগের সময়টা একটু বেশিই খারাপ হয়! তাই হাসতে জানাটা জরুরী, নিজেকে মন্দের সাথে মানিয়ে নেয়াটাও জরুরী! যত যায় হোক জীবনে থেমে থাকা যাবে না, হার না মানা গল্পগুলো হয় সুন্দর…❤️

©

08/08/2024

ইন-শা-আল্লাহ 💝
নতুন " সোনার বাংলা" গড়ে উঠুক
যেখানে সবাই শান্তির নিশ্বাস নিবে,স্বস্তির জীবন পাবে❤️


পরবর্তী প্রজন্ম তোমরাই🫶তোমাদের একটা সুস্থ,সুন্দর সোনার বাংলা উপহার দেয়া হবে বলেই এত ত্যাগ,এই মুক্তিযুদ্ধ 🇧🇩অনেক বড় হও,মা...
08/08/2024

পরবর্তী প্রজন্ম তোমরাই🫶
তোমাদের একটা সুস্থ,সুন্দর সোনার বাংলা উপহার দেয়া হবে বলেই এত ত্যাগ,এই মুক্তিযুদ্ধ 🇧🇩
অনেক বড় হও,মানুষের মত মানুষ হও 💝

Address

Brisbane, QLD

Website

Alerts

Be the first to know and let us send you an email when Echoes of Me posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category