Jonmobhumi TV

Jonmobhumi TV Jonmobhumi Television is an info-entertainment Web Based private Community Bangla IP TV channel live streaming 24/7 from Australia

Jonmobhumi Television is an private Community Bangla IP TV channel from Australia.

শ্রদ্ধেয় সুহৃদ,এই রবিবার বিকেল ৬ টায় English Subtitles সহ "আগুনের পরশমণি" দেখানো হবে ক্যাম্বেলটাউনের ডুমারেস্ক স্ট্রিট স...
13/12/2025

শ্রদ্ধেয় সুহৃদ,

এই রবিবার বিকেল ৬ টায় English Subtitles সহ "আগুনের পরশমণি" দেখানো হবে ক্যাম্বেলটাউনের ডুমারেস্ক স্ট্রিট সিনেমায়।

আমাদের মহান মুক্তিযুদ্ধ নিয়ে অনেক ছবি হয়েছে। কিন্তু সে সব ছবির মাঝে সবচেয়ে আলাদা নামটি হলো “আগুনের পরশমণি”। মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্রের ধারাই বদলে দিয়েছে যে ছবিটি। আগুনের পরশমণিতে ছিলো জ্যোৎস্না, ছিলো বৃষ্টি আর ছিলো প্রেম। হুমায়ূন আহমেদের চোখ দিয়ে আমরা আবিষ্কার করি এক টুকরো দেশকে- একাত্তরের বাংলাদেশকে।

আপনাদের মাধ্যমে সিডনির সকল বাংলাভাষী এবং সিনেমা অনুরাগীদের আমরা সিনেমাটি আবারও বড় পর্দায় একসাথে দেখার আমন্ত্রণ জানাই।

টিকেট পেতেঃ https://bongozfilms.com/event/aguner-poroshmoni

ধন্যবাদান্তে,
তানিম মান্নান
কর্ণধার,
বঙ্গজ ফিল্মস

সিডনির  বেসাইড কাউন্সিলের আলোকচিত্র প্রতিযোগিতায় প্রথম পুরস্কার পেলেন আলোকচিত্রীএডওয়ার্ড অশোক অধিকারীজন্মভূমি রিপোর্টঃ...
11/12/2025

সিডনির বেসাইড কাউন্সিলের আলোকচিত্র প্রতিযোগিতায় প্রথম পুরস্কার পেলেন আলোকচিত্রীএডওয়ার্ড অশোক অধিকারী

জন্মভূমি রিপোর্টঃ গত ১০ ডিসেম্বর সিডনির বেসাইড কাউন্সিলের মেয়রের পক্ষ থেকে কাউন্সিলর এডওয়ার্ড ম্যাকডুগ্যাল আনুষ্ঠানিকভাবে বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেন।

বেসাইড কাউন্সিল এর বার্ষিক আলোকচিত্র প্রতিযোগিতায় পরপর দ্বিতীয়বারের মতো ‘নেইবারহুড’ ক্যাটাগরিতে প্রথম স্থান অর্জন করেছেন প্রবাসী বাংলাদেশি আলোকচিত্রী এডওয়ার্ড অশোক অধিকারী। তার আলোকচিত্রে উঠে এসেছে বাংলাদেশের সংস্কৃতি, আবহ ও মানুষের পূর্ণাঙ্গ অস্তিত্ব—যা বিচারকদের নজর কেড়েছে বিশেষভাবে। সম্মাননা হিসেবে তাকে প্রদান করা হয় ক্রেস্ট, সার্টিফিকেট ও নগদ অর্থ।

এ বছর প্রতিযোগিতায় জমা হওয়া প্রায় ছয়শত স্থিরচিত্রের মধ্যে সাতটি ক্যাটাগরিতে মোট সাতটি ছবি পুরস্কৃত হয়। আলোকচিত্রী এডওয়ার্ড অশোক অধিকারীর ধারণ করা একটি অসাধারণ স্থিরচিত্র সেই তালিকায় স্থান করে নেয়, যা প্রবাসী বাংলাদেশিদের জন্য গৌরবের বিষয়।

