
21/07/2025
সকালটা ছিল একদম সাধারন…
বারান্দার রেলিং-এ দাঁড়িয়ে ছিলাম, হাতে ছিল একটা ছোট প্যাকেট।
ঠিক তখনই এসে বসল দু’জন সাদা পাখি — দুটো কাকাতুয়া।
অনেকটাই যেন অপরিচিত, আবার চোখের দিকে তাকিয়ে মনে হলো…
পুরনো বন্ধুর মতো চেনা।
ওরা কোনো কথা বলেনি,
কিন্তু চোখের ভাষায় যেন বলল —
‘ভালবাসা শুধু মানুষের মধ্যে নয়,
প্রকৃতিও বন্ধুত্ব করতে চায়,
শুধু একটু সময় দরকার।