Nazim Insurance consultant

Nazim Insurance consultant I M insurance consultant

যারা সোনালী নিয়া টোল করেন তারা একটু ভাল করে দেখেন। শুধু মাত্র সেপ্টেম্বর মাসের হিসাব ❤️Sonali Life, The way of Life ….
10/10/2024

যারা সোনালী নিয়া টোল করেন তারা একটু ভাল করে দেখেন। শুধু মাত্র সেপ্টেম্বর মাসের হিসাব ❤️
Sonali Life, The way of Life ….

20/08/2024
11/07/2024

১৫-মে-২৪ তারিখে অদক্ষ প্রশাসকের সাক্ষাৎকারটি,, সেখানে উনি নিজের মুখে বলেছে সবকিছু বুঝে নিয়ম অনুযায়ী সবার প্রাপ্যগুলো দিয়ে দিবেন কিন্তুু আফসোস উনি এই বিষয়ে যার কাছে পড়াশোনা করতেছেন সেই শিক্ষক অটোপাশ করে আসছে মনে হয়।তাই তারা দুইজনই অদক্ষ ও অযোগ্য।

আইডি আর এ এর চেয়ারম্যান দুর্নীতিবাজ ঘুষখোর থেকে  আইডি আর এ থেকে বহিষ্কার করে। প্রশাসক সহ আইনের আওতায় আনা হউক।
10/07/2024

আইডি আর এ এর চেয়ারম্যান দুর্নীতিবাজ ঘুষখোর থেকে আইডি আর এ থেকে বহিষ্কার করে। প্রশাসক সহ আইনের আওতায় আনা হউক।

10/07/2024

রক্ষক যখন ভক্ষক হয় - IDRA
একটা কোম্পানি ধ্বংস হতে আর কিছু লাগে না।
যেই দেশে ভালো কিছুর মুল্য দিতে যানে না।
এই জন্যেই এই দেশে ভালো কিছু জন্ম নেয় না।

10/07/2024

রক্ষক যখন ভক্ষক হয় - IDRA
একটা কোম্পানি ধ্বংস হতে আর কিছু লাগে না।
যেই দেশে ভালো কিছুর মুল্য দিতে যানে না।
এই জন্যেই এই দেশে ভালো কিছু জন্ম নেয় না।

21/03/2024

নির্দিষ্ট দিনে বীমাদাবী পরিশোধ করা সোনালী লাইফের অন্যতম প্রধান অঙ্গীকার।

মোঃ আজাদ সোনালী লাইফের একজন সম্মানিত বীমা গ্রাহক। তিনি সোনালী লাইফে একটি বীমা করেছিলেন; যার মেয়াদপূর্তী সুবিধা পাওয়ার তারিখ আগামী ৩০/০৩/২০২৪। মেয়াদপূর্তী সুবিধা হিসেবে তিনি পাবেন এক লক্ষ চব্বিশ হাজার তিনশত পঁচাত্তর (১,২৪,৩,৭৫) টাকা, যা নির্দিষ্ট দিনে তার ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে পরিশোধিত হবে।

প্রতিদিন এভাবেই সোনালী লাইফের প্রধান কার্যালয় এবং শাখা অফিস সমূহে আমরা অসংখ্য বীমাদাবী নিষ্পত্তি করে যাচ্ছি।

সোনালি জীবন-সুখের জীবন।

💯সোনালী লাইফ এ কেন জীবন বীমা করবেন?🗣️🏆বাংলাদেশের এই প্রথম আধুনিক প্রযুক্তি ERP Server এ পরিচালিত হচ্ছে Sonali Life Insur...
21/03/2024

💯সোনালী লাইফ এ কেন জীবন বীমা করবেন?🗣️

🏆বাংলাদেশের এই প্রথম আধুনিক প্রযুক্তি ERP Server এ পরিচালিত হচ্ছে Sonali Life Insurance 100% Online। যা অন্য কোন ইনসুরেন্সের কোম্পানির নেই।

অন্য সকল বীমা সংস্থার থেকে সোনালি একদম ভিন্ন।
***সোনালির সুবিধা ও সৌন্দর্যসমূহ:***

