ভালবাসার স্পর্শ সাগরের

ভালবাসার স্পর্শ সাগরের "আমার জানা অজানা ভালোবাসার অনুভূতি গুলো আমি আমার পেইজে প্রকাশিত করি"

একটা গোধূলি হাতে হাত রেখে আমাদের একসাথে বসে থাকা হলো না। একটা প্রহর মুখোমুখি গল্প করা আর হলো না। তোমার চোখের দিকে তাকিয়ে...
16/09/2025

একটা গোধূলি হাতে হাত রেখে আমাদের একসাথে বসে থাকা হলো না। একটা প্রহর মুখোমুখি গল্প করা আর হলো না। তোমার চোখের দিকে তাকিয়ে বলা হলো না, ভালোবাসি। আমি তোমায় ভালোবাসি।
আমাদের যা কিছু হলো তার সবই হলো মনে মনে।

মনে মনে আমাদের সংসার সাজানো হলো। একে অপরকে জড়িয়ে ধরা হলো। চুমু খাওয়া হলো।আমাদের যা কিছু হলো তার সবই মনে মনে।
তা-ও কী খুব? সেই তো মনে মনে বহুদূর চলে গেলাম আমরা। কাছে না এসেও ছেড়ে গেলাম আমরা।

একটা কথা কি জানো? আমাকে ছাড়া সুখী হওয়া কঠিন কিছু না। তুমি অবশ্যই সুখী হবে। তবে তোমার সুখী জীবনেও প্রত্যেকটা গভীর রাতে তোমার মন খারাপ হবে। সেই মন খারাপের কোথাও না কোথাও আমি থাকবো। তুমি দেখে নিও, আমিই থাকবো।

❣️"ভালবাসার" স্পর্শ "সাগরের"❣️

মানুষ বদলে যায়, কিন্তু কষ্ট থেকে যায়। কেউ একজন হঠাৎ করেই বদলে যায়, আর সেই বদলে যাওয়াটা যেনো এক ভূমিকম্পের মতো কাঁপিয়ে দে...
14/09/2025

মানুষ বদলে যায়, কিন্তু কষ্ট থেকে যায়। কেউ একজন হঠাৎ করেই বদলে যায়, আর সেই বদলে যাওয়াটা যেনো এক ভূমিকম্পের মতো কাঁপিয়ে দেয় মন, যে মন একসময় তাকে প্রাণ দিয়ে ভালোবেসেছিল। শুধু শেষে থেকে যায় শুধু স্মৃতি। যতোটা সহজে মানুষ বদলায়, ততোটাই কঠিন হয় সেই বদলে যাওয়া মানুষটাকে ভুলে যেতে। চাইলেই কি আমরা সব ভুলে যেতে পারি?

কিছু জিনিস মনের গভীরে থেকে যায়, জমাট বাঁধা অদ্ভুত ক্ষতের মতো। ভালোবাসা তো আসলে কখনো ফুরায় না, বদলায় না। বদলে যায় শুধু মানুষ, আর রেখে যায় অদৃশ্য কিছু ক্ষত। যেগুলো বোঝানো যায় না, বলা যায় না। নিজের সবকিছু উজাড় করে দিয়েও যাদের মনে জায়গা হয় না, হয়তো আমাদের মন ঠিক তার জন্যই শুধু কাঁদে।

যদি সে মানুষটা একবার বুঝতে পারতো, তার এই বদলে যাওয়াটা কতটা যন্ত্রণার জন্ম দেয়, তার পরিবর্তন কতটা ছিন্নভিন্ন করে দেয় অন্তরকে, তাহলে হয়তো সে কখনোই এমন ভাবে বদলাতে পারতো না। আর যদি বদলাতোও, অন্তত তার ফেলে আসা মানুষটির জন্য কষ্ট ঠিকই উপলব্ধি করতো।

