Voice of Ataur

Voice of Ataur সবাই আমার পেজে "ফলোয়িং" /Following দিয়ে পাশে থাকতে অনুরোধ! যদি থাকে নসিবে, এমনই এমনই আসিবে! আলহামদুলিল্লাহ!
ফলো দেওয়ার জন্য ধন্যবাদ! কসবা - আখাউড়া!

10/08/2025

একজন চীনা নাগরিকের হাঁটু গেড়ে অনুযোগ!

10/08/2025

ফুটবলের নতুন ইতিহাস তৈরি!
AFC U20 Wemen's Cup

বাংলাদেশ বিশাল ব্যবধানে হারলেও মূল পর্বে পোঁছার সম্ভাবনা ৯০%!পরবর্তী ম্যাচ লেবানন চিন।সেখানে লেবানন হারলে বাংলাদেশ মূল প...
10/08/2025

বাংলাদেশ বিশাল ব্যবধানে হারলেও মূল পর্বে পোঁছার সম্ভাবনা ৯০%!
পরবর্তী ম্যাচ লেবানন চিন।সেখানে লেবানন হারলে বাংলাদেশ মূল পর্বে।

কাঁটা হেরি ক্ষান্ত কেন কমল(পদ্মফুল) তুলিতে দুঃখ বিনা সুখলাভ হয় কি মহীতে?চিরসুখীজন ভ্রমে কি কখন ব্যথিতবেদন বুঝিতে পারে। প...
10/08/2025

কাঁটা হেরি ক্ষান্ত কেন কমল(পদ্মফুল) তুলিতে
দুঃখ বিনা সুখলাভ হয় কি মহীতে?
চিরসুখীজন ভ্রমে কি কখন
ব্যথিতবেদন বুঝিতে পারে।
পদ্মাবিল, কালি বাড়ি, মনিয়ন্দ।

09/08/2025

ব্রাহ্মণবাড়িয়ার মানুষের মনটা পদ্মফুলের মতো!

09/08/2025

আমার ছোট ভাই বাড়ির পাশে সাইকেল দুর্ঘটনায় আঘাতপ্রাপ্ত। সবাই তার জন্য দোয়া করবেন আল্লাহ যেন তারে দ্রুতই আরোগ্য দান করে। আমিন।

08/08/2025

জব ছেড়ে স্বাধীন ব্যবসা নিয়ে ব্যস্ত!
গোপীনাথপুর নতুন বাজার, কসবা।

06/08/2025

স্বৈরাচারী শেখ হাসিনা ব্রিজ! ব্রাহ্মণবাড়িয়া "

অভিনন্দন বাংলাদেশ অনূর্ধ্ব -২০ নারী ফুটবল টিমকে! AFC এশিয়ান কাপ -২০২৬ বাছাইয়ে লাওস কে ৩-০ তে হারিয়েছে। যদিও চূড়ান্তভাবে ...
06/08/2025

অভিনন্দন বাংলাদেশ অনূর্ধ্ব -২০ নারী ফুটবল টিমকে!
AFC এশিয়ান কাপ -২০২৬ বাছাইয়ে লাওস কে ৩-০ তে হারিয়েছে।
যদিও চূড়ান্তভাবে যোগ্যতা অর্জন করা অনেক কঠিন হবে কারণ গ্রুপে দক্ষিণ কোরিয়ার মতো শক্তিশালী দলও আছে।
তারপরও আশাবাদী!

06/08/2025

আমাদের সময় সলিমুল্লাহ মুসলিম হলের ছাত্রলীগের সেক্রেটারি ছিলো গোপালগঞ্জ কাশিয়ানির আনোয়ার হোসেন আনু ভাই।
সারাক্ষণ শিবিরের বিপক্ষে মারমুখী ভঙ্গিতে থাকতো, পাকিস্তানি প্রেতাত্মা, একাত্তরের রাজাকার ইত্যাদি ইত্যাদি বলে তাচ্ছিল্য করতো! কখনো কখনো নিজেকে মুক্তিযুদ্ধের ধারক বাহক বলে বেড়াতো।
কিন্তু এই আনু ভাইকে হলের ক্যানটিনে খাবার খেয়ে কোন দিন বিল পরিশোধ করতে দেখিনি, শুধু আনু ভাই নয়! উনার আনু গ্রুপের এরকম ৩০-৫০ জনের খাবার ছাত্রলীগের নেতাদের রুমে রুমে খাবার দিয়ে আসতে হতো। খাবার কাণ্ড নিয়ে আনু ভাইয়ের নেতাদের হাতে হল ক্যানটিনের মালিক রুস্তম ভাই, পরবর্তীতে বাচ্চু ভাই অনেক বার নির্যাতিত হয়েছে প্রকাশ্য দিবালোকে। তাদের বিল আদায় করতো সাধারণ ছাত্রদের থেকে উচ্চ মূল্য নিয়ে।
তাদের রুমের পাশে দিয়ে গেলে সবসময় দুর্গন্ধ নাকে আসতো!
যারা হলে ফাউ খেয়ে দিনাতিপাত করছে, সাধারণ ছাত্রদের উপরে আক্রমণ করছে, তারা কিভাবে দেশপ্রেমিক হয়ে যায়! আর যারা প্রকৃত অর্থে দেশের জন্য নিবেদিত, দেশের সাধারণ মানুষের তরে নিবেদিত তারা রাজাকার হয়ে যায় আমার বোধগম্য নয়! আসলে তারা রাজাকার কারণ রাজাকার অর্থই দেশপ্রেমিক!

05/08/2025

সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা।
আমরা মুক্ত, স্বাধীন।

Address

Akhaura
3450

Alerts

Be the first to know and let us send you an email when Voice of Ataur posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Voice of Ataur:

Share