Cinema Journey By Niel

Cinema Journey By Niel Photographer, Cinematographer
Contact me @ 0468368439
http://www.flickr.com/photos/rudroniel/ Attention all photography enthusiasts!

Capture life's precious moments with our professional photography service. Our experienced photographers specialize in capturing memories that will last a lifetime. From intimate family gatherings to grand weddings, our team is equipped to handle all of your photography needs. We understand that every occasion is unique and we strive to personalize each experience to fit your specific vision. Our

state-of-the-art equipment and attention to detail ensure that every shot is stunning and true to life. We offer a range of services, including portrait photography, event coverage, and landscape photography. Book your appointment today and let us preserve your memories for years to come. Our team is dedicated to providing the highest quality service and we guarantee that you will be thrilled with the results. Contact us for more information and to schedule your photography session

⸻Chapter 3: Visual Literacy in the Digital AgeIntroductionIn today’s digitally saturated world, the ability to interpret...
23/05/2025



Chapter 3: Visual Literacy in the Digital Age

Introduction

In today’s digitally saturated world, the ability to interpret, analyze, and create images is more important than ever. Visual literacy goes beyond just seeing; it involves understanding the language of images and the messages they convey. This chapter explores the concept of visual literacy, its relevance in contemporary society, and practical ways to develop this essential skill in photography.



3.1 What is Visual Literacy?

Visual literacy is the ability to read, interpret, and critically engage with visual information. Just as reading text requires understanding language and context, visual literacy demands the ability to decode symbols, colors, composition, and cultural references in images.



3.2 The Importance of Visual Literacy Today

With social media platforms flooded with images, the capacity to discern meaningful content from mere decoration is vital. Visual literacy empowers viewers to:
• Recognize manipulation and misinformation
• Understand cultural and social contexts
• Appreciate artistic techniques and intentions
• Engage more deeply with visual narratives



3.3 Components of Visual Literacy in Photography

a) Observation Skills
Paying close attention to details—light, shadow, color, textures, and framing.

b) Understanding Composition
Recognizing how elements like balance, contrast, and perspective influence meaning.

c) Symbolism and Metaphor
Identifying symbols and metaphors that communicate abstract ideas or emotions.

d) Contextual Awareness
Considering historical, cultural, and social contexts that shape the image’s meaning.

e) Critical Thinking
Questioning the purpose, origin, and impact of the photograph.



3.4 Developing Visual Literacy Skills
• Practice analyzing diverse images from different cultures and time periods.
• Compare and contrast photographs to understand stylistic and thematic choices.
• Engage with photographers’ statements and critiques.
• Create your own photo projects with intentional narratives.
• Participate in discussions and critiques to refine perception.



3.5 Visual Literacy in the Digital Era: Challenges and Opportunities

Challenges:
• Overabundance of images leads to superficial viewing.
• Edited and filtered images blur lines between reality and fiction.
• Rapid scrolling habits reduce deep engagement.

Opportunities:
• Access to vast visual resources and global perspectives.
• Tools for creating and sharing high-quality images easily.
• Platforms for collaborative critique and learning.



Conclusion

Visual literacy is no longer optional; it is essential in a world dominated by images. For photographers and viewers alike, developing visual literacy means cultivating a deeper, more meaningful relationship with visual media. It enables us to see beyond the surface, appreciate artistic intent, and become critical consumers and creators of images.



অধ্যায় ৩: ডিজিটাল যুগে ভিজ্যুয়াল লিটারেসি

ভূমিকা

বর্তমান ডিজিটাল যুগে ছবি দেখার ক্ষমতা শুধু পর্যবেক্ষণ নয়, অর্থাৎ ‘দেখা’ এর বাইরে গিয়ে ‘বোঝার’ দক্ষতাও প্রয়োজন। ভিজ্যুয়াল লিটারেসি বলতে বোঝায় ছবি বা দৃশ্যের ভাষা বুঝতে পারা, অর্থাৎ ছবির প্রতীক, রঙ, বিন্যাস এবং সাংস্কৃতিক প্রেক্ষাপটের মাধ্যমে বার্তা গ্রহণ ও বিশ্লেষণ করা।



৩.১ ভিজ্যুয়াল লিটারেসি কী?

ভিজ্যুয়াল লিটারেসি হলো চিত্র বা দৃশ্যকে পড়ার, বিশ্লেষণ করার এবং সমালোচনামূলক দৃষ্টিতে গ্রহণ করার ক্ষমতা। যেমন ভাষা বুঝতে হলে ব্যাকরণ ও প্রেক্ষাপট জানতে হয়, তেমনি ছবির ভাষাও বুঝতে হয় তার প্রতীক ও প্রেক্ষাপট।



৩.২ আজকের দিনে ভিজ্যুয়াল লিটারেসির গুরুত্ব

সোশ্যাল মিডিয়ায় ছবির বহর থেকে শুধু বাহ্যিক সৌন্দর্য নয়, অর্থবহ ছবি চিনতে পারার ক্ষমতা জরুরি। ভিজ্যুয়াল লিটারেসি থাকলে:
• মিথ্যা বা বিকৃত তথ্য চিনতে পারা যায়
• সাংস্কৃতিক ও সামাজিক প্রেক্ষাপট বোঝা যায়
• শিল্পকলার কারিগরি ও উদ্দেশ্য অনুধাবন করা যায়
• গভীরভাবে গল্প বা বার্তা উপলব্ধি করা যায়



৩.৩ ফটোগ্রাফিতে ভিজ্যুয়াল লিটারেসির উপাদানসমূহ

ক) পর্যবেক্ষণ দক্ষতা
আলো, ছায়া, রঙ, টেক্সচার, ফ্রেমিং-এর ছোট ছোট বিশদ লক্ষ করা।

খ) কম্পোজিশন বোঝা
যেমন ভারসাম্য, বৈপরীত্ব, দৃষ্টিভঙ্গি ছবি কীভাবে অর্থ বহন করে তা চিন্তা করা।

গ) প্রতীক ও রূপক চিনতে পারা
যে প্রতীকগুলো বিমূর্ত ভাবনা বা আবেগ প্রকাশ করে।

ঘ) প্রেক্ষাপট সচেতনতা
ঐতিহাসিক, সামাজিক ও সাংস্কৃতিক প্রসঙ্গের মাধ্যমে ছবির অর্থ বোঝা।