পুরস্কার গ্রহণের পর দর্শকদের উদ্দেশ্যে তিনি বলেন,প্রতিটি স্থিরচিত্র বিনা বাক্যে বহু ঘটনা বলে যায়। জীবনের আনন্দ, উল্লাস, কষ্ট, বেদনা, সময়, কাল, পরিবেশ ও সংস্কৃতি—সবকিছুরই স্পষ্ট বিবরণ মেলে এক একটি স্থিরচিত্রে। প্রতিটি ছবির আলাদা সৌন্দর্য আছে, সেই মুহূর্তের সেই সৌন্দর্যই সত্য হয়ে থাকে অনন্তকাল।

সমাজে ডোমেস্টিক ও ফ্যামিলি ভায়োলেন্স প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে  কমিউনিটি ইভেন্ট জন্মভূমি ডেস্কঃ :  মাল্টি কালচা...
11/12/2025

সমাজে ডোমেস্টিক ও ফ্যামিলি ভায়োলেন্স প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কমিউনিটি ইভেন্ট

জন্মভূমি ডেস্কঃ : মাল্টি কালচারাল কমিউনিটি কানেক্ট ইনক ও এন এস ডাবলু কাউন্সিল ফর প্যাসিফিক কমিউনিটিজ যৌথ উদ্যোগে গত ৭ ডিসেম্বর , সিডনির মিন্টোতে অনুষ্ঠিত হলো সমাজে ডোমেস্টিক ও ফ্যামিলি ভায়োলেন্স প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গুরুত্বপূর্ণ একটি কমিউনিটি ইভেন্ট। ইভেন্টটির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন কাউন্সিলর অ্যাশ রহমান, প্রেসিডেন্ট, মাল্টি কালচারাল কমিউনিটি কানেক্ট ইনক।

স্বাগত বক্তব্যে দেন এন এস ডাবলু কাউন্সিল ফর প্যাসিফিক কমিউনিটিজ-এর চেয়ারপার্সন Mal Fruean OAM। কাউন্টি অ্যাকনলেজমেন্ট প্রদান করেন Uncle David Bell। কি নোট স্পিকার হিসাবে বক্তব্য রাখেন Tanya Whitehouse OAM, কনভেনর Camden Wollondilly ডিভি কমিটি এবং ক্যাম্পবেলটাউন ডিভি কমিউনিটির সদস্য। তিনি ডোমেস্টিক ভায়োলেন্সের প্রভাব এবং কমিউনিটির দায়বদ্ধতা নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানের মূল পতিপদ্য বিষয় “Create Harmony in Family Lives”—এই স্লোগানকে সামনে রেখে ডোমেস্টিক ও ফ্যামিলি ভায়োলেন্সের বিরুদ্ধে দৃঢ় ও একতাবদ্ধ অবস্থান নেওয়ার আহ্বান জানানো হয়।মুলতঃ এটি ছিল ডোমেস্টিক ও ফ্যামিলি ভায়োলেন্স প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির এক গুরুত্বপূর্ণ কমিউনিটি ইভেন্ট। এই অনুষ্ঠানে পরিবারে নিরাপত্তা, সম্মান, সম্প্রীতি এবং সহনশীলতা গড়ে তোলার গুরুত্ব তুলে ধরা হয়।

ক্যাম্পবেলটাউন সিটি মেয়র Darcy Lound এ ধরণের কমিউনিটি সচেনতা মূলক অনুষ্ঠানের গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন।
ড: সাবরিন ফারুকী OAM তাঁর আলোচনায় তুলে ধরেন coercive control—এর কার্যকারণ, লক্ষণ ও প্রতিরোধমূলক দিক। তিনি বলেন, সম্পর্কের ভেতরে মানসিক ও আবেগিক নিয়ন্ত্রণও এক ধরনের সহিংসতা, এ সম্পর্কে সকলের সচেতনতা প্রয়োজন।

Mosleha Sadaf ডোমেস্টিক ও ফ্যামিলি ভায়োলেন্স সংক্রান্ত আইনি জটিলতা ও চ্যালেঞ্জ তুলে ধরেন এবং ভুক্তভোগীদের সহায়তা পাওয়ার পথগুলো সহজভাবে ব্যাখ্যা করেন।
মানসিক স্বাস্থ্য বিষয়ক গুরুত্বপূর্ণ আলোচনায় অংশ নেন Glenn Cossar, যেখানে তিনি ভায়োলেন্স–প্রবণ পরিবারের সদস্যদের মানসিক চাপ, ট্রমা ও পুনর্বাসনের দিকগুলো তুলে ধরেন।

