Bangla Barta

Bangla Barta " প্রবাসে বাংলার সুদৃঢ় কন্ঠ "

Official Facebook fanpage of Bangla Barta Newspaper, Sydney, Australia.. http://banglabarta.com.au/

The only most circulated Bangla fortnightly newspaper in Australia

সিডনিতে আগামী ১ ও ২ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে অস্ট্রেলিয়া-বাংলাদেশ বিজনেস এক্সপো ২০২৫।অস্ট্রেলিয়া ও বাংলাদেশের ব্যবসা...
25/09/2025

সিডনিতে আগামী ১ ও ২ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে অস্ট্রেলিয়া-বাংলাদেশ বিজনেস এক্সপো ২০২৫।

অস্ট্রেলিয়া ও বাংলাদেশের ব্যবসায়িক সহযোগিতা ও বিনিয়োগ সম্ভাবনাকে আরও সম্প্রসারণের লক্ষ্যে
মর্যাদাপূর্ণ এ আয়োজনের উদ্বোধন করবেন নিউ সাউথ ওয়েলসের প্রিমিয়ার ক্রিস মিন্স এমপি। এতে যোগ দেবেন অস্ট্রেলিয়া ও বাংলাদেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী, উদ্যোক্তা, বিনিয়োগকারী ও নীতি নির্ধারকরা।

সকাল ৯টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত দুই দিনব্যাপী এ এক্সপো অনুষ্ঠিত হবে সিডনির Masonic Centre (66 Goulburn Street, Sydney NSW 2000) প্রাঙ্গণে।

আয়োজকদের মতে, এই বিজনেস এক্সপো হবে অস্ট্রেলিয়া-বাংলাদেশ বাণিজ্য সহযোগিতার একটি টার্নিং পয়েন্ট। এর মূল লক্ষ্য—
* অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানো
* গ্লোবাল নেটওয়ার্কের মাধ্যমে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণকারীদের সাথে সংযুক্ত হওয়া
* বিভিন্ন শিল্পখাতে সহযোগিতা ও উদ্ভাবনকে উৎসাহিত করা
* নতুন বাজারে ব্র্যান্ডের দৃশ্যমানতা বৃদ্ধি করা
* বিশেষজ্ঞদের সেমিনারের মাধ্যমে বাজার অন্তর্দৃষ্টি অর্জন করা।

এই এক্সপোতে বাংলাদেশের সম্ভাবনাময় বিভিন্ন খাত তুলে ধরা হবে, যার মধ্যে রয়েছে

• টেক্সটাইল (সুতা, কাপড়, পোশাক)
• চামড়া ও জুতা শিল্প
• পাট ও পাটজাত পণ্য
• রিসাইক্লিং পণ্য
• শিক্ষা সেবা
• খাদ্য ও মৌসুমি ফল
• শিপিং ও প্যাকেজিং
• কৃষি
• হোম ফার্নিশিং
• হস্তশিল্প

আয়োজক কমিটি আরও জানান, এর মাধ্যমে অস্ট্রেলিয়ার বাজারে বাংলাদেশি পণ্য ও সেবার নতুন সম্ভাবনা তৈরি হবে এবং দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে।

এক্সপোতে অংশগ্রহণের জন্য ফ্রি রেজিস্ট্রেশন উন্মুক্ত রাখা হয়েছে।
australiabangladeshbusinessforum.com
Australia Bangladesh Business Forum
📞+61 402 695 572

Shaykh Ahmadullah Bangladeshi Islamic scholar coming to Australia soon………,
09/09/2025

Shaykh Ahmadullah Bangladeshi Islamic scholar coming to Australia soon………,

09/09/2025

নির্বাচন কাভার করতে গিয়ে অস্ট্রেলিয়ান মুসলিম ওয়েলফেয়ার সেন্টারে সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণঃ

গতকাল অস্ট্রেলিয়ান মুসলিম ওয়েলফেয়ার সেন্টারের ২০২৫-২০২৭ মেয়াদের নির্বাহী কমিটির নির্বাচনে দায়িত্ব পালনের সময় দুই সাংবাদিকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেছে নির্বাচন কমিশন।

