31/10/2025
মিন্টো এলাকার ১৩–১৭ ইগলভিউ রোড-এ মসজিদ নির্মাণের পথ সুগম হয়েছে
রেজা আরেফিনঃ ক্যাম্পবেলটাউন লোকাল এনভায়রনমেন্টাল প্ল্যান (LEP) ২০১৫ আনুষ্ঠানিকভাবে সংশোধিত হয়েছে।
এর প্রেক্ষিতে মিন্টো এলাকার ১৩–১৭ ইগলভিউ রোড-এ “Place of Public Worship” হিসেবে অতিরিক্ত ব্যবহার অনুমোদনের জন্য অস্ট্রেলিয়ান মুসলিম ওয়েলফেয়ার সেন্টার (AMWC)- পরিকল্পনা প্রস্তাব ২৪ অক্টোবর তারিখে গেজেট হয়েছে।
এর ফলে ক্যাম্পবেলটাউন লোকাল এনভায়রনমেন্টাল প্ল্যান (LEP) ২০১৫ আনুষ্ঠানিকভাবে সংশোধিত হয়েছে।
সংশোধনীটি NSW Legislation ওয়েবসাইটে দেখতে এই লিঙ্ক টিতে ক্লিক করতে হবে।
🔗 https://legislation.nsw.gov.au/view/html/inforce/current/epi-2015-0754 .1-sec.44
সংশোধনী অনুযায়ী 13-17 Eagleview Road, Minto জমিতে একটিমাত্র “Place of Public Worship” নির্মাণের অনুমতি রয়েছে।
অস্ট্রেলিয়ান মুসলিম ওয়েলফেয়ার সেন্টার (AMWC)-এর নির্বাহী কমিটি (EC)-পক্ষ থেকে বলা হয় ,
আমরা বর্তমানে বিদ্যমান কমিউনিটি সেন্টারকে “Place of Public Worship”-এ পরিবর্তনের জন্য Development Application (DA) প্রস্তুত করছি।
অনুগ্রহ করে দোয়া করুন, যেন আমরা শীঘ্রই DA জমা দিতে পারি এবং তা সফলভাবে অনুমোদিত হয়, ইনশাআল্লাহ