ঙ) সমালোচনামূলক চিন্তা
ছবির উদ্দেশ্য, উৎস ও প্রভাব সম্পর্কে প্রশ্ন তোলা।



৩.৪ ভিজ্যুয়াল লিটারেসি দক্ষতা উন্নয়নের উপায়
• বিভিন্ন সংস্কৃতি ও সময়ের ছবি বিশ্লেষণ করা
• বিভিন্ন স্টাইল ও থিমের ছবি তুলনা করা
• ফটোগ্রাফারদের বক্তব্য ও সমালোচনা পড়া
• নিজস্ব ন্যারেটিভ সহ ছবি তোলা
• আলোচনা ও সমালোচনায় অংশগ্রহণ করা



৩.৫ ডিজিটাল যুগে ভিজ্যুয়াল লিটারেসির চ্যালেঞ্জ ও সুযোগ

চ্যালেঞ্জ:
• অতিরিক্ত ছবি ত্বরণে গভীর মনোযোগ কমে
• এডিটেড ছবি বাস্তবতা-বিজ্ঞানের সীমা মিশিয়ে দেয়
• দ্রুত স্ক্রল করার অভ্যাস গভীর অনুধাবন বাধাগ্রস্ত করে

সুযোগ:
• বৈশ্বিক ও বৈচিত্র্যময় ভিজ্যুয়াল রিসোর্স সহজলভ্য
• উন্নত প্রযুক্তি দিয়ে সহজ ছবি তৈরি ও শেয়ার
• সমালোচনা ও শিক্ষার জন্য অনলাইন প্ল্যাটফর্ম



উপসংহার

ভিজ্যুয়াল লিটারেসি এখন অপরিহার্য। ছবির সঙ্গে গহন ও অর্থপূর্ণ সম্পর্ক গড়ে তোলার জন্য এটি অত্যন্ত জরুরি। এতে আমরা শুধু বাহ্যিক নয়, গভীর অর্থ, শিল্প ও প্রেক্ষাপট বুঝতে পারি এবং ছবি দেখার ও তৈরির দক্ষতা অর্জন করি।

⸻📖 Chapter 2: Narrative in Photography – Telling Stories Without WordsIntroductionPhotography is often seen as a medium ...
23/05/2025



📖 Chapter 2: Narrative in Photography – Telling Stories Without Words

Introduction

Photography is often seen as a medium of freezing moments, but at its best, it is a tool for storytelling. A powerful photograph tells a story—not through text or sound, but visually. This chapter explores how photographers can construct narrative through composition, sequence, context, and symbolism to create emotionally engaging and intellectually stimulating images.



2.1 What is a Narrative in Photography?

A narrative in photography is the implied or explicit story that a photograph or series of photographs tells. It may convey events, relationships, social realities, or personal experiences. Unlike literature or film, the narrative in photography relies on still visuals and contextual cues to communicate meaning.



2.2 Elements of Visual Storytelling

a) Subject Matter
Every story needs characters. In photography, the subject can be a person, object, landscape, or situation that anchors the narrative.

b) Context and Environment
A subject gains meaning within its setting. A man sitting in a luxury car versus the same man in a refugee camp tells vastly different stories.

c) Emotion and Expression
Facial expressions, body language, and atmospheric conditions (e.g., lighting, weather) play critical roles in evoking emotion.

d) Composition
Framing, angle, and perspective affect how the narrative is perceived. For instance, a low-angle shot may suggest heroism or power.

e) Sequencing (Photo Essays)
Sometimes, a single photo cannot tell the full story. A sequence of images in logical or emotional order builds a richer narrative.



2.3 Types of Photographic Narratives
• Documentary – Truth-telling based on real-life events (e.g., war, poverty, migration)
• Editorial – Thematic storytelling often tied to publications (e.g., fashion, politics)
• Conceptual – Visual metaphors to express abstract ideas (e.g., isolation, identity)
• Personal – Intimate stories (e.g., family life, personal transformation)



2.4 Techniques to Build Visual Narratives
• Use visual contrast to create tension
• Introduce mystery through partial framing or implied action
• Focus on human interaction
• Combine close-ups with wide shots to establish environment and intimacy
• Use lighting to suggest time, mood, or transformation



2.5 The Ethics of Storytelling

Photographic storytelling often deals with real people and vulnerable situations. Ethical considerations include:
• Informed consent
• Avoiding stereotypes
• Honoring dignity and agency of the subject
• Truthfulness vs. manipulation (especially in editing)



Conclusion

Narrative photography goes beyond capturing what is visible; it captures what is felt, remembered, and imagined. For photographers seeking depth and connection, learning to build narrative is essential. A photograph that tells a story can inspire, inform, and initiate change.



📘 অধ্যায় ২: ফটোগ্রাফিতে ন্যারেটিভ – শব্দহীন গল্প বলার শিল্প

ভূমিকা

ফটোগ্রাফি শুধু মুহূর্ত সংরক্ষণ নয়, এটি হতে পারে এক শক্তিশালী গল্প বলার মাধ্যম। ভালো ছবি কথা বলে—কিন্তু শব্দ দিয়ে নয়, ভিজ্যুয়াল উপায়ে। এই অধ্যায়ে আমরা দেখবো কিভাবে ছবি গল্প বলে, কোন উপাদানগুলোর মাধ্যমে ন্যারেটিভ নির্মাণ হয়, এবং এর সামাজিক ও আবেগগত তাৎপর্য কী।



২.১ ফটোগ্রাফিতে ন্যারেটিভ কী?

ন্যারেটিভ হলো একটি দৃশ্য বা দৃশ্যগুচ্ছের মাধ্যমে ব্যক্ত বা ইঙ্গিত করা গল্প। এটি হতে পারে কোনো ঘটনা, সম্পর্ক, সামাজিক বাস্তবতা, বা ব্যক্তিগত অভিজ্ঞতা। ফটোগ্রাফির বিশেষত্ব হলো—এটি শব্দহীন মাধ্যম, যেখানে গল্প বলার জন্য দৃশ্য, প্রসঙ্গ ও প্রতীক নির্ভর করতে হয়।



২.২ ভিজ্যুয়াল গল্প বলার উপাদানসমূহ

ক) বিষয়বস্তু
প্রতিটি গল্পের “চরিত্র” প্রয়োজন। বিষয় হতে পারে মানুষ, বস্তু, প্রকৃতি, বা কোনো পরিস্থিতি।

খ) পরিবেশ ও প্রেক্ষাপট
একই ব্যক্তি ভিন্ন পরিবেশে ভিন্ন অর্থ বহন করে। বিলাসবহুল গাড়িতে বসা মানুষ আর উদ্বাস্তু শিবিরে থাকা মানুষ—দুই ছবির বার্তা সম্পূর্ণ ভিন্ন।

