Akhaurar Chokh

Akhaurar Chokh This news media to be covering all issues related to Akhaura. Stay tuned.

15/06/2025

আখাউড়া পৌরসভার ১ নং ওয়ার্ড দুর্গাপুর গ্রামের
এক প্রবাসীর বাসা থেকে চুরি হয় প্রায় ২২ ভরি স্বর্ণসহ অন্যান্য মূল্যবান জিনিসপত্র। এই চুরির ঘটনায় তৎপরতা দেখিয়ে আখাউড়া থানা পুলিশ ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্ত চোর মেহেদী হাসান(২৪)নামে একজনকে গ্রেফতার করেছে।

অভিযুক্ত মেহেদী হাসানের বাড়ি কসবা থানার গোপীনাথপুর (কলেজপাড়া) গ্রামে, তার বাবার নাম মোঃ হিরণ মিয়া সাং-গোপীনাথপুর কসবা।

প্রবাসীর স্ত্রীর দায়ের করা চুরির মামলায় পুলিশ দ্রুত তদন্ত চালিয়ে অভিযুক্তকে শনাক্ত করেন এবং তাকে গ্রেফতার করতে সক্ষম হন। গ্রেফতারকৃত মেহেদী হাসানকে আদালতে পাঠানো হয়েছে।

এ ঘটনায় স্থানীয় সম্প্রদায়ের মধ্যে নিরাপত্তা ও সতর্কতা বাড়িয়ে দিয়েছে, এবং পুলিশি অভিযানের প্রশংসা করা হচ্ছে।
#আখাউড়া #চোর #গ্রেফতার #স্বর্ণ #মূল্যবান #জিনিস #আখাউড়ার #চোখ

06/06/2025

ব্রাহ্মণবাড়িয়া (৪) কসবা আখাউড়া সর্বস্তরের জনগণকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন কসবা আখাউার এমপি প্রার্থী আলহাজ্ব কবির আহমেদ ভূইয়া।
#আখাউড়া #চোখ
#কসবা #আখাউড়া #এমপি #প্রার্থী #ঈদ #শুভেচ্ছা

04/06/2025

আখাউড়া কলেজ মাঠে জমজমাট ঈদুল আজহার পশুর হাট: এই হাটে ব্যাপক সংখ্যক ক্রেতা ও বিক্রেতার সমাগম ঘটে, যেখানে বিভিন্ন ধরনের পশু বিক্রি হয়েছে।

বিশেষ করে, এই হাটে দামী গরু বিক্রি হয়েছে, যার মূল্য চার লাখ টাকার বেশি। উঁচুমানের গরুগুলোর চাহিদা ছিল চোখে পড়ার মতো, এবং ক্রেতারা উচ্চমূল্যের পশু কিনতে আগ্রহী ছিলেন।
#আখাউড়া #আখাউড়াকলেজমাঠ

আখাউড়ায় বিয়ের ৭ দিনের মাথায় স্ত্রীর হাতে স্বামী খুনরিপোর্ট :মোবারক হোসেন জীবন/আখাউড়ার চোখ।ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া পৌরস...
17/05/2025

আখাউড়ায় বিয়ের ৭ দিনের মাথায় স্ত্রীর হাতে স্বামী খুন

রিপোর্ট :মোবারক হোসেন জীবন/আখাউড়ার চোখ।

ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া পৌরসভার মসজিদ পাড়ায় মেহেদি হাসান (২৯) কে হত্যা করেছে তার স্ত্রী, স্বামী কে ঘুমের ওষুধ খাইয়ে অজ্ঞান করে বালিশ চাপা দিয়ে হত্যা করেছে। গত সাতদিন আগে নিহত মেহেদী হাসান ও জান্নাত আক্তার পারিবারিকভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। কিন্তু বিয়ের সাত দিন না পেরোতেই পারিবারিক কলহের জেরে ঘুমের ওষুধ খাইয়ে বালিশ চাপা দিয়ে শুক্রবার দিবাগত রাতে স্বামীকে খুন করেন ঘাতক স্ত্রী জান্নাত আক্তার।

নিহত মেহেদী হাসানের পৈত্রিক বাড়ি কুমিল্লা বুড়িচং। মেহেদী হাসান দীর্ঘ ২০বছর আখাউড়া মসজিদ পাড়ায় মাকে নিয়ে ভাড়া বাসায় বসবাস করতেন,তার পিতা মৃত জলফু মিয়া। তিনি পৌরশহরের মসজিদ পাড়ায় বীর মুক্তিযোদ্ধা ইসমাইল হোসেনের বাড়ির ভাড়াটিয়া।

