Jonmobhumi TV

Jonmobhumi TV Jonmobhumi Television is an info-entertainment Web Based private Community Bangla IP TV channel live streaming 24/7 from Australia

Jonmobhumi Television is an private Community Bangla IP TV channel from Australia.

সিডনিতে ‘এক টুকরো বাংলাদেশ’’ অন‍্যমাত্রার এক আয়োজন শিরিন আক্তারঃ সিডনিতে ৬ সেপ্টেম্বর (শনিবার) অনুষ্ঠিত হলো এক অনন্য আয়...
08/09/2025

সিডনিতে ‘এক টুকরো বাংলাদেশ’’ অন‍্যমাত্রার এক আয়োজন

শিরিন আক্তারঃ সিডনিতে ৬ সেপ্টেম্বর (শনিবার) অনুষ্ঠিত হলো এক অনন্য আয়োজন – ‘এক টুকরো বাংলাদেশ’। পুরো দিনব্যাপী এই প্রদর্শনী বসেছিল The Ponds Community Hub-এ সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত।

বিদেশের মাটিতে বাংলাদেশি ঐতিহ্য, সংস্কৃতি এবং দেশীয় পোশাক ও পণ্যের বৈচিত্র্যকে সবার সামনে তুলে ধরার স্বপ্ন নিয়ে এই উদ্যোগের নেতৃত্ব দিচ্ছেন স্বনামধন্য অনলাইন প্রতিষ্ঠান ‘প্রবাসে বাংলার ঐতিহ্য’-এর কর্ণধার জয়শ্রী মন্ডল জয়া।

এর আগে গত বছর তিনি অস্ট্রেলিয়ায় ঢাকাই জামদানি নিয়ে সফল একটি ইভেন্ট আয়োজনের পর এবার নতুন মাত্রায় এক টুকরো বাংলাদেশ নামের আয়োজনটি বহুল প্রশংসিত হয়েছে।

এই আয়োজনকে সফল করতে এগিয়ে এসেছেন সিডনির আরও বেশ কয়েকজন অনলাইন উদ্যোক্তারা।

প্রদর্শনীতে ছিলো বাংলাদেশের ঐতিহ্যবাহী নানা পণ্য—শীতলপাটি, নকশীকাঁথা, কাঁসা-পিতলের সামগ্রী, হাতপাখা থেকে শুরু করে কাঠের তৈরি শিল্পপণ্য। এছাড়া ছিল বিভিন্ন দেশীয় পোশাক, সহ বিভিন্ন সামগ্রী যেখানে ছিল নতুনত্বের ছোঁয়া।

কেবল পণ্যসামগ্রী নয়, এই আয়োজনে ছিলো বই এবং বিভিন্ন ধরনের পণ্য। আরো ছিলো মুখরোচক খাবারের স্টল ও মেহেদীর স্টল।

কমিউনিটির সকল পেশার মানুষের পদচারণায় কোলাহল মুখর ছিলো মেলা প্রাঙ্গণ।

বাংলাদেশ লেডিস ক্লাব অস্ট্রেলিয়ার প্রেসিডেন্ট রাহেলা আরেফিন ও জেনারেল সেক্রেটারি শিরিন আক্তারের নেতৃত্বে একটি প্রতিনিধি দল মেলা প্রাঙ্গণ পরিদর্শন করেন এবং আয়োজনটি যারা পরিচালনা করেছেন তাদের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতে তাদের এ ধরনের আয়োজনে সহযোগিতা করার আশ্বাস দেন।

সকলের সহযোগিতায় এই প্রদর্শনী হয়ে উঠেছিলো সত্যিকারের ‘এক টুকরো বাংলাদেশ।

অস্ট্রেলিয়ান মুসলিম ওয়েলফেয়ার সেন্টারের নির্বাচন অনুষ্ঠিত জন্মভূমি ডেস্কঃ  গত ৬ সেপ্টেম্বর (রবিবার) অস্ট্রেলিয়ান মুসলিম ...
07/09/2025

অস্ট্রেলিয়ান মুসলিম ওয়েলফেয়ার সেন্টারের নির্বাচন অনুষ্ঠিত

জন্মভূমি ডেস্কঃ গত ৬ সেপ্টেম্বর (রবিবার) অস্ট্রেলিয়ান মুসলিম ওয়েলফেয়ার সেন্টারের ২০২৫-২০২৭ মেয়াদের নির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয় সেন্টারের নিজস্ব ভবনে।

সকাল ১১টা থেকে বিকেল ৬টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনের ফলাফল অনুযায়ী আনিস-সাদিকুর প‍্যনেল এর পূর্ণ প্যানেলে জয়লাভ করেছে।

ভোট গণনা শেষে নির্বাচন কমিশন বিজয়ীদের নাম ঘোষণা করে।

সভাপতি হিসেবে পুন নির্বাচিত হয়েছেন ড: আনিসুল আফসার (আনিস) এবং সাধারণ সম্পাদক পদে সাদিকুর আর খান (মুন)। এছাড়া সহ-সভাপতি পুন নির্বাচিত হয়েছেন ইঞ্জি. সাইফুল ইসলাম ও ইঞ্জি. হাবিব ভূঁইয়া, সহকারী সাধারণ সম্পাদক ইঞ্জি. আলমগীর কবির ও এটিএম মোরশেদুল ইসলাম (অ্যাপল)। কোষাধ্যক্ষ হয়েছেন জহিরুল ইসলাম।

অন্যান্য পদে নির্বাচিতরা হলেন মো. আতিকুর রহমান আতিক(প্রকাশনা ও প্রচার সম্পাদক), ডা. আবুল কাসেম (শিক্ষা সম্পাদক), শাহ এ মতিন (ক্রীড়া ও যুব সম্পাদক), শফিউর রহমান শফি (সমাজকল্যাণ ও বিনোদন সম্পাদক), মো. আব্দুল মতলেব (মহিলা বিষয়ক সম্পাদক)।

কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন মো. জাহিদ ফারহান বান্টি, সাইদ এম রহমান (লিপু), মো. গোলাম জিলানি, আবুল হায়াত ভূঁইয়া (হায়াত), মাহমুদ হক (মামুন), আব্দুস সবহান ও শামসুল হক (বাচ্চু)।

এর আগে সকালে বার্ষিক সাধারণ সভায় ২০২৩-২৫ মেয়াদের আর্থিক প্রতিবেদন পেশ করা হয়। সভা শেষে বিদায়ী সভাপতি ড: আনিসুল আফসার কার্যকরী পরিষদ বিলুপ্ত ঘোষণা করে নির্বাচন কমিশনার ডা. তোজাম্মেল হোসেন ও সহকারী নির্বাচন কমিশনার হামিদ শেখ এবং আশরাফ চৌধুরীর হাতে নির্বাচন পরিচালনার দায়িত্ব অর্পণ করেন।

প্রতিদ্বন্দ্বী রায়হান-ফরহাদ প্যানেলের সভাপতি পদপ্রার্থী মোহাম্মদ রায়হান করিম ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী ফরহাদ ইসলাম ফলাফল মেনে নিয়ে একত্রে কাজ করার কথা জানান।

সফল ভাবে নারী স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালা সম্পন্নের পর একতা গ্রুপের উদ্যোগে এবার পুরুষদের স্বাস্থ্য সচেতনতা বিষয়ক...
05/09/2025

সফল ভাবে নারী স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালা সম্পন্নের পর একতা গ্রুপের উদ্যোগে এবার পুরুষদের স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালা

জন্মভূমি ডেস্কঃ আগামী ২৭ সেপ্টেম্বর (শনিবার) অনুষ্ঠিত হতে যাচ্ছে “EKOTA Men Health Awareness Program – 2025”। লাকেম্বা ইউনাইটিং চার্চে বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে এই স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালা

EKOTA Lakemba United Group, একটি সামাজিক সাংস্কৃতিক সংগঠন, যারা নিয়মিতভাবে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির পাশাপাশি একটি সুস্থ, সচেতন ও ঐক্যবদ্ধ কমিউনিটি গড়ে তুলতে কাজ করে যাচ্ছে।

শুধু মাত্র পুরুষদের জন‍্য এই অনুষ্ঠান। অনুষ্ঠানটি দুই পর্বে অনুষ্ঠিত হবে।
প্রথম পর্বে স্বাস্থ্য সচেতনতা নিয়ে আলোচনা করবেন
বিশিষ্ট চিকিৎসক ডাক্তার মাসুম আহমেদ।
এবং দ্বিতীয় পর্বে আলোচনা করবেন বিশিষ্ট চিকিৎসক
ডাক্তার মোঃ মীর জাহান মিয়া।

এককভাবে পুরুষদের স্বাস্থ্য সচেতনতা বিষটি নিয়ে এর আগে এধরনের কোনো অনুষ্ঠান আয়োজন করা হয়নি।

সমাজ, সংস্কৃতি এবং ব্যক্তিগত কারণে পুরুষরা প্রায়ই নিজেদের স্বাস্থ্য নিয়ে উদাসীন থাকেন এবং নিয়মিত ডাক্তার দেখাতে অনীহা প্রকাশ করেন। অথচ নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা রোগকে প্রাথমিক অবস্থায় শনাক্ত করতে সাহায্য করে এবং অনেক সময় জীবন রক্ষাকারী ভূমিকা রাখে।

এই কর্মসূচির লক্ষ্য হলো—পুরুষদের স্বাস্থ্য নিয়ে খোলামেলা আলোচনা উৎসাহিত করা, সুস্থ জীবনধারার প্রতি সচেতনতা তৈরি করা এবং প্রয়োজনে প্রাথমিক পর্যায়েই চিকিৎসা গ্রহণে অনুপ্রাণিত করা।

আয়োজকরা এই গুরুত্বপূর্ণ আয়োজনে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানিয়েছেন।

EKOTA Lakemba United Group, একটি সামাজিক সাংস্কৃতিক সংগঠন, যারা নিয়মিতভাবে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির পাশাপাশি একটি সুস্থ, সচেতন ও ঐক্যবদ্ধ কমিউনিটি গড়ে তুলতে কাজ করে যাচ্ছে।

এর আগে সংগঠনটি সফল ভাবে নারী স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালা সম্পন্নের পর এবারের পুরুষদের স্বাস্থ্য সচেতনতা নিয়ে কর্মশালা একটি মাইলফলক হয়ে থাকবে।

তারিখ: শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫
সময়: বিকেল ৪টা – রাত ৮টা
স্থান: লাকেম্বা ইউনাইটিং চার্চ
খবরঃ প্রেস বিজ্ঞপ্তি

রুমানা হকের অন‍্যরকম এক গজল সন্ধ‍্যা শ্রোতাদের বিমোহিত করে। জন্মভূমি রিপোর্টঃ শনিবার ২৩ আগস্ট সন্ধ্যায় সিডনির দক্ষিণ পশ...
23/08/2025

রুমানা হকের অন‍্যরকম এক গজল সন্ধ‍্যা শ্রোতাদের বিমোহিত করে।

জন্মভূমি রিপোর্টঃ শনিবার ২৩ আগস্ট সন্ধ্যায় সিডনির দক্ষিণ পশ্চিম সাবার্বান এলাকার পূর্ব ক্যাম্পবেলটাউন কমিউনিটি হলে অনুষ্ঠিত হলো এক অনবদ‍্য গজল সন্ধ্যা। রুমানা হক ও রাশনান এর সুরের মূর্ছনা শ্রোতাদের মুগ্ধ করা অন‍্যরকম এক আয়োজন। যন্ত্র শিল্পী হিসেবে সঙ্গ দিয়েছেন শোহেল খান, বিজয় শাহা ও রুশনান। রুমানা হক তাঁর গানের গুরু অপরিজিতা চৌধুরীর প্রতি কৃতজ্ঞতা জানান। অপরিজিতা চৌধুরী ভার্চুয়ালি যুক্ত হয়ে শ্রোতাদের ধন্যবাদ জানান ও শিল্পীর সফলতা কামনা করেন।