গ) আবেগ ও অভিব্যক্তি
মুখভঙ্গি, শরীরের ভঙ্গি, আলো-বাতাস—সবকিছু মিলে আবেগ তৈরি করে।

ঘ) কম্পোজিশন
কোন দৃষ্টিকোণ থেকে ছবি তোলা হচ্ছে, কীভাবে ফ্রেম করা হচ্ছে—এসবই গল্পের ব্যাখ্যা বদলে দিতে পারে।

ঙ) ধারাবাহিকতা (ফটো এসে)
কোনো কোনো গল্প এক ছবিতে বলা সম্ভব নয়। একাধিক ছবির মাধ্যমে শুরু, ক্লাইম্যাক্স, ও পরিণতি তুলে ধরা যায়।



২.৩ ফটোগ্রাফিক ন্যারেটিভের ধরন
• ডকুমেন্টারি – বাস্তব ঘটনা নির্ভর (যুদ্ধ, দারিদ্র্য, পরিবাস)
• এডিটোরিয়াল – নির্দিষ্ট থিম বা প্রকাশনার জন্য (ফ্যাশন, রাজনীতি)
• ধারণাভিত্তিক (কনসেপ্টুয়াল) – বিমূর্ত ভাবনা উপস্থাপন (নির্জনতা, আত্মপরিচয়)
• ব্যক্তিগত – আত্মজৈবনিক গল্প (পারিবারিক জীবন, পরিবর্তন)



২.৪ ন্যারেটিভ নির্মাণের কৌশল
• বৈপরীত্ব দিয়ে নাটকীয়তা তৈরি
• রহস্য রাখার জন্য আংশিক ফ্রেমিং
• মানুষের পারস্পরিক সম্পর্কের উপর জোর
• ক্লোজ-আপ ও ওয়ার্ল্ড শট মিলিয়ে পরিবেশ ও ঘনিষ্ঠতা তুলে ধরা
• আলো দিয়ে সময়, মনোভাব ও রূপান্তর বোঝানো



২.৫ গল্প বলার নৈতিকতা

গল্প অনেক সময় বাস্তব ব্যক্তিকে কেন্দ্র করে গড়ে ওঠে। সেক্ষেত্রে কিছু নৈতিক বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ:
• অনুমতি নেওয়া
• সাংস্কৃতিক বা সামাজিক স্টেরিওটাইপ এড়িয়ে চলা
• বিষয়বস্তুর সম্মান রক্ষা
• সম্পাদনার ক্ষেত্রে বাস্তবতার অপব্যাখ্যা না হওয়া



উপসংহার

একটি ন্যারেটিভ ফটোগ্রাফি শুধু দৃশ্য নয়, অনুভব ও বোধকে ধারণ করে। এটি মনে রাখার মতো, পরিবর্তনের আহ্বান জানানোর মতো। যারা ছবির মাধ্যমে মানুষকে ছুঁতে চান, তাদের জন্য গল্প বলার কৌশল শেখা অপরিহার্য।

⸻📖 Chapter 1: Grammar of Visual LanguageUnderstanding the Building Blocks of Visual CommunicationIntroductionJust as ver...
23/05/2025



📖 Chapter 1: Grammar of Visual Language

Understanding the Building Blocks of Visual Communication

Introduction

Just as verbal language is constructed from grammar, syntax, and vocabulary, visual language has its own grammar—an organized set of visual elements and principles that communicate meaning. Photographers, designers, and viewers alike must understand these elements to critically interpret and intentionally create visual media.



1.1 What is Visual Grammar?

Visual grammar is the system of rules and conventions by which visual images communicate meaning. It includes basic components like line, shape, color, texture, space, and form, along with principles such as balance, contrast, emphasis, rhythm, and unity.



1.2 Core Elements of Visual Language

a) Line
Lines guide the viewer’s eye and create movement. Horizontal lines convey calm, vertical lines express strength, and diagonal lines suggest tension or action.

b) Shape & Form
Shapes are 2D areas enclosed by lines (e.g., circles, squares), while forms are 3D (e.g., spheres, cubes). They determine how we interpret objects visually.

c) Color
Color influences mood and symbolism. Warm colors (red, orange) evoke energy; cool colors (blue, green) imply calmness. Cultural context changes color meanings.

d) Texture
Texture gives a visual “feel”—soft, rough, smooth—and affects emotional perception. Even a photograph can imply texture.

e) Space
The area around and between subjects. Positive space contains objects; negative space gives breathing room and compositional balance.

f) Light and Shadow
These define volume, create mood, and draw focus. High contrast lighting often brings drama, while soft lighting may feel intimate.



1.3 Principles of Visual Composition

a) Balance
Symmetrical balance feels formal and stable. Asymmetrical balance is dynamic but still visually satisfying.

b) Contrast
Contrast draws attention—whether in color, size, shape, or texture. It helps highlight the subject and emphasize differences.

c) Emphasis
The focal point of the image. Use placement, color, light, and sharpness to direct the viewer’s attention.

d) Rhythm and Repetition
Repetition of shapes, lines, or colors creates rhythm, guiding the viewer through the image like a visual beat.

e) Unity
The feeling that all parts of the image belong together. Achieved through consistent style, tone, and visual theme.



1.4 Visual Semiotics: Signs and Symbols

Visual language often uses signs that carry deeper meanings:
• Iconic signs: resemble what they represent (e.g., photo of a tree = tree)
• Indexical signs: point to something (e.g., smoke = fire)
• Symbolic signs: arbitrary and culturally learned (e.g., red = danger/love)

Understanding these helps viewers decode hidden layers in images.



1.5 The Role of Cultural Context

Cultural norms shape how we interpret visuals. For example, white symbolizes purity in the West but mourning in some Eastern traditions. Artists must consider this when communicating across cultures.



Conclusion

Visual language is not random—it is learned, structured, and powerful. For aspiring photographers and artists, mastering visual grammar is the first step toward visual fluency. Without this foundation, images risk being merely decorative rather than meaningful.



📘 অধ্যায় ১: দৃশ্য ভাষার ব্যাকরণ

দৃশ্য যোগাযোগের মূল উপাদানসমূহ অনুধাবন করা

ভূমিকা

যেভাবে মৌখিক ভাষা শব্দ, ব্যাকরণ ও রচনার নিয়মে গঠিত, ঠিক তেমনি চাক্ষুষ ভাষাও নির্দিষ্ট উপাদান ও কাঠামোর ওপর ভিত্তি করে তৈরি হয়। একজন আলোকচিত্রী, নকশাবিদ বা সাধারণ দর্শক—সবারই এই দৃশ্য ব্যাকরণ বোঝা জরুরি, যেন ছবি শুধু দেখা নয়, বুঝতেও পারা যায়।



১.১ দৃশ্য ব্যাকরণ কী?