🎯 আর্থিক নিরাপত্তা সুবিধা পাবেন।
🎯মেয়াদপূর্তির মূল্য + বোনাস + জীবন বিমা নিরাপত্তা।
🎯 ইসলামি শরিয়াহ ভিত্তিক পরিচালিত।
🎯মেয়াদ পূর্তির ২ মাস পূর্বে স্বয়ংক্রিয়ভাবে মেসেজ পাঠানো হয় এবং টাকা নেওয়ার অনুরোধ করা হয়।
🎯 ৭ দিনের মধ্যে Life Loss(মৃত্যু দাবি) পরিশোধ।
🎯 সোনালী লাইফ অনলাইন সিস্টেম।

🎯বিশ্বের যেকোনো স্থান থেকে পলিসির বিস্তারিত তথ্য Balance + Bonus etc.নিজ থেকে App এর মাধ্যমে জানতে পারা যায়।( Companir website e login করে) সবসময় পলিসি Status Visit করতে পারবেন।

🎯 সোনালী লাইফ এর নিজস্ব ওয়েবসাইট ও গুগল প্লে স্টোরে অ্যাপ আছে।

🎯 সারা পৃথিবীর যেকোনো জায়গায় থেকে Online Payment করা যায়।

🎯 যেকোনো সময় এবং তারিখে মানি রিসিট ডাউনলোড করা যায়।

🎯 কল সেন্টার রয়েছে। ৬৯৬৯ এ কল করে পলিসি সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যাবে। ( টাকা পরিশোধ + বোনাস ইত্যাদি)- এক্ষেত্রে Agent দ্বারা প্রতারিত হওয়ার সম্ভাবনা নেই।

🎯নিজেই নিজের Policy Payment করতে পারবেন।

🎯 পলিসির টাকা নিজে জমা করার মাধ্যম রয়েছে
যেমন- নগদ,বিকাশ,রকেট,১৭ টি ব্যাংক ডিপোজিট,Debit/Credit Card,Visa Card,Master Card.
এক্ষেত্রে Agent দ্বারা প্রতারিত হওয়ার আশংকা নেই।
🎯 Tax Free Bonus.
🎯 ৩ বছর পর লোন সুবিধা।
🎯৩ বছর পর পলিসি ভাঙ্গার সুযোগ রয়েছে।
🎯৩ লক্ষ টাকার ১টি পলিসি কিনলে CO-branded Visa Card পাবে Mtb+Slicl Discount Card.
(যা সারা দেশে ৩০০ টি outlet এ discount সুবিধা পাবে,যেমন - হাসপাতাল, ক্লিনিক, বিউটি পার্লার, হোটেল, রেস্তোরাঁ, হীরার দোকান)

🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

🔰 শতভাগ কমিটমেন্ট।
মেয়াদ পূর্তির টাকা মেয়াদ পূর্তির দিনই ও মৃত্যু দাবী এবং অন্যান্য কাভারেজের টাকা ৭ দিনের মধ্যে গ্রাহক/নমিনির নিজস্ব একাউন্টে দেওয়া হয়।
তিনি চাইলে অফিসে এসে ক্যাশ ও নিতে পারেন।
আর সবচেয়ে মজার ব্যাপার এটাই যে,কোনো গ্রাহকের পলিসি
ম্যাচুরিটির ২ মাস আগে হেড অফিস থেকে কল সেন্টার থেকে তাকে কল দেওয়া হয় এবং বলা হয় তিনি চাইলে তার ম্যাচুরিটির টাকা এখনি চেক নিতে পারেন।
তবে চেক নিলে সেটা ম্যাচুরিটি শেষ হবার যে দিন,ঐ দিন বেতিত টাকা তুলতে পারবে না!!!!

🔰 প্রতি বছরই লভ্যাংশ ঘোষনা করা হয়।
এবং প্রতিটা গ্রাহক সোনালীর এ্যাপস অথবা সোনালীর ওয়েবসাইট থেকে তার লভ্যাংশ সহজেই দেখতে পারেন।
তবে,মজার ব্যাপার এটাই যে,
অন্যান্য লাইফ ইন্সুইরেন্স থেকে সোনালীর লভ্যাংশ অনেক বেশি।
বর্তমান রেট হাজারে ৮০ টাকা ঘোষনা করা হয়েছে।

🔰 পলিসির মেয়াদ ১ বছর হবার পর প্রতি বছরেই ১ টা করে গিফট পাওয়া যায় কোম্পানি থেকে।

