🔐 Page Policy & Purpose
Thi
যারা অনলাইনে প্রতারণার শিকার তারা আমাদের কে প্রমাণ সহ ইস্ক্রিন শট গ্রুপ এ দিবেন ।আমরা সাইবার ক্রাইম প্রতিরোধ করতে সহায়তা করবো ইনশাল্লাহ । দুয়া করবেন । এই গ্রুপ এ পোস্ট করবেন -https://www.facebook.com/groups/491266228937151 � অনলাইন ভুয়া চাকরি ও প্রতারণা থেকে সাবধান থাকুন! �
বর্তমানে অনলাইনে বিভিন্ন ধরনের প্রতারণামূলক চাকরি বা ইনকাম অফার ছড়ানো হচ্ছে। এইসব চাকরিগুলোর ম
ূল উদ্দেশ্য হলো সাধারণ মানুষকে প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাৎ করা বা ব্যক্তিগত তথ্য চুরি করা।
� নিচের ধরণের চাকরি বা অফারে ভুলেও প্রতারিত হবেন না:
� “Code Bossano” / “Apps or Website Testing” Job:
বলা হয়, একটা কোড বসিয়ে ইনকাম হবে।
আসলে এটি কোনো কাজ না। OTP চেয়ে আপনাকে ফিশিং বা হ্যাকিং এর ফাঁদে ফেলা হয়।
� Dress Code / Dress Packaging Job:
বলা হয় ঘরে বসে জামা কাপড় প্যাক করতে হবে।
কাজের আগে নিবন্ধন ফি বা সিকিউরিটি ডিপোজিট চাইবে — এইটাই প্রতারণা।
� Dress Code / Dress Packaging Job:
বলা হয় ঘরে বসে জামা কাপড় প্যাক করতে হবে।
কাজের আগে নিবন্ধন ফি বা সিকিউরিটি ডিপোজিট চাইবে — এইটাই প্রতারণা।
কোনো কাজ দেয় না, টাকাও ফেরত দেয় না।
� কলম/মোমবাতি/সাবান/পেন্সিল প্যাকিং Job:
একদমই ভুয়া কাজ, সবার কাছে পরিচিত প্রতারণার কৌশল।
আগে টাকা নিয়ে পরে যোগাযোগ বন্ধ।
� Typing / Data Entry Job:
বলা হয় সহজ টাইপিং কাজ — কিন্তু আগে অ্যাপ ডাউনলোড করতে বা টাকা জমা দিতে বলে।
এইসব অ্যাপে ফিশিং স্ক্রিপ্ট থাকে বা তারা আপনাকে ছাঁটাইয়ের নামে টাকা নেয়।
� App/Website Job বা Mobile OTP নিয়ে কাজ:
বলা হয় অ্যাপে রেজিস্ট্রেশন করতে, মোবাইল OTP দিতে — এরপর আপনার নাম্বার দিয়ে ফিশিং, স্প্যাম, বা আর্থিক প্রতারণা করা হয়।
OTP শেয়ার মানেই আপনার অ্যাকাউন্ট হ্যাক হওয়ার সম্ভাবনা।
� Telegram / WhatsApp Link দিয়ে Job Offer:
অনেক সময় হঠাৎ মেসেজ আসবে: "Daily 1000-2000 income guaranteed."
লিঙ্কে ক্লিক করলে আপনার মোবাইল হ্যাক হতে পারে, বা আপনাকে এমন কিছু করানো হবে যাতে তারা আপনার টাকা আত্মসাৎ করতে পারে।
� এইসব প্রতারণামূলক কাজের সাধারণ লক্ষণ:
কোনো কাজ না করেই ইনকামের প্রতিশ্রুতি।
OTP বা ব্যাঙ্ক ডিটেইলস চাইবে।
অ্যাপ ডাউনলোড বা Telegram group join করতে বলবে।
কাজের আগে টাকা চাইবে (registration fee/security fee)।
পোস্ট গুলোতে নেই কোনো অফিস ঠিকানা বা বৈধ কোম্পানি রেজিস্ট্রেশন নম্বর।
নিরাপদ থাকার উপায়:
OTP, ব্যাঙ্ক তথ্য, আধার/প্যান নম্বর কাউকে শেয়ার করবেন না।
যেকোনো কাজের আগে কোম্পানির নাম Google করে যাচাই করুন।
যে কাজ আগে টাকা চায় — সেটি ৯৯% প্রতারণা।
অচেনা লিঙ্কে ক্লিক করবেন না।
নতুন বা সন্দেহজনক WhatsApp/Telegram গ্রুপ থেকে বেরিয়ে যান।
� সবাইকে সতর্ক করুন:
এই ধরণের প্রতারণা থেকে নিজে রক্ষা পাওয়ার পাশাপাশি, আপনার পরিবার, বন্ধু ও আত্মীয়দেরও সতর্ক করুন। কেউ যদি আগে থেকেই জানে, তবে প্রতারণা থেকে নিজেকে রক্ষা করতে পারবে।
� Page Policy & Purpose
This page is dedicated to exposing online scammers and raising public awareness. We do not support harassment or defamation—only fact-based reports.
� We share verified cases with proper evidence
� Personal information is blurred or partially hidden
� All content follows Facebook Community Standards
� False or misleading submissions will be removed
� If you’ve been scammed online, feel free to message us with details and proof.