দৃশ্য ব্যাকরণ হলো সেই নিয়ম ও কাঠামো, যা চিত্র বা দৃশ্যকে অর্থবহ করে তোলে। এর মধ্যে রয়েছে: রেখা, আকার, রঙ, গঠন, স্থান, আলো ও ছায়া; এবং নীতিমালা যেমন ভারসাম্য, বৈপরীত্ব, গুরুত্ব, পুনরাবৃত্তি ও ঐক্য।



১.২ দৃশ্য ভাষার মৌলিক উপাদানসমূহ

ক) রেখা (Line)
রেখা দর্শকের দৃষ্টি পরিচালনা করে। অনুভূমিক রেখা শান্তির বার্তা দেয়, উল্লম্ব শক্তির, আর তির্যক রেখা উত্তেজনা ও গতি নির্দেশ করে।

খ) আকার ও গঠন (Shape & Form)
আকার হলো ২-ডি ক্ষেত্র (বৃত্ত, বর্গ), গঠন হলো ৩-ডি বস্তু (গোলক, ঘনক)। এগুলো বিষয় বুঝতে সাহায্য করে।

গ) রঙ (Color)
রঙ মনোভাব ও সাংকেতিকতা প্রকাশ করে। গরম রঙ (লাল, কমলা) উদ্দীপক, ঠান্ডা রঙ (নীল, সবুজ) প্রশান্তির প্রতীক।

ঘ) টেক্সচার (Texture)
চিত্রের চেহারা ও অনুভব। নরম, রুক্ষ বা মসৃণ। ছবিতেও টেক্সচারের ইঙ্গিত থাকে।

ঙ) স্থান (Space)
বস্তুর চারপাশের এলাকা। ধনাত্মক স্থান (positive space) বস্তু নিয়ে, ঋণাত্মক স্থান (negative space) ফাঁকা এলাকা।

চ) আলো ও ছায়া (Light & Shadow)
আয়তন, আবেগ, গুরুত্ব ফুটিয়ে তোলে। উজ্জ্বলতা ও ছায়ার ব্যবহারে আবহ নির্মিত হয়।



১.৩ দৃশ্য বিন্যাসের নীতিমালা

ক) ভারসাম্য (Balance)
সমমিত ভারসাম্য গম্ভীর ও সুশৃঙ্খল। অসমমিত ভারসাম্য গতি ও জীবন্ততা এনে দেয়।

খ) বৈপরীত্ব (Contrast)
আলোচ্য অংশ আলাদা করে তোলে। রঙ, আকার, গঠন, আলো সব জায়গায় ব্যবহৃত হয়।

গ) গুরুত্ব (Emphasis)
ছবির মূল আকর্ষণ বিন্দু। আলো, রঙ বা অবস্থান দিয়ে দর্শকের দৃষ্টি সেখানে আনা হয়।

ঘ) পুনরাবৃত্তি (Repetition)
একই আকৃতি বা রঙের পুনরাবৃত্তি দৃশ্যত ছন্দ তৈরি করে।

ঙ) ঐক্য (Unity)
ছবির প্রতিটি অংশ যেন একটি নিরবিচ্ছিন্ন সামগ্রিক রচনা তৈরি করে।



১.৪ চাক্ষুষ সংকেত ও প্রতীক

ছবিতে তিনধরনের সংকেত দেখা যায়:
• আইকনিক: সরাসরি মিল রয়েছে (গাছের ছবি = গাছ)
• ইনডেক্সিকাল: অন্য কিছুর নির্দেশ (ধোঁয়া = আগুন)
• সিম্বোলিক: সাংস্কৃতিকভাবে নির্ধারিত (লাল = প্রেম/বিপদ)

এসব বোঝা ছবির গভীর অর্থ অনুধাবনে সাহায্য করে।



১.৫ সাংস্কৃতিক প্রেক্ষাপটের ভূমিকা

দর্শকের সংস্কৃতি দৃশ্যের ব্যাখ্যা নির্ধারণে গুরুত্বপূর্ণ। যেমন, সাদা রঙ পাশ্চাত্যে বিশুদ্ধতার প্রতীক, আবার কিছু দেশে শোকের চিহ্ন।



উপসংহার

দৃশ্য ভাষা এলোমেলো নয়—এটি শেখা, বোঝা ও প্রয়োগ করার বিষয়। একে না জানলে একজন আলোকচিত্রী শুধুই সুন্দর ছবি তুলবেন, অর্থবহ নয়। এই অধ্যায় ফটোগ্রাফিক দৃষ্টিভঙ্গির প্রথম ও প্রধান পাঠ।

When Beauty Becomes Hollow: The Rise of Meaningless Photography in the Age of AestheticsIn the age of Instagram filters ...
23/05/2025

When Beauty Becomes Hollow: The Rise of Meaningless Photography in the Age of Aesthetics

In the age of Instagram filters and curated lifestyles, photography — once a powerful medium of truth and storytelling — is slowly slipping into the realm of hollow aesthetics. From perfectly placed coffee cups to pastel-toned sunsets, images are increasingly being taken not for their emotional or narrative weight, but simply because they “look good.”

This growing trend of “beauty without meaning” has sparked concern among visual artists, sociologists, and cultural critics alike. The modern obsession with capturing attractive but superficial moments has transformed photography from a reflective art form into a tool for social validation. Where once the photographer sought to express a story or document a moment of truth, many now aim to produce content that satisfies the fleeting gaze of social media audiences.

Experts point to several contributing factors behind this shift. First and foremost is the influence of algorithms. Platforms like Instagram and Pinterest reward engagement — likes, comments, shares — often favoring images with bright colors, symmetry, and clean compositions. These “algorithm-friendly” photos are not necessarily meaningful or thought-provoking, but they are visually striking and easily consumed. As a result, photographers — especially younger ones — are incentivized to prioritize appearance over message.

Another factor is the fast-paced nature of content consumption. In a world where users scroll through hundreds of posts daily, there is little room for contemplation. An image that demands deeper engagement is often overlooked in favor of something immediately gratifying to the eye.