অনুষ্ঠানের সার্বিক আয়োজন ও সমন্বয়ে ছিলেন Multicultural Community Connect Inc (MCCI)-এর সেক্রেটারি কামাল পাশা, তিনি সমাপনী বক্তব্যে সকল বক্তা, সহযোগী সংগঠন ও উপস্থিত কমিউনিটি সদস্যদের ধন্যবাদ জানান। ডোমেস্টিক ও ফ্যামিলি ভায়োলেন্স প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির মাধ্যমে কমিউনিটির সদস্যদের ক্ষমতায়ন এবং নিরাপদ পরিবার গঠনে এ ধরনের ইভেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হয় ।

জনাকীর্ণ এই অনুষ্ঠানে কমিউনিটি নেতৃবৃন্দ সহ উপস্থিত ছিলেন কাউন্সিলর এলিজা রহমান প্রমুখ। স্পনসর হিসেবে সহযোগিতা করেছে King Kebab ও SWMACC।

09/12/2025

নারী জাগরণ ও নারী অধিকার আন্দোলনের অগ্রদূত রোকেয়া সাখাওয়াত হোসেনের ১৪৫তম জন্ম ও ৯৩তম মৃত্যুবার্ষিকী।

বাংলাদেশের ফ্যাশন হাউস  এর জনপ্রিয় ব্র্যান্ড ‘জ্যোতি’ সিডনিতে তাদের একটি শোরুমের উদ্বোধন করেছে  জন্মভূমি ডেস্কঃ সিডনির ...
07/12/2025

বাংলাদেশের ফ্যাশন হাউস এর জনপ্রিয় ব্র্যান্ড ‘জ্যোতি’ সিডনিতে তাদের একটি শোরুমের উদ্বোধন করেছে

জন্মভূমি ডেস্কঃ সিডনির বাঙালি অধ্যুষিত ল্যাকেম্বায় উদ্বোধন করা হলো “জ্যোতি “এর একটি শোরুম ।

গত শনিবার ৬ ডিসেম্বর ল্যাকেম্বার ১৩ দ্য বুলেভার্ড-এ বর্ণাঢ্য ও জনাকীর্ণ আয়োজনের মধ্য দিয়ে সিডনিতে তাদের যাত্রা শুরু করলো জ্যোতি ।

বাংলাদেশে ১৯৯০ সালে যাত্রা শুরু করা জ্যোতি বর্তমানে দেশের অন্যতম শীর্ষ ফ্যাশন ব্র্যান্ড—শাড়ি, হ্যান্ডলুম, কারুকাজসমৃদ্ধ ঐতিহ্যবাহী পোশাক এবং আধুনিক ট্রেন্ডের অনন্য সমন্বয়ের জন্য যার বিশেষ খ্যাতি। বাংলাদেশে ব্র্যান্ডটির রয়েছে ১৪টি রিটেইল শোরুম ও ৩টি হোলসেল আউটলেট।

সিডনির এই নতুন শোরুমে থাকবে শাড়ি, সালওয়ার-কামিজ, পাঞ্জাবি, জুয়েলারি সহ সমকালীন সব ধরনের পোশাকের সংগ্রহ।

জমকালো এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সম্মানিত অতিথিরা, মার্ক কুরে এমপি, স্টেট মেম্বার ফর ওয়াটলি ও শ্যাডো মিনিস্টার, ফিলিপ রুড্ডক এও প্রাক্তন অভিবাসন বহুসংস্কৃতি ও আদিবাসী বিষয়ক মন্ত্রী, কাউন্সিলর কার্ল সালেহ ওএএম, কাউন্সিলর , কাউন্সিলর আশিকুর রহমান অ্যাশ, কাউন্সিলর শিরিন আক্তার, কাউন্সিলর হ্যারি স্টাভরিনস ,কাউন্সিলর শ্রীনি পিল্লামারী, কাউন্সিলর ওয়েন্ডি লিন্ডসে,কাউন্সিলর এলিজা রহমান লিবারেল পার্টির লাকেম্বা ব্রাঞ্চ এর প্রেসিডেণ্ট শাহে জামান টিটু , ড: নুর রহমান অস্ট্রেলিয়া সরকারের এএসএইএন বিসনেস চ্যাম্পিয়ন, প্রমুখ।