বিকেল সাড়ে ৫টায় নামাজের বিরতির পর আবারও জমে ওঠে গানের আসর। এ সময় রিপা নজরুল সংগীত ও রাশনান গজল পরিবেশন করে শ্রোতাদের মুগ্ধ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্যাম্বেলটাউন সিটি কাউন্সিলর ইব্রাহিম খলিল মাসুদ ও আশিকুর রহমান এশ।

রুমানা হক জানান প্রথমে বাড়িতে আয়োজনের পরিকল্পনা থাকলেও শীতল আবহাওয়া ও বৃষ্টির পূর্বাভাসের কারণে আমরা অনুষ্ঠানটি কমিউনিটি হলে স্থানান্তর করা হয়।

মাগরিবের নামাজের পর নার্গিস, কান্তা, সুমি ও রিপার সৌজন্যে পরিবেশন করা হয় স্ন্যাকস ও চা।

অনুষ্ঠানের শাড়ি স্পন্সর করে প্রিমিয়াম বাংলাদেশি ফ্যাশন হাউস “লাভিস (Lavish)”। সাউন্ড সিস্টেমে ছিলেন মাহদী এবং ক্যামেরায় ছিলেন অশোক অধিকারী।

নৈশভোজ পরিবেশনের মাধ্যমে গজল সন্ধ্যার সমাপ্তি ঘোষণা করা হয়।

বাংলাদেশ লেডিস ক্লাব অস্ট্রেলিয়ার পঞ্চম বর্ষে পদার্পন এবং  জাকজমকপূর্ণ ভাবে চতুর্থ মীনা বাজার উদযাপন  আবু রেজা আরেফিনঃ স...
18/08/2025

বাংলাদেশ লেডিস ক্লাব অস্ট্রেলিয়ার পঞ্চম বর্ষে পদার্পন এবং জাকজমকপূর্ণ ভাবে চতুর্থ মীনা বাজার উদযাপন

আবু রেজা আরেফিনঃ সিডনির অন্যতম শীর্ষ নারী সংগঠন বাংলাদেশ লেডিস ক্লাব অস্ট্রেলিয়া এবারে পঞ্চম বর্ষে পদার্পন করলো। তারা গত তিন বছর ধরে আয়োজন করে আসছে তাদের সিগনেচার ইভেন্ট "মীনা বাজার"। চতুর্থবারের মতো এবারো আয়োজন করে মীনা বাজার।
গত ১৬ আগস্ট (শনিবার) ক্যাম্পসি ওরিয়ন সেন্টারে সিডনিতে, সকাল ১১ থেকে রাত ১১টা পর্যন্ত চলে জাকজমকপূর্ণ এই মীনা বাজার।

খণ্ডকালীন ও স্বল্প পুঁজির নারী উদ্যোক্তাদের সহায়তা করার লক্ষেই ছিল এই মীনা বাজারের আয়োজন। মীনা বাজারের নারী উদ্যোক্তাদের বিভিন্ন বুটিকস , শাড়ি , রকমারি পোশাক ,গহনা , মেহেদি, সহ বিভিন্ন ষ্টল ছিল । এছাড়াও লেডিস ক্লাবের সদস্যদের পরিচালনায় ছিল মুখরোচক খাবার, ঝাল মুড়ি ,পিঠাপুলি ও চায়ের ষ্টল। নয়ানিভিরাম সাজে সজ্জিত মীনা বাজার প্রাঙ্গন ছিল দর্শকদের কোলাহলে মুখরিত।

মীনা বাজারের উদ্বোধন করেন , মাননীয় মন্ত্রী -The Hon Sophie Cotsis MP , Minister for Industrial Relations, Minister for Work Health and Safety. তিনি মীনা বাজারের বিভিন্ন ষ্টল ঘুরে ঘুরে দেখেন এবং ষ্টল হোল্ডারদের সঙ্গে কথা বলেন। পরে তিনি অনুষ্ঠান মঞ্চে আসেন সেখানে তাকে অভ্যর্থনা জানায় বাংলাদেশ লেডিস ক্লাব অস্ট্রেলিয়ার প্রেসিডেন্ট রাহেলা আরেফিন,ক্যান্টারবুরি - ব্যাংকসটাউন কাউন্সিলের কাউন্সিলর এবং বাংলাদেশ লেডিস ক্লাব অস্ট্রেলিয়ার জেনারেল সেক্রেটারি কাউন্সিলর শিরিন আক্তার, এসময় সেখানে আরো উপস্থিত ছিলেন এক্সিকিউটিভ মেম্বার সহ সাধারণ সদস্যবৃন্দ।

মীনা বাজারের আয়োজকদের পক্ষ থেকে মন্ত্রীকে উত্তরীয় পরিয়ে দেন বাংলাদেশ লেডিস ক্লাব অস্ট্রেলিয়ার জেনারেল সেক্রেটারি কাউন্সিলর শিরিন আক্তার, এবং সমানসূচক ক্রেস্ট ও ম্যাগাজিন উপহার দেন বাংলাদেশ লেডিস ক্লাব অস্ট্রেলিয়ার প্রেসিডেন্ট রাহেলা আরেফিন। মন্ত্রী মীনা বাজারের এই আয়োজনে অভিভূত হয়ে বলেন আমাদের বহু সাংস্কৃতিক এই সমাজে এ ধরণের একটি আয়োজন মাইলফলক হয়ে থাকবে। তিনি মীনা বাজারের সাফল্য কামনা করেন এবং আগামীতে এ ধরণের উদ্যোগের পাশে থাকার অঙ্গীকার করেন। তিনি লেডিস ক্লাবের সাথে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