নির্বাচন কমিশন সংবাদ সংগ্রহের জন্য সাংবাদিক নাইম আবদুল্লাহ ও বাংলা কণ্ঠের প্রধান সম্পাদক জাকির হোসাইনকে অ্যাক্রিডিটেশন কার্ড ইস্যু করলেও দায়িত্ব পালনের সময় তারা একাধিকবার হয়রানির শিকার হন।
সাংবাদিকদের গণনা পর্যবেক্ষণের আমন্ত্রণ জানালেও পরে হঠাৎ করেই ভোট গণনা শুরুর আগেই নির্বাচন কমিশন তাদের ভোট গণনা কক্ষ থেকে তাদেরকে বের হয়ে যেতে নির্দেশ দেয়।
এই ঘটনায় দুইজন সাংবাদিক অত্যন্ত অপমানিত এবং ক্ষিপ্ত হন!
কমিশন স্পষ্ট জানিয়ে দেয় যে সাংবাদিকরা ভোট গণনা পর্যবেক্ষণ করতে পারবেন না। পরবর্তীতে সভাপতি ড. আনিসুল আফসার এর বিশেষ অনুরোধে সাংবাদিকদের প্রবেশের অনুমতি দেওয়া হয়।

কিন্তু গণনা কক্ষে প্রবেশ করার পর সাংবাদিকদের মুঠোফোন সাইলেন্ট করে নির্বাচন কমিশনের কাছে জমা দিতে বাধ্য করা হয়।
সন্ধ্যা ৭টা থেকে ভোর ২টা পর্যন্ত দীর্ঘ ৭ ঘণ্টা তাদের ফোন কমিশনের হেফাজতে থাকে।
ওই ৭ ঘণ্টায় সাংবাদিকদের প্রতিবার ওয়াশরুমে যাওয়ার জন্যও নির্বাচন কমিশনের অনুমতি নিতে হয় এবং নিরাপত্তাকর্মীদের এসকর্টে যেতে বাধ্য করা হয়।
এখানে উল্লেখ্য যে, পরবর্তীতে দুইজন সাংবাদিক প্রায় রাত দুইটা পর্যন্ত ভোট গনণা এবং ফলাফল ঘোষণা পর্যবেক্ষণ করেন ।

এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন সংশ্লিষ্ট দুই সাংবাদিক।

07/09/2025
I know him long time but for sure no one suffered like him.
28/08/2025

I know him long time but for sure no one suffered like him.

https://www.facebook.com/share/p/1VegbgyyNc/?mibextid=wwXIfr
12/08/2025

https://www.facebook.com/share/p/1VegbgyyNc/?mibextid=wwXIfr

সিডনিতে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব অস্ট্রেলিয়ার নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

সিডনির মিন্টুস্থ্ জমিদার বাড়ি রেস্তোরাঁয় বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব অস্ট্রেলিয়ার নির্বাহী কমিটির সভা গত ১০ আগস্ট (রোববার) বিকেল ৫টায় অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মনিরুল হক জর্জ এবং পরিচালনা করেন সদস্য সচিব আলমগীর ইসলাম বাবু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের বিশিষ্ট বিজ্ঞানী ও মালয়েশিয়ার একটি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ হান্নান এবং বাংলাদেশি-অস্ট্রেলিয়ান সিনিয়র সিটিজেন গামা আব্দুল কাদের। তিনি সংগঠনের ইতিহাস, গুরুত্ব ও প্রয়োজনীয়তা নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন।

বক্তব্য রাখেন কায়সার আহমেদ, কাউন্সিলর আশিকুর রহমান আশ, একেএম হক, রুহুল আমিন, হাসান আহমেদ, পূরবী পারমিতা বোস, লিয়াকত আলী লিটন মাঝি প্রমুখ। সভায় গঠনতন্ত্র সংশোধন কমিটির সদস্য কায়সার আহমেদ আগামী সাধারণ সভায় উপস্থাপনের জন্য সংশোধনীর খসড়া উপস্থাপন ও আলোচনার পর অনুমোদন করা হয়।

