Jonmobhumi TV

Jonmobhumi TV Jonmobhumi Television is an info-entertainment Web Based private Community Bangla IP TV channel live streaming 24/7 from Australia

Jonmobhumi Television is an private Community Bangla IP TV channel from Australia.

মিন্টো এলাকার ১৩–১৭ ইগলভিউ রোড-এ মসজিদ নির্মাণের পথ সুগম হয়েছে রেজা আরেফিনঃ ক্যাম্পবেলটাউন লোকাল এনভায়রনমেন্টাল প্ল্যা...
31/10/2025

মিন্টো এলাকার ১৩–১৭ ইগলভিউ রোড-এ মসজিদ নির্মাণের পথ সুগম হয়েছে

রেজা আরেফিনঃ ক্যাম্পবেলটাউন লোকাল এনভায়রনমেন্টাল প্ল্যান (LEP) ২০১৫ আনুষ্ঠানিকভাবে সংশোধিত হয়েছে।

এর প্রেক্ষিতে মিন্টো এলাকার ১৩–১৭ ইগলভিউ রোড-এ “Place of Public Worship” হিসেবে অতিরিক্ত ব্যবহার অনুমোদনের জন্য অস্ট্রেলিয়ান মুসলিম ওয়েলফেয়ার সেন্টার (AMWC)- পরিকল্পনা প্রস্তাব ২৪ অক্টোবর তারিখে গেজেট হয়েছে।

এর ফলে ক্যাম্পবেলটাউন লোকাল এনভায়রনমেন্টাল প্ল্যান (LEP) ২০১৫ আনুষ্ঠানিকভাবে সংশোধিত হয়েছে।
সংশোধনীটি NSW Legislation ওয়েবসাইটে দেখতে এই লিঙ্ক টিতে ক্লিক করতে হবে।
🔗 https://legislation.nsw.gov.au/view/html/inforce/current/epi-2015-0754 .1-sec.44
সংশোধনী অনুযায়ী 13-17 Eagleview Road, Minto জমিতে একটিমাত্র “Place of Public Worship” নির্মাণের অনুমতি রয়েছে।

অস্ট্রেলিয়ান মুসলিম ওয়েলফেয়ার সেন্টার (AMWC)-এর নির্বাহী কমিটি (EC)-পক্ষ থেকে বলা হয় ,
আমরা বর্তমানে বিদ্যমান কমিউনিটি সেন্টারকে “Place of Public Worship”-এ পরিবর্তনের জন্য Development Application (DA) প্রস্তুত করছি।
অনুগ্রহ করে দোয়া করুন, যেন আমরা শীঘ্রই DA জমা দিতে পারি এবং তা সফলভাবে অনুমোদিত হয়, ইনশাআল্লাহ

অস্ট্রেলিয়া থেকে সরাসরি সম্প্রচারিত প্রথম ও একমাত্র ২৪ ঘন্টার বাংলা টেলিভিশন চ্যানেল “জন্মভূমি টেলিভিশন”আগামী শনিবার  ১....
30/10/2025

অস্ট্রেলিয়া থেকে সরাসরি সম্প্রচারিত প্রথম ও একমাত্র ২৪ ঘন্টার বাংলা টেলিভিশন চ্যানেল “জন্মভূমি টেলিভিশন”
আগামী শনিবার ১.১১.২০২৫ ইং তারিখে দেখবেন জন্মভূমি টেলিভিশনের ধারাবাহিক অনুষ্ঠান "আমরা নারী “
অনুষ্ঠান পরিকল্পনা ও উপাস্থপনা : নুসরাত জাহান স্মৃতি
অতিথিঃ নুসরাত পারভিন।

প্রচারিত হবে বাংলাদেশ সময় বিকাল ৪ টায় এবং সিডনি সময় রাত ৯টায়
দেখবেনঃ http://www.jonmobhumi.tv
অথবা
http://www.jagobd.com/jonmobhumi-tv
আরো দেখতে পারবেন jadoo tv box এবং TX3 Mini Box এ

সুষ্ঠ ও পরিচ্ছন্ন অনুষ্ঠান প্রচার ই আমাদের প্রয়াস। জন্মভূমি টিভি এবং অনুষ্ঠান সম্পর্কে যে কোন তথ্য অথবা আপনার মূল্যবান মতামত জানাতে এবং বিজ্ঞাপন এর জন্য যোগাযোগ করুন [email protected]
আমরা প্রতিদিন নতুন সাজে আপনাদের সামনে উপস্থিত হওয়ার প্রতিশ্রুতি দিচ্ছি।
আমাদের সাথে রাখুন... আমাদের পাশে থাকুন... শেকড়ের সন্ধানে আমরা........