Cultural observers argue that this visual shallowness may be symptomatic of a larger societal trend: the growing tendency to favor appearance over substance, spectacle over story. While aesthetically pleasing photos may generate attention, they rarely evoke memory, empathy, or critical thought — qualities that define lasting art.

Notably, this trend doesn’t suggest that beauty in photography is inherently problematic. Rather, the concern lies in the disconnect between visual appeal and emotional or intellectual depth. “A photograph doesn’t need to be ugly to be meaningful,” says award-winning photojournalist Naila Hussain. “But it should strive to say something — about life, people, or the world around us.”

So what makes a photograph truly valuable in the artistic or documentary sense? Experts point to narrative-driven imagery — photos that tell stories, provoke thought, or capture the raw, unfiltered essence of human experience. Whether it’s a portrait of a laborer, a protest on the streets, or a quiet moment in an ordinary household, meaningful photographs are those that endure beyond the scroll.

Educators and curators are calling for a renewed emphasis on photographic literacy — the ability to not just take good-looking images but to think critically about what a photograph communicates. There is also a growing push to highlight and support photography that reflects real lives, diverse voices, and untold stories — particularly in an era dominated by perfection-driven online personas.

In the end, photography has always been more than just a tool to freeze time. It is a language — one that, when used thoughtfully, can express the unspoken, preserve history, and connect us to one another. As the world becomes ever more image-saturated, the need for meaningful photography is not just artistic — it is essential.

New Video is here. Video link in 1st Comment...
04/09/2024

New Video is here. Video link in 1st Comment...

09/04/2024

রেলস্টেশন এ দাড়িয়ে আছে গত দুই ঘন্টা। এইদিকে ট্রেন আসার কোন আশা দেখা যাচ্ছে না। মে মাসের গুমোট গরম। কোন বাতাস নেই। রাত ১২ টায় ও গরম কমার কোন লক্ষণ দেখা যাচ্ছে না। দাঁড়িয়ে থাকতে থাকতে পা ধরে গেছে। বসার ও কোন জায়গা নেই। সব বেঞ্চি গুলতে মানুষ ঘুমাচ্ছে। মফস্বল শহরের স্টেশন এ আর কোন যাত্রী ও নেই। অথবা সবাই জানেই যে গাড়ি লেট এ আসে তাই এখন কেউ আসেনি। স্টেশনের দোকান গুলোও একে একে বন্ধ হয়ে গেছে। এখন একটা সিগারেট হাতে নিয়ে বসে আছে সে। দিয়াশলাই নেই। আসে পাশে কাউকে বলবে সেটাও ইচ্ছে করছে না। স্টেশন মাষ্টারের রুমও খালি, কেউ নেই। ওয়েটিং রুম এর এক সাইডে বসার জায়গা পেয়ে বসে পরলো আবির।

না জ্বালানো সিগারেটই মুখে দিয়ে আনমনে টানতে থাকে। নিস্তব্ধ চারদিক। আসেপাশে এত মানুশ তবু মনে হয় আবীর একা। তার শহরের কোলাহল থেকে কত দূরে। মাথার ভিতরে বাজছে সেই বিখ্যাত কান্ট্রিসং,
If you miss the train I'm on
You will know that I am gone
You can hear the whistle blow a hundred miles
Lord I'm one, Lord I'm two, Lord I'm three, Lord I'm four
I'm 500 miles away from home...

আসলে জিবনের স্টেশনে আমরা কারো জন্য অপেক্ষা করি না, If you miss the train I'm on,You will know that I am gone... অনেক দিন পর একাকীত্ব থেকেই হোক বা অন্যকিছু আবিরের শুধার কথা মনে পরে। স্কুলের সেই সুন্দরী হিন্দু মেয়েটা, খুব ভালো বন্ধুত্ব ছিলো ওদের। প্রতিদিন স্কুলের পরে একসাথে বাসায় ফেরা, টিফিনে মারামারি,ডাইরী চুরি করে পড়া, শুধার চুলের বেণী খুলে দেয়া, কতো স্মৃতি।
কিন্তু ওকে কখন একটা কথা বলা হয়নি, হয়ত এই জিবনে কখনো বলা হয়েউঠবে না আর। কারন ট্রেন চলে গেছে আবির কে প্লাটফর্মএ রেখেই, সেই ট্রেন এ চলে গেছে শুধা। আজকে শুধা কি করছে খুব জানতে ইচ্ছা করে আবিরের। সে কি এখন ঘুমাচ্ছে? সে কি জানে কোন এক নির্জন স্টেশন এ কেউ একজন তার কথা ভাবছে। শুধার স্বামী কি তাকে খুব ভালোবাসে? সেই মানুষ টা কি শুধার বন্ধু? শুধার কি আবিরের কথা মনে পরে কখনো? তখন কি শুধা আগের মতই হাসে?
আর ভাবতে পারে না আবির, মাথা ঝিমঝিম করে। আবিরে এক বন্ধু ছিলো রিসাত,ও একটা কথা বলতো যে জিবনের প্লাটফর্মে শেষ ট্রেন বলে কিছুনেই, একটা যাবে আরেকটা আসবে। আবিরের খুব ইচ্ছা করছে রিসাত কে গিয়ে বলে দেখ আমার জিবনের প্লাটফর্মে ওইটাই ছিলো প্রথম ও শেষ ট্রেন। আমি উঠতে পারিনি। আমি আগের জায়গায় দারিয়ে আছি।
রিসাতের মতো হতে পারলে ভালো হতো। ছেলেটা খুব দুরন্ত ,তাকে দেখলে মনে হতো রিসাত পৃথিবীর সবচে সুখী মানুষ। নিজের কস্টগুলো ও খুব ভালোভাবে লুকিয়ে রাখতে পারতো। তার উপরে আশীর্বাদ এর মতো ওর একটা অসুখ হলো, সব কিছু ভুলে যাওয়ার অসুখ। রিসাত সব ভুলে যেত। এক সময় সে কাউকে চিনতেও পারত না। তখন রিসাতকে খুব ক্লান্ত লাগত, ওকে অই কয়েকটা দিন খুব হতাস মনে হতো। এর পর একদিন রিসাত ও ট্রেন ধরে চলে গেলো।
তোমার কথা ভুল ছিল বন্ধু, জিবনে শেষ ট্রেন আছে, সেই ট্রেন এর অপেক্ষা করতে করতেই আমাদের জীবন। সেই জিবনে আমাদের আরও হাজারবার শেষ ট্রেন ধরতে হয়। যারা ট্রেন ধরতে পারে তারা সুখি হয় হয়ত,যারা ধরতে পারে না তারা অবশ্যই অসুখী।

এমন সময় ট্রেনের হুইসেল এর শব্দ শুনতে পায় আবির। ট্রেন প্লাটফর্মে ঢুকছে, আবির প্লাটফর্মে একা যাত্রী । এটাই আবিরের গন্তব্যে শেষ ট্রেন। আবিরের হঠাত শীত শীত লাগে, ট্রেন দ্রুত গতিতে প্লাটফর্মে যায়গা করে নিচ্ছে, আবিরের মনে হচ্ছে অনন্তকাল ধরে ট্রেন আসছে আসছে আসছে, আর ওর ভয় বাড়ছে, শরীরে কাঁপুনি দেয়া শীত লাগছে। সে কি ট্রেন এ উঠতে পারবে নাকি জিবনের অন্যান্য শেষ ট্রেনের মতো এটাও হারিয়ে যাবে...

