
26/09/2025
একটু অসুস্থ, তাই পোস্ট করা হচ্ছে না,কাওকে সাপোর্ট করা হচ্ছে না।
শুয়ে শুয়ে ফেইসবুক স্ক্রল করছি তখন এই ভিডিও টা সামনে আসে।
পোস্ট কারি লিখেছেন "এটা থেকে কি শখলেন" আর নিচে লেখা "love you baba"।
এক লোক তার ছেলেকে নিয়ে সম্ভবত বর্ষার পানিতে যে নিচু যায়গা ডুবে যায় সেখানে ভিডিও টা করা,বা নদীতেও করতে পারে ভিডিও টা।
যেখানে লোকটা নৌকা চালাচ্ছে,আর ছেলেটা পানি ফেলছে আর নৌকাটা ধিরে ধিরে ডুবে যাচ্ছে।
এইটা একটা পরিকল্পিত ভিডিও মানে ইচ্ছে করেই ভিডিও টা তৈরী করা।
এখন অনেকেই বলছে বাহ বাহ সেই লেবেলের বাবা।বাবা হেন বাবা তেন,মানে বাবাকে জীবিত অবস্থায় জান্নাতে পাঠিয়ে দিচ্ছে।যত রকম প্রশংসা করা যায় তাই করছে, মানে কমেন্ট সেকশনে বাবাকে মানে ঐ লোকের প্রশংসায় ভাসিয়ে দিচ্ছে।
কিন্তু একটা বার ভেবে দেখছে না সামান্য একটু ভিউ,সামান্য 0.1$ কামানোর জন্য এতো বড় একটা রিক্স নিলো।
আমি ভাই তোমাদের মত বাবা না,এই রকম বাবা হতেও চাইনা যে ছেলের জীবন বিপর্যয়ে ফেলে এই ধরনের ভিডিও করে তা আবার পোস্ট করবো।
আপনাদের কেও বলছি,সামান্য কিছু ভিউ এর জন্য এই ধরনের সস্তা ভিডিও বানানো বন্ধ করুন।খোদা না করুক আপনার জন্য আপনার সন্তানের বড় কোন ক্ষতি হয়ে যাবে।