03/01/2026
দূর প্রবাস থেকে সংবাদটি পেয়ে নিজের ভাষা হারিয়ে ফেলেছি। নিজ গ্রামের এমন একটা দূরঘটনার খবরের সাক্ষী হবো, সেটা কখনোই কল্পনা করি নি। ভাবছি ছলিমপুরের ছোট্ট এই মেয়েটি আজ সকালে ঘুম থেকে উঠে কতই না স্বপ্ন নিয়ে বাড়ি থেকে বের হয়েছিলো। বাড়ি থেকে বের হওয়ার সময়ও কত কিছুই হয়তো সে ভেবে রেখেছিলো, যে বাড়িতে ফিরে সেগুলো করবে। হয়তো সে ভেবে রেখেছিলো দুপুরের খারাবটাও বাড়িতে ফিরে খাবে। কিন্তু সেই বাড়িতে আর তার ফেরা হলো না। কিভাবে এটা মেনে নিবে তার পরিবার? কিভাবে এটা মেনে নিবে তার স্বজনেরা? হয়তো তার মা-বাবা এখন ভাবছে সে প্রতিদিন বাড়ি ফিরে কি কি করতো। হয়তো তারা ভাবছে তাদের সন্তান এখনো হারিয়ে যায় নি। আর কিভাবেই বা তারা মেনে নিবে এই অকাল মৃত্যু! যে বয়সে স্বপ্ন দেখার কথা,সে বয়সেই থেমে গেল নিশ্বাস। ফুল ফোটার আগেই ঝরে গেল কুঁড়ি। অকালে চলে যাওয়া কষ্টটা ভাষায় প্রকাশের নয়। একটি নিষ্পাপ হাসি আজ চিরতরে হারিয়ে গেল। অল্প বয়সের এই বিদায় মানা যায় না। মৃত্যু যে এত নিষ্ঠুর হতে পারে,অল্প বয়োসি এই মেয়েটার বিদায়ে আবারও তা প্রমাণিত হলো। আজ সড়ক দুর্ঘটনায় আরেকটি যে তাজা প্রাণ ঝরে গেল।
একটি জীবন নিভে যাওয়ার সঙ্গে সঙ্গে থেমে গেল অসংখ্য স্বপ্ন, ভেঙে পড়ল একটি পরিবারের পুরো পৃথিবী।
এই শোকের মুহূর্তে নিহত ব্যক্তির পরিবারের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জানাচ্ছি। মহান আল্লাহ যেন তাকে ক্ষমা করেন এবং পরিবারকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি দেন। কিন্তু দুঃখজনক হলেও সত্য—এ ধরনের মৃত্যুকে আমরা প্রায়ই “দুর্ঘটনা” বলে এড়িয়ে যাই, অথচ বাস্তবে অধিকাংশ রোড এক্সিডেন্ট ঘটে অবৈধ যানবাহন, অবহেলা, বেপরোয়া গতি, অদক্ষ চালনা ও আইন না মানার কারণে। সড়কে একটি ভুল সিদ্ধান্তই কারো জীবনের শেষ সিদ্ধান্ত হয়ে দাঁড়ায়।
এখানে প্রশাসনের দায়িত্ব রয়েছে আরও কঠোর ভূমিকা নেওয়ার—
আইনের সঠিক প্রয়োগ, ফিটনেসবিহীন যানবাহন বন্ধ, লাইসেন্সবিহীন চালকের বিরুদ্ধে ব্যবস্থা এবং ট্রাফিক ব্যবস্থাপনায় জিরো টলারেন্স নিশ্চিত করা এখন সময়ের দাবি। একই সঙ্গে আমাদের সাধারণ মানুষেরও দায় এড়ানোর সুযোগ নেই। হেলমেট না পরা, সিটবেল্ট না বাঁধা, অতিরিক্ত গতি, ট্রাফিক আইন অমান্য—এই ছোট অবহেলাগুলোই বড় ট্র্যাজেডির জন্ম দিয়ে থাকে। আজ যে মারা গেল, সে-ও আমাদেরই একজন ছিল—কারো সন্তান, কারো বোন, কারো বান্ধুবি। আর যেন একটি পরিবারও এমন শোকে ডুবে না যায়—
সেজন্য প্রশাসনের কঠোরতা আর আমাদের সচেতনতা একসাথে জরুরি। সড়ক হোক জীবনের পথ, করো মৃত্যুর নয়।