মাননীয় মন্ত্রী সোফি কটসিস বাংলাদেশ লেডিস ক্লাব অস্ট্রেলিয়ার লিডারশিপ এওয়ার্ড তুলে দেন , প্রেসিডেন্ট রাহেলা আরেফিন ও জেনারেল সেক্রেটারি কাউন্সিলর শিরিন আক্তারের হাতে। তিনি আরো কিছু ক্যাটাগরির ক্রেস্ট তুলে দেন বাংলাদেশ লেডিস ক্লাব অস্ট্রেলিয়ার কালচারাল সেক্রেটারি ডাঃ ফাহিমা সাত্তার, ওমেন্স অ্যাফেয়ার্স সেক্রেটারি নুসরাত জাহান স্মৃতি , এবং এক্সিকিউটিভ মেম্বার ফারজানা আহমেদ এর হাতে।।

পরবর্তীতে সংগঠনের কাজে বিশেষ অবদান রাখার জন্য সম্মান সূচক অ্যাওয়ার্ড দেয়া হয় বাংলাদেশ লেডিস ক্লাব অস্ট্রেলিয়ার উপদেষ্টা ডাক্তার জেসি চৌধুরীকে , সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ডাক্তার শায়লা ইসলাম , অর্গানাইজিং সেক্রেটারি রওশান জাহান পারভীন, সোশ্যাল ওয়েলফেয়ার সেক্রেটারি ডাক্তার রোকসানা হোসেন জেবা , জনকল্যাণমূলক কাজের স্বীকৃতি হিসাবে বিশেষ অ্যাওয়ার্ড দেয়া হয় গুড মর্নিং বাংলাদেশের অন্যতম সংগঠক রুবায়েত হক সাথীর হাতে ।

সেরা সংগীতশিল্পী অ্যাওয়ার্ড দেয়া হয় সংগীত শিল্পী অমিয়া মতিন কে এবং সেরা নৃত্য শিল্পী অ্যাওয়ার্ড দেয়া হয়েছে অর্পিতা সোম চৌধুরীকে। মিডিয়া এপ্রিসিয়েশন অ্যাওয়ার্ড দেয়া হয়েছে সিডনি প্রতিদিন কে এবং মিডিয়া পার্টনার হিসাবে সম্মান সূচক অ্যাওয়ার্ড দেয়া হয়েছে জন্মভূমি টেলিভিশন কে। ফোটোগ্রাফিতে বিশেষ অবদানের জন্য সম্মান সূচক ক্রেস্ট দেয়া হয় মলয় বিশ্বাস কে। বিশেষ সম্মান সূচক অ্যাওয়ার্ড দেয়া হয় শাখাওয়াত হোসাইন বাবু ও কাজী সামসুল আলম রুবেল কে।

উপস্থিত সম্মানিত বিশেষ অতিথিদের মঞ্চে আসার আহ্বান জানান সঞ্চালক কামরুন চৌধুরী লিন্ডা।
এসময়ে মঞ্চে আসেন কাউন্সিলর কার্ল সালেহ OAM , ডেপুটি মেয়র , ক্যান্টারবুরি - ব্যাংকসটাউন কাউন্সিল, কাউন্সিলর মাসুদ চৌধুরী , কাউন্সিলর ক্যাম্পবেলটাউন সিটি কাউন্সিল , কাউন্সিলর অ্যাশ রহমান, কাউন্সিলর ক্যাম্পবেলটাউন সিটি কাউন্সিল , শেখ শামিমুল হক ,কমিউনিটি লিডার ও সংগঠক , প্রেসিডেন্ট বিসিএ , শফিকুল আলম , লেখক , কমিউনিটি লিডার ও সংগঠক, জেনারেল সেক্রেটারি মাল্টিকালচারাল সোসাইটি অফ ক্যাম্পবেলটাউন ,তানভীর শহীদ , ডিরেক্টর , ইন্টারন্যাশনাল রিত্রুটমেন্ট , ম্যাকুরি ইউনিভার্সিটি।

মঞ্চে আসার জন্য আমন্ত্রণ জানানো হয় বাংলাদেশ লেডিস ক্লাব অস্ট্রেলিয়ার প্রেসিডেন্ট রাহেলা আরেফিন,ক্যান্টারবুরি - ব্যাংকসটাউন কাউন্সিলের কাউন্সিলর এবং বাংলাদেশ লেডিস ক্লাব অস্ট্রেলিয়ার জেনারেল সেক্রেটারি কাউন্সিলর শিরিন আক্তারকে। মঞ্চে উপস্থিত সকল সম্মানিত বিশেষ অথিতিদের বাংলাদেশ লেডিস ক্লাবের পক্ষ থেকে উত্তরীয় পরিয়ে স্বাগত জানান ক্যান্টারবুরি - ব্যাংকসটাউন কাউন্সিলের কাউন্সিলর এবং বাংলাদেশ লেডিস ক্লাব অস্ট্রেলিয়ার জেনারেল সেক্রেটারি কাউন্সিলর শিরিন আক্তার, এবং সমানসূচক ক্রেস্ট ও ম্যাগাজিন উপহার তুলে দেন বাংলাদেশ লেডিস ক্লাব অস্ট্রেলিয়ার প্রেসিডেন্ট রাহেলা আরেফিন।