০৪ জুলাই ২০১৪, রাত ১১:২৮
ঢাকা,বাংলাদেশ

25/03/2024

একদিন মনে হবে, এসব ই ঠিক ছিল। সব কিছু সৃষ্টিকর্তার বিশাল কোন প্ল্যান এর ক্ষুদ্র ক্ষুদ্র অংশ ছিল। যার পুরোটা বোঝা কারো পক্ষে সম্ভব হয় নি কোনদিন। যখন হারিয়ে যাওয়া ধাঁধার অংশ গুলো শূন্য থেকে এসে বসে যাবে ঠিক ঠাক জায়গায়, তখন মনে হবে, এমন ই তো হওয়ার কথা। এটাই তো ঠিক।

একদিন মনে হবে, যা হয়েছে ভালর জন্যই। এই কথা গুলো শোনা দরকার ছিল, সেই ধাক্কা খাওয়াটা জরুরী ছিল। আবেগে বলা কথা গুলো , উত্তেজনায় লেখা বাক্যগুলো, ভাল লাগা থেকে কেনা জিনিষ গুলো যখন গায়ে ধুলো মেখে ভেঙচি কাটবে তখন মনে হবে এগুলো তো অপচয় হয়নি। ঠিকানাটা ঠিকই ছিল। শুধু চিঠিটা পৌঁছানোর আগেই প্রেরক আর প্রাপক ঠিকানা পালটে ফেলেছেন। তাই বেচারা চিঠিটার এখন কোথাও যাবার নেই।

একদিন মনে হবে, আচ্ছা, সুখী মানুষ তো কবিতা লেখে না। গলা ছেড়ে গান গায় বড়জোর। সুখে থাকলে কবিতার কথা ভেবেছে কেউ? সুখী কবিতা খুবি ভয়ঙ্কর ব্যাপার। সুখী কবিতা কে ঠিক বিশ্বাস করা যায় না।

একদিন মনে হবে, অনেক দূর এলাম। এবার থামা যাক। বেঁচে থাকা ক্লান্তি আনে। কষ্ট পেতে পেতে মন এর ক্ষয় হয়।

একদিন মনে হবে, থাক, দেখলাম তো অনেক। সেই ঘুরিয়ে ফিরিয়ে শেষে এসে একই ভাবে হেরে যাওয়া। একটা জীবনে আর কত হারা যায়। এই বার যারা খেলছে খেলুক। আমি বাড়ি যাই।

Faisal Akram Ether ভাইয়ের লেখা।

10/02/2024
- দাঁড়াও হে, দাঁড়াও! সবটা শুনে যাও। দু পেগ এক সঙ্গে নিয়ে আসবে। দু পেগ ...- সোডা!- না হে না। আমি সোডা দিয়ে কখনো মদ খাইনা।...
06/02/2024

- দাঁড়াও হে, দাঁড়াও! সবটা শুনে যাও। দু পেগ এক সঙ্গে নিয়ে আসবে। দু পেগ ...
- সোডা!
- না হে না। আমি সোডা দিয়ে কখনো মদ খাইনা। যাও। জলদি নিয়ে এসো...জলদি...

ঠোঁটে বিড়ি। হাতে মদের গেলাস...অধিকাংশ সময়ে বাংলা মদের বোতল।। উস্কোখুস্কো মাথার চুল, উদ্ভ্রান্তের মতো এলোমেলো, গালে কয়েকদিনের না কামানো দাড়ি। পড়নে ধূলোমলিন পাজামা পাঞ্জাবির সঙ্গে কাঁধে ঝোলা, ঐ শান্তিনিকেতনি...। কালো ফ্রেমের পিছনে কৌতুক মেশানো ক্ষুরধার দৃষ্টি, অন্তর্ভেদি।
তিনি কে ? মানে ঋত্বিক নামের ঐ মানুষটির পরিচয় কি? জবাব আসে সরাসরি, স্পষ্ট, তরবারির মতো তীক্ষ্ম। হেঁয়ালি নেই সামান্যতম। যেন লেন্সের ভিতর দিয়েই নিজেকে দেখা, - ‘ আমি মাতাল। ভাঙা বুদ্ধিজীবি, ব্রোকেন ইনটেলেকচুয়াল...’

