Mohammod Manik

Mohammod Manik কোন কিছুই আপনাকে পরিবর্তন করতে পারবে না,যতক্ষণ না আপনি আপনাকে পরিবর্তন করতে চাইবেন।
(44)

My name is Mohammod Manik mia,i live in Dhaka.Learning digital marketing in Harbour it.

একটু অসুস্থ, তাই পোস্ট করা হচ্ছে না,কাওকে সাপোর্ট করা হচ্ছে না।শুয়ে শুয়ে ফেইসবুক স্ক্রল করছি তখন এই ভিডিও টা সামনে আসে।প...
26/09/2025

একটু অসুস্থ, তাই পোস্ট করা হচ্ছে না,কাওকে সাপোর্ট করা হচ্ছে না।
শুয়ে শুয়ে ফেইসবুক স্ক্রল করছি তখন এই ভিডিও টা সামনে আসে।
পোস্ট কারি লিখেছেন "এটা থেকে কি শখলেন" আর নিচে লেখা "love you baba"।
এক লোক তার ছেলেকে নিয়ে সম্ভবত বর্ষার পানিতে যে নিচু যায়গা ডুবে যায় সেখানে ভিডিও টা করা,বা নদীতেও করতে পারে ভিডিও টা।
যেখানে লোকটা নৌকা চালাচ্ছে,আর ছেলেটা পানি ফেলছে আর নৌকাটা ধিরে ধিরে ডুবে যাচ্ছে।
এইটা একটা পরিকল্পিত ভিডিও মানে ইচ্ছে করেই ভিডিও টা তৈরী করা।
এখন অনেকেই বলছে বাহ বাহ সেই লেবেলের বাবা।বাবা হেন বাবা তেন,মানে বাবাকে জীবিত অবস্থায় জান্নাতে পাঠিয়ে দিচ্ছে।যত রকম প্রশংসা করা যায় তাই করছে, মানে কমেন্ট সেকশনে বাবাকে মানে ঐ লোকের প্রশংসায় ভাসিয়ে দিচ্ছে।
কিন্তু একটা বার ভেবে দেখছে না সামান্য একটু ভিউ,সামান্য 0.1$ কামানোর জন্য এতো বড় একটা রিক্স নিলো।
আমি ভাই তোমাদের মত বাবা না,এই রকম বাবা হতেও চাইনা যে ছেলের জীবন বিপর্যয়ে ফেলে এই ধরনের ভিডিও করে তা আবার পোস্ট করবো।

আপনাদের কেও বলছি,সামান্য কিছু ভিউ এর জন্য এই ধরনের সস্তা ভিডিও বানানো বন্ধ করুন।খোদা না করুক আপনার জন্য আপনার সন্তানের বড় কোন ক্ষতি হয়ে যাবে।

25/09/2025

এই পেজটি সত্যিই অসাধারণ । সুস্থ থাকার জন্য যা যা প্রয়োজন—সব ধরণের তথ্য, টিপস আর উপকারী পোস্ট এখানে পাওয়া যায়। নিয়মিত ফলো করলে স্বাস্থ্য সচেতনতা ও জীবনযাপন আরও সহজ হয়ে যায়।
সবাই পেজটা ফলো করবেন।

25/09/2025

পেজে রিভিউ দরকার।
একটু হেল্প করা যায়।
এমনিতে না।
রিভিউ দিলে অবশ্যই রিভিউ দেওয়া হবে।
যদি কারো সমস্যা না হয়।

24/09/2025

❝এই সময়টাও একদিন চলে যাবে❞
জীবনে কোনো অবস্থা স্থায়ী নয়। কষ্ট যত গভীরই হোক, একসময় তা হালকা হয়ে যায়; আবার সুখ যত মধুরই হোক, তা-ও চিরদিন থাকে না। তাই একই সাথে আমাদের ধৈর্য ধরতে শেখায় আর বর্তমানকে মূল্য দিতে মনে করিয়ে দেয়।
কষ্ট চিরস্থায়ী নয় আর সুখও নয়। তাই ধৈর্য ধরতে হবে কষ্টে, আর কৃতজ্ঞ হতে হবে সুখে।

প্রোফাইল ছবিটি আমার একমাত্র ছেলের।ওর ছবিটি এই কারনে দিয়েছি যাতে করে আমার দৃষ্টি সংযত থাকে।আমি অনেকবার বলেছি,এখনো বলছি,সা...
23/09/2025

প্রোফাইল ছবিটি আমার একমাত্র ছেলের।ওর ছবিটি এই কারনে দিয়েছি যাতে করে আমার দৃষ্টি সংযত থাকে।
আমি অনেকবার বলেছি,এখনো বলছি,সামনেও বলবো।আপনাদের যদি কারো #সুর_সরি দেয়ার ভিডিও বা ছবি দেখতে ইচ্ছে করে দেখেন।আমার কোন সমস্যা নেই।
আমার মোবাইল আমার ছেলে,মেয়ে,আমার ওয়াইফ দেখে।আমার না সবার বাচ্চাই সবার মোবাইল নিয়ে খেলা করে,ভিডিও দেখে।
এখন আপনার পোস্ট করা ছবি বা ভিডিও যদি তাদের সামনে পরে তখন বাবা হিসেবে আমার লজ্জিত হওয়া ছাড়া আর উপায় নেই।
তাই দয়া করে যে বা যাহারা এই ধরনের পোস্ট করেন বা করবেন আমাকে দয়া করে আনফলো করে দিবেন।

অনেকেই আবার এককাঠি সরস,তারা এই ধরনের ছবি,ভিডিও এর সাথে আমাকে ট্যাগ করে।

21/09/2025

ভাবছি যাদের সাপ্তাহিক চ্যালেঞ্জ পুরন হচ্ছে না তাদের স্টার গিফট করবো।

কি বলেন আপনারা???

21/09/2025

ভেবেছিলাম ফেইজবুকের ইনকাম দিয়ে একটা এসি কিনে টাইম লাইনে পোস্ট করে রাখবো।কিন্তু ইনিকাম হয় নাই,তাই আপাতত ফ্যানের ভিডিও দিয়ে রাখলাম,যাতে করে সবাই ঠান্ডা বাতাস খেতে পারে।



゚viralシfypシ゚

আল্লাহ তায়ালার অশেষ রহমত যে আল্লাহ তায়ালা আমাদের গুনাহ গুলো পর্দা করে রাখেন।যদি আমাদের গুনাহ গুলো একে অপরের সামনে চলে আস...
20/09/2025

আল্লাহ তায়ালার অশেষ রহমত যে
আল্লাহ তায়ালা আমাদের গুনাহ গুলো পর্দা করে রাখেন।
যদি আমাদের গুনাহ গুলো একে অপরের সামনে চলে আসতো তবে হয়তো আমরা একে অপরের জানাযায় ও অংশ নিবো না।

Address

Dhaka
ঢাকা

Telephone

+8801851692994

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mohammod Manik posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mohammod Manik:

Share