07/12/2025
বাংলাদেশের ফ্যাশন হাউস এর জনপ্রিয় ব্র্যান্ড ‘জ্যোতি’ সিডনিতে তাদের একটি শোরুমের উদ্বোধন করেছে
জন্মভূমি ডেস্কঃ সিডনির বাঙালি অধ্যুষিত ল্যাকেম্বায় উদ্বোধন করা হলো “জ্যোতি “এর একটি শোরুম ।
গত শনিবার ৬ ডিসেম্বর ল্যাকেম্বার ১৩ দ্য বুলেভার্ড-এ বর্ণাঢ্য ও জনাকীর্ণ আয়োজনের মধ্য দিয়ে সিডনিতে তাদের যাত্রা শুরু করলো জ্যোতি ।
বাংলাদেশে ১৯৯০ সালে যাত্রা শুরু করা জ্যোতি বর্তমানে দেশের অন্যতম শীর্ষ ফ্যাশন ব্র্যান্ড—শাড়ি, হ্যান্ডলুম, কারুকাজসমৃদ্ধ ঐতিহ্যবাহী পোশাক এবং আধুনিক ট্রেন্ডের অনন্য সমন্বয়ের জন্য যার বিশেষ খ্যাতি। বাংলাদেশে ব্র্যান্ডটির রয়েছে ১৪টি রিটেইল শোরুম ও ৩টি হোলসেল আউটলেট।
সিডনির এই নতুন শোরুমে থাকবে শাড়ি, সালওয়ার-কামিজ, পাঞ্জাবি, জুয়েলারি সহ সমকালীন সব ধরনের পোশাকের সংগ্রহ।
জমকালো এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সম্মানিত অতিথিরা, মার্ক কুরে এমপি, স্টেট মেম্বার ফর ওয়াটলি ও শ্যাডো মিনিস্টার, ফিলিপ রুড্ডক এও প্রাক্তন অভিবাসন বহুসংস্কৃতি ও আদিবাসী বিষয়ক মন্ত্রী, কাউন্সিলর কার্ল সালেহ ওএএম, কাউন্সিলর , কাউন্সিলর আশিকুর রহমান অ্যাশ, কাউন্সিলর শিরিন আক্তার, কাউন্সিলর হ্যারি স্টাভরিনস ,কাউন্সিলর শ্রীনি পিল্লামারী, কাউন্সিলর ওয়েন্ডি লিন্ডসে,কাউন্সিলর এলিজা রহমান লিবারেল পার্টির লাকেম্বা ব্রাঞ্চ এর প্রেসিডেণ্ট শাহে জামান টিটু , ড: নুর রহমান অস্ট্রেলিয়া সরকারের এএসএইএন বিসনেস চ্যাম্পিয়ন, প্রমুখ।
জ্যোতির প্রতিষ্ঠাতা লোকমান হোসেন তার বক্তব্যে দীর্ঘ যাত্রার স্মৃতি তুলে ধরে অস্ট্রেলিয়ায় নতুন অধ্যায়কে “স্বপ্ন পূরণ” বলে উল্লেখ করেন। তিনি বিশেষ কৃতজ্ঞতা জানান তার বড় মেয়ে তাহমিনা দীতি, ভাগ্নি ডা. রুমানা আফরোজ এবং পুরো টিমের নিবেদিত পরিশ্রমের প্রতি, যাদের প্রচেষ্টায় অস্ট্রেলিয়ায় জ্যোতির নতুন সূচনা সম্ভব হয়েছে।
জ্যোতি অস্ট্রেলিয়া, ১৩ দ্য বুলেভার্ড, ল্যাকেম্বা, এনএসডব্লিউ, ইমেইল: [email protected] ফোন: ০৪৭৮ ২৮৯ ৪৮১, ফেসবুক: Jotey Australia
ইনস্টাগ্রাম: instagram.com/joteyaustralia