13/09/2024
যে কোনো দলের-ই ক্ষমতা বা নেতৃত্ব দীর্ঘ মেয়াদি হয়ে থাকলে তার মোদ্ধে মনোমালিন্য ভুল-ভ্রান্তি হতেই পারে। কিন্তু তা ধরে রেখে সম্পর্কে তিক্ততা, দলীয় বা ব্যাক্তিগত কোন্দল বাড়ানো ঠিক নয়, দুজনকেই উদ্যোগী হতে হবে সু-সম্পর্ক রক্ষায়। আমরা সাধারন কর্মজীবী মানুষ গুলো যেনো পরিবারের মুখে একটু স্বস্তি বহমান রাখতে পারি।