23/07/2025
আল-ইকরা ক্যাডেট একডেমির প্লে থেকে পঞ্চম শ্রেণির সম্মানিত শিক্ষকবৃন্দ, অভিভাবক ও সংশ্লিষ্ট সকল সদস্যদের জানানো যাচ্ছে যে, বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় মহাসচিব জনাব মোহাম্মদ মিজানুর রহমান সরকার মহোদয়ের নির্দেশক্রমে আগামীকাল ২৪ জুলাই ২০২৫, বৃহস্পতিবার সারা দেশে একযোগে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হবে।
আলমডাঙ্গা উপজেলায় উক্ত কর্মসূচির সময় ও স্থান নির্ধারণ করা হয়েছে:
📍 স্থান: উপজেলা এরশাদ মঞ্চ
🕛 সময়: বেলা ১২:০০ ঘটিকা
🎯 কর্মসূচির মূল উদ্দেশ্য:
* প্রাথমিক বৃত্তি পরীক্ষা থেকে কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের বঞ্চিত করার সরকারি সিদ্ধান্তের প্রতিবাদ।
* অবিলম্বে উক্ত প্রজ্ঞাপন বাতিল করে সরকারি, বেসরকারি, কিন্ডারগার্টেন ও রেজিস্টার্ড সকল শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য সমান বৃত্তি পরীক্ষার সুযোগ নিশ্চিত করা।
এই কর্মসূচিকে সফল করার লক্ষ্যে:
সারা দেশের সকল কিন্ডারগার্টেন বিদ্যালয় একদিনের জন্য বন্ধ থাকার সিদ্ধান্ত গৃহিত হয়েছে।
বিধায় আল-ইকরা ক্যাডেট একাডেমির প্লে থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত সকল পাঠদান কার্যক্রম আগামীকাল ২৪ জুলাই ২০২৫, বৃহস্পতিবার বন্ধ থাকবে।
উল্লেখ্য যে, আল-ইকরা ক্যাডেট একাডেমির পঞ্চম শ্রেণির অভিভাবক ও শিক্ষার্থীদের এই কর্মসূচীতে অংশগ্রহণের লক্ষ্যে আগামীকাল বেলা ১১:০০ টায় অত্র প্রতিষ্ঠানে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হলো।
#প্রাথমিক #প্রাথমিকবৃত্তিপরীক্ষা #কিন্ডারগার্টেনস্কুল #২৪জুলাই #বৃত্তিপরীক্ষা #মানববন্ধন #সমাপনীপরীক্ষা # #বৃত্তি_পরীক্ষা_সবার_অধিকার #কিন্ডারগার্টেন_বঞ্চিত_কেন #বেসরকারি_বিদ্যালয়ের_বাচ্চাদের_বাঁচাও
#শিক্ষার_সমতা_চাই #আন্দোলনে_নেমেছে_শিশুরা #আমার_বিদ্যালয়_আমার_অধিকার #বাচ্চাদের_ভবিষ্যৎ_নিয়ে_খেলা_নয়
#শিক্ষা_হোক_সবার_জন্য