ভালোবেসে আমরা যেটার পিছনে ছুটি, সেটা যদি একবার আমাদের পিছনে ছুটতো, তাহলে আমাদের কষ্টটাও সার্থক মনে হতো। কিন্তু প্রকৃতির নিয়ম ভিন্ন। আমরা যেটার পিছনে ছুটি, কিংবা যার পিছনে ছুটি, সে ছুটে যায় অন্য কারো পিছনে। হয়তো নিয়তির বিধান, যেখানে ভালোবাসা থাকে, সেখানেই মিলন থাকে না।

❣️"ভালবাসার" স্পর্শ "সাগরের"❣️

জানো প্রিয়, কতবার ফোন করতে গিয়েও তোমায় শেষমেশ থেমে গেছি, অগণিত এসএমএস লিখে আবার মুছে ফেলেছি নিঃশব্দে। মনে হয়েছে কথা বলি,...
11/09/2025

জানো প্রিয়, কতবার ফোন করতে গিয়েও তোমায় শেষমেশ থেমে গেছি, অগণিত এসএমএস লিখে আবার মুছে ফেলেছি নিঃশব্দে। মনে হয়েছে কথা বলি, কিন্তু পরক্ষণেই ভাবি, আমাকে ছাড়া যদি তুমি নিজের মতো করে ভালো থাকতে পারো, তবে কেনো হবো আমি তোমার বিরক্তের কারণ?

মাঝে মাঝে খুব করে ইচ্ছে করে, আমার হৃদয়টা যদি তোমার সাথে বদলাতে পারতাম, তাহলে হয়তো তুমি উপলব্ধি করতে পারতে, আমার হৃদয়ের ভেতরটা কেমন করে দিন দিন চুপিসারে ভেঙে যাচ্ছে।

জানি, তোমার অবজ্ঞা অবহেলায় আমি ভেঙেছি বারবার, অভিমানের অন্তরে অগণিত রাত আমার ডুবে গেছে। কিন্তু আমার সেই ভাষাহীন কান্না তুমি বোঝেনি কোনোদিন, হয়তো তুমি বোঝার প্রয়োজনই কখনো মনে করোনি।

❣️"ভালবাসার" স্পর্শ "সাগরের"❣️

যে মানুষ সবার খেয়াল রাখে, সবার সুখ-দুঃখে পাশে এসে দাঁড়ায়, একসময় তাকেই সবাই ভুলে যায়।জীবনের সবচেয়ে কষ্টের জায়গা হয়তো এখান...
09/09/2025

যে মানুষ সবার খেয়াল রাখে, সবার সুখ-দুঃখে পাশে এসে দাঁড়ায়, একসময় তাকেই সবাই ভুলে যায়।

জীবনের সবচেয়ে কষ্টের জায়গা হয়তো এখানেই, যখন নিজে নিঃস্বার্থভাবে সবাইকে ভালোবাসা দিয়ে ও বিনিময়ে নিজের জন্য খেয়াল রাখার মতো কাউকে যখন আমার আশে পাশে পাওয়া যায় না।

তখন উপলব্ধি করা যায়, মানুষের যত্ন নেওয়া হয়তো সহজ, কিন্তু সেই যত্ন ফিরিয়ে পাওয়া অনেক কঠিন। এ যেনো জীবনের সবচেয়ে নীরব বেদনা ও যন্ত্রণাদায়ক।

❣️"ভালবাসার" স্পর্শ "সাগরের"❣️

বিয়ে আর মৃত্যুতে কী অদ্ভুত মিলঃতোমারে পাল্কি উঠালো, আমারে খাটিয়া উঠালো।ফুল তোমার উপরেও ঝরলো, ফুল আমার উপরেও ঝরলো।...
08/09/2025

বিয়ে আর মৃত্যুতে কী অদ্ভুত মিলঃ

তোমারে পাল্কি উঠালো, আমারে খাটিয়া উঠালো।
ফুল তোমার উপরেও ঝরলো, ফুল আমার উপরেও ঝরলো। তফাত শুধু এটুকুই ছিলো-
তুমি সেজে গেলে, আমাকে সাজিয়ে নিয়ে গেলো।

তুমিও নিজের ঘরে চললে, আমিও নিজের ঘরেই চললাম। তফাত শুধু এটুকুই ছিলো-
তুমি নিজেই উঠে গেলে, আমাকে উঠিয়ে নিয়ে গেলো।