দেড় যুগ নিষ্ক্রীয় থাকার পর আবার সংগঠিত হলো বাংলাদেশ এসোসিয়েশন অফ অস্ট্রেলিয়া রেজা আরেফিন: প্রায় দেড় যুগ নিষ্ক্রীয় ...
19/10/2025

দেড় যুগ নিষ্ক্রীয় থাকার পর আবার সংগঠিত হলো বাংলাদেশ এসোসিয়েশন অফ অস্ট্রেলিয়া

রেজা আরেফিন: প্রায় দেড় যুগ নিষ্ক্রীয় থাকার পর নতুন করে মনিরুল হক জর্জ এর নেতৃত্বে আবারও নতুন করে সংগঠিত হয়েছে
বাংলাদেশ এসোসিয়েশন অব অস্ট্রেলিয়া।

১৯ অক্টোবর (রবিবার) দুপুরে সিডনির গ্লেনফিল্ড কমিউনিটি হলে অনুষ্ঠিত হয় বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ অস্ট্রেলিয়ার বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন।

মনিরুল হক জর্জ ও আলমগীর ইসলামের এর নেতৃত্বাধীন প্যানেলটি বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছে ৷

সিডনির বাংলাদেশি কমিউনিটির সবচাইতে পুরানো এই সংগঠনটি দীর্ঘদিন নিষ্ক্রিয় থাকায় প্রবাসীদের মধ্যে হতাশা ও উদ্বেগ ছিল। নতুন করে এর যাত্রা শুরু হওয়ায় এখন সবার দৃষ্টি থাকবে সংগঠনটির ভবিষৎ কর্মকাণ্ডের দিকে।
ছবি: সংগৃহীত

ম্যাকোয়ারি ইউনিভার্সিটির বিশেষ স্বীকৃতি পেল এইচবিডি সার্ভিসেস ও আবু শাহাদাত সরকারজন্মভূমি ডেস্কঃ ম্যাকোয়ারি ইউনিভার্সিটি...
10/10/2025

ম্যাকোয়ারি ইউনিভার্সিটির বিশেষ স্বীকৃতি পেল এইচবিডি সার্ভিসেস ও আবু শাহাদাত সরকার

জন্মভূমি ডেস্কঃ ম্যাকোয়ারি ইউনিভার্সিটির ১০ম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এইচবিডি সার্ভিসেসকে দেওয়া হয় “স্পেশাল রিক্রুটমেন্ট পার্টনার” পুরস্কার।

গৌরব ও আনন্দের এক বিশেষ মুহূর্তে এইচবিডি সার্ভিসেস এবং এর প্রতিষ্ঠাতা আবু শাহাদাত সরকার-কে সম্মাননা দিয়েছে ম্যাকোয়ারি ইউনিভার্সিটি।

এই স্বীকৃতির মাধ্যমে এইচবিডি সার্ভিসেস ইতিহাস সৃষ্টি করেছে-কারণ তারা ম্যাকোয়ারি ইউনিভার্সিটি কলেজের প্রথম আন্তর্জাতিক ছাত্র নিয়োগ পার্টনার হিসেবে স্বীকৃত হয়েছে।

স্বীকৃতি পাওয়ার পর আবু শাহাদাত সরকার বলেন,

“এই সম্মান আমার এবং আমার টিমের জন্য অত্যন্ত গর্বের। ম্যাকোয়ারি ইউনিভার্সিটি নেতৃত্বের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই তাদের আস্থা ও সহযোগিতার জন্য। এই স্বীকৃতি আমাদের অনুপ্রাণিত করবে আরও নিবিড়ভাবে একসঙ্গে কাজ করতে এবং শিক্ষার্থীদের শিক্ষাযাত্রায় পাশে থাকতে।”

