25/03/2025
আজকে বিকেলে আমি গাড়ি থেকে নেমে মেইন গেইট খুলতে খুলতেই দেখি ওনারা আমাকে দেখে উড়ে এসে বারান্দায় বসলো। খেতে দিলাম। খেয়ে সন্ধ্যার আগেই চলে গেলো।
আমি বাসায় থাকি বা না থাকি প্রতিদিন এসে ঘুরে যাবে।
মাঝে ২ বিকেল বাসায় ছিলাম না।
৩য় দিন এসে ডাকাডাকি
আগামী কিছুদিন ও থাকবো না
জানি না ৫-৬ দিন পরে আদৌ আর আসবে কিনা
এদের আমার ভীষণ ভালো লাগে। প্রতিদিন আসে, ডাকে, নিজেদের মতো খেয়ে যায়। আমি সামনে গেলে ঘাড় বাঁকা করে তাকিয়ে থাকে।
এদের আসলে একসাথে বেশী খাবার দেয়া যায় না। কারণ এরা খোলা পাখি। অতিরিক্ত খেলে যেনো কোনো ক্ষতি না হয় তাই পরিমাণ মত দিই যেন প্রতিদিন এসে খেয়ে যায়।
আজকে ৪ টা পাখি দেখে ২ বার খাবার দিলাম। প্রথমবার সব খেলেও, ২য় বার শেষ করতে পারেনি। ওভাবেই রেখে গিয়েছে। কালকে সকালে এসে শেষ করবে
আর নাহলে অন্য ম্যাকাও বা কবুতর এসে খেয়ে যাবে 😍