Creator Multimedia

Creator Multimedia Enjoy & be Happy .

শেখ মুজিবর রহমান এর খুনি কর্ণেল রশিদ এর ৫ পর্বের এই সাক্ষাতকর গুলো সবাইকে দেখবেন এবং আমাদের দেশের মুক্তিযুদ্ধ থেকে শুরু ...
15/10/2024

শেখ মুজিবর রহমান এর খুনি কর্ণেল রশিদ এর ৫ পর্বের এই সাক্ষাতকর গুলো সবাইকে দেখবেন এবং আমাদের দেশের মুক্তিযুদ্ধ থেকে শুরু করে জিয়াউর রহমান এর মৃত্যু পর্যন্ত (১৯৭১-১৯৮১) আজানা অনেক বিষয় নতুন করে জানতে পারবেন এবং এতো দিন পর্যন্ত ওই কালের যা জানতেন সে সর্ম্পকে আপনার ধরনাই পাল্টে যাবে।

1. https://www.youtube.com/watch?v=SJJbswaMQ_s&t=33s
2. https://www.youtube.com/watch?v=t21cDEY_qPY&t=3s
3. https://www.youtube.com/watch?v=tMzs9bw-H_M&t=2s
4. https://www.youtube.com/watch?v=wMArGNsMp_E
5. https://www.youtube.com/watch?v=MA__e6OxNik

🔥𝗙𝗼𝗹𝗹𝗼𝘄 Tritiyo Matra 𝗼𝗻 𝘆𝗼𝘂𝗿 𝗦𝗼𝗰𝗶𝗮𝗹 𝗠𝗲𝗱𝗶𝗮:👉YouTube: https://www.youtube.com/c/tritiyomatra 👉Twitter : https://twitter.com/Tritiyo_...

https://www.prothomalo.com/business/ifjwhspna3
08/08/2024

https://www.prothomalo.com/business/ifjwhspna3

দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে বক্তব্য জানাতে সব ব্যবসায়ী সংগঠনের পক্ষ থেকে সংবাদ সম্মেলনের আয়োজন করে আইসিসিবি...

একটি হিংসা মুক্ত , মানবিক পৃথিবী চাই ! কেনিয়ার হয়ে দৌড়চ্ছিলেন আবেল মুতাই। খুব ভাল দৌড়চ্ছিল, সবাইকে পিছনে ফেলে প্রায় পৌঁছ...
13/07/2024

একটি হিংসা মুক্ত , মানবিক পৃথিবী চাই !
কেনিয়ার হয়ে দৌড়চ্ছিলেন আবেল মুতাই। খুব ভাল দৌড়চ্ছিল, সবাইকে পিছনে ফেলে প্রায় পৌঁছে গেছেন শেষ ল্যাপে। তার পেছন পেছনই ধেয়ে আসছেন স্প্যানিশ অ্যাথলেট ইভান ফার্নান্ডেজ। শেষ সীমানার অল্প একটু আগে পৌঁছে বিভ্রান্ত হয়ে পড়লেন আবেল মুতাই, তিনি ফিনিশিং লাইন বুঝতে না পেরে ভাবলেন তিনি জিতে গেছেন আর দৌড়ের গতি কমিয়ে দিলেন।

তার পেছনে থাকা স্প্যানিশ অ্যাথলেট ইভান ফার্নান্ডেজ আন্দাজ করে ফেললেন আবেল মুতাইয়ের কনফিউশানের ব্যাপারটা, আর সাথে সাথেই স্প্যানিশ ভাষায় চিৎকার করে আবেলকে বলতে শুরু করলেন, দৌড় শেষ হয়নি, তুমি দৌড়তে থাকো।

আবেল স্প্যানিশ ভাষা না বুঝে আরো বিভ্রান্ত হয়ে পড়ে। ইভান বুঝতে পারে আর কোনো উপায় নেই, সে আবেলের কাছাকাছি এসে একরকম ধাক্কা মেরে ভিক্ট্রি লাইন পার করে জিতিয়ে দেয় আবেল মুতাইকে।

দৌড় শেষ হবার পর সাংবাদিকরা ঘিরে ধরে ইভানকে। প্রশ্ন একটাই, তুমি এইরকম কেন করলে?

ইভান ফার্নান্ডেজ বললেন, আমি একটি সামাজিক পৃথিবী চাই, যেখানে আমরা সবাই সবাইকে সাহায্য করব।

সাংবাদিকরা সন্তুষ্ট হয়না এই জবাবে, সাংবাদিক প্রশ্ন করে, কিন্তু তুমি না জিতে ওকে জিতিয়ে দিলে কেন?