🔰 ২ টা ব্যাংকের সাথে কো-ব্র্যান্ডেড চুক্তি করা আছে।
Mutual Trust Bank ও One Bank

🔰 IDRA(Insurance Development and Regularly Authority) বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রন কর্তৃপক্ষ থেকে সকল ইন্সুরেন্সকে চিঠি প্রদান করা হয়েছে এবং বলা হয়েছে তারা যেনো সোনালী লাইফের সিস্টেমকে মডেল হিসেবে গ্রহন করে এবং তাদের মত করে সার্ভিস প্রদান করে।

💥আরো জানতে ভিজিট করতে পারেন!
www.sonalilife.com
অথবা ইউটিউবে সার্চ দিতে পারেন Sonali Life লিখে।
কারন,ATN Bangla Channel এ প্রতি সপ্তাহেই "সোনালী জীবন,সুখের জীবন" বীমা বিষয়য়ক অনুষ্ঠান হয়।

🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻
💝অন্য কোম্পানির সাথে সোনালীর পার্থক্যঃ💝💝

🔥 অন্যান্য কোম্পানি ম্যানুয়াল সিস্টেমে পরিচালিত যেমন- এজেন্টদের কাছে টাকা জমা, হাতের লেখা রিসিট Service. Etc

🔥 সময়মত Claim( বীমাদাবী দেয় না)-এক্ষেএে সোনালী ৭ দিনের মধ্যে পরিশোধ করে।

🔥 সময়মত মেয়াদের টাকা দেয়না, টাকা নিতে নানান Formalities যেমন আবেদন করতে হয়- এক্ষেত্রে সোনালী ২ মাস আগে Advance Maturity চেক দেয়।

🔥 মুনাফা নিয়ে ঝামেলা যেমন - প্রাপ্য মুনাফা পায়না-- এক্ষেত্রে সোনালী প্রতি বছর মুনাফা app/internet/Mobile sms/২৬৯৬৯ এ কল করে জানা যায়।

🔥 অব্যবস্হাপনায় লাভ কম যেমন- এজেন্ট টাকা নিয়ে টাকা জমা করেনা এতে মুনাফাও পায়না -- এক্ষেত্রে সোনালীতে মুনাফা সর্বোচ্চ, কারন নিজের টাকা নিজেই জমা করে বিশ্বের যেকোনো জায়গায় থেকে।

সুতরাং অন্যদের সাথে সোনালীকে এক করবেন না।।
** Google এ গিয়ে www.sonalilife.com এর ওয়েবসাইট গিয়ে পলিসি সম্পর্কে সব যানা যাবে।
🔥 পলিসি হোল্ডারদের টাকা খেয়ানত করার কোনো সুযোগ নেই।

🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺

🌹🍁🌼🌻বীমা করতে আগ্রহী ইনবক্স করুন অথবা কমেন্ট করুন।

হোয়াটসএপেও যোগাযোগ করতে পারেন।
🌺🌺🌺🌺🌺🌺🌺

02/03/2024

বীমা দিবসের রাতেই ঝরলো বীমাহীন ৪৫ প্রান।
আজ থেকে প্রতিটি পরিবার অর্থের কাছে অসহায়! এরপরও অনেকে মনে করেন তারা কখনো এক্সিডেন্ট করবেন না, তারা কখনো অসুস্থ হবেন না, তারা কখনো মারা যাবেন না, তাই বলবো বীমাকে অবহেলা না করে নিজের পরিবারের কথা চিন্তা করে একটা ভালো কোম্পানিতে বীমা করে রাখেন। হা আপনাদের অনেকের বীমার প্রতি ক্ষোপ আছে, কারন বিগত দিনে কিছু অঘটন করেছে কিছু কোম্পানি কিন্তু এখন আর সেই সুযোগ নেই। তাই নিজ দায়িত্বে জেনে বুঝে বীমা করুন।
সবাইকে বীমা দিবসের শুভেচ্ছা, বেইলি রোড অগ্নিকান্ডে সকল ইন্সুইরেন্স কোম্পানী গভীরভাবে শোকাহত।
Sonali Life Insurance Company Limited
100% তথ্য প্রযুক্তি নির্ভর জীবন বীমা কোম্পানি।

02/03/2024

ফেব্রুয়ারিতে সোনালী লাইফের
১৬,০০০ এর বেশি নতুন পলিসি বিক্রি হয়েছে।
এ মাসে নতুন এজেন্ট নিয়োগ হয়েছে ১৮০০জন + ।

Address

Akhaura
3450

Alerts

Be the first to know and let us send you an email when Nazim Insurance consultant posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share