15/06/2025
আখাউড়া পৌরসভার ১ নং ওয়ার্ড দুর্গাপুর গ্রামের
এক প্রবাসীর বাসা থেকে চুরি হয় প্রায় ২২ ভরি স্বর্ণসহ অন্যান্য মূল্যবান জিনিসপত্র। এই চুরির ঘটনায় তৎপরতা দেখিয়ে আখাউড়া থানা পুলিশ ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্ত চোর মেহেদী হাসান(২৪)নামে একজনকে গ্রেফতার করেছে।
অভিযুক্ত মেহেদী হাসানের বাড়ি কসবা থানার গোপীনাথপুর (কলেজপাড়া) গ্রামে, তার বাবার নাম মোঃ হিরণ মিয়া সাং-গোপীনাথপুর কসবা।
প্রবাসীর স্ত্রীর দায়ের করা চুরির মামলায় পুলিশ দ্রুত তদন্ত চালিয়ে অভিযুক্তকে শনাক্ত করেন এবং তাকে গ্রেফতার করতে সক্ষম হন। গ্রেফতারকৃত মেহেদী হাসানকে আদালতে পাঠানো হয়েছে।
এ ঘটনায় স্থানীয় সম্প্রদায়ের মধ্যে নিরাপত্তা ও সতর্কতা বাড়িয়ে দিয়েছে, এবং পুলিশি অভিযানের প্রশংসা করা হচ্ছে।
#আখাউড়া #চোর #গ্রেফতার #স্বর্ণ #মূল্যবান #জিনিস #আখাউড়ার #চোখ