
09/07/2025
🌸বুক রিভিউ🌸
বইয়ের নামঃ এবং কবিতা
সম্পাদনাঃ শাহ মোহাম্মদ সানাউল হক
বদিউল আলম, দিলওয়ার চৌধুরী
সম্পাদনা সহযোগীঃ আতিয়া চৌধুরী, নাহিদা সুলতানা, আজাদী সুলতানা রুমী
প্রকাশনীঃ জাগৃতি প্রকাশনী
স্বত্বঃ কবিতার কথা গ্রুপ
নাম করনঃ আসাদ মান্নান
প্রথম প্রকাশঃ গ্রন্থমেলা ২০২১
প্রচ্ছদঃ আল নোমান
📚জানি না অন্যদের কাছে কেমন মনে হয় তবে আমার কাছে মনে হয় কবিতার বই রিভিউ করা অত্যন্ত দুঃসাহসিক একটি কাজ। কারন দেখতে ছোট আর সহজে পড়া শেষ করা গেলেও একেকটি কবিতা যেন একেকটি ছোট গল্প, একেকটি কবিতা যেন একেকটি উপন্যাস। ঠিক সেই জায়গাটিতে দাঁড়িয়ে আমি কীভাবে ৯৭ টি কবিতাকে কয়েকটি লাইন লিখে প্রকাশ করে ফেলব? আবার সে কাজটি যদি আমার মতো একজন আনাড়ি পাঠক করার দুঃসাহস দেখায় তখন প্রথমেই ক্ষমা চাওয়া ছাড়া আর কোন উপায় আমার জানা নেই।
📚পারব না জানি তাই বলে কি চেষ্টা করবো না তা তো নয়।একটি বই পাঠ করে আমার অনুভুতি আমার মতো করে জানাতেই পারি সেই অধিকার থেকেই আজকের রিভিউটি লেখা।সেই সাথে বইটি পাঠ করে কেমন লাগল সেই অনুভূতিটুকুও জানাতে চাই সকল কবিতাপ্রেমীদের কাছে।
📚প্রায় একশোটি কবিতাকে নিয়ে কথা বলার ক্ষমতা বা সুযোগ বুক রিভিউতে আমি পাবো না।তাই ঠিক করেছি দু’একটি কবিতার হৃদয় খুঁড়ে যদি কবির সত্যিকারের আবেগকে অনুভব করতে পারি কিংবা পাঠক হিসেবে কবিতাগুলোর সত্যিকারের আবেগের কেন্দ্রবিন্দুটিকে স্পর্শ করতে পারি তাহলেই নিজেকে সার্থক মনে করতে পারবো।আর সেই আবেগ কে পুঁজি করে আলোচনা নিয়ে যাবো শেষ পর্যন্ত।সম্পূর্ণ বইটির ভাঁজে ভাঁজে যে ছন্দ, তাঁকে কেন্দ্র করে কবির কবিতাকে স্পর্শ করার চেষ্টা করব।আজ বলব অনুভবের কবি শাহ মোহাম্মদ সানাউল হক,বদিউল আলম, দিলওয়ার চৌধুরী সহ বেশ অনেকজন একনিষ্ঠ কবিতাকর্মীর ঐকান্তিক প্রচেষ্টায় সম্পাদিত ‘এবং কবিতা’ বইটি নিয়ে।
📚’এবং কবিতা’ বইটি যে কারনে একটি আলাদা মোহ তৈরি করবে কবিতা প্রেমীদের কাছে সেটি হলো বাংলাদেশের সমসাময়িক বিখ্যাত বেশ কয়েকজন কবি যেমন, বিমল গুহ, ময়ুখ চৌধুরী, মিনার মনসুর, আসাদ মান্নান, শ্যাম সুন্দর সিকদার, মোহিত উল আলম , ওমর কায়সার, শাহ মোহাম্মদ সানাউল হক, বদিউল আলম সহ স্বনামধন্য অসংখ্য কবি এবং নতুন কবি সহ মোট ৫২ জন কবির কবিতা লিপিবদ্ধ করা হয়েছে গ্রন্থটিতে। যা একজন কবিতাপ্রেমীর মনে কবিতার প্রতি ভালবাসা তৈরি করতে সাহায্য করবে বৈকি।