পারিবারিক সূত্রে জানা যায় বিয়ের আগে এক ছেলের সঙ্গে জান্নাত আক্তারের প্রেম ছিল। বিয়ের পর থেকে সে তার স্বামীকে মেনে নিতে পারছিল না। গত রাতে স্বামীকে বলে তার ঘুম আসছে না বলে তাকে দিয়ে ঘুমের টেবলেট আনায়। পরে কোকের সঙ্গে ৬টি ঘুমের টেবলেট খাইয়ে অচেতন করে,গলা টিপে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে স্বামীকে হত্যা করে।

খবর পেয়ে পুলিশ আজ সকাল ভোর ৫ টার সময় হাসানের মরদেহ উদ্ধার করে পুলিশ। পুলিশ স্ত্রী জান্নাত আক্তারকে (১৮) কে আটক করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বামীকে হত্যার কথা স্বীকার করেছে ঘাতক স্ত্রী জান্নাত আক্তার। তবে তিনি পুলিশের কাছে দাবি করেন স্বামী মেহেদি হাসান বিয়ের পর শারীরিক নির্যাতন করতো। নির্যাতন থেকে বাঁচতে তাকে দিয়েই কৌশলে ফার্মেসি থেকে ঘুমের ওষুধ নিয়ে আসেন জান্নাত। পরে কোমলপানীয়র সঙ্গে মিশিয়ে খাইয়ে অচেতন করে বালিশ চাপা ও গলাটিপে তাকে হত্যা করেন।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. ছমিউদ্দিন বলেন, তাদের দুই জনের এক সপ্তাহ আগে বিয়ে হয়েছে এবং পারিবারিক কলহের জের ধরে স্ত্রী জান্নাত আক্তার স্বামী হাসান মিয়া কে ঘুমের ওষুধ খাইয়ে অজ্ঞান করে বালিশ চাপা দিয়ে হত্যা করে বলে জান্নাত আক্তার স্বীকার করেছে। স্থানীয় সূত্রে আরও জানা যায়, জান্নাত আক্তারের বিয়ের আগ থেকেই অন্য এক ছেলের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল। বিয়ের পরও সেই সম্পর্ক অব্যাহত ছিল, সে তার স্বামীকে মেনে নিতে পারছিল না। প্রেমের সম্পর্কের কারণেই স্বামীকে হত্যা করতে পারে বলে অভিযোগ করছে নিহতের পরিবার।
লাশ মর্গে পাঠানো হয়েছে, মামলার কাজ সম্পন্ন করে ঘাতক স্ত্রীকে জেলা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।

#আখাউড়ার #চোখ #নিউজ #হত্যা #আখাউড়া #মৃত্যু

আখাউড়ায় লিচু গাছ থেকে পড়ে  যুবক নিহত! নিহত যুবকের নাম  জাকির হোসেন (৩০)সে চাঁনপুর গ্রামের শিরুমোল্লার ছেলে।আজ শুক্রবার ...
16/05/2025

আখাউড়ায় লিচু গাছ থেকে পড়ে যুবক নিহত!

নিহত যুবকের নাম জাকির হোসেন (৩০)সে চাঁনপুর গ্রামের শিরুমোল্লার ছেলে।

আজ শুক্রবার (১৬ মে) দুপুরে আখাউড়া উপজেলার উত্তর ইউপির চাঁনপুর গ্রামে এই ঘটনা ঘটে।এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

#আখাউড়া #উত্তর #ইউনিয়ন #মৃত্যু #লিচু #বাগান

01/05/2025

আখাউড়ায় মে দিবস পালিত হলো। আন্তর্জাতিক শ্রমিক দিবসের উপলক্ষে আখাউড়ায় শ্রমিক দল এবং ইমারত নির্মাণ শ্রমিক দলের উদ্যোগে একটি শ্রমিক র‍্যালি অনুষ্ঠিত হয়। এই র‍্যালিতে বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন এবং তারা শ্রমিকদের অধিকার, মর্যাদা ও কল্যাণের জন্য বিভিন্ন স্লোগান দেন। র‍্যালিটি শহরটির বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এবং শেষে এক সমাবেশের মাধ্যমে দিনের কর্মসূচির সমাপ্তি হয়। এই অনুষ্ঠানটির মাধ্যমে শ্রমিক শ্রেণীর অবদানের স্বীকৃতি ও তাদের সমর্থনের বার্তা সম্প্রচার করা হয়।