বিশেষ ধন্যবাদ জানানো হয়: প্রফেসর রর্ডেন উইলকিনসন, ডেপুটি ভাইস-চ্যান্সেলর (অ্যাকাডেমিক), প্রফেসর এস. ব্রুস ডাউটন, ভাইস-চ্যান্সেলর ও প্রেসিডেন্ট ও তানভীর শহীদ (IEAA-SF), ডিরেক্টর, ইন্টারন্যাশনাল রিক্রুটমেন্ট।

এই অর্জন আন্তর্জাতিক শিক্ষা খাতে এইচবিডি সার্ভিসেস এবং ম্যাকোয়ারি ইউনিভার্সিটির দীর্ঘমেয়াদি সহযোগিতার প্রতীক হয়ে থাকবে, যা ভবিষ্যতে আরও বড় সাফল্যের পথ উন্মুক্ত করবে।

অস্ট্রেলিয়া থেকে সরাসরি সম্প্রচারিত প্রথম ও একমাত্র ২৪ ঘন্টার বাংলা টেলিভিশন চ্যানেল “জন্মভূমি টেলিভিশন”আগামী শনিবার  ১১...
09/10/2025

অস্ট্রেলিয়া থেকে সরাসরি সম্প্রচারিত প্রথম ও একমাত্র ২৪ ঘন্টার বাংলা টেলিভিশন চ্যানেল “জন্মভূমি টেলিভিশন”
আগামী শনিবার ১১.১০.২০২৫ ইং তারিখে দেখবেন জন্মভূমি টেলিভিশনের ধারাবাহিক অনুষ্ঠান "কবিতা পড়ার প্রহর ”।
প্রচারিত হবে বাংলাদেশ সময় বিকাল ৪ টায় এবং সিডনি সময় রাত ৯টায়
দেখবেনঃ http://www.jonmobhumi.tv
অথবা
http://www.jagobd.com/jonmobhumi-tv
আরো দেখতে পারবেন jadoo tv box এবং TX3 Mini Box এ
অনুষ্ঠান পরিকল্পনা ও উপাস্থপনা : মলয় বিশ্বাস
অংশ গ্রহনে: নাসিমা আকতার ও মোস্তাক আহমেদ প্রিন্স
সুষ্ঠ ও পরিচ্ছন্ন অনুষ্ঠান প্রচার ই আমাদের প্রয়াস। জন্মভূমি টিভি এবং অনুষ্ঠান সম্পর্কে যে কোন তথ্য অথবা আপনার মূল্যবান মতামত জানাতে এবং বিজ্ঞাপন এর জন্য যোগাযোগ করুন [email protected]
আমরা প্রতিদিন নতুন সাজে আপনাদের সামনে উপস্থিত হওয়ার প্রতিশ্রুতি দিচ্ছি।
আমাদের সাথে রাখুন... আমাদের পাশে থাকুন... শেকড়ের সন্ধানে আমরা........

দর্পণ কালচারাল এন্ড রিলিজিয়াসএসোসিয়েশন সিডনির আয়োজনে ধুমধামকরে অনুষ্ঠিত হলো শারদীয় দুর্গাপূজাগত ২৬ থেকে ২৮ সেপ্টেম্বর সি...
06/10/2025

দর্পণ কালচারাল এন্ড রিলিজিয়াসএসোসিয়েশন সিডনির আয়োজনে ধুমধামকরে অনুষ্ঠিত হলো শারদীয় দুর্গাপূজা

