CHT Voice

CHT Voice We cover what the media ignores.

17/09/2025

জনতার ওপর হামলা-গুলি ও ছেড়ে দেওয়া ৬জন সন্ত্রাসীকে গ্রেফতার ও শাস্তির দাবিতে মানিকছড়ি নির্বাহী অফিসারের মাধ্যমে স্বরাষ্ট্র উপদেষ্টার নিকট স্মারকলিপি পেশ করে তিন সংগঠন।

এসময় নির্বাহী অফিসারের কার্যালয়ে সামনে মর্হুমুহু শ্লোগান দেয় মিছিল অংশ নেওয়া ছাত্র-জনতা।

মানিকছড়ি প্রতিনিধি

গত ৭ সেপ্টেম্বর তবলা পাড়া -কালাপানিতে সেনাবাহিনী কর্তৃক এলোপাতাড়ি ব্রাশ ফায়ার ও আটককৃত ৬ সন্ত্রাসীকে ছেড়ে দেওয়ার প্রতিবা...
17/09/2025

গত ৭ সেপ্টেম্বর তবলা পাড়া -কালাপানিতে সেনাবাহিনী কর্তৃক এলোপাতাড়ি ব্রাশ ফায়ার ও আটককৃত ৬ সন্ত্রাসীকে ছেড়ে দেওয়ার প্রতিবাদে এবং অবিলম্বে সন্ত্রাসীদের আটকের দাবিতে মানিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে স্বরাষ্ট্র উপদেষ্টার নিকট স্মারকলিপি প্রদান করেছে পাহাড়ি ছাত্র পরিষদ, গণতান্ত্রিক যুব ফোরাম, নারী আত্মরক্ষা কমিটি।

মানিকছড়ি প্রতিনিধি

17/09/2025

গত ৭ সেপ্টেম্বর কালাপানি ও তবলা পাড়ায় জনতা কর্তৃক আটক ৬ ঠ্যাঙাড়ে সন্ত্রাসীদের ছেড়ে দেওয়া এবং জনতার ওপর গুলি বর্ষণের ঘটনায় মানিকছড়ি উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে স্বরাষ্ট্র উপদেষ্টার বরাবরে স্মারকলিপি পেশ করেছে পাহাড়ি ছাত্র পরিষদ, গণতান্ত্রিক যুব ফোরাম,নারী আত্ম রক্ষা কমিটি।
#হামলাগুলির #ঘটনায় #স্মারকলিপি #পেশ

ব্রেকিং নিউজআগামী ১৯ ও ২০ সেপ্টেম্বর  খাগড়াছড়ি - রাঙামাটি সেনাবািহিনীর গুলিতে ও সেটলারদের হামলায় নিহত  জুনান,রুবেল,ধনঞ্জ...
17/09/2025

ব্রেকিং নিউজ

আগামী ১৯ ও ২০ সেপ্টেম্বর খাগড়াছড়ি - রাঙামাটি সেনাবািহিনীর গুলিতে ও সেটলারদের হামলায় নিহত জুনান,রুবেল,ধনঞ্জয়, অনিকদের স্মরণে যেকোনো ধরনের কর্মসূচি বানচাল করতে সেনাবাহিনীর সাথে ঠাঙাড়ে বাহিনীর দেওয়ান পাড়ায় গোপন বৈঠক চলছে।

আজ সকালে সুরেন্দ্র মাষ্টার পাড়া, ১২নং এলাকা,গিরিফুল, এলাকায় ব্যাপক সেনাবাহিনীর তৎপরতা বৃদ্ধি পেয়েছে।

খাগাড়ছড়ি প্রতিনিধি

রাঙামাটি সাজেক বাঘাইহাট জোন থেকে ৩৫ জনের একদল সেনা বঙ্গলতলীর উদ্দেশ্য যাচ্ছে বলে খবর পাওয়া গেছে।
16/09/2025

রাঙামাটি সাজেক বাঘাইহাট জোন থেকে ৩৫ জনের একদল সেনা বঙ্গলতলীর উদ্দেশ্য যাচ্ছে বলে খবর পাওয়া গেছে।

আজ বিকাল ৪ টার দিকে ১১ গাড়ি সেনা তালুকদার পাড়া ক্যাম্পে অবস্থান খবর এলাকাবাসী সূত্রে নিশ্চিত হওয়া গেছে। এলাকাবাসীরা জানা...
16/09/2025

আজ বিকাল ৪ টার দিকে ১১ গাড়ি সেনা তালুকদার পাড়া ক্যাম্পে অবস্থান খবর এলাকাবাসী সূত্রে নিশ্চিত হওয়া গেছে।

