30/10/2025
ডারউইনে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি শিক্ষার্থী নাসিম বাহাদুরের মর্মান্তিক মৃত্যু
অস্ট্রেলিয়ার ডারউইনে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন বাংলাদেশি তরুণ শিক্ষার্থী নাসিম বাহাদুর (২৭)। বুধবার স্থানীয় সময় ভোরে একটি ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেছে পুলিশ।
নাসিম ডারউইনের সিআইএম-এ মাস্টার্স অব আইটি প্রোগ্রামে অধ্যয়নরত ছিলেন। গত বছরের সেপ্টেম্বরে তিনি উচ্চশিক্ষার জন্য অস্ট্রেলিয়ায় আসেন এবং বন্ধুদের সঙ্গে ডুরাক হাইটসে বসবাস করছিলেন। তিনি বাবা-মায়ের একমাত্র সন্তান ছিলেন।
পুলিশ জানায়, হাইওয়ের বাইপাস পথে ডান পাশে হাঁটার সময় একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। বর্তমানে তার মৃতদেহ রয়্যাল ডারউইন হাসপাতালে পুলিশের হেফাজতে রয়েছে।
নাসিম ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির প্রাক্তন ছাত্র ছিলেন। সহপাঠী ও পরিচিতদের কাছে তিনি একজন মেধাবী শিক্ষার্থী ও ভালো মানুষ হিসেবে পরিচিত ছিলেন।
মর্মান্তিক ঘটনায় প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।