25/04/2025

আখাউড়া, ২৫ এপ্রিল ২০২৫ – স্থানীয় মুসল্লি ও আলেম-ওলামাদের একাংশ হেফাজত ইসলাম কর্তৃক নারী বিষয়ক সংস্কার কমিশনের কুরআনের বিরুদ্ধে বিতর্কিত প্রতিবেদন প্রত্যাহার ও কমিশন বাতিলের দাবি জানিয়েছেন। তারা বলেন, এ ধরনের প্রতিবেদন সম্পূর্ণভাবে অস্বীকারযোগ্য এবং ইসলাম ও বাংলাদেশের সার্বভৌমত্বের সাথে সাংঘর্ষিক।

বক্তারা আরও বলেন, স্বৈরাচার সরকারের আমলে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার ও ইসলামের আইন ও মূল্যবোধের প্রতি অঙ্গীকার ব্যক্ত করেন। তারা উল্লেখ করেন, সংবেদনে বহুত্ববাদের পরিবর্তে এক আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাসের ওপর জোর দেন।

আলেম-ওলামারা একযোগে ঘোষণা করেন, যতদিন বাঁচবো, ততদিন নিজেদের ঈমান ও ইসলামকে অটুট রাখবো। তারা আরও বলেন, ইসলাম বিরোধী কোনো আইন মেনে নেওয়া হবে না এবং ইসলাম ও বাংলাদেশের স্বার্থে সব ধরনের আন্দোলন চালিয়ে যাবেন।

উল্লেখ্য, এই দাবি ও বক্তব্য স্থানীয় মুসলিম সমাজে ব্যাপক প্রতিক্রিয়া ও সমর্থন অর্জন করেছে। এখন দেখা যেতে পারে, এই দাবির প্রভাব দেশে ও মুসলমান সমাজের মধ্যে কী রূপে প্রতিফলিত হয়।

আখাউড়ায় ২৮ রাউন্ড চাইনিজ রাইফেলের গুলি সহ ৩ জনকে গ্রেফতার  করেছে পুলিশরিপোর্ট :মোবারক হোসেন জীবন/ আখাউড়ার চোখ। ব্রাহ্মণ...
25/04/2025

আখাউড়ায় ২৮ রাউন্ড চাইনিজ রাইফেলের গুলি সহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ

রিপোর্ট :মোবারক হোসেন জীবন/ আখাউড়ার চোখ।

ব্রাহ্মণবাড়ীয়া আখাউড়ায় ২৮ রাউন্ড চাইনিজ রাইফেল সহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে আখাউড়া পৌর এলাকার মসজিদ পাড়ায় ২৮ রাউন্ড চাইনিজ রাইফেল গুলিসহ ৩ জন কে আটক করেছে পুলিশ। শুক্রবার(২৫ এপ্রিল) আনুমানিক দুপুর ২টায় আখাউড়া পৌরসভার মসজিদ পাড়া এলাকায় থেকে তাদের গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন হেলাল মিয়া(৩৫)পিতা -কাশেম মিয়া সাং -কোতোয়ালী থানা-কুমিল্লা, মোঃ পলাশ মিয়া(৩০) পিতা -রেনু মিয়া সাং -কোতোয়ালি কুমিল্লা,

মোঃ কাউসার মিয়া (৪৫)পিতা -মৃত সমন মিয়া সাং আখাউড়া মসজিদপাড়া

আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: ছমিউদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে আখাউড়া পৌর এলাকার মসজিদ পাড়ায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করা হয়। এই সময় তাদের কাছে থাকা একটি ব্যাগে চাইনিজ রাইফেলের ২৮ রাউন্ড গুলি পাওয়া যায়। ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষকে ফাঁসাতে কুমিল্লা থেকে এসব চাইনিজ রাইফেলের বুলেট আনা হয়।

জিজ্ঞাসাবাদের পাশাপাশি তদন্ত করা হচ্ছে তাদের সাথে আর কারা কারা জড়িত খতিয়ে দেখা হচ্ছে। চাইনিজ রাইফেলের গুলি উদ্ধারের ঘটনায় অস্ত্র আইনে মামলা হবে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

#আখাউড়া #গ্রেফতার #চাইনিজ #বুলেট #অস্ত্র #আইন #মামলা #থানা

22/04/2025

চট্টগ্রাম থেকে ময়মনসিংহগামী নাসিরাবাদ এক্সপ্রেসে অভিযান চালিয়ে পুলিশ বিপুল পরিমাণ আতশবাজি উদ্ধার করেছে। রবিবার রাতে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশনে যাত্রাবিরতির সময় এই উদ্ধার অভিযান অনুষ্ঠিত হয়।