ইভান ফার্নান্ডেজ বললেন জয়টা আমার প্রাপ্য ছিলোনা, যে প্রাপ্য ছিলো আমি তাকে সাহায্য করেছি মাত্র। আর এমন জয় দিয়ে কি পাবো, একটা মেডেল? যেখানে নৈতিকতা থাকবে না? আমার মা আমাকে সে শিক্ষা দেয় নি।

কাহিনীটা পড়ে এক অন্যরকম অনূভুতি হলো। আমাদের পরিবার-সমাজ, আমাদের শিক্ষা-সংস্কৃতি শুধুমাত্র আমাদেরকে জিততেই শেখাচ্ছে কাউকে জেতাতে শেখায়নি কখনো। আমাদের শুধু জেতা প্রয়োজন, সফল হওয়া প্রয়োজন। সেটা যেভাবেই হোক, যে কোন মাধ্যমেই হোক।

কাউকে জেতানোর মধ্যেও জিতে যাওয়া থাকতে পারে। কাউকে সাহায্য করার মধ্যেও সফলতা থাকতে পারে। এগুলা কখনোই আমাদের শিক্ষায় বা আমাদের চিন্তায় নেই। কেনো নেই?

25/01/2024

হ্যা এজন্য জাপান এতো এগিয়ে।

পড়াশোনার গুরুত্ব যত বেশি দেওয়া হবে ততই জাতি এগিয়ে যাবে। এই টপিকটা সম্পর্কে অনেকে অবগত তাও আমার নিজের টাইমলাইনে রেখে দিতে ইচ্ছে হলো৷ পড়াশোনাকে একটা দেশ ঠিক কতটুকু গুরুত্ব দিতে পারে।

জাপানের হোক্কাইডো দ্বীপের একদম উত্তর প্রান্তে রয়েছে কামি শিরাতাকি স্টেশন। নিতান্তই অজ পাড়া-গাঁ বলতে যা বোঝায় অনেকটা তাই। যাতায়াতের জন্য অন্যান্য মাধ্যম থাকায় রেলপথে কেউই খুব একটা কোথাও যাওয়া-আসা করেন না। এ কারণেই রেল দপ্তর ওই স্টেশনটি বন্ধ করে দেওয়ার কথা ঘোষণা করে। কিন্তু পরিদর্শকরা তখন লক্ষ করেন, একটি মেয়ে সারা বছর ট্রেন ধরে স্কুলে যাতায়াত করে। ট্রেন না চললে তাঁর স্কুলে পৌঁছতে খুবই কষ্ট হবে। তাই ওই ছাত্রীর জন্যই একটি গোটা স্টেশন চালু রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
শুধু তাই নয়, মেয়েটি যাতে সঠিক সময়ে স্কুলে পৌঁছতে পারে তার জন্য ট্রেনের টাইমও পাল্টে দেওয়া হয়। সারা দিনে ওই একটি ট্রেন তাঁকে স্কুলে পৌঁছে দেয় এবং বিকেলে তাঁকে ফের ওই জনহীন স্টেশনে নামিয়ে দিয়ে যায়। রেল দপ্তর এমনটা সিদ্ধান্ত নিয়েছে যে, যত দিন না মেয়েটি স্নাতক হচ্ছে, তত দিন এই ট্রেন পরিষেবা চালু রাখা হবে।

আমি সত্যি অবাক হয়েছি এবং মন থেকে ভালো লাগা কাজ করেছে। এভাবে কবে যে আমাদের দেশে কর্তারা ভাববেন।

22/01/2024

পাহাড় ও মেঘের মিলন মেলা আমাদের এই সুন্দর বাংলাই, বলুনতো কোথাই।
19/01/2024

পাহাড় ও মেঘের মিলন মেলা আমাদের এই সুন্দর বাংলাই, বলুনতো কোথাই।

15/01/2024

হেলো বন্ধুগণ, সাথে থাকার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ।

https://www.youtube.com/watch?v=ZZtvhe36yzM
14/01/2024

https://www.youtube.com/watch?v=ZZtvhe36yzM

page Live Stream Cricket & Football | Stream Labs দিয়ে লাইভ করে পেজে হাজার ফলোয়ার পাবে |——————————————————1) ক্রিকেট ও ফুটবল খেলা লাইভ করুন No Co...

Address

Dhaka
Alamdanga
1210

Alerts

Be the first to know and let us send you an email when Creator Multimedia posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share