08/06/2025
একটা প্রাবাসি জানে তার গাম জোরানো টাকা দিয়ে প্রেমলীকে খুশি রাখতে চায় কিন্তু আমরা তাদেরকে ভালো রাখতে পারিনা কারণ আমরা যে বাংলাদেশের নাম টা নিয়ে পেলি জদি দেশের মায়াটা চাড়িয়ে প্রাবাসে নাম লেখাতে পারতাম সারাটা জীবন জন্য তাহলে হয়তো তাদের কাছে আমরা ভালো থাকতে পারতাম 🥲কিন্তু আমাদের মনটা যে দেশের মানুষ জন্য কাঁদে এটা তো কাউকে বুঝতে পারিনা দুঃখের বিষয় আমার মতন হতো বাগা প্রাবাসিদের এই কষ্ট নিয়ে পড়ে থাকা হয় এ প্রাবাসে🥲