সভায় সিদ্ধান্ত হয়, ৩১ আগস্ট ২০২৫-এর মধ্যে যারা নতুন সদস্যপদ গ্রহণ বা নবায়ন করবেন, তারাই আসন্ন সাধারণ সভায় ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। তবে সদস্য পদ গ্রহন একটি ধারাবাহিক প্রক্রিয়া হিসেবে চলতে থাকবে। ৩১ আগস্ট ২০২৫ সাধারণ সভা অনুষ্ঠিত হবে যেখানে সকল সদস্যের সম্মতিক্রমে নূতন পূর্ণাঙ্গ নির্বাহী কমিটি নির্বাচিত করা হবে।

সভায় সর্ব সম্মতি ক্রমে সিধান্ত গৃহীত হয় যে, পূর্ণাঙ্গ নির্বাহী কমিটি কমিটি নির্বাচিত না হওয়া পর্যন্ত লিয়াকত আলী লিটন মাঝি কোষাধ্যক্ষের দায়িত্ব পালন করবেন। সভা শেষে ধন্যবাদ জ্ঞাপন ও উপস্থিতদের ডিনারের আমন্ত্রণের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।

বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়ায়  ফিরে সাংবাদিক সম্মেলন করেন অস্ট্রেলিয়া প্রবাসী বিশিষ্ট সাংবাদিক ও  অস্ট্রেলিয়া থেকে প্রকাশিত...
30/12/2024

বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়ায় ফিরে সাংবাদিক সম্মেলন করেন অস্ট্রেলিয়া প্রবাসী বিশিষ্ট সাংবাদিক ও অস্ট্রেলিয়া থেকে প্রকাশিত অন্যতম বাংলা পত্রিকা "সুপ্রভাত সিডনির" প্রধান সম্পাদক জনাব আব্দুল্লাহ ইউসুফ শামীম।
শুক্রবার দুপুরে স্টার বিরিয়ানি
রকডেলে আয়োজিত এ সম্মেলনে উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়ার বিভিন্ন সাংবাদিক বর্গ ও বিভিন্ন দলের নেতৃ বৃন্দ।সেখানে তিনি তার বিরুদ্ধে হয়রানি ও নির্যাতনের বিষয় গুলো তুলে ধরেন।
ফ্যাসিস্ট হাসিনার করা ডিজিটাল মামলায় ১৬ বছর পর দেশে ফিরে ঢাকা এয়ারপোর্টে আটকে ছিলেন অস্ট্রেলিয়া প্রবাসী সাংবাদিক আব্দুল্লাহ ইউসুফ শামীম ।
পরে তাকে গ্রেপ্তার করেছিলো ঢাকা ইমিগ্রেশন পুলিশ। তখন তার জন্য "বাংলা বার্তা"র পক্ষ থেকে প্রতিবাদ ও মুক্তি দাবী করা হয়েছিলো।
অবিলম্বে তাকে হয়রানি করা বন্ধ করে তার বিরুদ্ধে খুনি হাসিনার করা সকল মিথ্যা মামলা প্রত্যাহার করার জোর দাবি জানানো হয়েছিলো৷ ২০১৮ সালে রামপুরা থানায় করা একটি তথ্য প্রযুক্তি মামলায় গ্রেফতার করা হয়েছিলো ফ্যাসিবাদের বিরুদ্ধে সোচ্চার কন্ঠস্বর ও দেশপ্রেমিক এ সাংবাদিককে।

তফ্যাসিস্ট হাসিনার করা ডিজিটাল মামলায় ১৮ বছর পর দেশে ফিরে ঢাকা এয়ারপোর্টে আটকে আছেন অস্ট্রেলিয়া প্রবাসী সাংবাদিক আব্দুল্...
08/11/2024

