Md Shamim Reza

Md Shamim Reza Hi ! I am Md Shamim Reza.

═════════❤️════════প্রতিটি দিন নতুন একটি সুযোগ।═════════❤️════════
14/05/2025

═════════❤️════════
প্রতিটি দিন নতুন একটি সুযোগ।
═════════❤️════════

আসছে ফাল্গুনে আমরা কিন্তু দ্বিগুণ হব...
19/03/2025

আসছে ফাল্গুনে আমরা কিন্তু দ্বিগুণ হব...

মাথাভাঙ্গা নদীটার উঁচু উঁচু পাড়সবুজের সমারোহে ঢাকা দুই ধার।
19/03/2025

মাথাভাঙ্গা নদীটার উঁচু উঁচু পাড়
সবুজের সমারোহে ঢাকা দুই ধার।

যদি লক্ষ্য থাকে অটুট,   সফলতা আসবেই ইনশাআল্লাহ।আর সফলতা কোন গন্তব্য নয়,    এটা একটা যাত্রা।
17/03/2025

যদি লক্ষ্য থাকে অটুট,
সফলতা আসবেই ইনশাআল্লাহ।
আর সফলতা কোন গন্তব্য নয়,
এটা একটা যাত্রা।

26/01/2025

১৭ জানুয়ারি ২০২৫ চুয়াডাঙ্গায়

24/01/2025

আলমডাঙ্গা টু চুয়াডাঙ্গা

১০ হাজার ডেলিগেটের সম্মেলনে বিরিয়ানির পোটলা নিয়ে মারামারি হলো না কেন, চেয়ার সেটিং খেলা হলো না কেন? তার মানে এটি একটি ছাত...
01/01/2025

১০ হাজার ডেলিগেটের সম্মেলনে বিরিয়ানির পোটলা নিয়ে মারামারি হলো না কেন, চেয়ার সেটিং খেলা হলো না কেন? তার মানে এটি একটি ছাত্রশিবিরের পাতানো কাউন্সিল। এ কমিটি মানি না।

-জনৈক দলের সেক্রেটারী।

21/12/2024

ওলি আল্লাহর বাংলাদেশ,
শহীদ গাজীর বাংলাদেশ।
শিল্পি : রোকোনুজ্জামান

জুলাই গণ–অভ্যুত্থানে নি'হ'ত অনেককে ‘বেওয়ারিশ’ হিসেবে দাফন করা হয়েছে।  রায়েরবাজার কবরস্থানে বেওয়ারিশ হিসেবে দাফন করা হয় ১...
19/12/2024

জুলাই গণ–অভ্যুত্থানে নি'হ'ত অনেককে ‘বেওয়ারিশ’ হিসেবে দাফন করা হয়েছে। রায়েরবাজার কবরস্থানে বেওয়ারিশ হিসেবে দাফন করা হয় ১১৪টি ম'র'দে'হ। এসব ম'র'দে'হ রায়েরবাজারে বেওয়ারিশ হিসেবে দা'ফ'ন করা হয়েছে। কিন্তু কার কবর কোনটি, সেটা জানতে পারছেন না তাদের স্বজনেরা। নিহত ব্যক্তিদের একজন মাহিন মিয়া। মাহিনের ভাই আবদুল জব্বারের সঙ্গে ৯ ডিসেম্বর রায়েরবাজার কবরস্থানে দেখা হয়। তিনি পেশায় রিকশাচালক। তিনি বলেন, তিনি ও তাঁর ভাই মাহিন গত ১৮ জুলাই মোহাম্মদপুরের টাউন হল এলাকায় আন্দোলনে অংশ নিয়েছিলেন। মাহিন সেদিন আর বাড়ি ফেরেননি। তার পর থেকে ভাইয়ের খোঁজে আশপাশের থানা, হাসপাতালের ম'র্গ চষে বেড়িয়েছেন। পরে আঞ্জুমান মুফিদুল ইসলামের কার্যালয়ে গিয়ে বেওয়ারিশ হিসেবে দাফন করা ম'র'দে'হের ছবি দেখে জানতে পারেন, তাঁর ভাইকে হ'ত্যা করা হয়েছে, দাফন করা হয়েছে রায়েরবাজারে। মাহিন মা'রা যাওয়ার ১৫ দিন পর তাঁর স্ত্রীর প্রথম সন্তান হয়।

শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের ময়নাতদন্ত প্রত্যয়নপত্রে মাহিন মিয়ার পরিচয় লেখা আছে ‘অজ্ঞাত’। সেখানে লেখা আছে, ১৯ জুলাই ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতালের স্ট্রেচারে তাঁর মৃ'তদেহ পাওয়া যায়। তাঁর মাথার বাঁ ও ডান পাশে ছিদ্র রয়েছে। মৃত্যুর কারণ হিসেবে মাথায় গু'লি উল্লেখ করা হয়েছে।

মাহিনের ভাই আবদুল জব্বার বলেন, ‘ভাইয়ের লা'শটা চোখে দেখলাম না। এখানে কোনটা আমার ভাইয়ের কবর, তা–ও তো জানি না। ভাইটা বাচ্চার বাপ হইল, এই ছেলে বড় হইলে বাপের কবরটাও চিনব না।’

17/12/2024

অনেক সুন্দর ছিল মূহূর্তটি।
তাফসির মাহফিল আযান দিয়ে জামায়াতে নামাজ আদায় করা।

13/12/2024

কিছু কথা মনের গভীরের।

02/12/2024

গানে গানে জুলাই বিপ্লবের গল্পকথা

Address

Madhabpur, Chuadanga
Alamdanga

Alerts

Be the first to know and let us send you an email when Md Shamim Reza posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Md Shamim Reza:

Share