25/03/2025
অস্ট্রেলিয়ায় ঈদ: চাঁদ না ঘড়ি?
অস্ট্রেলিয়ায় বাংলাদেশি মুসলিমদের ঈদুল ফিতরের দিন ঠিক করতে গিয়ে যে কান্ড প্রত্যেক বারই হয়ে থাকে। আরব, ইন্দোনেশিয়ান, মালয়েশিয়ানরা একদিকে, আর বাংলাদেশি, ভারতীয়, পাকিস্তানিরা আরেকদিকে।
আরবরা বলে, “ভাই, ২০২৫ সালে চাঁদের পেছনে দৌড়ানোর সময় কই? আমাদের ক্যালেন্ডার আছে, স্যাটেলাইট আছে!” তাই ওরা ৩০ মার্চ ঈদ ফিক্সড করে বসে আছে। আর বাংলাদেশিরা বলে, “না, চাঁদ না দেখলে ঈদ হবে না। এটা আমাদের স্টাইল।” ৩০ তারিখ সন্ধ্যায় এরা ছাদে উঠে মেঘলা আকাশের দিকে হাঁ করে তাকায়। চাঁদ দেখা গেল না, তাই ফোন করে ঢাকায় খবর নেয়, “চাঁদ দেখা গেছে?” ঢাকা থেকে হ্যাঁ শুনে এরা ঠিক করে, “ওকে, ৩১ মার্চ আমাদের ঈদ!”
অস্ট্রেলিয়ায় হঠাৎ ছুটি পাওয়া তো খুব সহজ না, আরব’রা আগে থেকে বসকে বলে ৩০ তারিখ ছুটি নিয়ে নিয়েছে। কিন্তু বাংলাদেশিরা ৩১ তারিখ সকালে বসের কাছে গিয়ে বলে, “বস, আজ ঈদ, ছুটি দেন।” বস তো মাথা চুলকে বলে, “কাল তো তোমার কলিগ ঈদ করলো, আজ আবার তুমি? তোমরা কি ঈদের সিজন টিকিট কিনে ফেলেছো?”
এক বাংলাদেশি ছেলে, নাম তানভীর, ওর বস একজন অস্ট্রেলিয়ান, নাম লিয়াম। তানভীর ৩১ তারিখ সকালে গিয়ে বললো, “লিয়াম, আজ আমার ঈদ, ছুটি চাই।” লিয়াম বললো, “কিন্তু গতকাল তো আমার আরব স্টাফরা ঈদ করলো। তোমার ঈদ কি আলাদা?” তানভীর গম্ভীর মুখে বললো, “লিয়াম, আমরা চাঁদ দেখে ঈদ করি।” লিয়াম হেসে বললো, “তোমার চাঁদ কি ঢাকা থেকে প্লেনে চড়ে আসে? তাই একদিন লেট?”
তানভীর একটু লজ্জা পেল, কিন্তু বললো, “লিয়াম, এটা আমাদের ট্র্যাডিশন।” লিয়াম তখন বললো, “ভাই, এই দুনিয়ায় সব ঘড়ির কাঁটায় চলে। তোমার বাস ছাড়ে ৭:৩০-এ, জুমার নামাজ পড়ো ১:১৫-এ, তাহলে ঈদে কেন চাঁদের পেছনে ছোটো? নাসা তো বলেই দিচ্ছে চাঁদ কবে আসবে!” তানভীর ভাবলো, “কথায় তো পয়েন্ট আছে। আমরা তো ঘড়ি দেখে ইফতার করি, তাহলে ঈদে এত ড্রামা কেন?” কিন্তু ঐতিহ্যের জোরে বললো, “লিয়াম, এটা আমাদের ফিলিংস।”
শেষে লিয়াম একটু হেসে বললো, “ঠিক আছে তানভীর, তুমি তোমার চাঁদের ঈদ করো। আমি ছুটি দিচ্ছি, তবে একটা শর্ত—তোমার বাসায় শেমাই রান্না হলে আমাকে এক বাটি পাঠাবা!” তানভীর হাসতে হাসতে বললো, “লিয়াম, তুমি শেমাই খেতে চাও? তাহলে আমার সঙ্গে চাঁদ দেখতে ছাদে আসো, দুজনে মিলে ঢাকার খবর চেক করবো!” লিয়াম বললো, “ডিল! আমি আসছি, তবে চাঁদ না দেখা গেলে আমি তোমার শেমাইয়ের দুই বাটি দাবি করবো!” দুজনে হাত মিলিয়ে হাসলো, আর তানভীর বাড়ি গিয়ে শেমাই রান্না করে লিয়ামকে এক বাটি পাঠিয়ে দিলো। পরে লিয়াম ফোন করে বললো, “তানভীর, এই শেমাইয়ের জন্য আমি পরের বছর তোমার চাঁদের দলেই যোগ দিচ্ছি!”
-A. H. Q.