CHT Voice

CHT Voice We cover what the media ignores.

গুইমারা রামেসু বাজারে সেনা-সেটলারদের হামলায় শহীদ ৩ বীরের উদ্দেশ্যে স্মরণসভা করা হয়েছে। জাতির তরে যারা জীবন দেয়, তারা অমর...
15/10/2025

গুইমারা রামেসু বাজারে সেনা-সেটলারদের হামলায় শহীদ ৩ বীরের উদ্দেশ্যে স্মরণসভা করা হয়েছে। জাতির তরে যারা জীবন দেয়, তারা অমর। এই শহীদদের আমরা ভুলব না।

১) বাংলাদেশ সেনাবাহিনীর লক্ষ্য ইউপিডিএফকে ধ্বংস করা। -- এটা বোধগম্য।২) জনসংহতি সমিতির সন্তু গ্রুপেরও লক্ষ্য ইউপিডিএফকে ন...
14/10/2025

১) বাংলাদেশ সেনাবাহিনীর লক্ষ্য ইউপিডিএফকে ধ্বংস করা। -- এটা বোধগম্য।

২) জনসংহতি সমিতির সন্তু গ্রুপেরও লক্ষ্য ইউপিডিএফকে নির্মূল করা। -- কিন্তু কেন? জেএসএস (সন্তু) নেতারা জবাব দিন। কেন আপনারা ইউপিডিএফকে নির্মূল করে বাংলাদেশ সেনাবাহিনীর লক্ষ্য বাস্তবায়ন করে দিতে চান? যদি আপনারা যুক্তিসহকারে বোঝাতে পারেন ইউপিডিএফকে নির্মূল করা হলে সেটা জাতির জন্য মঙ্গল হবে, তাহলে ইউপিডিএফকে আপনাদের নির্মূল করতে হবে না। আমরা তথা জনগণই তাদেরকে নির্মূল করবো। কারণ তারা যদি জাতির ক্ষতি করে তাহলে তো অবশ্যই তাদেরকে নির্মূল করতে হবে। যারা জাতির বিরুদ্ধে কাজ করে জনগণ নিশ্চয়ই তাদেরকে নির্মূল করবে।

14/10/2025

‎গুইমারায় সেনা তৎপরতা বৃদ্ধি

‎খাগড়াছড়ির গুইমারা উপজেলার হাফছড়ি ইউনিয়নে সেনা তৎপরতা বৃদ্ধি পেয়েছে।

‎আজ (মঙ্গলবার) দুপুর ১টার দিকে গুইমারা সেনা রিজিয়ন থেকে প্রায় ১০টি গাড়ি এবং নাইক্যাপাড়া আর্মি ক্যাম্প থেকে ১৮ জন সেনা সদস্য বরইতলী এলাকায় অবস্থান নেয়। পরে তারা সেখান থেকে কুকিছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে অবস্থান অবস্থান করে।

হঠাৎ এ সেনা তৎপরতায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

খাগড়াছড়িতে শহীদ ভরদ্বাজ মুনি চাকমা’র স্মরণে প্রদীপ প্রজ্বলন
13/10/2025

খাগড়াছড়িতে শহীদ ভরদ্বাজ মুনি চাকমা’র স্মরণে প্রদীপ প্রজ্বলন

13/10/2025

পাহাড়ের আজকের সংবাদ...

13/10/2025

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে সুদর্শন চাকমা জিএস নির্বাচিত হলে কি কি করবেন আসুন জেনে নিই

13/10/2025

সাজেকে মধ্য রাতে সেনাদের অপতৎপরতা, চীবরদান অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের মধ্যে আতঙ্ক

>

12/10/2025

ডাকুস নির্বাচনের পর আগামী ১৫ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে চাকসু নির্বাচন। আসন্ন নির্বাচনে জিএস পদে প্রার্থী হয়েছন চবি ক্যাম্পাসের পরিচিত মুখ সুর্দশন চাকমা।

তিনি তার টাইম লাইনে লেখেন, আমি সুদর্শন চাকমা, আপনাদেরই একজন। লড়াই করছি একটি নিরাপদ এবং গণতান্ত্রিক ক্যাম্পাস বির্নিমাণে।

তার ব্যালট নং: ২২
বৈচিত্র্যের ঐক্য পর্ষদ

পার্বত্য চট্টগ্রামে খাগড়াছড়ির গুইমারায় পাহাড়িদের ওপর সেনা-সেটলারদের হা*মলা, খু*ন, দোকানপাট-ঘরবাড়িতে অগ্নিসংযোগের প্রতিবা...
12/10/2025

পার্বত্য চট্টগ্রামে খাগড়াছড়ির গুইমারায় পাহাড়িদের ওপর সেনা-সেটলারদের হা*মলা, খু*ন, দোকানপাট-ঘরবাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে নিউইয়র্কের জাতিসংঘের সদর দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শন করেছে প্রবাসী জুম্মরা।

#সংগৃহিত ছবি

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পার্বত্য চট্টগ্রামে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচার দাবি দুই নারী সংগঠনের
12/10/2025

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পার্বত্য চট্টগ্রামে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচার দাবি দুই নারী সংগঠনের

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সুমন চাকমা করোনা মহামারি সময়ে চিকিৎসা'র অভাবে মারা যায়। সুমনের ছবি দিয়ে ডি/জি/এফ/আই এর মদদপুষ...
11/10/2025

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সুমন চাকমা করোনা মহামারি সময়ে চিকিৎসা'র অভাবে মারা যায়। সুমনের ছবি দিয়ে ডি/জি/এফ/আই এর মদদপুষ্ট পোর্টাল পার্বত্য নিউজের সম্পাদক মেহেদী হাসান পলাশ জঘন্য অপপ্রচার চালাচ্ছে।

#পার্বত্যনিউজের #অপপ্রচারের #বিরুদ্ধেসোচ্ছার #হোন

Address

ঢাকা

Alerts

Be the first to know and let us send you an email when CHT Voice posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to CHT Voice:

Share