মাহফিল ওখানেও ছিলো, লোকজন এখানেও ছিলো।
তফাত শুধু এটুকুই ছিলো-
ওখানে সবাই হাসছিলো, এখানে সবাই কাঁদছিলো।

কাজী ওখানেও ছিলো, মৌলভী এখানেও ছিলো।
দুটো আয়াত তোমার জন্যে পড়লো, দুটো আয়াত আমার জন্যে পড়লো। তোমার বিয়ে পড়ালো, আমার জানাজা পড়ালো। তফাত শুধু এটুকুই ছিলো-
তোমাকে করলো আপন, আমাকে করলো দাফন।

❣️"ভালবাসার" স্পর্শ "সাগরের"❣️

ভালোই হয়েছে তুমি আমার হও নাই। যদি তুমি আমার হতে, আমি হয়তো কখনোই কষ্ট চিনতাম না, বিচ্ছেদের স্বাদ পেতাম না, যন্ত্রণার সাথে...
07/09/2025

ভালোই হয়েছে তুমি আমার হও নাই। যদি তুমি আমার হতে, আমি হয়তো কখনোই কষ্ট চিনতাম না, বিচ্ছেদের স্বাদ পেতাম না, যন্ত্রণার সাথে পরিচয় হতাম না। তোমায় পেলে শুধু তোমাকে নিয়ে গর্ব করতাম, মানুষের কাছে তোমাকে নিয়ে অহংকার করতাম, পূর্ণতার গল্প বলতাম।

তুমি আমার না হওয়ায় আমি বুঝেছি ভালোবাসা সবসময় মিষ্টি না, মাঝে মাঝে খুব নিষ্ঠুরও হয়। যদি তুমি আমার হতে, প্রতিদিন ভাবতাম কী করলে তোমাকে আগলে রাখতে পারব, কী করলে তোমাকে সুখী রাখতে পারব। তোমার জন্য নিজের সবকিছু বিসর্জন দিতে রাজি থাকতাম। কিন্তু তুমি আমার না হয়েই ভাল করেছো, কারণ এখন আর আমাকে কাউকে নিয়ম করে ভালোবাসতে হয় না, কাউকে নিয়ে প্রতিদিন চিন্তা করতে হয় না।

তুমি অন্য কারোও হয়েছো, সেটাই হয়তো ভালো হয়েছে। কারণ তুমি যদি আমার হতে, আমি কখনও শিখতাম না কষ্ট মানুষকে কতটা বদলে দিতে পারে, কতটা শক্ত করে তোলে। শেষে শুধু একটা কথাই বলব, তুমি সুখে থেকো, ভালো থেকো সবসময়। হয়তো আমি তোমায় পাইনি, কিন্তু আমার দোয়া সবসময় তোমার জন্য থাকবে।

❣️"ভালবাসার" স্পর্শ "সাগরের"❣️

মানুষিক শান্তি দেওয়া মানুষগুলো যখন অশান্তির কারণ হয়-তখন পৃথিবীর কোন সুখই এনে দিলেও আর শান্তি লাগে না।❣️"ভালবাসার" স্পর্শ...
06/09/2025

মানুষিক শান্তি দেওয়া মানুষগুলো যখন অশান্তির কারণ হয়-

তখন পৃথিবীর কোন সুখই এনে দিলেও আর শান্তি লাগে না।

❣️"ভালবাসার" স্পর্শ "সাগরের"❣️

মানুষের চাইতেই রঙ চা, হয়তো অনেক গুণ ভালো-অন্তত শেষ হওয়া পর্যন্ত একই রঙে থাকে, বদলায় না।❣️"ভালবাসার" স্পর্শ "সাগরের"❣️
06/09/2025

মানুষের চাইতেই রঙ চা, হয়তো অনেক গুণ ভালো-
অন্তত শেষ হওয়া পর্যন্ত একই রঙে থাকে, বদলায় না।

