30/08/2025
যে আমিটা কখনো তোমাকে মেসেজ করতে গিয়ে থমকে যেতাম না, সেই আমিটাই আজ মেসেজ টাইপ করতে গিয়ে বারবার নীরব হয়ে যাই, থমকে যাই। কারণ এই বাস্তবতা আমাকে বারবার জানান দেয় তুমি এখন ব্যস্ত আছো অন্য কারো সাথে।
আমার আশেপাশের মানুষ, শুভাকাঙ্ক্ষী এবং পারিপার্শ্বিকতা আমাকে বারবার জানান দিচ্ছে তুমি আর আমার নেই। যদিও এই কথা আমি বিশ্বাস করছি না। আমি জানি, অনেকগুলো দিন আমরা আমাদের মতোন করে আর একসাথে নেই, যে সংসারটা আমরা বুনেছিলাম, মায়া, ভালোবাসা, যত্ন আর প্রায়োরিটি দিয়ে আমাদের সেই সংসারটা অবজ্ঞা অবহেলা, অনাদর আর গুরুত্বহীনতায় ধ্বংসের পথে। যে ঘরটার স্বপ্ন দেখছিলাম আমরা, সে ঘরটায় ধূলো জমেছে। কিন্তু তারপরেও আমি বিশ্বাসই করি না, তুমি আর ভালোবাসো না আমায়।
জানো, আমি ভেবেছিলাম হয়তো সাময়িক একটা দূরত্ব এসেছে আমাদের মধ্যে। আবার সবকিছু ঠিক হয়ে যাবে। আমরা আবার অভিমান আর দূরত্বের মেঘ সরিয়ে রোদেলা আকাশে একমুঠো স্বপ্নে রুপকথার গল্প লিখবো। আমাদের গল্পগুলো আবার প্রাণ ফিরে পাবে।
হ্যাঁ এরকমই ভাবতাম আমি।
কিন্তু আজকাল কথা কমতে কমতে একেবারে নিশ্চুপ হয়ে যাচ্ছি আমরা, আজকাল যেটুকু কথা হয় সেগুলো সব অকেজো কথা। হয়তো কথা বলতেই ভুলে গেছি আমরা। না আমি ভুলিনি, আমার অনেক কিছু বলার আছে তোমাকে। আমার তোমাকে বলার আছে সেইসব দিনগুলোর কথা, যেসব দিনে তুমি ছেড়ে গিয়েছিলে আমাকে একলা করে, আমার তোমাকে বলার আছে আমার একাকীত্ব, তুমিহীনা আমার প্রতিটা অভিশপ্ত নিঃশ্বাসের কথা। না খুব বেশি কিছু তো কখনো দাবি করি নি আমি, শুধু আমাদের রুপকথাকে বাঁচিয়ে রাখতে যতটুকু দরকার ততটুকু তো করতেই পারতে।
কিন্তু জানো? আমি আজও তোমাকে জড়িয়েই বাঁচি।
আজও আমি তোমার সাথেই বাঁচি। আজও আমার প্রত্যেকটা মূহুর্তে থাকে সেই মূহুর্ত যখন তুমি আর আমি একসঙ্গে থাকতাম। খুব মিস করি সেই সময়গুলোকে যখন আমাদের কথা বলেও কথা শেষ হতো না, আর এখন কথা থাকলেও তুমি থাকো না। মিস করি আমাদের সেই রাতজাগা আদুরে প্রলাপগুলোকে,
মিস করি আমাদের ঝগড়া,অভিমান গুলোকে।
না, আজ আমি আর বলবো না ফিরে এসো, সবকিছুর দায়িত্ব এবার তোমায় দিলাম। যদি মনে হয় ফিরবে, তাহলে ফিরে এসো। ফিরে এসে জানিও ঠিক কতোটা পোড়ালো এই দূরত্ব? আর যদি মনে হয় চলে যাবে, তবে চলে যেও। আরো একবার ভেঙে যাওয়ার জন্য, আরো একবার টুকরো হওয়ার জন্য আমি যে প্রস্তুত।
❣️"ভালবাসার" স্পর্শ "সাগরের"❣️