দুপেগ মদ এলো। গলায় ঢেলে উঠে পড়লেন গাড়ীতে। গাড়ী ছুটলো শিয়ালদহ। রাতের ট্রেন ধরতে। গন্তব্য বহরমপুর। যাত্রা সঙ্গী পূর্নেন্দু পত্রীর স্মৃতি রোমন্থন’ ‘ ট্রেনে উঠেই ঋত্বিক তার ময়লা পাঞ্জাবিটা খুলে মেঝেতেই দুপা ছড়িয়ে বসে পড়লেন। ঢোলা পাজামা হাঁটু অবদি গুটিয়ে ফের শুরু হলো মদ্যপান।
- কে আমাকে টাকা দেবে শুনি...?
- হাতে টাকা পেলেই তো আপনার অন্য চেহারা। এত মানুষের শ্রদ্ধা, ভালোবাসা...জীবনে তো কম কিছু পাননি। কত লোকে আপনার পিছনে টাকা ঢালতে রাজি, যদি সুস্থ্য থাকেন...সে তো থাকবেন না...
গলা জ্বলতে জ্বলতে কারণ বারি নামে। বোতল থেকে গরল গড়িয়ে পড়ে গেলাসের গা বেয়ে। সঙ্গে ঝাঁঝালো গলায় বলে ওঠেন – ‘আমাকে দেবে টাকা? কে? ঐ বেঙ্গলি ফিল্ম ইন্ডাস্ট্রি? মরে গেছে...’
আবার ঢক করে গিলে নিলেন বাংলা। সেই সঙ্গে বাকি কথাও।
- কেন মাধবি মুখার্জি ডিস্ট্রিবিউটারদের দোরে দোরে ঘুরে বেরাননি আপনার জন্য? বিশ্বজিৎ প্রডিউসার নিয়ে আপনাকে দিয়ে ছবি করতে একেবারে তৈরী, আপনি স্ক্রিপ্ট শোনালেন না। বোম্বেতে শক্তি সামন্তের অনুরোধ ফেরালেন। কেন? না শ্যুটিং-এ মদ খাওয়া যাবেনা...হিন্দিতে মেঘে ঢাকা তারা হলোনা...রাজেশ খান্নার অফারও ফিরিয়ে দিলেন। ছিঁড়ে উড়িয়ে দিলেন চিত্রনাট্য। বলুন মিথ্যে বলছি! জবাব দিন...’
এই কথায় তাঁর উজ্জ্বল হাসি একটু একটু করে ভেঙে মিশে যাচ্ছে রাতের রেলগাড়ির চলার ধাতব শব্দে। কামরার পেট এফোঁড় অফোঁড় করে দিচ্ছে হাওয়া। ঋত্বিকের মৌতাত ট্রেনের দুলুনিতে বেশ জমে উঠেছে। একটা ফিচেল হাসিতে থামিয়ে দিলেন সব অভিযোগ –‘ হারামজাদা সব জেনে ফেলেছে...’
এরপর প্রসঙ্গ থেকে প্রসঙ্গান্তরে বিচরন করে কথোপকথন। ঠিকড়ে ওঠে ক্রোধের আগুন কথার মাঝে।

কিন্তু গোল বাঁধলো যখন হঠাৎ কামরায় উঠে এলো বন্দুকধারী দুজন রেল পুলিশ।
- একি! এখানে কি? ফার্স্ট ক্লাস কামরায় উঠেছো কেন? শালা...জানোনা চোর ডাকাত কোথায় থাকে? জাতীয় সম্পত্তি রক্ষা করতে এসেছো? শালা...নামো...নামো এখুনি, না হলে লাথি মেরে নামাবো...। আবার বন্দুক...। ঋত্বিক ঘটকের নাম শুনেছো? শোনোনি? তোদের বাবা কে আছে বল যে আমি ঋত্বিক ঘটক আছি এ গাড়িতে। বুঝলি...!
আচমকা এই প্রতিরোধে স্তম্ভিত হতভম্ব পুলিশ দুজন। পূর্নেন্দু পত্রী লিখছেন –‘ ...এরপর হ্যাঁচকা টানে বন্দুক দুটো ছিনিয়ে নিলেন তাদের কাছে থেকে... যে কোন মুহুর্তে রক্তপাত ঘটবে আমরা যেন তার অপেক্ষায় স্তব্ধ। সম্বিত ফিরতেই আমরা অনুনয় করি – চুপ করুন। নেমে যাবে পরের স্টেশনে। পুলিশ গুলো থেকে নিজের অভিব্যক্তি আড়াল করে আমাদের দিকে তাকালেন। চোখে ঠোঁটে দুষ্টুমি হাসি মাখানো...। হাতে গেলাস, টলমল সাদা জল। টলমঅলে তিনিও। হাসিতেও যেন জলের মৃদু ঢেউ...’।

না কোন রক্তপাত ঘটেনি সেদিন। রেল পুলিশের রক্ষী দুজন নূন গোলা জোঁকের মতো চুপটি করে নেমে গিয়েছিলো পরের স্টেশনেই। আর তাদের নামার সময় বন্দুক দুটো, যেন খেলনা ছড়ি এমন ভঙ্গিতে ছুঁড়ে দিয়ে হাসতে হাসতে আবার ডুবলেন মদ্যপানে। তিনি ঋত্বিক, তাঁর চাহনি তখন বাইরের নিকষ কালো অন্ধকারের দিকে। হাওয়ায় হাওয়ায় এলোমেলো হয়ে যাচ্ছে চুল। ইথারে যেন খেলে বেড়াচ্ছে তাঁর সেই অসম্ভব দম্ভ আর আত্মবিশ্বাসে দৃপ্ত ঘোষনা – ‘ আমি প্রতি মুহুর্তে আপনাকে ধাক্কা দিয়ে বোঝাবো যে ইট ইজ নট অ্যান ইমেজিনারি স্টোরি বা আমি আপনাকে শস্তা আনন্দ দিতে আসিনি। প্রতি মুহুর্তে আপনাকে হাতুড়ি মেরে বোঝাবো যে যা দেখছেন তা একটা কল্পিত ঘটনা। কিন্তু এর মধ্যে যেটা বঝাতে চাইছি, আমার সেই থিসিসটা বুঝুন, সেটা সম্পূর্ণ সত্যি। সেটার প্রতি দৃষ্টি আকর্ষণ করার জন্যই আমি আপনাকে এলিয়েন্ট করবো প্রতিমুহুর্তে। যদি আপনি সচেতন হয়ে ওঠেন। আমার প্রটেস্টটাকে যদি আপনার মধ্যে চাপিয়ে দিতে পারি তবেই শিল্পী হিসেবে আমার সার্থকতা’। স্ত্রী সরমা ঘটককে তিনি বলতেন, ‘ লক্ষ্মী টাকা হয়তো আমার থাকবেনা কিন্তু কাজটা থাকবে। তুমি দেখে নিও মারা যাবার পর সব্বাই আমাকে বুঝবে...’।

জানিনা সত্যিই আমরা ক’জন অনুধাবন করতে পেরেছি তাঁকে, যেমনটি তিনি চেয়েছিলেন।
প্রয়ান দিবসে শ্রদ্ধা হে ব্রোকেন ইন্টেলেকচুয়াল। আমরা সবাই বিক্রি হয়ে যাওয়ার আগ পর্যন্ত সত্যি আমরা বিক্রি হতে চাইনি।