এলাকাবাসীরা জানান, ইতিপুর্বেও সেনাবাহিনী পরিকল্পিত ভাবে জনগণের ঘরবাড়ি তল্লাশি করে গৃহস্থালি সামগ্রী থেকে প্রয়োজনীয় জিনিস লুটপাত করে অস্ত্র উদ্ধারের নাটক মঞ্চায়ন করে। আজ বিপুল সংখ্যক সেনা কি উদ্দেশ্যে অবস্থান করছে আমরা এখনও জানি না।
#কাউখালীতে #বিপুলসংখ্যক #সেনাউপস্থিতি

16/09/2025

পানছড়িতে অতিরিক্ত বিদ্যুৎ বিলের কারণে কর্মকর্তাকে গণধোলায়

খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় অতিরিক্ত বিদ্যুৎ বিল আদায়ের অভিযোগে সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে। সোমবার (১৬ সেপ্টেম্বর ২০২৫) সকালে এ বিষয়ে ক্ষুব্ধ জনতা স্থানীয় বিদ্যুৎ অফিসের এক কর্মকর্তাকে মারধর করে।

এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে মিটার রিডিং না দেখে ইচ্ছেমতো বিল তৈরি করা হচ্ছে, ফলে অনেক পরিবার অস্বাভাবিক উচ্চ বিলের বোঝা বহন করতে বাধ্য হচ্ছে। বিশেষত কৃষিজীবী ও নিম্নআয়ের মানুষের ওপর এর নেতিবাচক প্রভাব পড়ছে।

ভুক্তভোগীরা দ্রুত কার্যকর পদক্ষেপ নিয়ে সঠিক বিল নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ দাবি করেছেন।

পানছড়ি প্রতিনিধি
#অতিবিল #গণধোলায়

আজ ভোর রাতে পানছড়ি মরাটিলা কাটারাই পাড়ায় ৫০-৬০ জনের একটি সেনাদল  সাত গ্রামবাসীর বাড়িতে তল্লাশি চালায়। তল্লাশি শেষে এক গ্...
16/09/2025

আজ ভোর রাতে পানছড়ি মরাটিলা কাটারাই পাড়ায় ৫০-৬০ জনের একটি সেনাদল সাত গ্রামবাসীর বাড়িতে তল্লাশি চালায়। তল্লাশি শেষে এক গ্রামবাসীর বাড়ি থেকে নগদ ৭ আজার হাজার টাকা সেনা সদস্যরা লুট করে নিয়ে যায়।

পানছড়ি প্রতিনিধ
#তল্লাশি #শেষে #সাতহাজাটাকা #লুট

16/09/2025

রাঙামাটি কতুকছড়ি মোনতলা গ্রামে নিরীহ গ্রামবাসীর বাড়িতে সেনাবাহিনীর হয়রানিমুলক অভিযান
#সেনাঅভিযান #রাঙামাটি #মোনতলায়

রাঙামাটিতে জীবতুলি মোনতলা গ্রামে এক নিরীহ গ্রামবাসীর বাড়িতে সেনাবাহিনীর হয়রানিমুলক তল্লাশি। #সেনাবাহিনীর  #তল্লাশি
16/09/2025

রাঙামাটিতে জীবতুলি মোনতলা গ্রামে এক নিরীহ গ্রামবাসীর বাড়িতে সেনাবাহিনীর হয়রানিমুলক তল্লাশি।
#সেনাবাহিনীর #তল্লাশি

পানছড়িতে করল্যাছড়ি,ভাবনা কেন্দ্র,জগা পাড়া,গীর্জা এলাকায় সেনা -বিজিবি'র টহলে জনমনে আতংক বেড়েছে।
16/09/2025

পানছড়িতে করল্যাছড়ি,ভাবনা কেন্দ্র,জগা পাড়া,গীর্জা এলাকায় সেনা -বিজিবি'র টহলে জনমনে আতংক বেড়েছে।

সেনা - ঠ্যাঙাড়ে সন্ত্রাসীদের গুলি বর্ষণের প্রতিবাদে ও দোষীদের শাস্তির দাবিতে আজ মানিকছড়িতে সমাবেশের চিত্র। #সন্ত্রাসের  ...
15/09/2025

সেনা - ঠ্যাঙাড়ে সন্ত্রাসীদের গুলি বর্ষণের প্রতিবাদে ও দোষীদের শাস্তির দাবিতে আজ মানিকছড়িতে সমাবেশের চিত্র।
#সন্ত্রাসের #বিরুদ্ধে #গণসমাবেশ

Address

ঢাকা

Alerts

Be the first to know and let us send you an email when CHT Voice posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to CHT Voice:

Share