জ্যোতির প্রতিষ্ঠাতা লোকমান হোসেন তার বক্তব্যে দীর্ঘ যাত্রার স্মৃতি তুলে ধরে অস্ট্রেলিয়ায় নতুন অধ্যায়কে “স্বপ্ন পূরণ” বলে উল্লেখ করেন। তিনি বিশেষ কৃতজ্ঞতা জানান তার বড় মেয়ে তাহমিনা দীতি, ভাগ্নি ডা. রুমানা আফরোজ এবং পুরো টিমের নিবেদিত পরিশ্রমের প্রতি, যাদের প্রচেষ্টায় অস্ট্রেলিয়ায় জ্যোতির নতুন সূচনা সম্ভব হয়েছে।

জ্যোতি অস্ট্রেলিয়া, ১৩ দ্য বুলেভার্ড, ল্যাকেম্বা, এনএসডব্লিউ, ইমেইল: [email protected] ফোন: ০৪৭৮ ২৮৯ ৪৮১, ফেসবুক: Jotey Australia
ইনস্টাগ্রাম: instagram.com/joteyaustralia

03/12/2025

অস্ট্রেলিয়া থেকে সরাসরি সম্প্রচারিত প্রথম ও একমাত্র ২৪ ঘন্টার বাংলা টেলিভিশন চ্যানেল “জন্মভূমি টেলিভিশন”
এখন দেখছেন জন্মভূমি টেলিভিশনের ধারাবাহিক অনুষ্ঠান “প্রবাসে তৃতীয় চোখ “
অনুষ্ঠান পরিকল্পনা ও উপাস্থপনা : রেজা আরেফিন
অতিথিঃ কামাল পাশা ও কাউন্সিলর এ‍্যাশ রহমান
আমাদের পর্দা: http://www.jonmobhumi.tv
অথবা
http://www.jagobd.com/jonmobhumi-tv
আরো দেখতে পারবেন jadoo tv box এবং TX3 Mini Box এ
সুষ্ঠ ও পরিচ্ছন্ন অনুষ্ঠান প্রচার ই আমাদের প্রয়াস। জন্মভূমি টিভি এবং অনুষ্ঠান সম্পর্কে যে কোন তথ্য অথবা আপনার মূল্যবান মতামত জানাতে এবং বিজ্ঞাপন এর জন্য যোগাযোগ করুন [email protected]
আমরা প্রতিদিন নতুন সাজে আপনাদের সামনে উপস্থিত হওয়ার প্রতিশ্রুতি দিচ্ছি।
আমাদের সাথে রাখুন... আমাদের পাশে থাকুন... শেকড়ের সন্ধানে আমরা........

১৯৭১ সালের ডিসেম্বর মাসে স্বাধীনতা লাভ করে বাংলাদেশ। ডিসেম্বর বিজয় উদযাপনের  মাস। ডিসেম্বর বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জান...
01/12/2025

১৯৭১ সালের ডিসেম্বর মাসে স্বাধীনতা লাভ করে বাংলাদেশ। ডিসেম্বর বিজয় উদযাপনের মাস। ডিসেম্বর বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর মাস। ডিসেম্বর মুক্তিযুদ্ধের চেতনায় সাম্য ও সম্প্রীতির বৈষম্যমুক্ত উন্নত দেশ গড়ার শপথ নেয়ার মাস। ১৬ই ডিসেম্বর বিশ্বের মানচিত্রে অভ্যুদয় ঘটে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের। এদেশের মানুষ পায় স্বপ্নের স্বাধীন ভূখণ্ড। লাল সবুজের একটি পতাকা। এ বিজয় আমাদের। উদযাপন করবো আমাদের মতো করে।

অস্ট্রেলিয়া থেকে সরাসরি সম্প্রচারিত প্রথম ও একমাত্র ২৪ ঘন্টার বাংলা টেলিভিশন চ্যানেল “জন্মভূমি টেলিভিশন”আগামী রবিবার ৩০....
27/11/2025

