ঐতিহ্যবাহী মেলা গোপীনাথপুর

ঐতিহ্যবাহী  মেলা গোপীনাথপুর গোপীনাথপুরে প্রতি বছর দোল পুর্নিমা উ?
(1)

আমাদের ইউনিয়নের নাম গোপীনাথপুর। ইহা জয়পুরহাটজেলার অন্তরগত আক্কেলপুর উপেজলায় অবস্থিত।এই ইউিনয়েনর পশ্চিমে আক্কেলপুর পৌরসভা, পূর্বদিকে ক্ষেতলাল উপজেলার আলমপুর ইউনিয়ন,উত্তরে ক্ষেতলাল উপজেলার মাহমুদপুর ইউনিয়ন ,দক্ষিনে বগুড়াজেলার জিয়ানগর ইউনিয়ন। এই ইউনিয়নের আয়তন: ৬১৫১ একর, লোকসংখা ২২০৩৬। গোপীনাথপুর গ্রাম হিন্দুদের একটি ধর্মিয় স্থান।এখানে তিনটি মন্দির আছে।প্রধান মন্দিরে একটি বিগ্রহ আছে।এই বিগ্রহের নাম

শ্রী শ্রী গোপীনাথজিঁও । এখানে প্রতি বছর দোল পুর্নিমা উপলক্ষে ১৩ দিনের একটা বিরাট মেলা হয়।এই মেলার জন্য গোপীনাথপুর বিখ্যাত। এখানকার অধিকাংশ লোক কৃষক।এখানে ধান, আলু, সরিশা, গম ইত্যাদি চাষ করা হয়। এখানকার আবহাওয়া এবং পরিবেশশ খুব সুন্দর। এখানকার লোকজন শান্ত এবং শান্তিপুর্নভাবে বসবাস করে।

Address

Gopinathpur Bazar Road, Gopinathpur, Rajshahi Division
Akkelpur
5940

Alerts

Be the first to know and let us send you an email when ঐতিহ্যবাহী মেলা গোপীনাথপুর posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share