পুলিশ জানায়, বাজির এই চালান কুমিল্লা থেকে কিশোরগঞ্জে নেওয়ার জন্য মাছ হিসেবে বুকিং দেয়া হয়েছিল। তবে, উদ্ধারকৃত আতশবাজির মধ্যে রয়েছে "কিং কোবরা" এর ৮,৯০০ প্যাকেট ও "কালার সিলেকশন" এর ৮০ প্যাকেট।

আখাউড়া রেলওয়ে থানার ওসি মো. জসিম উদ্দিন খন্দকার বলেন, দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। তারা জানিয়েছেন, আতশবাজিগুলো মাছের খাদ্য হিসেবে বিক্রি করার পরিকল্পনা ছিল।

এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

15/04/2025

আখাউড়ায় উৎসবমুখর পরিবেশে পালিত হলো বাংলা নববর্ষ ১৪৩২। সকাল থেকেই শহরের নানা প্রান্তে শুরু হয় নববর্ষ বরণে বর্ণাঢ্য শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান। স্থানীয় প্রশাসন, শিক্ষা প্রতিষ্ঠান ও সাংস্কৃতিক সংগঠনগুলোর উদ্যোগে আয়োজিত হয় নানা আয়োজন।

দিনের শুরুতেই ‘আনন্দ শোভাযাত্রা’ বের হয় উপজেলা প্রশাসনের উদ্যোগে, যেখানে অংশ নেয় হাজারো মানুষ—শিশু, নারী-পুরুষ সবার মুখে ছিল উচ্ছ্বাস। তারা পরিধান করে রঙিন পোশাক, মুখে আঁকা আলপনা ও হাতে বাহারি প্ল্যাকার্ড। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

আয়োজিত হয় দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান। সেখানে স্থানীয় শিল্পীরা পরিবেশন করেন লোকসংগীত, নৃত্য এবং আবৃত্তি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং জনপ্রতিনিধিরা তাদের বক্তব্যে বাঙালির চিরায়ত সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষার আহ্বান জানান।

সব মিলিয়ে আখাউড়ায় এবারের পহেলা বৈশাখ উদযাপন ছিল প্রাণবন্ত, সুশৃঙ্খল ও সম্পূর্ণ বাঙালিয়ানায় ভরপুর।

12/04/2025

ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও জননন্দিত রাজনীতিক আলহাজ্ব কবির আহম্মেদ ভূঁইয়ার নিজ গ্রাম বরিশল ঈদ পুনর্মিলনী উপলক্ষে আয়োজন করা হয়েছে এক মহা প্রীতিভোজের।

১২ এপ্রিল, এই বিশেষ আয়োজনে অংশ নিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে রাজনৈতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ, দলীয় নেতা-কর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তি উপস্থিত হয়েছেন।

ঈদের পরের এই পুনর্মিলনী উৎসব শুধু একটি সামাজিক অনুষ্ঠান নয়, এটি হয়ে উঠেছে মানুষের সঙ্গে নেতার ঘনিষ্ঠতার এক উষ্ণ মিলনমেলা। স্থানীয় সূত্রে জানা গেছে, অতিথিদের জন্য বরিশালের ঐতিহ্যবাহী খাবারসহ নানা রকমের বিশেষ আয়োজনে ভরপুর হয়েছে এই মহা ভোজ।

আলহাজ্ব কবির আহম্মেদ ভূঁইয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, ঈদের আনন্দ সবার সঙ্গে ভাগ করে নিতে এবং এলাকার মানুষের সঙ্গে সরাসরি সৌহার্দ্য বিনিময়ের লক্ষ্যেই এ আয়োজন।

সামাজিক সম্প্রীতি ও রাজনৈতিক বন্ধনকে আরও দৃঢ় করার এই উদ্যোগ ইতোমধ্যেই সুধীসমাজে ব্যাপক প্রশংসিত হয়েছে।

08/04/2025

হেফাজতে ইসলাম বাংলাদেশ আখাউড়া উপজেলা শাখা উদ্যোগে ফিলিস্তিনের উপর ইজরাইলের বর্বর হামলার প্রতিবাদ এবং বিক্ষোভ সমাবেশ পালিত।

Address

Akhaura
3450

Website

Alerts

Be the first to know and let us send you an email when Akhaurar Chokh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Akhaurar Chokh:

Share

আখাউড়া’র চোখ

আমাদের মাতৃভূমি আখাউড়ার বস্তুনিষ্ট সংবাদ পাবেন এখানেই, আস্থা রাখুন।