কামরুন চৌধুরী লিন্ডার সাবলীল সঞ্চালনায় এই পর্বেটি প্রাণবন্ত হয়ে উঠে ,তিনি ক্লাবের পক্ষে শুভেচ্ছা বক্তব্য দেয়ার জন্য আহবান জানান প্রেসিডেন্ট রাহেলা আরেফিনকে। রাহেলা আরেফিন তার শুভেচ্ছা বক্তব্যে বলেন, অস্ট্রেলিয়ায় নারীদের অন্যতম শীর্ষ সংগঠন বাংলাদেশ লেডিস ক্লাব অস্ট্রেলিয়ার যাত্রা শুরু হয় ২০২১ সালে , এই অল্প সময়ে আমরা বেশ কিছু জনসেবা মূলক ও বিশেষ করে নারীদের কল্যাণে কাজ করে প্রশংসিত হয়েছি । এসব কিছু আমাদের একার কৃতিত্ব নয় এর ভাগিদার আমাদের নিবেদিত প্রাণ সদস্য,আমাদের অগণিত শুভাকাঙ্খী সহ এই সমাজের বিত্তবান ও সুশীল সমাজ, ও আমাদের স্পনসররা। তাদের সমর্থন ও আর্থিক সহায়তা ছাড়া আমাদের একার পক্ষে এই কাজ এগিয়ে নেওয়া সম্ভব হতো না। তাদের সকলকে জানাই কৃতজ্ঞতা ও ধন্যবাদ।

শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য আমন্ত্রণ জানানো হয় ক্যান্টারবুরি - ব্যাংকসটাউন কাউন্সিলের কাউন্সিলর এবং বাংলাদেশ লেডিস ক্লাব অস্ট্রেলিয়ার জেনারেল সেক্রেটারি কাউন্সিলর শিরিন আক্তারকে , তিনি তার বক্তব্যে বলেন বাংলাদেশ লেডিস ক্লাব অস্ট্রেলিয়ার পক্ষ থেকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এবং আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের গর্বের অনুষ্ঠান মীনা বাজার ২০২৫-এ। এটি শুধুমাত্র একটি অনুষ্ঠান নয় এটি নারীর ক্ষমতায়ন, সাংস্কৃতিক গৌরব এবং সামাজিক বন্ধনের এক উজ্জ্বল উদযাপন। তিনি আরো বলেন আমি বিশেষভাবে আনন্দিত, কারণ এ বছরের মীনা বাজার অনুষ্ঠিত হচ্ছে আমার নিজের কাউন্সিল এলাকা ক্যান্টারবুরি–ব্যাংকসটাউন সিটিতে। এটি আমার জন্য সত্যিই গর্ব ও আনন্দের বিষয়।

অতিথিদের বক্তব্য পর্বে বক্তব্য রাখেন কাউন্সিলর কার্ল সালেহ OAM , ডেপুটি মেয়র , ক্যান্টারবুরি - ব্যাংকসটাউন কাউন্সিল, তিনি তার বক্তব্যে লেডিস ক্লাবের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন , এটি ছিল বাংলাদেশী সহ বহু সংস্কৃতির এক অসাধারণ উদযাপন, যেখানে খাবার, সঙ্গীত, ঐতিহ্যবাহী নৃত্য এবং সামাজিক চেতনা ছিল। এই অনুষ্ঠানটি আয়োজনের জন্য আমি বাংলাদেশ লেডিস ক্লাবকে ধন্যবাদ জানাতে চাই প্রেসিডেন্ট রাহেলা আরেফিন এবং জেনারেল সেক্রেটারি কাউন্সিলর শিরিন আক্তারকে, তাদের উষ্ণ অভ্যর্থনা এবং অসাধারণ প্রচেষ্টার জন্য বিশেষ ধন্যবাদ। বাংলাদেশ লেডিস ক্লাব অস্ট্রেলিয়া পঞ্চম বছরে পদার্পন করেছে তাদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

কাউন্সিলর মাসুদ চৌধুরী , কাউন্সিলর ক্যাম্পবেলটাউন সিটি কাউন্সিল , তার বক্তব্যে লেডিস ক্লাবের এমন আয়োজনেই প্রশংসা করেন এবং সব ধরণের সহযোগিতা করার আশ্বাস দেন। তিনি সগঠনটির সাফল্য কামনা করেন। বাংলাদেশ লেডিস ক্লাব অস্ট্রেলিয়া পঞ্চম বছরে পদার্পন করেছে জেনে তিনি ক্লাবের সকলের প্রচেষ্টায় এতটা পথ পাড়ি দেয়ার জন্য শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন জানান।

কাউন্সিলর অ্যাশ রহমান, কাউন্সিলর ক্যাম্পবেলটাউন সিটি কাউন্সিল তার বক্তব্যে লেডিস ক্লাবের সাফল্যের প্রশংসা করেন , তিনি বলেন তিনি অতীতের মত আগামীতে লেডিস ক্লাবের জন্য সহায়তার হাত বাড়িয়ে দেবেন। এ ধরেন একটা আয়োজনের ভূয়সী প্রশংসা করেন। তিনি পাঁচ বছরে লেডিস ক্লাব পদার্পন করেছে জেনে সংশ্লিষ্ট সকলের প্রচেষ্টার জন্য শুভেচ্ছা ও ধন্যবাদ জানায়ে এই ক্লাবটি আরো বহুদূর এগিয়ে যাবে এই প্রত্যাশা করেন।

শেখ শামিমুল হক ,কমিউনিটি লিডার ও সংগঠক , প্রেসিডেন্ট বিসিএ , তিনি তার বক্তব্যে বলেন, লেডিস ক্লাব আমাদের এই বহুজাতিক সমাজে নারীদের কল্যানে কাজ করে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন , তিনি এই ক্লাবের সকলের প্রচেষ্টায় এতদূর এগিয়ে আসায় তার পক্ষ থেকে সাধুবাদ ও অভিনন্দন জানান। তিনি লেডিস ক্লাবের পাঁচ বছর পদার্পন করছে জেনে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

শফিকুল আলম ,লেখক,কমিউনিটি লিডার ও সংগঠক,জেনারেল সেক্রেটারি মাল্টিকালচারাল সোসাইটি অফ ক্যাম্পবেলটাউন , তিনি বলেন আমি এই সংগঠনটির নারীদের কল্যানে করা কাজগুলোর প্রশংসা করছি , এবং পঞ্চম বছরে পদার্পনের এই শুভ লগ্নে তাদের শুভেচ্ছা ও অভিনন্দন জানাই এবং আশা করি নারীদের কল্যানে তারা আরো কাজ করবেন ,আমি তাদের পাশে ছিলাম ও থাকবো।