গত ২৬ থেকে ২৮ সেপ্টেম্বর সিডনির “সেইন্ট মেরি’স মেমোরিয়ালহল”-এ সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ উৎসব শারদীয় দুর্গাপূজাউদযাপিত হলো “দর্পণ কালচারাল এন্ড রিলিজিয়াসএসোসিয়েশন”-এর উদ্যোগে।
শরতের মেঘ, রোদ আর কাশফুলের আবহে শুক্রবার দেবীরঅকালবোধনের মধ্য দিয়ে শুরু হয় পূজা উদযাপন। প্রতিমাসাজসজ্জা ও বোধনপুজোকে ঘিরে প্রবাসী বাঙালি হিন্দু সমাজআনন্দ-উৎসাহে ভরে ওঠে।
শনিবার সকালে পুষ্পাঞ্জলির মাধ্যমে শেষ হয় পূজার্চনার প্রথমপর্ব। দুপুরের পর শিশুদের জন্য আয়োজন করা হয়েছিল ছবিআঁকা ও খেলাধুলার প্রতিযোগিতা, যেখানে ছোট্টরা ঢাকের তালেনাচে আর আনন্দে মেতে ওঠে। সাংস্কৃতিক পর্বে দর্পণের নবীনসদস্যরা গান, নৃত্য ও আবৃত্তি পরিবেশনা করে সকলকে মুগ্ধ করেতোলে।
সন্ধ্যায় আরতিতে ঢাকের গানে মুখরিত হল প্রাঙ্গণ। এরপর শুরুহয় সাংস্কৃতিক অনুষ্ঠানের বড়দের অংশ, যেখানে নাচ, গান ওআবৃত্তি পরিবেশনায় মুখরিত হয় মাতৃস্মরণ ও ভক্তির আবেগ।
রবিবার দশমীতে ছিল বিশেষ আয়োজন—অঞ্জলি, সিঁদুর খেলাএবং প্রবাসী বাঙালিদের মিলনমেলা। প্রতিদিনের দুপুর সন্ধ্যাআর রাতের প্রসাদ বিতরণ উৎসবকে আরও স্নিগ্ধ ও পরিপূর্ণ করেতুলেছিল।
তিন দিনের মহোৎসব শেষে এল বিদায়ের ক্ষণ। দেবীকে বিদায়জানিয়ে সবার কণ্ঠেই এক সুর—“আসছে বছর আবার হবে।”
খবর: প্রেস বিজ্ঞপ্তি

*অস্ট্রেলিয়ায় বহুসাংস্কৃতিক নেতৃত্ব উদযাপন: ইন্টারন্যাশনাল আইকনিক লিডারশিপ অ্যাওয়ার্ড ২০২৫*ইন্টারন্যাশনাল আইকনিক লিডারশ...
03/10/2025

*অস্ট্রেলিয়ায় বহুসাংস্কৃতিক নেতৃত্ব উদযাপন: ইন্টারন্যাশনাল আইকনিক লিডারশিপ অ্যাওয়ার্ড ২০২৫*

ইন্টারন্যাশনাল আইকনিক লিডারশিপ অ্যাওয়ার্ড ২০২৫ আয়োজন করে আইকনিক ট্রেড অস্ট্রেলিয়া ও এশিয়ান বিজনেস অ্যাসোসিয়েশন অব উইন্ডহ্যাম (ABA Wyndham) goto 19শে সেপ্টেম্বর হোটেল হলিডে ইন, ওয়্যারিবি। এই মর্যাদাপূর্ণ অনুষ্ঠানে ব্যবসায়িক নেতা, পেশাজীবী, কমিউনিটি কর্মী ও অতিথিরা একত্রিত হয়ে নেতৃত্ব, বৈচিত্র্য ও সাফল্যের এক চমৎকার উদযাপন করেন।

অনুষ্ঠানটি শুরু হয় মনোমুগ্ধকর শুরেলা লাইভ ভায়োলিন বাদ্যযন্ত্র পরিবেশনা দিয়ে। এরপর ABA Wyndham-এর পক্ষ থেকে উষ্ণ স্বাগত বক্তব্য রাখেন ওয়াল্টার ভিলাগঞ্জালো ওএএম, অনারারি প্রেসিডেন্ট, সাবেক উইন্ডহ্যাম কাউন্সিলর ও ডেপুটি মেয়র। আইকনিক ট্রেড ইন্ডাস্ট্রিয়ার পক্ষ থেকে বক্তব্য দেন নুরুল ইসলাম, এস আর লইয়ার্স এর চিফ লইয়ার, এবং আইকনিক টিমের সদস্য।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উইন্ডহ্যাম সিটির ডেপুটি মেয়র, কাউন্সিলর জশ গিলিগান, যিনি অনুষ্ঠানের তাৎপর্য ও নেতৃত্বের মূল্য তুলে ধরেন। এছাড়াও উপস্থিত ছিলেন কাউন্সিলর রবার্ট স্যাটকোভস্কি, কাউন্সিলর জ্যাসমিন হিল, কাউন্সিলর ল্যারি ঝাও, কাউন্সিলর এলিজা রহমান ।