অস্ট্রেলিয়া থেকে সরাসরি সম্প্রচারিত প্রথম ও একমাত্র ২৪ ঘন্টার বাংলা টেলিভিশন চ্যানেল “জন্মভূমি টেলিভিশন”
আগামী রবিবার ৩০.১১.২০২৫ ইং তারিখে দেখবেন জন্মভূমি টেলিভিশনের ধারাবাহিক অনুষ্ঠান “প্রবাসে তৃতীয় চোখ “
অনুষ্ঠান পরিকল্পনা ও উপাস্থপনা : রেজা আরেফিন
অতিথিঃ কামাল পাশা ও কাউন্সিলর এ‍্যাশ রহমান

প্রচারিত হবে বাংলাদেশ সময় বিকাল ৪ টায় এবং সিডনি সময় রাত ৯টায়
দেখবেনঃ http://www.jonmobhumi.tv
অথবা
http://www.jagobd.com/jonmobhumi-tv
আরো দেখতে পারবেন jadoo tv box এবং TX3 Mini Box এ

সুষ্ঠ ও পরিচ্ছন্ন অনুষ্ঠান প্রচার ই আমাদের প্রয়াস। জন্মভূমি টিভি এবং অনুষ্ঠান সম্পর্কে যে কোন তথ্য অথবা আপনার মূল্যবান মতামত জানাতে এবং বিজ্ঞাপন এর জন্য যোগাযোগ করুন [email protected]
আমরা প্রতিদিন নতুন সাজে আপনাদের সামনে উপস্থিত হওয়ার প্রতিশ্রুতি দিচ্ছি।
আমাদের সাথে রাখুন... আমাদের পাশে থাকুন... শেকড়ের সন্ধানে আমরা........

মাননীয় মন্ত্রী টনি বার্ক এমপির সাথে বাংলাদেশ লেডিস ক্লাব ও জন্মভূমি মিডিয়া অ্যান্ড কালচার এর প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষ...
25/11/2025

মাননীয় মন্ত্রী টনি বার্ক এমপির সাথে বাংলাদেশ লেডিস ক্লাব ও জন্মভূমি মিডিয়া অ্যান্ড কালচার এর প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

জন্মভূমি ডেস্ক:
গত ২১ নভেম্বর ২০২৫ বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার মাননীয় ফেডারেল মন্ত্রী টনি বার্ক এমপি (মিনিস্টার ফর হোম অ্যাফেয়ার্স, মিনিস্টার ফর দ্য আর্টস, মিনিস্টার ফর সাইবার সিকিউরিটি, মিনিস্টার ফর ইমিগ্রেশন অ্যান্ড সিটিজেনশিপ এবং লিডার অব দ্য হাউস) এর আমন্ত্রণে বাংলাদেশ লেডিস ক্লাব অস্ট্রেলিয়া ইনক এবং জন্মভূমি মিডিয়া অ্যান্ড কালচার ইনক এর একটি প্রতিনিধি দল তাঁর সিডনি অফিসে সৌজন্য সাক্ষাতে অংশ নেন।

সাক্ষাৎকালে মাননীয় মন্ত্রী বাংলাদেশ লেডিস ক্লাবের সাম্প্রতিক কার্যক্রম ও সমাজকল্যাণমূলক উদ্যোগের বিশেষ প্রশংসা করেন। বিশেষভাবে সমাজে পিছিয়ে থাকা নারীদের উন্নয়ন, সচেতনতা বৃদ্ধি এবং কমিউনিটির সেবায় ক্লাবের অবদানকে তিনি অনুকরণীয় বলে মন্তব্য করেন এবং ভবিষ্যতেও প্রয়োজনীয় সহায়তা ও সহযোগিতার আশ্বাস দেন।

বাংলাদেশ লেডিস ক্লাবের প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন সংগঠনের প্রেসিডেন্ট রাহেলা আরেফিন এবং জেনারেল সেক্রেটারি কাউন্সিলর শিরিন আক্তার। সাক্ষাৎকালে ক্লাবের পক্ষ থেকে কাউন্সিলর শিরিন আক্তার মাননীয় মন্ত্রীকে উত্তরীয় পরিয়ে দেন এবং প্রেসিডেন্ট রাহেলা আরেফিন একটি সম্মাননা ক্রেস্ট প্রদান করেন। মন্ত্রী টনি বার্ক উপহারগুলি সানন্দে গ্রহণ করেন এবং লেডিস ক্লাবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

