The only most circulated Bangla fortnightly newspaper in Australia
30/12/2024
বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়ায় ফিরে সাংবাদিক সম্মেলন করেন অস্ট্রেলিয়া প্রবাসী বিশিষ্ট সাংবাদিক ও অস্ট্রেলিয়া থেকে প্রকাশিত অন্যতম বাংলা পত্রিকা "সুপ্রভাত সিডনির" প্রধান সম্পাদক জনাব আব্দুল্লাহ ইউসুফ শামীম।
শুক্রবার দুপুরে স্টার বিরিয়ানি
রকডেলে আয়োজিত এ সম্মেলনে উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়ার বিভিন্ন সাংবাদিক বর্গ ও বিভিন্ন দলের নেতৃ বৃন্দ।সেখানে তিনি তার বিরুদ্ধে হয়রানি ও নির্যাতনের বিষয় গুলো তুলে ধরেন।
ফ্যাসিস্ট হাসিনার করা ডিজিটাল মামলায় ১৬ বছর পর দেশে ফিরে ঢাকা এয়ারপোর্টে আটকে ছিলেন অস্ট্রেলিয়া প্রবাসী সাংবাদিক আব্দুল্লাহ ইউসুফ শামীম ।
পরে তাকে গ্রেপ্তার করেছিলো ঢাকা ইমিগ্রেশন পুলিশ। তখন তার জন্য "বাংলা বার্তা"র পক্ষ থেকে প্রতিবাদ ও মুক্তি দাবী করা হয়েছিলো।
অবিলম্বে তাকে হয়রানি করা বন্ধ করে তার বিরুদ্ধে খুনি হাসিনার করা সকল মিথ্যা মামলা প্রত্যাহার করার জোর দাবি জানানো হয়েছিলো৷ ২০১৮ সালে রামপুরা থানায় করা একটি তথ্য প্রযুক্তি মামলায় গ্রেফতার করা হয়েছিলো ফ্যাসিবাদের বিরুদ্ধে সোচ্চার কন্ঠস্বর ও দেশপ্রেমিক এ সাংবাদিককে।
08/11/2024
তফ্যাসিস্ট হাসিনার করা ডিজিটাল মামলায় ১৮ বছর পর দেশে ফিরে ঢাকা এয়ারপোর্টে আটকে আছেন অস্ট্রেলিয়া প্রবাসী সাংবাদিক আব্দুল্লাহ ইউসুফ
"বাংলা বার্তার পক্ষ থেকে" প্রতিবাদ ও মুক্তি দাবী করছি অস্ট্রেলিয়া থেকে প্রকাশিত অন্যতম বাংলা পত্রিকা “সুপ্রভাত সিডনির " প্রধান সম্পাদক আবদুল্লাহ ইউসুফ শামীমকে গ্রেফতার করেছে ঢাকা ইমিগ্রেশন পুলিশ ৷
হাসিনার ডিজিটাল মামলায় ১৮ বছর পর দেশে ফিরে ঢাকা এয়ারপোর্টে আটকে আছেন অস্ট্রেলিয়া প্রবাসী সাংবাদিক আব্দুল্লাহ ইউসুফ। গণতন্ত্রের পক্ষে, মানুষের ভোটের অধিকারের পক্ষে লড়াই করা এই সাংবাদিকের অবিলম্বে মুক্তি চেয়েছে প্রিন্ট পত্রিকা বাংলা বার্তা ।
অবিলম্বে তাকে হয়রানি করা বন্ধ করে তার বিরুদ্ধে হাসিনার করা সকল মিথ্যা মামলা প্রত্যাহার করার জোর দাবি জানাই৷ ফ্যাসিস্ট হাসিনার করা ডিজিটাল মামলায় তাকে গ্রেফতার করা হয়৷ ২০১৮ সালে রামপুরা থানায় করা একটি মামলায় তাকে গ্রেফতার ও হয়রানি করা হচ্ছে৷
মাফিয়া হাসিনার প্রেতাত্বারা যে এখনও বাংলাদেশ শাসণ করছে, তার জলজ্যান্ত প্রমাণ হলো অস্ট্রেলিয়া প্রবাসী সাংবাদিক আব্দুল্লাহ ইউসুফকে হাসিনার আমলের ভূয়া আইটি মামলায় ঢাকা এয়ারপোর্টে আজ আটক করা হয়। তিনি একজন দেশপ্রেমিক সাংবাদিক, গণঅভ্যূথানে তাঁর অনেক অবদান আছে। তাঁকে এখনই পূণ মর্যাদায় মুক্ত করা হোক, অন্যথায় এর পরিণতি অত্যন্ত ভয়াবহ হবে।
12/10/2024
Our future home…
02/10/2024
13/09/2024
We can always argue about our countrymen.
At the end of the day, it shows whom you love
whom you belong.
Please vote for your countrymen. Please let them grow not pull them back. 
10/09/2024
08/09/2024
Man of honour ,
man of respect .
we all proud of him.
We wish all of his success and his team. Looking forward to see you grow with your team Brother . 
