Lilly & Dorry’s family

Lilly & Dorry’s  family Animals are reliable,many full of love, true in their affections, grateful and loyal

সুবহান আল্লাহঃ  আল্লাহর সৃষ্টি কে নিয়ে ব্যস্ত থাকাটাও আল্লাহর নিয়ামত ॥ নিজেকে সুখী রাখার সবথেকে সহজতম পন্থা হলো নিজেকে ব...
17/10/2024

সুবহান আল্লাহঃ আল্লাহর সৃষ্টি কে নিয়ে ব্যস্ত থাকাটাও আল্লাহর নিয়ামত ॥ নিজেকে সুখী রাখার সবথেকে সহজতম পন্থা হলো নিজেকে ব্যস্ত রাখা । ব্যস্ত জীবন, ব্যস্ত শহর, ব্যস্ত আমরা সবাই… তারই মাঝে আমরা সবাই সুখের জীবন সাজাই।
আমাদের নতুন অতিথি টুনি আর মিনি … ওদের নামগুলো আমার দেয়া এবং এই নামগুলো আমার ছোটবেলার সি্নগ্ধ অতীত কে মনে করিয়ে দেয় ।প্রতিটি শিশুই সুন্দর আর তা মানুষ অথবা পশুর হোক , নিটোল পায়ে ঘরময় ঘুরে বেড়ানো শান্ত চিন্তার জন্য নিখুঁত সঙ্গী।

17/10/2024

সুবহান আল্লাহঃ আল্লাহর সৃষ্টি কে নিয়ে ব্যস্ত থাকাটাও আল্লাহর নিয়ামত ॥ নিজেকে সুখী রাখার সবথেকে সহজতম পন্থা হলো নিজেকে ব্যস্ত রাখা । ব্যস্ত জীবন, ব্যস্ত শহর, ব্যস্ত আমরা সবাই… তারই মাঝে আমরা সবাই সুখের জীবন সাজাই। আমাদের নতুন অতিথি টুনি আর মিনি … ওদের নামগুলো আমার দেয়া এবং এই নামগুলো আমার ছোটবেলার সি্নগ্ধ অতীত কে মনে করিয়ে দেয় ।প্রতিটি শিশুই সুন্দর আর তা মানুষ অথবা পশুর হোক , নিটোল পায়ে ঘরময় ঘুরে বেড়ানো শান্ত চিন্তার জন্য নিখুঁত সঙ্গী।

অপেক্ষাঃ প্রতিদিন সন্ধ্যায় যখন বোনের বাসায় যেতে ঘর থেকে বের হই , লিলি কে বলি “লিলি বাই বাই “, লিলিও বুঝতে পারে , ঠিক তখন...
17/10/2024

অপেক্ষাঃ প্রতিদিন সন্ধ্যায় যখন বোনের বাসায় যেতে ঘর থেকে বের হই , লিলি কে বলি “লিলি বাই বাই “, লিলিও বুঝতে পারে , ঠিক তখনই সে দৌড়ে বের হয়ে যায় এবং গাড়ির পার্কিংয়ের কাছে যেয়ে বসে থাকে । সে হয়তো বলতে পারছেনা, আমাকেও সাথে নিয়ে যাও , কিন্তু এই যে অপেক্ষায় বসে থাকাটাই প্রকাশ করে , প্রকৃত ভালোবাসার রূপ ॥

সব কাজ ই যে পরিকল্পনা মাফিক হবে তা নয়; পরিকল্পিত কাজকে ও মাঝে মাঝে পিছনে ফেলে রাখতে হয় সামনে যা অপেক্ষা করছে সেটি লাভ করার উদ্দেশ্য। সঠিক সময়ের জন্য অপেক্ষা করা বন্ধ কর, কারণ সময় তোমার জন্য অপেক্ষা করছে না। আমরা যদি প্রস্তুত হওয়ার অপেক্ষায় থাকি, তাহলে সারাজীবন অপেক্ষার প্রহরেই কাটাতে হবে।

13/10/2024
ব্যক্তিত্ব সৌন্দর্য যা আপনার মনোযোগ আকর্ষণ করে, যা আপনার হৃদয় কেড়ে নেয়। স্টাইল হল আপনার মনোভাব এবং ব্যক্তিত্বের প্রতি...
13/10/2024

ব্যক্তিত্ব সৌন্দর্য যা আপনার মনোযোগ আকর্ষণ করে, যা আপনার হৃদয় কেড়ে নেয়। স্টাইল হল আপনার মনোভাব এবং ব্যক্তিত্বের প্রতিফলন। সর্বদা নিজের উপর বিশ্বাস রাখুন, নিজেকে প্রকাশ করুন…

30/09/2024

কেউ যদি আপনাকে ভালো না বাসে, তাতে মনে কষ্ট রাখবেন না, মনে রাখবেন কেউ না কেউ অবশ্যই আপনার ভালোবাসা পাওয়ার জন্য অধীর আগ্রহে বসে আছে । জীবন অদেখা এক অদৃশ্য বিজ্ঞাপন, যা সবাই করে থাকে কিন্তু কেউ অনুভব করে না । নিজেকে বিক্রি করে সুখ কিনতে কিনতে বয়স শেষ করে ।ছোটবেলার নারিকেল পাতা দিয়ে বানানো চশমাটাই পারফেক্ট ছিল । না ছিল অদৃষ্ট দেখার ইচ্ছা, না ছিলো কু দৃষ্টি । ছিল শুধু সহজ সরল দৃষ্টিভঙ্গি আর আনন্দ ।পৃথিবীতে পরিপূর্ণ সুখ বলে কিছু নেই, সব চাহিদার চাকর । তবে কিছু মুহূর্ত আছে যখন মনে হবে আপনি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ ।যেমন, প্রথম উপার্জন মায়ের হাতে তুলে দেওয়া কিংবা ছোট ভাই-বোনের শখ পূরণ করা, কারো প্রতি নিরব উপকার অথবা প্রথম সন্তানের মুখ দেখা এসব । সুখ আসলে আপেক্ষিক যা সময় ও অবস্থানে ঝুলে থাকা দোলনা ।…

18/05/2024
18/10/2023

Address

Sydney, NSW
2195

Website

Alerts

Be the first to know and let us send you an email when Lilly & Dorry’s family posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share