পরবর্তীতে বাংলাদেশ লেডিস ক্লাবের প্রতিনিধিদের সঙ্গে মন্ত্রী দীর্ঘ আলোচনায় অংশ নেন এবং ক্লাবের ভবিষ্যৎ পরিকল্পনা ও কর্মকৌশল সম্পর্কে বিস্তারিত শোনেন। এসময় উপস্থিত ছিলেন ক্যান্টারবুরি-ব্যাংকসটাউন সিটি কাউন্সিলের সিনিয়র কাউন্সিলর কার্ল সালেহ এবং ডেপুটি মেয়র কাউন্সিলর Rachelle Harika (রাচেল হারিকা) ।

এছাড়া জন্মভূমি মিডিয়া অ্যান্ড কালচার ইনক
এর প্রতিনিধি দলও মাননীয় মন্ত্রীর সঙ্গে মতবিনিময় করেন। প্রতিনিধি দলে ছিলেন: আবু রেজা আরেফিন, সাখওয়াত হোসেন বাবু ও কাজী আলম রুবেল।

মন্ত্রী সংগঠনটি দীর্ঘ ১১ বছর কমিউনিটির জন্য
নিঃস্বার্থভাবে কাজ করছে জেনে আনন্দিত হন এবং এই দীর্ঘ পথচলার প্রশংসা করেন, সেই সাথে তিনি জন্মভূমি টেলিভিশনের সাথে তাঁর বিগত দিনের সাক্ষাৎকারের অভিজ্ঞতার কথা স্মরণ করেন। পরে জন্মভূমি মিডিয়া এন্ড কালচার ইনক এর পক্ষ থেকে চেয়ারম্যান আবু রেজা আরেফিন আগামী বছর ২৫ এপ্রিল সিডনি অপেরা হাউসে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার অনুরোধ জানালে মাননীয় মন্ত্রী তা সানন্দে গ্রহণ করেন।

এখানে উল্লেখ্য যে, জন্মভূমি মিডিয়া অ্যান্ড কালচার ইনক, আগামী ২৫ এপ্রিল ২০২৬ সিডনির অন্যতম মর্যাদাপূর্ণ ভেন্যু সিডনি অপেরা হাউসের "দ্য স্টুডিও-তে" একটি বড় অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে। যার বিস্তারিত শীঘ্রই জানানো হবে।

মেলবোর্নে চট্টগ্রাম মেডিকেল কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের প্রাণবন্ত মিলনমেলাডাঃ রোকসানা হোসেন জেবা :অস্ট্রেলিয়ার মেলবোর...
25/11/2025

মেলবোর্নে চট্টগ্রাম মেডিকেল কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের প্রাণবন্ত মিলনমেলা

ডাঃ রোকসানা হোসেন জেবা :

অস্ট্রেলিয়ার মেলবোর্নের উপকূলীয় পর্যটনস্বর্গ ‘ফিলিপ আইল্যান্ডে’ অনুষ্ঠিত হলো চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) এলামনাই ভিক্টোরিয়ার আয়োজনে চারদিনব্যাপী গ্লোবাল পুনর্মিলনী। ২১ থেকে ২৪ নভেম্বর ২০২৫ পর্যন্ত চলা এই স্মরণীয় আয়োজনে অস্ট্রেলিয়ার বিভিন্ন শহরের পাশাপাশি বাংলাদেশ, যুক্তরাষ্ট্র, কানাডা, নিউজিল্যান্ড, মালয়েশিয়া ও নেদারল্যান্ডসের প্রবাসী চমেকের ৫ম থেকে ৫৩তম ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা অংশ নেন।সি এম সি পুনর্মিলনীর চারটি দিন ছিল যেন একেকটা নির্বাচিত আবেগের অধ্যায় ,একেকটা অনুভূতির পর্ব।

