
17/10/2024
সুবহান আল্লাহঃ আল্লাহর সৃষ্টি কে নিয়ে ব্যস্ত থাকাটাও আল্লাহর নিয়ামত ॥ নিজেকে সুখী রাখার সবথেকে সহজতম পন্থা হলো নিজেকে ব্যস্ত রাখা । ব্যস্ত জীবন, ব্যস্ত শহর, ব্যস্ত আমরা সবাই… তারই মাঝে আমরা সবাই সুখের জীবন সাজাই।
আমাদের নতুন অতিথি টুনি আর মিনি … ওদের নামগুলো আমার দেয়া এবং এই নামগুলো আমার ছোটবেলার সি্নগ্ধ অতীত কে মনে করিয়ে দেয় ।প্রতিটি শিশুই সুন্দর আর তা মানুষ অথবা পশুর হোক , নিটোল পায়ে ঘরময় ঘুরে বেড়ানো শান্ত চিন্তার জন্য নিখুঁত সঙ্গী।