তানভীর শাহিদ , ডিরেক্টর , ইন্টারন্যাশনাল রিত্রুটমেন্ট , ম্যাকুরি ইউনিভার্সিটি, তার বক্তব্যে বাংলাদেশ লেডিস ক্লাব অস্ট্রেলিয়ার নানাবিদ সামাজিক কর্ম কাণ্ডের কথা তুলে ধরে বলেন আমার দেখা এই ক্লাবটি শুধু নারীদের কল্যানে কাজ করে থেমে থাকেনি তার আর্থ মানবতার সেবায়ও কাজ করছে ,আমি নিজে তার সাক্ষী , তারা মূল আয়োজক ফ্যামিলিজ অফ বাংলাদেশী কমিউনিটি সিডনির সাথে মিলিতভাবে ক্যান্সার কাউন্সিলের অস্ট্রেলিয়া'স বিগেষ্ট মর্নিং টি’র আওতায় গুড মর্নিং বাংলাদেশ নামে একটি ফান্ড রাইজিং ব্রেকফাস্ট এর আয়োজন করছে গত কয়েক বছর ধরে, এই ব্রেকফাস্ট থেকে অর্জিত সমুদয় তারা ক্যান্সার কাউন্সিলে দান করে প্রশংসিত হয়েছেন।

এবারের মীনা বাজার ও বাংলাদেশ লেডিস ক্লাবের পাঁচ বছরে পদার্পন উপলক্ষে প্রকাশ করা হয় দৃষ্টি নন্দন ম্যাগাজিন এটি সম্পাদনা করেন আবু রেজা আরেফিন, প্রচ্ছদ ও ডিজাইন করেন শাখাওয়াত হোসাইন বাবু ।
শুভেচ্ছা বাণী দেন ,Hon Tony Burke MP, Minister for Home Affairs, Minister for the Arts, Minister for Cyber Security,Minister for Immigration and Citizenship, Leader of the House , The Hon. Jihad Dib MP, State Member for Bankstown, Minister for Customer Service and Digital Government, Minister for Emergency Services, Minister for Youth Justice , he Hon. Sophie COTSIS, MP,Member of the Legislative Assembly, Minister for Industrial Relations, and Minister for Work Health and Safety, Councilor Khodr Saleh Deputy Mayor Of the City Of Canterbury Bankstown Council, Councillor Masood Chowdhury, Councillor Campbelltown City Council, Councillor Ash Rahman, Councillor Campbelltown City Council. ম্যাগাজিনে শুভেচ্ছা বাণী দেন, ক্লাবের প্রেসিডেন্ট রাহেলা আরেফিন ,সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শায়লা ইসলাম, কাউন্সিলর শিরিন আক্তার, ওয়ামেন্স সেক্রেটারি নুসরাত জাহান স্মৃতি, নারী স্বাস্থ্য বিষয়ক প্রবন্ধ লেখেন কালচারাল সেক্রেটারি ডাক্তার ফাহিমা সাত্তার, কবিতা লেখেন এক্সিকিউটিভ মেম্বার ফারজানা আহমেদ , লুৎফুন্নেসা এছাড়াও নারী বিষয়ক প্রবন্ধ লেখেন ,লেখক কলামিষ্ট ও সংগঠক শফিকুল আলম।

বাংলাদেশ লেডিস ক্লাবের কালচারাল সেক্রেটারি ডাক্তার ফাহিমা সাত্তার ও ওমেন্স অ্যাফেয়ার সেক্রেটারি নুসরাত জাহান স্মৃতির যৌথ উপাস্থপনায় মীনা বাজারের ছিল আকর্ষণীয় ও মনমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান , প্রথমেই বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার জাতীয় সংগীত বাজিয়ে অনুষ্ঠান শুরু করা হয়। সম্প্রতি বাংলাদেশের উত্তরায় মাইলস্টোন স্কুল ও কলেজের দুর্ঘটনায় নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয় , অনুষ্ঠানে পবিত্র কোরান তেলওয়াত করেন আকসা হক আফরা এবং শ্লোক পরিবেশন করেন রেমো ঘোষ , গান পরিবেশন করছে শিশু শিল্পী - আকসা হক আফরা , শিশু শিল্পীদের পরিবেশনায় হয় মনোজ্ঞ ফ্যাশন শো ,পরিবেশনায়:অংশ নেন, সাজিব আলী ,রেমো ঘোষ , আকসা হক আফরা ,

কবিতা আবৃতি করেন , নাজনীন রেখা , মলয় বিশ্বাস , রাজেস্বরী মৃয়ন্ময়ী ও মাজনুন মিজান

সংগীত পরিবেশন করেন নাবিলা স্রোতস্বীনি , তাবাসুম জলিল চৌধুরী , অতলান্তিক রিদ্ধ,ও অমিয়া মতিন

নৃত্য পরিবেশন করেন, নটরাজ ডান্স একাডেমির শিল্পীবৃন্দ সুদীপ্তা ,প্রিয়াংকা , মিতা জন্য ,পূর্ণেন্দ পত্রী
এবং অর্পিতা সোম ডান্স স্কুলের শিল্পীরা এতে অংশ নেন ,পরশি ,নির,আইদা,আদ্রিতা ,প্রাপ্তি,সামন্ত ,ও রিশিতা

সব শেষে ব্যান্ড সংগীত পরিবেশন করেন উদয় এন্ড ফ্রেন্ডেস,

এবারের মীনা বাজারে স্পনসর ছিল Sari Jewellery, Casula Central Medical Centre, Punchbowl Family Health Care , Macquarie University, Priceline Pharmacy Minto, Max Care Medical Centre , HBD Services, Wise Accounting & Financial Services, Parish Patience Immigration Lawyers, Star Kids Long Day Care & Preschool, Consulting Accountants ,Shapla Sweets, Dr. Fahima Satter, Dr. Mirjahan Mia, Dr M Asaduzzaman, Dr. Rokshana Hossain Zeba , Dr Syed Farabi, Dr. Rokeya Fakir (Keya), সকল স্পনসরদের সম্মান সূচক ক্রেস্ট ও উত্তরি দেয়া হয়।

