Alamdanga Academy

Alamdanga Academy একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান

23/07/2025

আল-ইকরা ক্যাডেট একডেমির প্লে থেকে পঞ্চম শ্রেণির সম্মানিত শিক্ষকবৃন্দ, অভিভাবক ও সংশ্লিষ্ট সকল সদস্যদের জানানো যাচ্ছে যে, বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় মহাসচিব জনাব মোহাম্মদ মিজানুর রহমান সরকার মহোদয়ের নির্দেশক্রমে আগামীকাল ২৪ জুলাই ২০২৫, বৃহস্পতিবার সারা দেশে একযোগে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হবে।

আলমডাঙ্গা উপজেলায় উক্ত কর্মসূচির সময় ও স্থান নির্ধারণ করা হয়েছে:
📍 স্থান: উপজেলা এরশাদ মঞ্চ
🕛 সময়: বেলা ১২:০০ ঘটিকা

🎯 কর্মসূচির মূল উদ্দেশ্য:
* প্রাথমিক বৃত্তি পরীক্ষা থেকে কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের বঞ্চিত করার সরকারি সিদ্ধান্তের প্রতিবাদ।
* অবিলম্বে উক্ত প্রজ্ঞাপন বাতিল করে সরকারি, বেসরকারি, কিন্ডারগার্টেন ও রেজিস্টার্ড সকল শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য সমান বৃত্তি পরীক্ষার সুযোগ নিশ্চিত করা।

এই কর্মসূচিকে সফল করার লক্ষ্যে:
সারা দেশের সকল কিন্ডারগার্টেন বিদ্যালয় একদিনের জন্য বন্ধ থাকার সিদ্ধান্ত গৃহিত হয়েছে।

বিধায় আল-ইকরা ক্যাডেট একাডেমির প্লে থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত সকল পাঠদান কার্যক্রম আগামীকাল ২৪ জুলাই ২০২৫, বৃহস্পতিবার বন্ধ থাকবে।

উল্লেখ্য যে, আল-ইকরা ক্যাডেট একাডেমির পঞ্চম শ্রেণির অভিভাবক ও শিক্ষার্থীদের এই কর্মসূচীতে অংশগ্রহণের লক্ষ্যে আগামীকাল বেলা ১১:০০ টায় অত্র প্রতিষ্ঠানে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হলো।
#প্রাথমিক #প্রাথমিকবৃত্তিপরীক্ষা #কিন্ডারগার্টেনস্কুল #২৪জুলাই #বৃত্তিপরীক্ষা #মানববন্ধন #সমাপনীপরীক্ষা # #বৃত্তি_পরীক্ষা_সবার_অধিকার #কিন্ডারগার্টেন_বঞ্চিত_কেন #বেসরকারি_বিদ্যালয়ের_বাচ্চাদের_বাঁচাও
#শিক্ষার_সমতা_চাই #আন্দোলনে_নেমেছে_শিশুরা #আমার_বিদ্যালয়_আমার_অধিকার #বাচ্চাদের_ভবিষ্যৎ_নিয়ে_খেলা_নয়
#শিক্ষা_হোক_সবার_জন্য

29/10/2024

Address

Alamdanga

Alerts

Be the first to know and let us send you an email when Alamdanga Academy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Alamdanga Academy:

Share

Category