অনুষ্ঠানে তিনটি ক্যাটাগরিতে—বিজনেস এক্সিলেন্স, কমিউনিটি লিডারশিপ ও আইকনিক প্রফেশনালস—৩০ জন নেতাকে স্বীকৃতি দেওয়া হয়। পাশাপাশি ৩ টি বিশেষ সম্মাননা প্রদান করা হয়।

এই আয়োজনে ই-পাবলিকেশন উন্মোচন করা হয় যেখানে প্রতিটি প্রোফাইল অন্তর্ভুক্ত ছিল, সেই সঙ্গে ঘোষণা করা হয় আয়োজকদের ৪টি আসন্ন ইভেন্ট।

সাংস্কৃতিক পর্বে দর্শকরা উপভোগ করেন চীনা সংস্কৃতির গান ও নৃত্য পরিবেশনা, এবং পরবর্তীতে প্রাণবন্ত ব্রাজিলিয়ান সাম্বা নৃত্য। পুরো আয়োজন ছিল উজ্জ্বল, রঙিন এবং বহুসাংস্কৃতিক আবহে ভরপুর।

ভয়েস অব অস্ট্রেলিয়া মিডিয়া পার্টনার হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানকে আরও সমৃদ্ধ করেছে। শেষে পরিবেশিত হয় বিলাসবহুল বুফে ডিনার ও সুস্বাদু খাবার, যা অতিথিদের মধ্যে এক প্রাণবন্ত নেটওয়ার্কিং পরিবেশ সৃষ্টি করে।

এই সন্ধ্যা প্রমাণ করেছে যে ইন্টারন্যাশনাল আইকনিক লিডারশিপ অ্যাওয়ার্ড ২০২৫ কেবল সম্মাননার মঞ্চ নয়, বরং বহুসাংস্কৃতিক সহযোগিতা, ব্যবসায়িক সংযোগ এবং নেতৃত্বকে উদযাপনের এক শ্রেষ্ঠ প্ল্যাটফর্ম।
খবরঃ প্রেস বিজ্ঞপ্তি

ভাষাসৈনিক, সাহিত্যিক আহমদ রফিক মারা গেছেন।আমরা শোকাহত ! মহান স্রষ্টা তাঁদের আত্মার উপর শান্তিবর্ষণ করুণ !ভাষাসৈনিক, সাহি...
02/10/2025

