16/07/2024
ওরহানকে যখন আমি সলিড শুরু করি তখন আমি ওকে প্রতিটা খাবার একটি একটি করে শুরু করি যাতে আমি খুজে বের করতে পারি ওর কোনো খাবারে ইনটলারেন্স এবং এলার্জি আছে কি না?
আমার মনে হলো ওর গ্লুটিন এ এলার্জি থাকতে পারে। গ্লুটিন হলো এক ধরনের প্রোটিন যা গম এবং গমের সাথে ক্রস করা শস্য যেমন ওটস এ থাকে। আমি দুতিন দিন ওকে গম এবং ওটস এর তৈরি করা খাবার দেয়ার পর আমি লক্ষ্য করলাম ওর হাতে সামান্য কিছু লালচে ভাব হয়েছে ঠিক তখন থেকেই আমি ধরে ফেললাম ওর এই খাবারে এলার্জি আছে তাই সম্পূর্ণ গ্লুটিন বন্ধ করে দিলাম।
তারপর ডাক্তার দেখাই এবং তিনি এলার্জি টেস্টের পরামর্শ দেন আর সেই এপয়নমেন্ট দীর্ঘ ৫ মাস পর আজ পেয়েছি 😁। আর টেস্টে ধরা পরে ওর গ্লুটেনে এলার্জী আছে।
আর এই জন্যই যখন শিশুর সলিড শুরু করা হয় তখন শুরুতেই খিচুড়ি বা দুতিন পদ মিলিয়ে খাবার খাওয়ানো উচিত না। সিঙ্গেল খাবার খাওয়াতে হয় যাতে আইডেন্টিফাই করা সহজ হয় কোন খাবার টাতে শিশুর সমস্যা আছে। যত Early identifie করা যায় তত দ্রুত ব্যবস্থা নেয়া সম্ভব।। যদি আমি এই পদ্ধতি অবলম্বন না করতাম তাহলে হয়তো এটা identifie করতে পারতাম না। যার ফলাফল হয়তো ভালো তো হতোই না বরং ভুল সমাধান খোজার চেষ্টা করতাম আর সেটা আরো হিতের বিপরীত হতো।
এলার্জির চিকিৎসা আসলে কি?
কিছুই না, শুধু যে খাবারে সমস্যা সেটা ১ থেকে ২ বছর বন্ধ রাখা এবং পরবর্তীতে আবার টেস্ট করা যে এখন immune system কিভাবে রিএকশন করছে।
আর যদি কারো এনাফেলেকটিক রিয়েকশন থাকে তবে সাথে সাথে এপিপিন দিতে হয় তা না হলে রোগী মারা যাবার সম্ভাবনা থাকে।
আলহামদুলিল্লাহ্ ওরহানের mild এলার্জি, ওর এনাফেলেক্সিস নাই 🥰।।।