❣️"ভালবাসার" স্পর্শ "সাগরের"❣️

আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হতে পারে, সম্পর্ক ও বিচ্ছিন্ন হতে হবে, তবুও ভালোবাসা থেকে যাবে, হয়তো আক্ষেপে, নয়তো অপেক্ষায়। ...
06/09/2025

আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হতে পারে, সম্পর্ক ও বিচ্ছিন্ন হতে হবে, তবুও ভালোবাসা থেকে যাবে, হয়তো আক্ষেপে, নয়তো অপেক্ষায়। প্রতিটা মুহূর্ত কাউকে মনে পড়ার পরেও কথা বলতে না পাড়ার অনূভুতি খুবই বেদনাদায়ক ও যন্ত্রনাদায়ক, প্রকাশ করে ব্যর্থ হওয়ায় চেয়ে, নীরবতাই যে একমাত্র সঠিক সিদ্ধান্ত।

❣️"ভালবাসার" স্পর্শ "সাগরের"❣️

নিখোঁজ হয়ে গেছে আমার কাছে প্রিয় সেই মুখ-যার দিকে তাকিয়ে পাইতাম পৃথিবীর সকল সুখ।❣️"ভালবাসার" স্পর্শ "সাগরের"❣️
01/09/2025

নিখোঁজ হয়ে গেছে আমার কাছে প্রিয় সেই মুখ-
যার দিকে তাকিয়ে পাইতাম পৃথিবীর সকল সুখ।

❣️"ভালবাসার" স্পর্শ "সাগরের"❣️

সব মানুষকে ক্ষমা করা গেলেও, এই ধরনের মানুষকে কখনোই যে ক্ষমা করা উচিত নয়ঃযারা দ্বিমুখী, এক জায়গায় এক রূপে থাকে, আরেক জায়গ...
01/09/2025

সব মানুষকে ক্ষমা করা গেলেও, এই ধরনের মানুষকে কখনোই যে ক্ষমা করা উচিত নয়ঃ

যারা দ্বিমুখী, এক জায়গায় এক রূপে থাকে, আরেক জায়গায় আবার ভিন্ন রূপে। কথা লাগিয়ে বেড়ায় এবং নিজে ভালো সাজার নাটক করে যায় সবসময়। দেখবেন এরা ছোটখাটো বিষয় নিয়েও রাজনীতি করতে থাকে, আর নিজের স্বার্থের জন্য অন্যকে দোষারোপ করে নিজে ভালো থাকার চেষ্টা করে।

যারা প্রয়োজনে অন্যকে ব্যবহার করে, দরকার ফুরোলেই আসল মুখোশ খুলে ফেলে। প্রয়োজনের সময় মিষ্টি কথা বলে, কাছে টেনে নেয়, প্রয়োজন শেষ হলে আবার আপনাকেই দূরে ঠেলে দেয়।

বিশ্বাস করুন, এদের মতো নিকৃষ্ট আর কেউ হয় না।জীবনে শান্তি চাইলে এই মানুষগুলোকে দূরে রাখুন।কারণ, ক্ষত একদিন ঠিকই সেরে যাবে, কিন্তু বিশ্বাস ভাঙার কষ্টটা সারাজীবন থেকে যাবে, যা আপনাকে তিলে তিলে কষ্ট দিবে। যে যেমন তার সাথে তেমন'টাই করা উঠিত। প্রয়োজনে একা থাকুন ,তবুও এড়িয়ে চলুন এইসব নোংরা মস্তিষ্কের মানুষগুলোকে।

❣️"ভালবাসার" স্পর্শ "সাগরের"❣️

যে আমিটা কখনো তোমাকে মেসেজ করতে গিয়ে থমকে যেতাম না, সেই আমিটাই আজ মেসেজ টাইপ করতে গিয়ে বারবার নীরব হয়ে যাই, থমকে যাই। ...
30/08/2025

যে আমিটা কখনো তোমাকে মেসেজ করতে গিয়ে থমকে যেতাম না, সেই আমিটাই আজ মেসেজ টাইপ করতে গিয়ে বারবার নীরব হয়ে যাই, থমকে যাই। কারণ এই বাস্তবতা আমাকে বারবার জানান দেয় তুমি এখন ব্যস্ত আছো অন্য কারো সাথে।