ভাষাসৈনিক, সাহিত্যিক আহমদ রফিক মারা গেছেন।

আমরা শোকাহত ! মহান স্রষ্টা তাঁদের আত্মার উপর শান্তিবর্ষণ করুণ !
ভাষাসৈনিক, সাহিত্যিক আহমদ রফিক মারা গেছেন।গতকাল ২ অক্টোবর ২০২৫, বৃহস্পতিবার রাত ১০টা ১২ মিনিটে রাজধানীর বারডেম হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।গত ২৮ সেপ্টেম্বর থেকে তিনি বারডেম হাসপাতালে ভর্তি ছিলেন। গতকাল তাঁকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। রাতেই তাঁর কার্ডিয়াক অ্যারেস্ট হয়। রাত ১০টা ১২ মিনিটে ভেন্টিলেশন সাপোর্ট খুলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
গবেষক ও বহুমাত্রিক লেখক, রবীন্দ্রবিশেষজ্ঞ আহমদ রফিক পেশায় ছিলেন চিকিৎসক। জীবনভর তিনি দেশ ও মানুষের কল্যাণে কাজ করেছেন। রবীন্দ্রচর্চা কেন্দ্র ট্রাস্টের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন তিনি।তাঁর অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি বাংলা একাডেমি পুরস্কার, একুশে পদক পেয়েছেন।এছাড়া, কলকাতার টেগোর রিসার্চ ইনস্টিটিউট তাঁকে ‘রবীন্দ্রতত্ত্বাচার্য’ উপাধিতে ভূষিত করেছে।
আহমদ রফিকের জন্ম ১৯২৯ সালের ১২ সেপ্টেম্বর, ব্রাহ্মণবাড়িয়ায়। তাঁর স্ত্রী মারা গেছেন ২০০৬ সালে। তাঁর কোনো সন্তান ছিলো না।
কবিতা, প্রবন্ধ, ভাষা আন্দোলনের ইতিহাস, গবেষণা মিলিয়ে তাঁর লেখা ও সম্পাদিত গ্রন্থের সংখ্যা শতাধিক।সর্বশেষ ২০২৩ সালের একুশের বইমেলায় দুটি বই—সময় প্রকাশন থেকে ভারত-পাকিস্তান-বাংলাদেশ কথা, এবং এই সময় পাবলিকেশনস থেকে প্রবন্ধগ্রন্থ শিল্প-সংস্কৃতির বৈশিষ্ট্য—প্রকাশিত হয়।
আহমদ রফিকের দৃষ্টি ক্ষীণ হয়ে আসে ২০১৯ সালে। সে বছর চোখে অস্ত্রোপচার করা হলেও অবস্থার বিশেষ পরিবর্তন হয়নি। ২০২৩ সালে তিনি প্রায় দৃষ্টিহীন হয়ে পড়েন।
তাঁর মৃত্যুতে অস্ট্রেলিয়ার জন্মভূমি টিভির চেয়ারম্যান জনাব আবু আরেফিন এবং সি ই ও মিসেস রাহেলা আরেফিন গভীর শোক প্রকাশ করেছেন।
এ ছাড়া জন্মভূমি টিভি এবং এর চিকিৎসকদের উইং ‘খোলা জানালা’ টিমের পক্ষ থেকে জন্মভূমি টিভির নির্বাহী পরিচালক ডা. আসাদ শামস এক শোকবার্তায় জানিয়েছেন, “তাঁর মৃত্যুতে জাতি ভাষা আন্দোলনের, সাহিত্য জগতের এবং চিকিৎসক সমাজের অন্যতম অগ্রণায়কদের একজনকে হারালো। তিনি ছিলেন উদারনৈতিক, ধর্মনিরপেক্ষ একজন সাহিত্যিক, চিকিৎসক এবং রবীন্দ্রগবেষক। তাঁর মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।”

বাংলাদেশের প্রথম ডিজিটাল স্যাটেলাইট চ্যানেল, চ্যানেল আই পথচলায় পা রাখলো ২৭ বছরে। পেশাদারিত্ব, নতুনত্ব, সৃজনশীলতা ও তারুণ...
02/10/2025

বাংলাদেশের প্রথম ডিজিটাল স্যাটেলাইট চ্যানেল, চ্যানেল আই পথচলায় পা রাখলো ২৭ বছরে। পেশাদারিত্ব, নতুনত্ব, সৃজনশীলতা ও তারুণ্যের জয়গান গেয়ে চ্যানেল আই-এর অভিযাত্রা। ২৭ বছরে এসে চ্যানেল আইয়ের স্লোগান- ‘আনন্দ উচ্ছ্বাসে চ্যানেল আই সাতাশে’। ১৯৯৯ সালের ১লা অক্টোবর পথচলা শুরু হয় চ্যানেল আই-এর। মানুষ যা দেখতে চায়, যা শুনতে চায়, যা উপলব্ধি করতে চায় তা নিয়েই চ্যানেল আই-এর পথচলা। চ্যানেল আই-এর ২৭ বছরে পদার্পণ উপলক্ষে এ বছর চ্যানেলটির প্রাঙ্গণে থাকছে না কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান এবং কেক কাটার আয়োজন। তবে বর্ণিল আয়োজনে পর্দাজুড়ে থাকবে জন্মদিনের উচ্ছ্বাস। চ্যানেল আই - এর জন্য রইলো জন্মভূমি টেলিভিশনের পক্ষ থেকে এক রাশ রজনীগন্ধা শুভেচ্ছা।

Address

Macquarie Links, NSW
2565

Alerts

Be the first to know and let us send you an email when Jonmobhumi TV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Jonmobhumi TV:

Share

Category