মীনা বাজারে যারা ষ্টল দিয়ে সহযোগিতা করেছেন তারা হলেন, N H COLLECTION, Lima Khanum Boutique, Banglar Boutique, Dubai Haul, Shotika Brittanto, Royal Silk, My 3 S Boutique, Dream Collection, Chroma Collection, Rosette Couture, Sh Wardrobe, Farana Boutique, Shoker Saree, Ramesh Jewels, Asma Awan, Nafisaz Australia, Probase Banglar Oitijhyo, Mehjabin Collection, Bonita, Nur’s Collection, Dacca Stall, Saffron Silk, SY Flavours (Food Stall), Nira’s Artistry (Cake& Art), Bongos Saree.

মীনা বাজারে অংশ নেয়া প্রতিটি ষ্টল হোল্ডারদে একটি সম্মাননা পত্র দেয়া হয় এবং তাদের অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানানো হয়। এখানে বিশেষভাবে উল্লেখ যে প্রতি বছরের মত এবারো লেখক আবু সাঈদ তার লেখা বেশ কিছু বইয়ের একটি ষ্টল দেন এবং বই বিক্রয়ের সমুদয় অর্থ লেডিস ক্লাবের চ্যারিটি ফান্ডে জমা দেন।

বাংলাদেশ লেডিস ক্লাব অস্ট্রেলিয়ার সদস্যদের অনুদানে পরিচালিত মীনা বাজারের ফুড ষ্টল থেকে সংগৃহিত অর্থ এবং লেডিস ক্লাবের নিজস্ব তহবিল থেকে বিভিন্ন দাতব্য কাজে এবং নারী ও শিশুদের কল্যানে অর্থ ব্যয় করে। এ বছরও ফিলিস্তিনি নারী ও শিশুদের সাহায্যার্থে উল্লোখযোগ্য পরিমানে অর্থ অনুদান দেয় , এ ছাড়া ডেইজ ফর গার্লস কে অর্থ প্রদান করে। এখানে বিশেষ ভাবে উল্লেখ যে ডেইজ ফর গার্লস, অস্ট্রেলিয়ার একটি সংস্থা যারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের নারীদের বিশেষ সময় পুনঃ ব্যবহার্য স্যানিটারি ন্যাপকিন বিনা মূল্যে সরবরাহ করে।

বাংলাদেশ লেডিস ক্লাব অস্ট্রেলিয়া বিগত বছরগুলোতে ইউক্রনে যুদ্ধে ক্ষতিগ্রস্থ নারী ও শিশুদের জন্য ফুড হ্যাম্পার সহ আর্থিক সহায়তা করেছে এছাড়াও অক্সফাম অস্ট্রেলিয়া, সিডনি চিলড্রেন হাসপাতাল কে নগদ অর্থ প্রদান এবং বাংলাদেশের বন্যা দুর্গত মানুষের সহায়তায় ত্রাণ সাহায্য দিয়েছে। অস্ট্রেলিয়ার ডোমেস্টিক ভায়োলেন্স এর শিকার নারীদের পুনঃবাসন ও সহায়াত করে এবং বিশেষ ক্ষেত্রে আর্থিক সহায়তা ও আইনগত পরামর্শ পেতে সহায়তা করেছে।

মীনা বাজারের পুরো আয়োজনটির সমন্বয় করেন রেজা আরেফিন ,শাখাওয়াত হোসাইন বাবু , নাইম আব্দুল্লাহ, কাজী আলম রুবেল ও মলয় বিশ্বাস। মিডিয়া পার্টনার ছিল জন্মভূমি টেলিভিশন , বিশেষ সহযোগিতায় বাংলা হেয়ার এন্ড বিউটি।

অবার্নে ‘NDIS Made Easy’ ওয়ার্কশপ – CALD কমিউনিটির নারীদের জন্য গুরুত্বপূর্ণ উদ্যোগজন্মভূমি ডেস্কঃ ১১ আগস্ট, সিডনির অবা...
11/08/2025

অবার্নে ‘NDIS Made Easy’ ওয়ার্কশপ – CALD কমিউনিটির নারীদের জন্য গুরুত্বপূর্ণ উদ্যোগ

জন্মভূমি ডেস্কঃ ১১ আগস্ট, সিডনির অবার্ন সেন্টার ফর দ্য কমিউনিটিতে অনুষ্ঠিত হলো ‘NDIS Made Easy’ শীর্ষক এক প্রাণবন্ত ওয়ার্কশপ, যার মূল উদ্দেশ্য ছিল স্থানীয় CALD (Culturally and Linguistically Diverse) কমিউনিটির নারী সদস্যদের হাতে ন্যাশনাল ডিজঅ্যাবিলিটি ইনস্যুরেন্স স্কিম (NDIS) সম্পর্কিত সঠিক তথ্য, রিসোর্স ও সাপোর্ট পৌঁছে দেওয়া।

অনুষ্ঠানের আয়োজন করে CDNI (Community Development Network Incorporated)। ওয়ার্কশপে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন NDIS রেজিস্টার্ড বিহেভিয়ার প্র্যাকটিশনার এবং মেন্টাল হেলথ রেজিস্টার্ড নার্স কামাল পাশা, যিনি গত ১৫ বছর ধরে স্বেচ্ছাসেবী হিসেবে প্রতিবন্ধী অধিকার নিয়ে কাজ করছেন।