📚একটি কবিতা সার্থক হয়ে ওঠে তখনই, যখন কবি জীবনের অদৃশ্য বিষয়গুলোও আমাদের
সামনে দৃশ্যমান করে তুলতে পারেন তার কবিতার মাধ্যমে।সেদিক থেকে এই বইয়ের প্রতিটি কবিতাই সফল ও সার্থক। পাঠক প্রতিটি কবিতাতেই নতুন স্বাদ খোঁজে পাবেন বলে আমার বিশ্বাস।
📚এই কবিতার বইটি যে কারনে আলাদা বৈশিষ্ট ধারন করে তার কারন হলো এই বইয়ের প্রতিটি কবিতা ছন্দ-মাত্রা মেনে লিখা হয়েছে।ছন্দ-মাত্রা মেনে কবিতার চর্চা করা ,কবিতা লেখা খুব সহজ কাজ বলা যাবে না কারন নতুনদের জন্যতো কঠিন অবশ্যই তারপরও সকলের চেষ্টায় অতন্ত কঠিন একটি কাজ সুন্দর ভাবে উপস্থাপিত হলো বলে আমি মনে করি।প্রতিটি কবিতাই নিজ নিজ যোগ্যতায় পাঠক হৃদয়ে স্থান করে নিতে পারবে বলে আমার বিশ্বাস।আমরা জানি নিজস্বতা একজন সফল কবির অন্যতম বৈশিষ্ট্য আর প্রতিটি কবিতা পাঠ করার পর চোখ বন্ধ করে কল্পনা করলেই দেখতে পাবো সবগুলো কবিতারই আলাদা আলাদা নিজস্বতা রয়েছে।
📚ভিন্ন মাত্রা, ভিন্ন ছন্দে রচিত কবিতাগুলো পাঠকের চিন্তার জগতে ছন্দ-মাত্রা সম্পর্কে ধারনা সহ একটু হলেও দোলা দিবে বলে আমি মনে করি।গদ্য কবিতা লেখা যায় বলে অনেক কবিই কবিতা লিখেন তা যদিও শুদ্ধ তারপরও বলবো কবিতা এক রকম নিয়মানুবর্তিতা। চক্ষুদানের পর যেমন বাকী থাকে তাতে প্রাণ প্রতিষ্ঠা করা তেমনি প্রাণপ্রতিষ্ঠা করার পরও অন্ধ চোখে কল্পনা আর অনুভবের গভীরতায় গিয়ে তার উদ্বোধন ঘটাতে হয়। কবিতা রচনায় কল্পনা এবং অনুভব শক্তির গুরুত্ব সবচেয়ে বেশি।এই কবিতাগুলোও তেমন করে পাঠকের কল্পনা আর অনুভব কে এক বিন্দুতে মিলিয়ে পাঠকের প্রাণে দোল দিয়ে যাবে এ আমার দৃঢ় বিশ্বাস।
📚পরিশেষে বলতে চাই, সমসাময়িক বাংলা সাহিত্যে কবিতার যে খরা চলছে তার মাঝে দাঁড়িয়ে ছন্দ-মাত্রা মেনে রচিত এই অনবদ্য কবিতার বইটি কবিতার জগতে শুদ্ধ কবিতা চর্চার জয়গানই উচ্চারণ করবে বলে বিশ্বাস। আমি কবি এবং কবিতার সমৃদ্ধি কামনা করছি।
ছবি কৃতজ্ঞতা:Bipasha J❤️
রিভিউ লেখক: ফারজানা ভুঁইয়া