08/10/2025
আমি বুঝিনা মেহেদী আর্টিস্টরা কি কষ্ট করে মেহেদী পরায় না? নাকি তারা আপনার চেনা জানা মানুষ বলে তাদের কষ্ট হয় না? এই প্রফেশন এ না আসতে পারলে জানতামই না যে মানুষ এত বিবেকহীন 🙂 প্রথমত আমি অনেক কষ্ট করে মেহেদী পরায় এবং এটা আমার প্রফেশন, অনেক চেনা জানা মানুষ কে ফ্রী তে মেহেদী পরিয়েছি অনেকের কাছ থেকে ২০% টাকা রেখেছি কি কারণে বলুন তো? কারন তারা আমার চেনা জানা মানুষ ছিল বলে 🙂 তার জন্য কি আপনারা আমাকে কিনে নিয়েছেন? আপনাদের এত টাকা কম রাখতে হবে আবার আপনাদের মন ভরে হাত ভরে মেহেদী পরায় দিতে হবে আবার আপনারা আমার টাইম মতো মেহেদী পরতে বসবেন না কি চমৎকার 🙂
শুনেন আজকের পর থেকে আমার আরও চেনা জানা মানুষ হলেও আমি কাওকে ফ্রী মেহেদী পরাবো না 🙏🏻 আপনাদের ব্যবহার এর জন্য আজকে এই কথা গুলো বলতে বাধ্য হচ্ছি, আশা করি আমার কথা বুঝতে পারবেন ধন্যবাদ সবাইকে 💗
যখন ইচ্ছা মেহেদী নিতে চলে আসে মেহেদী বানানাতেও তো টাকা লাগে সেই টাকা কি গাছ থেকে আসে🥲
হাতে না হয় দিয়ে দিলাম তাই বলে মেহেদী ও ফ্রি চায়
সামনাসামনি তো বলতে পারি না পোস্টটা দেখে আর ফ্রি নিতে আসবেন না 🙃
📌এই অতি পরিচিতদের মধ্যে কেউ বিজনেস শুরু করলে আগেই বলে দেয় ফ্রি কিন্তু দিতে পারবো না। আবার এরা ১০ টাকা কম ও নিবে না কিন্তু আমার থেকে ফ্রি নিতে চলে আসে।