29/01/2024

দাস এক্সপেরিমেন্ট নামে একটা জার্মান সিনেমা আছে। বাস্তব ঘটনার ওপর ভিত্তি করে নির্মিত এই সিনেমার গল্প শুরু হয় কয়েকজন লোক দিয়ে, যারা স্বেচ্ছায় টাকার লোভে সাইকোলজিক্যাল একটা এক্সপেরিমেন্টের জন্য রাজি হয়। তাদের মধ্য থেকে চৌদ্দজন বাছাই করে নেওয়া হয়। চৌদ্দজনকে দুই ভাগে ভাগ করা হয়। ওদের সময় হচ্ছে পনেরদিন। এই পনেরদিন ওদের একভাগ কারাগারের কয়েদি হিসেবে অভিনয় করবে, বাকিরা থাকবে কারাগারের গার্ড এবং ওদের সবসময় সিসিটিভির মাধ্যমে মনিটর করা হবে। শর্ত ছিল, কোনো গার্ড কোনো কয়েদিকে শারীরিক আঘাত করতে পারবে না। কোনোরকম ভায়োলেন্স এলাউড না। প্রথম প্রথম ঠিকঠাক থাকলেও কিছুটা সময় যাওয়ার পর গার্ডরা কয়েদিদের ওপর ক্ষমতা প্রয়োগ করা শুরু করে। সিনেমার শেষদিকে পুরো এক্সপেরিমেন্টেরই বারোটা বেজে যায়।

লক্ষ করুন, ওরা জানে ওরা আসল গার্ড নয়। যারা কারাগারে বন্দি, ওরাও প্রকৃত বন্দি নয়। ওদের শুধু অভিনয় করতে বলা হয়েছে। কয়েকটা দিন। অথচ বাহাত্তর ঘন্টা পার হওয়ার আগে শুধুমাত্র বন্দিদের ওপর নিজেদের ক্ষমতা জাহির করার জন্য ওরা কারাগারের লাইট অফ করে, গ্যাস ছেড়ে, কয়েদিদের জামা কাপড় খুলে ন্যাংটো করে, শোয়ার একমাত্র বিছানাটাও বের করে নেয় যাতে কেউ ঘুমাতে না পারে। শুধু তাই না, সময় গড়ানোর সাথে সাথে কয়েদি একজনকে গোপনে হাত পা বেঁধে অত্যাচার করে, মুখের ওপর প্রস্রাব করে, এক তরুণীকে ধ র্ষ ণে র চেষ্টা করে এবং একজনকে হ ত্যাও করে।

মারিয়া আব্রামোভিচ উনিশশো চুয়াত্তর সালে তর্কসাপেক্ষে পৃথিবীর সবচেয়ে ভয়ংকর সত্যের মুখোমুখি দাঁড় করিয়েছিলেন মানুষকে, একটা এক্সপেরিমেন্ট দিয়ে। ঐ এক্সপেরিমেন্টের নাম ছিল, রিদম জিরো। লোকজনে ভর্তি একটা রুমের ভেতর মারিয়া স্ট্যাচুর মতোন দাঁড়িয়েছিলেন। সামনে টেবিলে রাখা ছিল বাহাত্তরটা অপ্রাসঙ্গিক অগুরুত্বপূর্ণ একে অপরের সঙ্গে সম্পর্কহীন কিছু জিনিসপত্র। লিপস্টিক, রুটি, ছুরি, কেঁচি, পিস্তল, গোলাপ সহ অনেক কিছু। বলা হয়েছিল, রাত আট’টা থেকে দু’টো পর্যন্ত ছয় ঘণ্টা মানুষ যা ইচ্ছে তা করতে পারবে তাঁর সঙ্গে। অনুমতিপত্রে স্বাক্ষর ছিল মারিয়ার। প্রথম আড়াই-তিন ঘণ্টা মারিয়াকে ফুল দিয়েছিল মানুষ। চুল আঁচড়ে দিয়েছিল। ভালোবেসেছিল। যতই সময় গড়ালো, ততই ওরা হিংস্র হয়ে উঠল। শেষ দুই ঘণ্টায় মারিয়াকে থাপ্পড় মারা হয়, পরনের জামা ছিঁড়ে নগ্ন করে দেওয়া হয়, ছুরি দিয়ে আঘাত করা হয়, এমনকি শেষদিকে একজন পিস্তল নিয়ে মারিয়ার গলায় ঠেসে ধরে ট্রিগার টানতে যাচ্ছিল প্রায়।

মারিয়া ওদের কোনো ক্ষতি করেছিল? ওদের কারোর জায়গা জমি নিজের বলে দাবী করেছিল? ওদের কাউকে থুথু মেরেছিল? লাথি দিয়েছিল? প্রতারণা করেছিল? ওদের কাউকে মারিয়া চেনেও না। কিন্তু ওরা মারিয়াকে থাপ্পড় মে রে ছি ল, থুথু ছিটিয়েছিল গায়ে, জামা কাপড় ছিঁড়ে নিয়েছিল, আঘাত করেছিল অনর্গল। এক্সপেরিমেন্ট শেষে মারিয়া যখন হেঁটে সামনে যাচ্ছিল, তখন তাকে আঘাত করা একটা মানুষও চোখের দিকে তাকাতে পারেনি তাঁর। লজ্জায়।

ইসলাম ধর্ম অনুযায়ী পৃথিবীর প্রথম হ ত্যা কারীর নাম কাবিল। তিনি হ ত্যা করেছিলেন নিজ ভাই হাবিলকে। কারণ, হাবিলের কোরবানী আল্লাহ কবুল করেছিলেন, তার কোরবানী কবুল করেননি। মানুষ সম্পর্কে একটু পড়াশোনা করলে আপনি জানবেন, মানুষ অন্যকে ঘৃণা করে, অপছন্দ করে, হ ত্যা করে নানান কারণে। তার মগজ বেশী, আমার কম কেন? তার বুদ্ধি বেশী, আমার কম কেন? তার অর্থ বেশী, আমার কম কেন? তার সম্মান বেশী, আমার কম কেন? দাস এক্সপেরিমেন্ট কিংবা রিদম জিরো আপনাকে জানাবে, একটা মানুষের আরেকটা মানুষকে ঘৃণা, অপছন্দ, হ ত্যা করতে আসলে কোনো কারণই লাগে না। মানুষ কোনোরকম কারণ ছাড়াই আরেকটা মানুষকে অপছন্দ করে, ঘৃণা করে, হ ত্যা করে। কেননা মানুষের স্বভাবই অমন। মানুষ কোনোদিনই শান্তিকামী ছিল না, নয় এবং থাকবেও না। এরা সবসময়ই হিংস্র, লোভী, বর্বর, অমানবিক ও ভণ্ড। সুযোগের অভাবে সব শালা মানুষ।

লেখা: Shakhawat Hossen

Address

Perth, WA

Alerts

Be the first to know and let us send you an email when Cinema Journey By Niel posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Cinema Journey By Niel:

Share