অটিজম, ডেভেলপমেন্টাল ডিলে, মানসিক স্বাস্থ্য থেকে স্কিজোফ্রেনিয়া—সব ক্ষেত্রেই শিশু থেকে প্রবীণ পর্যন্ত নানা পটভূমির মানুষের সাথে কাজের অভিজ্ঞতা রয়েছে তার।

প্রেজেন্টেশনে ধাপে ধাপে তুলে ধরা হয় NDIS–এর মৌলিক বিষয়গুলো, যেমন—
• NDIS কী ও এর উদ্দেশ্য
• যোগদানের শর্ত
• মূল নীতি: পছন্দ, নিয়ন্ত্রণ ও ব্যক্তিগত প্রয়োজন
• ফান্ডিং মডেল ও সাপোর্টের ধরন (থেরাপি, কমিউনিটি অংশগ্রহণ, সহায়ক প্রযুক্তি, ব্যক্তিগত কেয়ার ইত্যাদি)
• আবেদন প্রক্রিয়া ও অংশগ্রহণের ধাপ
• প্ল্যান ম্যানেজমেন্টের অপশন
• সহায়তা পাওয়ার উৎস (লোকাল এরিয়া কোঅর্ডিনেটর, সাপোর্ট কোঅর্ডিনেটর, অ্যাডভোকেট ইত্যাদি)

প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণকারীরা তাদের ব্যক্তিগত অভিজ্ঞতা ও সমস্যার কথা তুলে ধরেন এবং কামাল পাশা বাস্তবসম্মত সমাধান ও পরামর্শ দেন।

সমাপনী বক্তব্যে CDNI–এর প্রেসিডেন্ট ড. সাবরিন ফারুকি OAM বলেন, "এই সেশনটি বিশেষভাবে CALD কমিউনিটির নারীদের জন্য ডিজাইন করা হয়েছে, যাতে ভাষাগত বাধা দূর করে তারা সঠিক তথ্য পেতে পারেন। এজন্যই একজন পেশাদার দোভাষী রাখা হয়েছে, যাতে অংশগ্রহণকারীরা সরাসরি বিশেষজ্ঞের কাছ থেকে জেনে নিতে পারেন। ভবিষ্যতেও আমরা নারীদের ও শিশুদের পাশে এভাবে থাকব।”

কামাল পাশা তার বক্তব্যে বলেন, "NDIS শুধু একটি সিস্টেম নয়, এটি একটি সুযোগ। নারীরা যদি সঠিক তথ্য পান, তারা তাদের পরিবারের সবচেয়ে বড় শক্তি হয়ে উঠবেন।”

ডমেস্টিক ভায়োলেন্স নিয়ে কাজ শুরু করা CDNI বর্তমানে রোড সেফটি, অ্যাডাল্ট আইটি এডুকেশন, মাইগ্রেশন ও ফ্যামিলি সাপোর্টসহ নানা সময়োপযোগী কার্যক্রম পরিচালনা করছে।

NDIS সম্পর্কিত তথ্য ও সহায়তার জন্য:
📧 Email: [email protected]
📱 Mobile: 0404 510 213

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব অস্ট্রেলিয়ার নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিতজন্মভূমি ডেস্কঃ বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব অস্ট্রেলিয...
11/08/2025

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব অস্ট্রেলিয়ার নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

জন্মভূমি ডেস্কঃ বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব অস্ট্রেলিয়ার সদস‍্য সচিব আলমগীর ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় যে, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব অস্ট্রেলিয়ার নির্বাহী কমিটির সভা ১০ আগস্ট (রোববার) বিকেল ৫টায় সিডনির মিন্টুস্থ্ জমিদার বাড়ি রেস্তোরাঁয় অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন মনিরুল হক জর্জ এবং সভা পরিচালনা করেন সদস্য সচিব আলমগীর ইসলাম বাবু।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের বিশিষ্ট বিজ্ঞানী ও মালয়েশিয়ার একটি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ হাসান এবং বাংলাদেশি-অস্ট্রেলিয়ান সিনিয়র সিটিজেন গামা আব্দুল কাদের। তারা সংগঠনের ইতিহাস, গুরুত্ব ও প্রয়োজনীয়তা নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন।

বক্তব্য রাখেন কায়সার আহমেদ, কাউন্সিলর আশিকুর রহমান আশ, একেএম হক, রুহুল আমিন, হাসান আহমেদ, পূরবী পারিমিতা বোস, লিয়াকত আলী লিটন মাজি প্রমুখ। সভায় গঠনতন্ত্র সংশোধন কমিটির সদস্য কায়সার আহমেদ সংশোধনীর খসড়া উপস্থাপন ও আলোচনার পর অনুমোদন করা হয়।

সভায় সিদ্ধান্ত হয়, ৩১ আগস্ট ২০২৫-এর মধ্যে যারা নতুন সদস্যপদ গ্রহণ বা নবায়ন করবেন, তারাই আসন্ন সাধারণ সভায় ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। একই দিনে অনুষ্ঠিতব্য সাধারণ সভায় নতুন পূর্ণাঙ্গ নির্বাহী কমিটি নির্বাচিত হবে। এছাড়া পূর্ণ কমিটি নির্বাচিত না হওয়া পর্যন্ত লিয়াকত আলী লিটন মাজি কোষাধ্যক্ষের দায়িত্ব পালন করবেন বলেও সিদ্ধান্ত হয়।

সভা শেষে ধন্যবাদ জ্ঞাপন ও উপস্থিতদের ডিনারের আমন্ত্রণের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।
খবর: প্রেস বিজ্ঞপ্তি
ছবি: প্রেরিত

10/08/2025

The Bangladesh Ladies Club Australia is excited to invite you all to their signature annual event – মীনা বাজার | Meena Bazaar 2025!

Date: Saturday, 16 August 2025
Venue: Orion Function Centre, Campsie
Time: 1:00 PM – 9:00 PM

Address

Macquarie Links, NSW
2565

Alerts

Be the first to know and let us send you an email when Jonmobhumi TV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Jonmobhumi TV:

Share

Category