09/08/2024
অবিলম্বে আমাদের 1000 টাকা এবং 500 টাকার নোট বাতিল করতে হবে, যাতে কেউ কালো টাকা সাদা করতে না পারে।
09/08/2024
অবিলম্বে আমাদের 1000 টাকা এবং 500 টাকার নোট বাতিল করতে হবে, যাতে কেউ কালো টাকা সাদা করতে না পারে। প্রত্যেককে তাদের পুরানো নোট জমা দিতে হবে এবং নতুনটি নিতে হবে। এইভাবে আমরা কালো এবং সাদা টাকা জানতে পারব যা আমাদের জাতিকে ভবিষ্যতে সাহায্য করবে।
Be the first to know and let us send you an email when Bangla Barta posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.
বাংলা বার্তা: সিঙ্গাপুরে চিকিৎসাধীন একুশে পদকপ্রাপ্ত বরেণ্য সংগীতশিল্পী সুবীর নন্দী মারা গেছেন। বাংলাদেশ সময় আজ মঙ্গলবার ভোররাত সাড়ে চারটায় তিনি মারা যান বলে সিঙ্গাপুর থেকে নিশ্চিত করেছেন তাঁর মেয়ে ফাল্গুনী নন্দী।
বাংলাদেশ থেকে সিঙ্গাপুর নেওয়ার দুই দিন পর সুবীর নন্দীর শারীরিক অবস্থা কিছুটা উন্নতি হলেও এরপর অবনতি হতে থাকে। সিঙ্গাপুরে চিকিৎসা চলাকালে পরপর তিনবার হৃদ্রোগে আক্রান্ত হন তিনি। ঢাকায় চিকিৎসাধীন অবস্থায়ও একবার হৃদ্রোগে আক্রান্ত হয়েছিলেন। সব মিলিয়ে তাঁর শারীরিক অবস্থা অবনতির দিকে যাচ্ছিল।
উন্নত চিকিৎসার জন্য সাত দিন আগে সিঙ্গাপুর নেওয়া হয় একুশে পদকপ্রাপ্ত বরেণ্য সংগীতশিল্পী সুবীর নন্দীকে। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের এমআইসিইউতে চিকিৎসাধীন ছিলেন বরেণ্য এই সংগীতশিল্পী।
বাংলাদেশে সুবীর নন্দীর চিকিৎসার বিষয়টি সমন্বয় করছিলেন জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জাতীয় সমন্বয়ক সামন্ত লাল সেন। গতকাল সোমবার সকালে সামন্ত লাল সেন বলেন, ‘বারবার হার্ট অ্যাটাক হওয়ায় চিকিৎসকেরা যে আশা করেছিলেন, তা-ও ক্ষীণ হয়ে গেছে। সুবীরের মাল্টিপল অরগান ফেইলিউর হয়েছে। এখনকার অবস্থা জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে।’
১৮ দিন ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন থাকার পর গত ৩০ এপ্রিল সিঙ্গাপুরে নেওয়া হয় সুবীর নন্দীকে। সেদিন বিকেলেই সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে বরেণ্য এই শিল্পীর চিকিৎসা শুরু হয়।
সুবীর নন্দী গত ১২ এপ্রিল পরিবারের সবাইকে নিয়ে মৌলভীবাজারে আত্মীয়ের বাড়িতে যান। সেখানে একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন তিনি। ১৪ এপ্রিল ঢাকায় ফেরার ট্রেনে ওঠার জন্য বিকেলে মৌলভীবাজার থেকে পরিবারসহ শ্রীমঙ্গলে আসেন। পরে তিনি ট্রেনে অসুস্থ হয়ে পড়লে একজন চিকিৎসকের পরামর্শে সুবীর নন্দীকে নিয়ে পরিবারের সদস্যরা ঢাকার বিমানবন্দর স্টেশনে নেমে যান। ওই দিনই রাত ১১টার দিকে তাঁকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নিয়ে যাওয়া হয়। পরে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়। সেখানে তিনি লাইফ সাপোর্টে ছিলেন। সুবীর নন্দী দীর্ঘদিন ধরে কিডনি ও হার্টের অসুখে ভুগছিলেন।
বরেণ্য সংগীতশিল্পী সুবীর নন্দী দীর্ঘ ৪০ বছরের ক্যারিয়ারে গেয়েছেন আড়াই হাজারেরও বেশি গান। বেতার থেকে টেলিভিশন, তারপর চলচ্চিত্রেও উপহার দিয়েছেন অসংখ্য জনপ্রিয় গান। ১৯৮১ সালে তাঁর প্রথম একক অ্যালবাম ‘সুবীর নন্দীর গান’ বাজারে আসে ডিসকো রেকর্ডিংয়ের ব্যানারে। সুবীর নন্দী প্রথম গান করেন ১৯৭৬ সালে আবদুস সামাদ পরিচালিত ‘সূর্যগ্রহণ’ চলচ্চিত্রে। চলচ্চিত্রে প্লেব্যাক করে চারবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন তিনি। আর চলতি বছরে সংগীতে অবদানের জন্য বাংলাদেশ সরকার দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদকে ভূষিত করেছে কণ্ঠশিল্পী সুবীর নন্দীকে।