‘স্মৃতির সাম্পান ভিড়ে দখিন সাগরের তীরে’ শিরোনামের এই পুনর্মিলনীর প্রথম দিনের মূল আকর্ষণ ছিল ‘স্মৃতির সাম্পান’। উদ্বোধনী অধিবেশনে প্রাক্তন ছাত্র ও একুশে পদকপ্রাপ্ত খ্যাতিমান শিশুশল্যবিদ অধ্যাপক কাজী কামরুজ্জামান প্রদান করেন ‘শাহ আলম বীরউত্তম স্মারক বক্তৃতা’। পরে ছিল প্রাক্তন শিক্ষার্থীদের পরিচিতি ও স্মৃতিচারণ।সবাই বার বার ফিরে গিয়েছে সোনালী দিনের সেই অম্লমধুর দিনগুলিতে।
২২ নভেম্বর দ্বিতীয় দিনের সকালে অনুষ্ঠিত হয় বৈজ্ঞানিক অধিবেশন এবং অধ্যাপক ইমরান বিন ইউনুস প্রদত্ত ‘রিদওয়ানুর রহমান স্মারক বক্তৃতা’।হলভর্তি চিকিৎসকরা এই সেমিনারে অংশ নেন। এর পাশাপাশি চলে পরিবারের অন্য সদস্যদের বিনোদনমূলক কর্মকাণ্ড।
সন্ধ্যায় প্রাক্তনী ও তাঁদের পরিবারের সদস্যদের অংশগ্রহণে আয়োজিত হয় প্রাণবন্ত সাংস্কৃতিক সন্ধ্যা ‘হৃদয় স্পন্দনে আনন্দ বন্ধনে’।বক্তৃতা ,নাচ ,গান ,স্লাইড শো ,গ্রূপ পারফর্মেন্স নিয়ে জমজমাট ছিলো এ আয়োজন।
এই দিনে বিশেষ অবদান ও সাফল্যের স্বীকৃতি হিসেবে অধ্যাপক কাজী কামরুজ্জামানকে মুক্তিযুদ্ধ ও সুবিধাবঞ্চিত মানুষের স্বাস্থ্যসেবায় অবদানের জন্য, অধ্যাপক ইমরান বিন ইউনুসকে চিকিৎসা শিক্ষায় এবং প্রাক্তন শিক্ষার্থীদের বন্ধন দৃঢ়করণে অবদানের জন্য, আর অধ্যাপক পারভেজ করিমকে সমাজসেবায় অবদানের জন্য ‘স্পিরিট অব সিএমসি’ সম্মাননা প্রদান করা হয়।

২৩ নভেম্বর তৃতীয় দিনের প্রধান আকর্ষণ ছিল ‘সীল দর্শন সমুদ্রবিহার’।পাঁচটি বাসে রিসোর্ট থেকে ওয়ার্ফ এবং সেখান থেকে তিনটি জাহাজে দিনভর সাগর ভ্রমণের আনন্দ শেষে সন্ধ্যায় অনুষ্ঠিত হয় সংগীতানুষ্ঠান ‘জীবনের গল্প এসো বলি অল্প’। চমেক ক্যাম্পাসের তিন খ্যাতিমান শিল্পী—হিউবার্ট ডিক্রুজ, শিমুল দাশ এবং জাভেদ মাহমুদ পাভেলের পরিবেশনায় সাজানো এই অনুষ্ঠান প্রাক্তনীদের মুগ্ধ করে রাখে পুরোটা সন্ধ্যা।
২৪ নভেম্বর সকালে প্রাতরাশ ও অনানুষ্ঠানিক বিদায় পর্বের মধ্য দিয়ে চারদিনের প্রাণবন্ত এই পুনর্মিলনী আনুষ্ঠানিকভাবে শেষ হয়।
রিইউনিয়নের অন্যতম উদ্যোক্তা মেলবোর্ন প্রবাসী বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ আহমেদ শরীফ শুভ সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
প্রাক্তন শিক্ষার্থীদের হাসি, স্মৃতিচারণ, সমুদ্রতীরের সৌন্দর্য ও বন্ধনের উষ্ণতায় এ বছরের মিলনমেলা চমেক এলামনাইদের জন্য হয়ে উঠেছে এক অনন্য ও স্মরণীয় আয়োজন। দখিন সাগরতীরে বসন্ত আবহে এ যেন ছিল সি এম সি পরিবারের এক ঐন্দ্রজালিক মিলন মেলা !

Address

Macquarie Links, NSW
2565

Alerts

Be the first to know and let us send you an email when Jonmobhumi TV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Jonmobhumi TV:

Share

Category