আমার আশেপাশের মানুষ, শুভাকাঙ্ক্ষী এবং পারিপার্শ্বিকতা আমাকে বারবার জানান দিচ্ছে তুমি আর আমার নেই। যদিও এই কথা আমি বিশ্বাস করছি না। আমি জানি, অনেকগুলো দিন আমরা আমাদের মতোন করে আর একসাথে নেই, যে সংসারটা আমরা বুনেছিলাম, মায়া, ভালোবাসা, যত্ন আর প্রায়োরিটি দিয়ে আমাদের সেই সংসারটা অবজ্ঞা অবহেলা, অনাদর আর গুরুত্বহীনতায় ধ্বংসের পথে। যে ঘরটার স্বপ্ন দেখছিলাম আমরা, সে ঘরটায় ধূলো জমেছে। কিন্তু তারপরেও আমি বিশ্বাসই করি না, তুমি আর ভালোবাসো না আমায়।

জানো, আমি ভেবেছিলাম হয়তো সাময়িক একটা দূরত্ব এসেছে আমাদের মধ্যে। আবার সবকিছু ঠিক হয়ে যাবে। আমরা আবার অভিমান আর দূরত্বের মেঘ সরিয়ে রোদেলা আকাশে একমুঠো স্বপ্নে রুপকথার গল্প লিখবো। আমাদের গল্পগুলো আবার প্রাণ ফিরে পাবে।
হ্যাঁ এরকমই ভাবতাম আমি।

কিন্তু আজকাল কথা কমতে কমতে একেবারে নিশ্চুপ হয়ে যাচ্ছি আমরা, আজকাল যেটুকু কথা হয় সেগুলো সব অকেজো কথা। হয়তো কথা বলতেই ভুলে গেছি আমরা। না আমি ভুলিনি, আমার অনেক কিছু বলার আছে তোমাকে। আমার তোমাকে বলার আছে সেইসব দিনগুলোর কথা, যেসব দিনে তুমি ছেড়ে গিয়েছিলে আমাকে একলা করে, আমার তোমাকে বলার আছে আমার একাকীত্ব, তুমিহীনা আমার প্রতিটা অভিশপ্ত নিঃশ্বাসের কথা। না খুব বেশি কিছু তো কখনো দাবি করি নি আমি, শুধু আমাদের রুপকথাকে বাঁচিয়ে রাখতে যতটুকু দরকার ততটুকু তো করতেই পারতে।

কিন্তু জানো? আমি আজও তোমাকে জড়িয়েই বাঁচি।
আজও আমি তোমার সাথেই বাঁচি। আজও আমার প্রত্যেকটা মূহুর্তে থাকে সেই মূহুর্ত যখন তুমি আর আমি একসঙ্গে থাকতাম। খুব মিস করি সেই সময়গুলোকে যখন আমাদের কথা বলেও কথা শেষ হতো না, আর এখন কথা থাকলেও তুমি থাকো না। মিস করি আমাদের সেই রাতজাগা আদুরে প্রলাপগুলোকে,
মিস করি আমাদের ঝগড়া,অভিমান গুলোকে।

না, আজ আমি আর বলবো না ফিরে এসো, সবকিছুর দায়িত্ব এবার তোমায় দিলাম। যদি মনে হয় ফিরবে, তাহলে ফিরে এসো। ফিরে এসে জানিও ঠিক কতোটা পোড়ালো এই দূরত্ব? আর যদি মনে হয় চলে যাবে, তবে চলে যেও। আরো একবার ভেঙে যাওয়ার জন্য, আরো একবার টুকরো হওয়ার জন্য আমি যে প্রস্তুত।

❣️"ভালবাসার" স্পর্শ "সাগরের"❣️

Address

Akhaura
Akhaura
3450

Telephone

+8801830639043

Website

Alerts

Be the first to know and let us send you an email when ভালবাসার স্পর্শ সাগরের posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ভালবাসার স্পর্শ সাগরের:

Share