তফ্যাসিস্ট হাসিনার করা ডিজিটাল মামলায় ১৮ বছর পর দেশে ফিরে ঢাকা এয়ারপোর্টে আটকে আছেন অস্ট্রেলিয়া প্রবাসী সাংবাদিক আব্দুল্লাহ ইউসুফ
"বাংলা বার্তার পক্ষ থেকে" প্রতিবাদ ও মুক্তি দাবী করছি অস্ট্রেলিয়া থেকে প্রকাশিত অন্যতম বাংলা পত্রিকা “সুপ্রভাত সিডনির " প্রধান সম্পাদক আবদুল্লাহ ইউসুফ শামীমকে গ্রেফতার করেছে ঢাকা ইমিগ্রেশন পুলিশ ৷
হাসিনার ডিজিটাল মামলায় ১৮ বছর পর দেশে ফিরে ঢাকা এয়ারপোর্টে আটকে আছেন অস্ট্রেলিয়া প্রবাসী সাংবাদিক আব্দুল্লাহ ইউসুফ। গণতন্ত্রের পক্ষে, মানুষের ভোটের অধিকারের পক্ষে লড়াই করা এই সাংবাদিকের অবিলম্বে মুক্তি চেয়েছে প্রিন্ট পত্রিকা বাংলা বার্তা ।
অবিলম্বে তাকে হয়রানি করা বন্ধ করে তার বিরুদ্ধে হাসিনার করা সকল মিথ্যা মামলা প্রত্যাহার করার জোর দাবি জানাই৷ ফ্যাসিস্ট হাসিনার করা ডিজিটাল মামলায় তাকে গ্রেফতার করা হয়৷ ২০১৮ সালে রামপুরা থানায় করা একটি মামলায় তাকে গ্রেফতার ও হয়রানি করা হচ্ছে৷
মাফিয়া হাসিনার প্রেতাত্বারা যে এখনও বাংলাদেশ শাসণ করছে, তার জলজ্যান্ত প্রমাণ হলো অস্ট্রেলিয়া প্রবাসী সাংবাদিক আব্দুল্লাহ ইউসুফকে হাসিনার আমলের ভূয়া আইটি মামলায় ঢাকা এয়ারপোর্টে আজ আটক করা হয়। তিনি একজন দেশপ্রেমিক সাংবাদিক, গণঅভ্যূথানে তাঁর অনেক অবদান আছে। তাঁকে এখনই পূণ মর্যাদায় মুক্ত করা হোক, অন্যথায় এর পরিণতি অত্যন্ত ভয়াবহ হবে।

Our future home…
12/10/2024

Our future home…

02/10/2024
13/09/2024

We can always argue about our countrymen.
At the end of the day, it shows whom you love
whom you belong.
Please vote for your countrymen. Please let them grow not pull them back. 

10/09/2024

Address

4 Gardeners Road Kingsford
Sydney, NSW
NSW2032

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bangla Barta posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category

চলে গেলেন সুবীর নন্দী

বাংলা বার্তা: সিঙ্গাপুরে চিকিৎসাধীন একুশে পদকপ্রাপ্ত বরেণ্য সংগীতশিল্পী সুবীর নন্দী মারা গেছেন। বাংলাদেশ সময় আজ মঙ্গলবার ভোররাত সাড়ে চারটায় তিনি মারা যান বলে সিঙ্গাপুর থেকে নিশ্চিত করেছেন তাঁর মেয়ে ফাল্গুনী নন্দী।

বাংলাদেশ থেকে সিঙ্গাপুর নেওয়ার দুই দিন পর সুবীর নন্দীর শারীরিক অবস্থা কিছুটা উন্নতি হলেও এরপর অবনতি হতে থাকে। সিঙ্গাপুরে চিকিৎসা চলাকালে পরপর তিনবার হৃদ্‌রোগে আক্রান্ত হন তিনি। ঢাকায় চিকিৎসাধীন অবস্থায়ও একবার হৃদ্‌রোগে আক্রান্ত হয়েছিলেন। সব মিলিয়ে তাঁর শারীরিক অবস্থা অবনতির দিকে যাচ্ছিল।

উন্নত চিকিৎসার জন্য সাত দিন আগে সিঙ্গাপুর নেওয়া হয় একুশে পদকপ্রাপ্ত বরেণ্য সংগীতশিল্পী সুবীর নন্দীকে। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের এমআইসিইউতে চিকিৎসাধীন ছিলেন বরেণ্য এই সংগীতশিল্পী।

বাংলাদেশে সুবীর নন্দীর চিকিৎসার বিষয়টি সমন্বয় করছিলেন জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জাতীয় সমন্বয়ক সামন্ত লাল সেন। গতকাল সোমবার সকালে সামন্ত লাল সেন বলেন, ‘বারবার হার্ট অ্যাটাক হওয়ায় চিকিৎসকেরা যে আশা করেছিলেন, তা-ও ক্ষীণ হয়ে গেছে। সুবীরের মাল্টিপল অরগান ফেইলিউর হয়েছে। এখনকার অবস্থা জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে।’